নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

গ্লোব বায়োটেককে কোভিড-১৯ এর টিকা তৈরিতে পদে পদে বাধা কেন? কাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এই বাধা?

০৬ ই মে, ২০২১ দুপুর ১:১৩


যখন পুরো বিশ্ব করোনাভাইরাস মহামারীর কবলে পরে তখন অর্থাৎ শুরুর পর গত বছর ২ জুলাই ওষুধ প্রস্ততকারী গ্লোব ফার্মার সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড টিকা তৈরির কাজ শুরুর কথা জানায়। তার জানায় খরগোশের ওপর এ টিকার পরীক্ষামূলক প্রয়োগে ‘সফল’ হয়েছে। পরে গত বছর ৫ অক্টোবর গ্লোব বায়োটেক জানায়, ইঁদুরের ওপর প্রয়োগ করেও তাদের ওই সম্ভাব্য টিকা ‘কার্যকর ও সম্পূর্ণ নিরাপদ’ প্রমাণিত হয়েছে। গ্লোব বায়োটেকের উদ্ভাবিত তিনটি সম্ভাব্য টিকা পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত হয়। শুরুতে গ্লোব বায়োটেক তাদের টিকার নাম দেয় ‘ব্যানকোভিড। পরে তা পরিবর্তন করে ‘বঙ্গভ্যাক্স’ রাখা হয়।

গত বছরের ২৮ ডিসেম্বর ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়োটেক লিমিটেডকে পরীক্ষামূলক প্রয়োগের জন্য করোনাভাইরাসের টিকা উৎপাদনের অনুমতি দেয়। ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে টিকার ফেইজ-১ ও ফেইজ-২ এর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল নীতিগত অনুমোদনের জন্য ১৭ জানুয়ারি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) আবেদন জমা দেয়।

বেশকিছু পর্যবেক্ষণ তুলে ধরে ৯ ফেব্রুয়ারি গ্লোব বায়োটেককে একটি চিঠি দেয় বিএমআরসি। ওই চাহিদা অনুযায়ী সংশোধিত প্রোটোকল ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ১৭ ফেব্রুয়ারি আবার জমা দেয় গ্লোব বায়োটেক।

এখন পর্যন্ত বাংলাদেশের কোম্পানি গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন মেলেনি সাড়ে তিন মাসেও।

দেশীয় প্রতিষ্ঠান গ্লোব ফার্মার সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড টিকা তৈরির উদ্যোগ নিয়েছিল বিশ্ব কোভিড আক্রান্ত হওয়ার শুরুর দিকেই কিন্তু এই প্রতিষ্ঠানটিকে সহযোগিতা না করে উল্টো প্রতি পদে পদে বাধার সৃষ্টি করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠার গুলি। জনমনে এখন প্রশ্নে জন্ম দিয়েছে কাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এই বাধা?



তথ্যসূত্র এখানে।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২১ দুপুর ১:৩৬

নেওয়াজ আলি বলেছেন: সেরামের টিকা নিয়ে কয়েকদিন আগে পররাষ্ট্র মন্ত্রীর কথা পর্যালোচনা করলেই কথা ক্লিয়ার হয়ে যাবে কেন দেশীয় টিকা অনুমোদন পায় না

০৬ ই মে, ২০২১ দুপুর ১:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনাদের স্বার্থ রক্ষা করতে গিয়েই গ্লোব বায়োটেককে নিয়ে এই তামাশা করছে।

২| ০৬ ই মে, ২০২১ দুপুর ১:৩৮

অধীতি বলেছেন: ব্যানকোভিড নামটা বাদ দিছে চাপের মুখে।

০৬ ই মে, ২০২১ দুপুর ১:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছেন। চাপের কাছে নতিস্বীকার করতে হয়েছে কিন্তু তারপরও তো কাজ হচ্ছেনা।

৩| ০৬ ই মে, ২০২১ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: সব কিছু সরকারের হাতে।

০৬ ই মে, ২০২১ দুপুর ১:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো কিছুতে হাত থাকলে সমস্যা নেই কিন্তু ভালো কিছু বন্ধ করতে হাত থাকলে সেটা নিঃসন্দেহে খারাপ।

৪| ০৬ ই মে, ২০২১ দুপুর ১:৫৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সব দরবেশ বাবার আশির্বাদ।

০৬ ই মে, ২০২১ দুপুর ২:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাবার আর কত চাই? ওনার চাহিদার কি শেষ নেই?

৫| ০৬ ই মে, ২০২১ দুপুর ২:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকারের উচিৎ ছিল গ্লোব বায়োটেককে আরো এগিয়ে নেওয়া। কিন্তু কতিপয় ব্লাড সাকারদের স্বার্থ রক্ষা করতে গিয়ে কিছু করেনি।

০৬ ই মে, ২০২১ দুপুর ২:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সরকার দরবেশ বাবার জন্য সামান্য কিছু করতে চায়।

৬| ০৬ ই মে, ২০২১ বিকাল ৩:২৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: যে নামেই হোক তবুও টিকা আসুক।

০৯ ই মে, ২০২১ সকাল ১১:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেশীয় প্রতিষ্ঠানকে সর্বাক্তক সহযোগীতা করা উচিত।

৭| ০৬ ই মে, ২০২১ বিকাল ৩:৪১

রানার ব্লগ বলেছেন: মাফিয়া সব কিছুর ভেতরে ঢুকে বসে আছে।

০৯ ই মে, ২০২১ সকাল ১১:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক। এই মাফিয়ারা সবকছিুই গ্রাস করবে।

৮| ০৬ ই মে, ২০২১ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



গ্লোব যদি আসলে কিছু করতে পারতো, COVAX তাদেরকে সাহায্য করার কথা; তারা নিশ্চয় COVAX 'কে চেনে।

০৯ ই মে, ২০২১ সকাল ১১:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চেষ্টা করতে তো দোষ নেই। শুরুতেই পদে পদে বাধা কোন ভালো লক্ষন নয়।

৯| ০৬ ই মে, ২০২১ রাত ৮:২৭

অনল চৌধুরী বলেছেন: গ্লোব যদি ভালো কিছু করতে পারে, তাহলে সহায়তা করা উচিত।
কিন্ত এ্যামেরিকা-রাশিয়াই যেখানে পারছে না, সেখানে তাদের সফল হওয়ার সম্ভবনা কতোটা ?

০৯ ই মে, ২০২১ সকাল ১১:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সফল হওয়া না হওয়ার তো পরের কথা তাই বলে কি চেষ্টা করা দোষে? চেষ্টাই তো করতে দিচ্ছেনা। প্রতি ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে।






মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১০| ০৭ ই মে, ২০২১ রাত ১:৫২

নতুন বলেছেন: সবাই চায় দেশী ভ্যাকসিন সফল হউক।

কিন্তু ওদের গবেষনা আসলেই কতটা সঠিক পথে এগুচ্ছে?

তারা কি তাদের গবেষনা যে সঠিক ভাবে এগুচ্ছে সেই বিষয়ে তথ্য দিচ্ছে? তাহলে ভালো হতো।

০৯ ই মে, ২০২১ সকাল ১১:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গবেষনা সঠিক ভাবে না হলে সেটাও তো সরকার পরিষ্কার করতে পারে সরকার কিন্তু বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

১১| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালো কিছুতে হাত থাকলে সমস্যা নেই কিন্তু ভালো কিছু বন্ধ করতে হাত থাকলে সেটা নিঃসন্দেহে খারাপ।

সমস্যা হলো সরকার কিছু করার আগে জনগনের সাথে আলাপ করে নেয় না।

০৯ ই মে, ২০২১ সকাল ১১:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সরকার নিজের মতো করে সবকিছু করতে চায়; বিশেষজ্ঞদের ধার ধারেনা।

১২| ১২ ই মে, ২০২১ রাত ১১:৫০

সোহানী বলেছেন: হায়, আমরা যদি একটুও নিজেদের ভালো বুঝতাম। সব প্রশ্নে উত্তর সবারই জানা।

১৬ ই জুন, ২০২১ সকাল ১০:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিশেষ ব্যক্তিকে বিশেষ সুবিধা দিতে আমজনতার সর্বনাশ করছে।

১৩| ২৫ শে মে, ২০২১ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: শিরোনামে উল্লেখিত প্রশ্নটির উত্তর সবাই জানে, সবাই বোঝে। তার পরেও কেউ কিছু বলে না, কারণ সবাই জানে, বলে কোন লাভ নেই।

১৬ ই জুন, ২০২১ সকাল ১০:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই বলে কোন লাভ নেই তারপরও তো দুঃখীদেশটার জন্য মনটা কাঁদে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.