নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।
উত্তর প্রদেশের সম্ভলে কোট গার্ভি এলাকাতে ২৩ বছর বয়সের এক ইমাম তাঁর মসজিদে আজান দিচ্ছিলেন, তাঁর আজান নাকি উচ্চগ্রামে ছিল, তাই তাঁকে ২ লক্ষ টাকা ফাইন করা হয়েছে, এই জরিমানা করেছেন এলাকার সাব ডিভিজনাল ম্যাজিস্ট্রেট। এখন এসব তো গোপনে করা হয়নি, প্রকাশ্যেই কেবল জরিমানাই করা হয়েছে এমনও নয়, ঐ ইমামকে বলা হয়েছে তিনি আগামী ৬ মাস আজান দিতে পারবেন না।
এটা ভারতবর্ষের কোন আইন অনুযায়ী করা যায় তা জানা নেই, উচ্চগ্রামের শব্দ দীপাবলীর সময়েও হয়, সব শহরেই হয়, আজ অবদি ২০০০ টাকার জরিমানাও কারোর ওপরে হয়েছে বলেও আমার জানা নেই, আর আগামী ৬ মাসের জন্য সেই তহজিব আজানই দিতে পারবেন না এমন আইনই বা দেশে আছে বলেও জানা নেই। কিন্তু মহন্ত আদিত্যনাথ যোগীর আমলে এরকম তো কতই হয়, হয়েছে। এবারে এই খবর দেখার পরে যখন সন্ধ্যেয় ঘন্টা বাজিয়ে মন্দিরে সন্ধ্যা আরতি হবে তখন যদি কোনও বাংলাদেশের পুলিশ গিয়ে সেই পুজারিকে ২ লক্ষ টাকা জরিমানা করেন তখন কী হবে? যদি তাঁকে বলেন যে আপনাকে ৬ মাস পুজো করতে দেওয়া হবে না তাহলে কী হবে? আসলে এইভাবেই তো অসহিষ্ণুতা গড়ে ওঠে।
এই মোদী আদিত্যরা বাংলাদেশকে সংখ্যলঘু নির্যাতন বন্ধের আর্জি জানায়!!
১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি ভিডিও দেখেছেন না হুদাই মন্তব্য করেছে। ভিডিওটি দেখার পর মন্তব্য করবেন।
২| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
২ লক্ষ টাকা আযানের জন্য? যাকে করা হয়েছে উনি নিশ্চই সামর্থবান, নাকি?
৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৪
কিরকুট বলেছেন: বাংলাদেশের হিন্দু যেমন কথার হাতের ব্যবহারের মাইরের উপর আছে ঠিক তেমনি ভারতের মুসলমানরা একই রকম আছে। মজার ব্যাপার ভারতের মুসলমানরা এতো নির্যাতন সহ্য করেও দেশ ছাড়ে না সেই সাথে বাংলাদেশের মুসলমানদের মুসলমান বলে মনেও করে না। কিন্তু বাংলাদেশের হিন্দুরা আ থেকে উ হলেই ভারত গিয়া কুলি গিরি করে।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪২
কামাল১৮ বলেছেন: বাংলাদেশে বাক স্বাধীনতা গিজগিজ করে।একে নিষিদ্ধ করে ওকে নিষিদ্ধ করার হুমকি দেয় এর নাম বাক সাধীনতা?
৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৯
কামাল১৮ বলেছেন: এতো দিন হিন্দুরা চুপ করে ছিলো এখন প্রতিবাদ করতে শিখছে।সেই প্রতিবাদ্র কন্ঠেকে স্তব্ধ করে দিতে চায় সরকার।আমার মনে হয় সরকারই স্তব্ধ হয়ে যাবে কয়েক দিন পর।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের হিন্দুরা যেমন আছেন, ভারতের মুসলমানরাও সেরকম আছেন।