নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

প্রফেট অব ভায়োলেন্স।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬



টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ ছিল ওটি। আর এই প্রফেট হলেন মাওলানা ভাসানী। সময়টা উত্তাল উনসত্তর।
সেই রিপোর্টিংয়ের কারনেই কিনা বলতে পারব না, মাওলানার সাক্ষাৎকার নিতে এলেন এক ফরাসী মহিলা সাংবাদিক। পরের ঘটনা বলছি হায়দার আনোয়ার খান জুনোর বই "আগুনঝরা সেই দিনগুলো" থেকে-
"একটা গাড়ি জোগাড় করে পরের দিন সকালেই ফরাসি সাংবাদিককে নিয়ে রওয়ানা হলাম। রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্য দেখে তিনি বিদেশিদের মতো স্বভাবসুলভ বিষ্ময় প্রকাশ করে 'হাউ বিউটিফুল' 'সো রোমান্টিক' ইত্যাদি বলে চলেছেন। এরই ফাঁকে ফাঁকে তিনি গনঅভ্যুত্থান, মাওলানা, বামপন্থীদের ভূমিকা বিষয়ে প্রশ্ন করতে থাকেন।
আমরা যখন সন্তোষে ভাষানীর বাড়িতে পৌছাই তখন সকাল দশটা হবে।ভাসানী তাঁর একচালা টিনের ঘরের সামনে একটা ভাঙ্গা চেয়ারে বসে আছেন। গায়ে ছেড়া গেঞ্জি, পরনে লুঙ্গি। মাথায় চির পরিচিত তালপাতার টুপি। চেয়ারের পাশে একটা কুকুর শুয়ে আছে।
মহিলার সাথে পরিচয় করিয়ে দিলাম,
- হুজুর ইনি একজন ফরাসি সাংবাদিক।আপনার সাক্ষাতকার নিতে এসেছে।
ভাসানী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কুকুরের উদ্দেশ্যে দুইবার যা যা বলে মহিলাকে সামনের চেয়ারে বসতে বলে নিজে তাঁর ঘরে ঢুকলেন। কিছুক্ষন পরেই ভাসানী ঘর থেকে বেরিয়ে আসলেন। ছেঁড়া গেঞ্জির ওপর তিনি একটা সাধারণ পাঞ্জাবি চাপিয়েছেন। আর হাতে একটা পুরানো ট্রের উপর এক কাপ চা ও কয়েকটি বিস্কুট।
সাংবাদিক অবাক বিষ্ময়ে কিছুক্ষন তাকিয়ে থাকলেন। তারপর হঠাৎ সম্বিত ফিরে পেয়ে উঠে দাঁড়ালেন। ভাসানী মহিলার সামনের টুলে চা ও বিস্কুট রেখে বললেন -
- বাঙালীরা এমনিতেই অতিথি পরায়ণ। আর তুমি সাংবাদিক, তার উপর মহিলা। ঠিক মতো আপ্যায়ণ করার যোগ্যতা আমার নেই।
এরপর শুরু হলো সাক্ষাতকার- ভাসানী বাংলায় আর সাংবাদিক ইংরেজীতে। আমি সাধ্যমতো অনুবাদ করে যাচ্ছি। এক বার ভাসানী আমাকে থামিয়ে দিয়ে, 'নো নো আই মিন' বলে সুন্দর ইংরেজীতে তাঁর বক্তব্যটা তুলে ধরলেন।
এই আলোচনার মধ্যেই গ্রামের বহু লোকে উঠান ভরে গেছে। অনেকেই ভাসানীর পায়ে হাত দিয়ে সালাম করছে। ভাসানী তাদের বললেন, এখন যাও রে বাপু, পরে এসো। দেখছো না, আমি একজন বিদেশির সাথে কথা বলছি।
প্রায় ঘন্টা খানেক ধরে সাক্ষাতকার চললো। উঠে আসার সময় একজন কৃষক দুটো পাঁকা পেঁপে ভাসানীকে দিলেন। তিনি নিজ হাতে পেঁপে দুটি মহিলার হাতে দিয়ে বললেন -
এখনই গাছ থেকে পাড়া। খুব মিষ্টি। বাসায় গিয়ে খেও।
গাড়িতে ওঠার সময় দেখি মহিলার দু'চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তিনি ভেজা গলায় বললেন ,
ইওর মাওলানা ইজ রিয়েলি প্রফেট।









কাজী মাহমুদুল হক এর ওয়াল থেকে।

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যে কয়েকজনের সততা ও দেশ্রপ্রেম নিয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই তাদের মধ্যে মাওলানা ভাসানী, নির্মল সেন ও অলি আহাদ অন্যতম। দুর্ভাগ্য জাতির যে এদের কাউকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় নি।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গুনীদের মূল্যায়ন হয়না বলেই গুনী জন্ম নিচ্ছেনা।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্বদের চরম নৈতিক অবক্ষয় হয়েছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোন নেতাই বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তিনি সঠিক পথে আছেন।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৮

আমি সাজিদ বলেছেন: বাংলাদেশের সর্বকালের সেরা গনমানুষের নেতা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এমন নেতাই আমাদের বড্ড প্রয়োজন।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধুর ভক্তদের ভিড়ে এই মহান নেতা হারিয়ে গেছেন। এটা খুব দুঃখজনক।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই দুঃখজনক।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধু ছাড়া আর যারা দেশের জন্য করেছেন, তাদের কথা বললে, আমরা কি জাতি হিসেবে ছোট হয়ে যাবো?

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যিনি প্রশংসার যোগ তার প্রশংসা করলে কেউ ছোট হয়না কিন্তু আমরা এটা বুঝতে চাই না। শুধু নিজের গুনগান করি। চাটুকারীতা করি।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০১

নেওয়াজ আলি বলেছেন: ভাসানীর মেয়ে এখন নিঃসঙ্গ বসে অবস্থান ধর্মঘট পালন করছে সুষ্ঠ ভোটের জন্য। আহ দেশ

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এগুলই এখন দেখতে নীরবে!

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৩

নীল আকাশ বলেছেন: বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যে কয়েকজনের সততা ও দেশ্রপ্রেম নিয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই তাদের মধ্যে মাওলানা ভাসানী, নির্মল সেন ও অলি আহাদ অন্যতম। দুর্ভাগ্য জাতির যে এদের কাউকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় নি। আমরা আমাদের আসল নেতারদের প্রকৃত সম্মান দিতে পারি নি।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাসানীর নাম এখন গুটি কয়েক মানুষ জানে কিন্তু নির্মল সেন ও অলি আহাদকে কয়জন চেনে অসৎ নেতাদের ভিড়ে ওনারা হারিয়ে গেছেন।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৫

জুন বলেছেন: আমার হাসবেন্ডের চোখে উনি আজও এক মহান ও এক আদর্শ নেতা যাকে সে শ্রদ্ধা করেন মনে প্রানে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শ্রদ্ধা করার মতই একজন মহান মানুষ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মওলানা ভাসানী ১৯৭৫ এর ১৫ আগস্টের পরে মুস্তাক সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন। সুত্র - প্রথম আলো (১৩ আগস্ট, ২০১৮) মতামত বিভাগ, লেখক সোহরাব হাসান।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তাই নাকি?

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: রাজনীতি করলে, দল করলে চাটুকারিতা করতেই হয়। চাটুকারিতা না করতে পারলে পদ পাওয়া যায় না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চাটুকারিতা না করলে কোন পদই পাওয়া যায়না।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব ও সোহরাওয়ার্দি ষড়যন্ত্র করে উনাকে আওয়ামী লীগ থেকে বের করে দেয়ায়, সাধারণ বাংগালীরা উনাকে কাছ থেকে বুঝার সময় পাননি, উনিই ছিলেন আসল বাংগালী রাজনীতিবিদ; উনি এবংশেরে বাংলা ছিলেন গুণী মানুষ, হাজার বছরের বুদ্ধিমান বাংগালী।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনার কারণে বর্ণিতরা লাইম লাইটে আসতে ঝামেলা হচ্ছিল বুঝি?

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাসানী ছিলেন গরিব মানুষের গরিব নেতা।সোহরাব হাসানরা অতীতেও দালাল ছিল বর্তমানেও দালাল।পত্রিকাটাই দালালি করে।ভাসানী সারাজীবনে কোনদিন ধর্মীয় রাজনীতির পক্ষে কথা বলে নাই।আর শেষ বয়সে তিনি যাবেন জঘন্য খুনী মোস্তাকের পক্ষে কথা বলতে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনার কোন লোভই ছিলনা । সত্যিকার অর্থে গরিবের নেতা ছিলেন।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

ভুয়া মফিজ বলেছেন: উনার পরে নির্লোভ আর গণ-মানুষের প্রাণের কাছাকাছি পৌছার মতো আর কোন নেতা আমাদের দেশ পায় নাই। এটাই বাস্তবতা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনার কোন লোভই ছিলনা । সত্যিকার অর্থে গরিবের নেতা ছিলেন।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪১

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: মাওলানা ভাসানী ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও প্রকৃত রাজনীতিবীদ...

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেশপ্রেম ছিল ওনার মধ্যে।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৪

কাছের-মানুষ বলেছেন: মাওলানা ভাসানী ছিলেন সত্যিকারের দেশ প্রেমীক। তৈলাক্ত রাজনিতীর ভিরে তাকে আর খুজে পাওয়া যায় না! তিনি ছিলেন আদর্শ রাজনীতিবিদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নতুন প্রজন্ম ওনাকে ভুলতেই বসেছে।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৫৪

রানার ব্লগ বলেছেন: ভালো থাকুন ভাসানী! অন্তত বর্তমান রাজনৈতিক নেতাদের দেওলিয়াপনা তাকে দেখতে হচ্ছে না। তাকে নিয়ে জামাত শিবিরের আদিখ্যেতাও সহ্য করতে হচ্ছে না। তিনি ভাগ্যবান!!

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যথার্থ বলেছেন।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই লিঙ্কটা দেখতে পারেন - ইন্দিরার কাছে মওলানা ভাসানীর চিঠি । এই লিঙ্কের অংশবিশেষ -

প্রিয় শ্রীমতী ইন্দিরা দেবী,

প্রধানমন্ত্রী

আমার আন্তরিক আশীর্বাদ ও ভালবাসা জানিবেন। আমার পত্রের উত্তর মি. কাউলের মেসেজে বিস্তারিত অবগত হইয়া যারপরনাই খুশি হইলাম।

আমার বাল্যজীবনের আদর্শ ৮৯ বছর যাবত অটুট রাখিয়াছিলাম। স্বৈরাচার এহিয়া সরকারের অমানুষিক অত্যাচারে উহা লঙ্ঘন করিতে হইল। বর্তমানের রাজনীতিবিদ কংগ্রেসের কর্মীদেরকে যে যাহাই বলুক কিন্তু তাহাদের মত বিলাসিতাশূন্য জীবনযাপন ও নির্মল চরিত্র অনেকেরই নাই। আমি চিরদিন সাধারণ গৃহে সাধারণভাবে নির্জন পল্লীতে থাকিয়া দেশের সেবা করিয়াছি। কিন্তু এবারই তাহার ব্যতিক্রম হইল। গত ৭ মাস শহরে প্যালেসেস সার্কিট হাউস বাস-আহারাদি বিলাসপূর্ণ। তাই আমার মৃত্যুকাল পর্যন্ত যাহাতে বাল্যজীবনের আদর্শ বহাল থাকে তাহারই জন্য ৫ একর জমি ও সাধারণ ধরনের ৪ খানা ঘরের ব্যবস্থা করিয়া দিবেন। আমার প্রথম পুত্রের মৃত্যু হয় ধুবড়ীর গ্রামে। তাই আমার বৃদ্ধা স্ত্রীর আশা তাহার শেষ দাফন ধুবড়ীর কোন গ্রামে হয়। আমার শেষ সংগ্রাম বাংলাদেশকে স্বাধীন করা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা, ভারতের সহিত কনফেডারেশন। এই তিন কাজের সাধন ইনশাল্লাহ আমার জীবিতকালে দেখার প্রবল ইচ্ছা অন্তরে পোষন করি।

বাধা যতই আসুক, আমার আন্তরিক আশা ও বিশ্বাস আপনাদের আশীর্বাদে অবশ্যই পূর্ণ হইবে। আমার আন্তরিক আশীর্বাদ আপনার আদর্শানুযায়ী সমাজতন্ত্র শুধু ভারতে নহে এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় অবশ্যই প্রতিষ্ঠিত হইবে। যখন দরকার মনে করেন দিল্লীতে ডাকাইলেই হাজির হইব।

আপনার বিশ্বস্ত

মাওলানা আবদুল হামিদ খান ভাসানী


০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কি লিঙ্ক দিলেন!!!! :(

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: লিঙ্ক তো ওপেন হচ্ছে। আশা করি দেখতে পেয়েছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হুম তখনই দেখেছি। :(

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১১

খায়রুল আহসান বলেছেন: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন একজন প্রকৃত রাজনীতিবিদ এবং গণমানুষের নেতা। সিংহের ন্যায় ছিল তার সাহস, তৎকালীন রাজনীতিবিদদের জন্য ছিল বটবৃক্ষের ন্যায় তার ছায়া।
He was indeed an indomitable ‘Prophet of violence’ and a terror for the perpetrators of misgovernance.

১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যথার্থ বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২০| ০১ লা মার্চ, ২০২১ বিকাল ৪:১৩

তারেক ফাহিম বলেছেন: প্রজন্ম ভুলে যাচ্ছে এদেরকে।

১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.