নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহুর্তের আমি

আমি জুয়েল

মুহুর্তের মাঝে থাকি...

আমি জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আমরা এখনও ইংরেজ আমলের নীল চাষি রয়ে গেছি

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪

"যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান।"



অনেকদিন আগে যখন গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন বাড়ান হল তখন গার্মেন্টস ব্যাবসায়ীদের দুঃখ দেখে আমার ব্যাবসার পার্টনার মতিন ভাই বলেছিলেন - যেই ব্যাবসা করে একটা মানুষকে মাসে ৩-৪ হাজার টাকা দেয়া যায় না, সেই ব্যাবসা করার মানে কি? গতকাল এবং গত কয়েক বছরে গার্মেন্টসে ঘটে যাওয়া প্রাণনাশের পর কেন যেন মনে হয় একটু ভেবে দেখার সময় এসেছে - জীবন দিয়ে বা জীবনের ঝুকি নিয়ে কিছু আমেরিকান আর ইউরোপিয়ানদের কাপড়-জামা সস্তায় বানানোটা কত জরুরী। অনেক টাকার শিল্প, কোন সন্দেহ নাই - কিন্তু যদি সামগ্রিক লাভ না হয়, জীবনটা জীবন না থাকে - কি লাভ এই শিল্প দিয়ে।



আজকে নিজে ব্যাবসা করতে যেয়ে মাঝে মাঝেই মনে হয় - আমরা এখনও ইংরেজ আমলের নীল চাষি রয়ে গেছি। আগে ওরা দেশটা শাসন করত আর নিজেরাই সব দেখভাল করত - এখন আউটসোর্স করছে। আর আমরা তাতেই খুশি থাকছি। জাতিগতভাবে আমরা যদি মনে না করি যে আমাদের যোগ্যতা আছে ভাল কিছু করার তাহলে আমরা ভাল করব না, এটাই স্বাভাবিক। সুবিধাবাদি চরিত্রের কারনে আজকে ত্রিশ বছর ধরে আমরা সস্তা দর্জিই রয়ে গেছি। নিজে ফ্যাশন হাউজ হতে পারিনি। আর তাই আজকে দর্জিগিরি হয়ত জীবনের বিনিময়ে করতে হচ্ছে।



আমি খুব ছোট ব্যাবসায়ী - পরিবারেও আগে কেউ হয়ত ব্যাবসা করেনি। প্রতি মাসেই টাকার টানাটানি। আমার মুখে এত বড় কথা মানায় না হয়ত। ব্লগ - তাই বলে ফেললাম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

সাউন্ডবক্স বলেছেন: যেই
ব্যাবসা করে একটা মানুষকে মাসে ৩-৪
হাজার টাকা দেয়া যায় না, সেই
ব্যাবসা করার মানে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.