নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় নাগরিকত্ব নিয়েই হলেন ইউপি চেয়ারম্যান, স্ত্রীও করছেন সরকারি চাকুরী

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৫

বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক মনোরঞ্জন পাল। আওয়ামীলীগের মনোনয়নে গত ২০ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শুধু তিনি নন, তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্নেহলতা পালসহ পরিবারের তিন সদস্যই ভারতীয় নাগরিক।

আরো পড়তে হলে এখানে ক্লিক করুন।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২০

নীল আকাশ বলেছেন: সুবিধাই কী? আমরা আমরাই তো!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমরা আমরাই তো নেই কোন অসুবিধা! :(

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার সমস্যা কি? আওয়ামী লীগের চেয়ে কি আপনি দেশকে বেশি ভালোবাসেন? যেহেতু আওয়ামীরা দেশকে ভালোবাসে সুতরাং তারা যা ইচ্ছা তা করতে পারে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তা ঠিক বলেছেন বটে।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৫

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশী হিন্দুদের ৮০ ভাগের ভারতীয় পাসপোর্ট আছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যারা এই দেশকে ভালোবাসতে পারেনা তাদের এই দেশে চাকুরী কিংবা জনপ্রতিনিধীত্ব করার কোন অধিকার থাকার কথা না।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩২

সাগর শরীফ বলেছেন: সমস্যাটা তার ভারতীয় নাগরীকত্ব থাকা নিয়ে নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া নিয়ে?

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সমস্যা তার ভারতীয় নাগরীকত্ব থাকা নিয়ে।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪

সাগর শরীফ বলেছেন: একজন লোকের দুটি দেশের নাগরীকত্ব থাকলে কোন একটি দেশের হয়ে নির্বাচন করতে পারবেন না বা সরকারী চাকরী করতে ওারবেন না, এমন কোন আইন রয়েছে কি? না, আমি জানি না সে বিষয়ে। প্রশ্ন করলাম জানার জন্য। জানা থাকলে জানাবেন। উপকৃত হব।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বের বিধান অনুযায়ী সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব পাবেন না।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৩

গফুর মিয়া১৯১ বলেছেন: লেখক সাহেব বাংলাদেশের ক্রিকেটার সাকিব এর বঊ এর দুই দেশের সিটিজেন আছে এই ব্যপারটা কিভাবে দেখেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গফুর মিয়া, সাকিবের বউ তো বাংলাদেশে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরি করছেনা।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গফুর মিয়া ও গফুর মিয়া এটা কি জানা আছে; বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বের বিধান অনুযায়ী সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব পাবেন না।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৭

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশে বসবাসকারী অনেক মানুষের দ্বৈত নাগরিকত্ত রয়েছে । তাদের কেউ কেউ নির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রীও বটে । তাদের নিয়েও কথা বলুন । ইনকিলাব তোঁ ইন্ডিয়া নাম শুনলেই হিসি করে দেয়

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইনকিলাব বা ভারত বিদ্বেষ বলে কথা না কথা হচ্ছে; বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বের বিধান অনুযায়ী সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব পাবেন না কিন্তু তেনার দ্বৈত নাগরিক হওয়া সত্বেও দিব্বি সরকারি চাকুরি করছে।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৬

ভুয়া মফিজ বলেছেন: ভারতীয় নাগরিকদের দ্বৈত নাগরিক হওয়ার বিধান নাই। অপরদিকে বাংলাদেশের নাগরিকরা দ্বৈত-নাগরিকত্ব নিতে পারে, তবে সার্ক দেশগুলো বাদ দিয়ে। অর্থাৎ, বাংলাদেশ বা ভারত, কোন দিক দিয়েই একজন ব্যক্তির পক্ষে দ্বৈত-নাগরিক হওয়া আইনতঃ সম্ভব না।

লেখক বলেছেন: বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বের বিধান অনুযায়ী সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব পাবেন না। আপনার এই স্টেটমেন্টর রেফারেন্স দিতে পারেন?

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪২

গফুর মিয়া১৯১ বলেছেন: সার্কভুক্ত আটটি দেশ, মায়ানমার ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত দেশ ছাড়া যেসব দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সর্ম্পক আছে-সেসব দেশের দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুবিধা রেখে ‘বাংলাদেশ নাগরিকত্ব আইন, ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০১ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৩

গফুর মিয়া১৯১ বলেছেন: মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, বাংলাদেশে নাগরিকত্ব প্রদান, নাগরিকত্ব বাতিলসহ প্রাসঙ্গিক বিষয় নিয়ন্ত্রণে 'দ্য বাংলাদেশ সিটিজেনশিপ (টেম্পোরারি প্রভিশনস) অর্ডার, ১৯৭২' বলবৎ রয়েছে। এ সংক্রান্ত মূল আইন হচ্ছে 'দ্য সিটিজেনশিপ অ্যাক্ট, ১৯৫১'।

‘বহিরাগমন, নাগরিকত্ব অর্জন, সংরক্ষণ, পরিত্যাগ, অবসান ইত্যাদি বিষয়ের সমাধান দেওয়া এ দু’টি আইনে সম্ভব হচ্ছে না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দু’টি আইন একীভূত করে নতুন এ বাংলাদেশ নাগরিকত্ব আইন, ২০১৬ প্রণয়ন করা হচ্ছে। ’

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৩

গফুর মিয়া১৯১ বলেছেন: আগে আমেরিকা ও যুক্তরাজ্য- এ দু’টি দেশের নাগরিকদের দ্বৈত নাগরিক হওয়ার সুযোগ ছিলো। তারা ওই দু’টি দেশের নাগরিকও হতে পারেন, বাংলাদেশেরও নাগরিকত্ব চাইতে পারেন

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৩

গফুর মিয়া১৯১ বলেছেন: মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে সার্কভুক্ত দেশ, মায়ানমার বা সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপন দ্বারা নাগরিকত্ব গ্রহণের জন্য নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সর্ম্পক রয়েছে এমন যেকোনো রাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৪

গফুর মিয়া১৯১ বলেছেন: বে কোনো ব্যক্তি বিচারক, জাতীয় সংসদ সদস্য বা সাংবিধানিক পদে অধিষ্ঠিত বা শৃঙ্খলা বাহিনীতে বা প্রজাতন্ত্রের অসামরিক কর্মে নিয়োজিত থাকাকালে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না।

দ্বৈত নাগরিকরা জাতীয় সংসদের সদস্য পদে নির্বাচন, রাষ্ট্রপতি পদে নির্বাচন, বিচারকসহ প্রজাতন্ত্রের কোনো কর্মে নিয়োগ লাভ, স্থানীয় সরকার নির্বাচন বা কোনো রাজনৈতিক সংগঠন করতে পারবেন না।

বিদেশি কোনো নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করলে তারা নির্বাচন বা প্রজাতন্ত্রের কোনো কাজে নিয়োগও পাবেন না।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬

গফুর মিয়া১৯১ বলেছেন: মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করে এ আইনের অধীনে নাগরিকত্ব সংক্রান্ত অপরাধের জন্য অপরাধী অনধিক এক লাখ টাকা জরিমানা বা অনধিক ৫ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আরো কতো মনোরঞ্জন পালতুলেছে নৌকায়

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা (আপা) সব জানেন।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪১

জুল ভার্ন বলেছেন: প্রশাসনে এমন অসংখ্য ভারতীয় এবং ভাদা লুকিয়ে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.