নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

কে বলে আমরা মানুষ!?

০৭ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৫


লিজা। বয়স মাত্র ১২। জীবনের কঠিন বাস্তবতায় দারিদ্র তাকে দাঁড় করিয়েছে একশ্রেণির বিবেকহীন মানুষেরে নির্মমতার সামনে। চরম নির্মমতার উদাহরণ হয়ে শিশু গৃহকর্মী লিজা এখন কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। শরীরের ক্ষত বেয়ে রক্তের সংগে পুঁজ পড়ছে। দ্রুত সময়ের মধ্যেই অপারেশন করতে হবে। লিজার মুখমণ্ডলসহ সারা শরীরে পোড়া ও ঝলসানোর চিহ্ন। ঘুম থেকে দেরি করে ওঠা, কাজ করতে দেরি হওয়া - এ ধরনের তুচ্ছ অভিযোগে ফুটন্ত পানি তার শরীরে ঢেলে দিতো গৃহকর্ত্রী তানজিম হাসেম তিন্নী। মারধরের পাশাপাশি খুন্তি দিযে শরীরে ছ্যাঁকাও দিত নিয়মিত। আটকে রাখা হতো বাথরুমে, খেতে দেওয়া হতোনা দিনের পর দিন। ছোট্ট বাচ্চাটির নির্মমতার চিত্র দেখে স্বভাবতই প্রশ্ন জাগে; কে বলে আমরা মানুষ?














তথ্যসূত্র : এখানে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৫

শায়মা বলেছেন: আসলে এই টাইপ কাজ যারা করে তাদের মানসিক সমস্যার বিশেষ সমস্যা আছে। সুযোগ পেলেই স্যাডিজমের লক্ষন প্রকাশিত হয়ে পড়ে। এই নির্যাতনকারীকে আর কোনো শাস্তি না ঠিক এইভাবে এর চাইতে ১০ গুন যদি পুড়িয়ে দেওয়া যেত তো সে বুঝতো। তবে সমস্যা হলো অন্য মানুষেরা তো আর তার মত স্যাডিস্ট না। তাই এই ধরনের মানুষ জানামাত্র যাবজ্জীবন কারাদন্ড দেওয়া উচিৎ যেন আর কাউকে সে তার স্যাডিজমের শিকার না হতে দিতে পারে।

০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক এই মেযেটির বয়সি আমার মেয়ে তাকে এখনো তুলে খাওয়াতে হয় অথচ এই মেয়েটি দুমুঠো ভাতের জন্য আর কত নির্মমতার শিকার ভাবতেই চোখের কোনে জল জমা হয়ে যাচ্ছে। ঐ ডাইনীর শরীরও এই চাইতে ১০ গুন পুড়িয়ে দেয়া হোক এবং সেটাই হবে তার উপযুক্ত শাস্তি।

২| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওই তিন্নি নামের বদমাশ মহিলা ধরে ঠিক এভাবে সবার সামনে ছ্যাকা দিলেই অন্যরা ভয়ে আর এ কাজ করবেনা।

ধিক্কার জানাই এসব মানুষকে । দ্রুত সুস্থতা কামনা করছি লিজার।

০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঐ ডাইনির গায়ে গরমপানি ঢেলে ও গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে শাস্তি কার্যকর করা হোক।

৩| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:১২

শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক বলেছেন: আল্লাহই তো বলেছেন, মানুষ কখনো কখনো পশুর চেয়েও খারাপ হয়।

০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম তাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩১

সোবুজ বলেছেন: @ শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক,আল্লাহ বলেছে বলেই তাকে এমন কাজ করে আল্লাহর বাণীকে সত্যি প্রমান করতে হবে।এমন যারা করে তারা অমানুষ।মানুষ নামের কলঙ্ক।তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

৫| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অত্যন্ত বেদনাদায়ক। মহিলা নামের কলঙ্গ। :(

০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোন ভাবেই তাকে মানুষের কাতারে ফেলা যায়না।

৬| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৭

প্রতিদিন বাংলা বলেছেন: মানুষের আদল ,পশুর হিংস্রতা

০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এমদম সত্য কথা বলেছেন।

৭| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: প্লীজ ছবিটা সরিয়ে ফেলুন। এরকম ছবি আমি সহ্য করতে পারি না।

০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবিটা আমাকেও কষ্ট দিচ্ছে তারপরও রাখতে হচ্ছে কারণ মানুষে জানা দরকার।

৮| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এমনটা কি করে করা সম্ভব?

০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওরা সবই করতে পারে।

৯| ০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৭

সোনাগাজী বলেছেন:



কখনকার ঘটনা?

০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
এখানে দেখতে পারেন।

১০| ০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যারা এমন কাজ করে ওরা বিকারগ্রস্ত। এদেরকে সমোচিত শাস্তি দেওয়া দরকার।

০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একই ভাবে ওদের শাস্তি দেওয়া দরকার।

১১| ০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ছবিটা আমাকেও কষ্ট দিচ্ছে তারপরও রাখতে হচ্ছে কারণ মানুষে জানা দরকার।
সহমত।

০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: থ্যাঙ্কস।

১২| ০৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৮

নেওয়াজ আলি বলেছেন: ইস ! ছবিটা দেখে মন খারাপ হলো, আমার বড় মেয়েটার বয়সী ।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক এই মেযেটির বয়সি আমার মেয়ে তাকে এখনো তুলে খাওয়াতে হয় অথচ এই মেয়েটি দুমুঠো ভাতের জন্য আর কত নির্মমতার শিকার ভাবতেই চোখের কোনে জল জমা হয়ে যাচ্ছে।

১৩| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: এমন ঘটনা প্রায়সই ঘটে; কিন্তু বিচার কি হয়?

০৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সঠিক বিচার না হওয়ার কারনে এরকম ঘটনা বার বার হচ্ছে।

১৪| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: নির্মম।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নির্মমতার শেষ সীমা।

১৫| ২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

খায়রুল আহসান বলেছেন: এই কুলাঙ্গার মহিলা- তানজিম হাশেম তিন্নী'র দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি। এমন বীভৎস এবং পৈ্সহাচিক নির্যাতন যে করতে পারে, সে স্বাভাবিক মনস্ক নয়, বিকারগ্রস্ত। তাদের আজীবন শ্রীঘরে কাটানো উচিত। ১ নং মন্তব্যের সাথে একমত।

২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক বলেছেন। এরা বিকারগ্রস্ত। এদের আজীবন শ্রীঘরে রাখা উচিত।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৭

মুদ্‌দাকির বলেছেন: আর কত কাল বাঙ্গালিরা মানষিক স্বাস্থ্যসেবাকে ট্যাবু মনে করবে?

১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মানষিক স্বাস্থ্যসেবা বড্ড প্রয়োজন।

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪

সোনালি কাবিন বলেছেন: কী নির্মম !

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০০

নতুন বলেছেন: জানতে ইচ্ছা করে এই অপরাধে তার কি সাজা হয়েছিলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.