| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার পর থেকে কুমিল্লা একাদশ এবং (ভারতের) ত্রিপুরা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ সংক্রান্ত একটা ঐতিহ্য চালু হয়ে আসছে । প্রতি বছর দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হয় । দুর্ভাগ্য হলেও সত্য, কুমিল্লা একাদশ এখনও পর্যন্ত একটা ম্যাচেও জিততে পারেনি । কোনো এক বছর, সেই প্রীতি ম্যাচের কিছুদিন আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় কুমিল্লা একাদশের অধিনায়কসহ বাকি সকল খেলোয়াড় । ফলে, সেই বছরের ম্যাচ দু’টো বাতিল হয়ে যায় । পরদিন পত্রিকায় ত্রিপুরা একাদশের অধিনায়কের কটাক্ষপূর্ণ সাক্ষাৎকার পড়ে রাগে-ক্ষোভে ফেটে পরে কুমিল্লার একটি অপেশাদার ফুটবল ক্লাব “আজাদ স্পোর্টিং ক্লাব” এর ছেলেরা । তারা সিদ্ধান্ত নেয়, তারাই কুমিল্লা একাদশ হয়ে ত্রিপুরা একাদশের বিরুদ্ধে মাঠে নামবে । তাদের এই উদ্যোগকে স্বাগত জানায় কুমিল্লা একাদশের ম্যানেজার । একজন প্রাক্তন ফুটবলারকে তাদের কোচ হিসেবে ঠিক করা হয় । সর্বাত্মক মনঃসংযোগের নিমিত্তে তাদের কক্সবাজার পাঠানো হয় ট্রেনিং নেয়ার জন্যে । তিন সপ্তাহ ট্রেনিং শেষে দৃঢ় মনোবল নিয়ে ফিরে আসে আজাদ স্পোর্টিং ক্লাবের ছেলেরা । অবশেষে মাঠে গড়ায় সেই দীর্ঘ প্রতীক্ষিত দিনটি । কিন্তু আত্মবিশ্বাসের অভাবে প্রথমেই বিপত্তির শিকার হয় কুমিল্লা একাদশ । তবে এটাই শেষ নয় । এর শেষটুকু জানতে হলে আপনাকে দেখতে হবে খিজির হায়াত খান পরিচালিত “জাগো” চলচ্চিত্রটি ।
হ্যাঁ, আমি এতোক্ষণ “জাগো” চলচ্চিত্রের কথাই বলছিলাম । এতে অভিনয় করেন ফেরদৌস, বিন্দু, রওনক, আরেফিন শুভ, নাঈম, তারিক আনাম, নূর ডিকন, শরাফ আহমেদ জীবন এবং আরও অনেকে । পরলোকগত খোদা বক্স মৃধাকে দেখা যায় ধারাভাষ্যকারের ভূমিকায় । খিজির হায়াত খান নিজেও অভিনয় করেন কুমিল্লা একাদশের ম্যানেজিং ডিরেক্টরের ভূমিকায় । সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন সায়ান চৌধুরী অর্ণব । রক্তে আগুন ধরানো “জাগো” গানটি আছে দু’টি ভার্সনে যেগুলোয় কণ্ঠ দিয়েছেন অর্ণব, বাপ্পা মজুমদার, জোহাদ । অন্যান্য কণ্ঠশিল্পীর মধ্যে রয়েছেন মিলন মাহমুদ, অদিত, শ্রাবন্তী আলী, কুমার বিশ্বজিৎ, কনা, রুপম, ইশতিয়াক হোসেন । এই চলচ্চিত্রটির মিডিয়া পার্টনার ATN Bangla, Radio Foorti এবং খুব সম্ভবত Citycell (যদিও Credits এ Citycell এর নাম উল্লেখ নেই) । আর এই চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে “স্বাধীন বাঙলা ফুটবল দল” এর প্রতি । চলচ্চিত্রটির পুরো শিরোনাম “জাগো : স্বপ্ন নয়, লক্ষ্য বিজয়”; ইংরেজি শিরোনামটি “Jaago : Dare To Dream” । অল্পবিস্তর হলেও এই চলচ্চিত্রটিতে কৌতুক আছে, আছে রোম্যান্স, আছে আদর-শাসন-ভালোবাসার কিছু মুহূর্ত, হাসি আছে, কান্না আছে, আছে গায়ের লোম খাড়া হয়ে যাওয়া কিছু চরমতম মুহূর্ত । আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে ! দেখার অনুরোধ রইলো ।
খিজির হায়াত খান’কে একটা অনুরোধ করতে ইচ্ছে করছে । জানি আমার অনুরোধ তাঁর কান পর্যন্ত পৌঁছুবে নাহ, তারপরও করছি । ফুটবল নিয়ে তো হলো; আপনি এইবার ক্রিকেট নিয়ে একটি চলচ্চিত্র বানান ! খুব আশা নিয়ে বসে আছি ।
“সবার উপরে দেশ বড় । আর এই দেশাত্মবোধে বলীয়ান হয়ে যদি কোনো দল নিজেদেরকে উজাড় করে দেয়, তবে কাঙ্ক্ষিত লক্ষ্যটি অবশ্যই পূরণ হয় । দেশকে ভালোবাসলে নিজেকে নিঙরে দেওয়া যায়, নিজেকে উজাড় করে দেওয়া যায়, জয়-উল্লাসে নিজেকে ভাসিয়ে দেওয়া যায় ।”
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: তাহলে খেলা টা ইতিহাসের ঐতিহ্য