নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

"একুশের বয়ান"

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

"একুশের বয়ান"

একুশ সে তো বুকের মাঝে বিদ্রোহী আত্মা
হাজারো যুবার স্বপ্ন আজ জাগ্রত সত্ত্বা।

শত্রুর বুকে উচ্চস্বরে মাতৃভাষা বাংলা চাই
বুলেট বেয়োনেটে রক্ত জমাট
দিগম্বরী আজ আমরা তাই।

একুশ সে তো প্রাণের মাঝে আবেগের বসত বাড়ি
হাজারো বোনের এক সুরে গাওয়া একুশে ফেব্রুয়ারি।

রাজপথের সেই পাষাণভেদী; বহ্ম জোড়া আর্তনাদ
ভাষাশহীদের পদাঘাতে
পাকবাহিনী বাংলা ছাড়।

একুশ সে তো রক্তের মাঝে ষোল কোটির কান্না
হাজারো বাঙালীর বুক পকেটে ঠাঁই পাওয়া চেতনা।

দেশপ্রেম আজ কল্প কথা
নিজেকে নিয়েই ব্যস্ত সব
ভালোবাসা আর আবেগ তাই; মিউজিয়ামের রুদ্ধদ্বার।

একুশ সে তো সময়ের বুকে বাস্তবতার হাসফাস
হাজারো মায়ের পুত্রশোক আজ হয়ে গেছে ইতিহাস।

রাজনীতি আর দলাদলি স্বার্থ নিয়েই ভাবছি আজ
ভাষাশহীদের বুকের পাজরে
জন্মেছে ধীক্কার; আমরা সুশীল সমাজ।

মন্তব্য ৪১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৯

প্রবাসী পাঠক বলেছেন: রাজনীতি আর দলাদলি স্বার্থ নিয়েই ভাবছি আজ
ভাষাশহীদের বুকের পাজরে
জন্মেছে ধীক্কার; আমরা সুশীল সমাজ।



চমৎকার কবিতা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিরন্তর শুভ কামনা রইল।
কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।

ভালো থাকবেন।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: দেশপ্রেম আজ কল্প কথা
নিজেকে নিয়েই ব্যস্ত সব
ভালোবাসা আর আবেগ তাই; মিউজিয়ামের রুদ্ধদ্বার।


যথার্থ বলেছেন রাজপুত্র। নিচের কথাগুলোর সাথেও দ্বিমত করার কোন সুযোগ নাই।

রাজনীতি আর দলাদলি স্বার্থ নিয়েই ভাবছি আজ
ভাষাশহীদের বুকের পাজরে
জন্মেছে ধীক্কার; আমরা সুশীল সমাজ।


একুশের চেতনা কলুষিত রাজনীতির কারণে হারিয়ে গেছে। ক্ষমতার মোহে দেশপ্রেম গেছে উবে। তবু আশাবাদী হতে ইচ্ছে করে, একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। কবিতার দ্রোহ খুব ভালো লাগলো রাজপুত্র। শুভ কামনা রইলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সে আশাটা আমিও করি। যেন সময়ের বুকে চড়ে ফিরে আসে দেশপ্রেম। রাজনীতিকে বৃদ্ধাংগুল দেখাবে তরুণ সমাজ।

ভালো থাকবেন। সবসময়।
নিরন্তর শুভ কামনা।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার কবিতায় +++++++++++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপু।
অনুপ্রেরণা পেলাম।

ভালো থাকবেন। সবসময়।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

বিদগ্ধ বলেছেন: "দেশপ্রেম আজ কল্প কথা
নিজেকে নিয়েই ব্যস্ত সব
ভালোবাসা আর আবেগ তাই; মিউজিয়ামের রুদ্ধদ্বার।"

-কথাগুলো ভালো লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকুন। সবসময়।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: নেতাদের মুখে দেশপ্রেম অন্তরে নাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিক বলেছেন।
মুখে অনেক কিছুই কিন্তু মনে অন্য কিছু।
ভালো থাকবেন।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

দীপান্বিতা বলেছেন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!


মাতৃভাষা দিবসের আগাম শুভেচ্ছা ...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।

আপনাকে জানাই আগাম শুভেচ্ছা। ভালো থাকবেন।
নিরন্তর শুভ কামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিসের শুভেচ্ছা সেটাই বল্লাম না :|

ভাষা দিবসের অগ্রিম শুভেচ্ছা। :)

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

কলমের কালি শেষ বলেছেন: আবেগ, অভিমান, আর ধিক্কারে প্রানবন্ত হয়ে উঠেছে একুশের কবিতা ।

++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকুন সবসময় এই শুভ কামনা রইল।

আপনার একুশের কবিতাটিও কিন্তু এককথায় অসাধারণ ছিল। চমৎকার শব্দ বুনন।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

হাসান মাহবুব বলেছেন: শত্রুর বুকে উচ্চস্বরে মাতৃভাষা বাংলা চাই
বুলেট বেয়োনেটে রক্ত জমাট
দিগম্বরী আজ আমরা তাই।

দিগম্বর মানে তো নগ্ন। তাই হলে শব্দটা কীভাবে এই বাক্যে ঠাঁই পায় বুঝতে পারছি না। অবশ্য অন্য কোন মানে থাকলে আলাদা কথা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: হামা ভাই,
মানেটা নগ্নই। আর কোনো মানে আছে কিনা আমিও জানি না।

আমি একসময়ের বাঙালীর দূর্দান্ত সাহসিকতার পরিপেহ্মিতে বর্তমানের দেশপ্রেমহীন আমাদের নগ্নতাকে বোঝাতে চেয়েছি। কিন্তু মনে হয় আমি ব্যর্থ। আপনিই যে বুঝতে পারলেন না। :(

ভালো থাকবেন ভাইয়া। আপনার মন্তব্য আমার ভুলগুলো শুধরে নিতে সাহায্য করে।

নিরন্তর শুভ কামনা।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮

আরমিন বলেছেন: "দেশপ্রেম আজ কল্প কথা
নিজেকে নিয়েই ব্যস্ত সব
ভালোবাসা আর আবেগ তাই; মিউজিয়ামের রুদ্ধদ্বার।"

এইতো আমাদের দুর্ভাগ্য !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: //এইতো আমাদের দুর্ভাগ্য !//

এতো সহজেই মেনে নিলেন!
মেনে নেওয়াটাই কি বড় বেশি দুর্ভাগ্যজনক নয়?

ভালো থাকবেন আপু। নিরন্তর শুভ কামনা।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: একুশের বয়ান ভাল হয়েছে ।

সুশীল সমাজ নিয়ে আর কি বলবো.....ভাষা খুঁজে পাইনা । #:-S

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগায় সুখানুভূতি।
সুশীল সমাজের অবস্থান এতোই উঁচুতে যে আমার মতো কারো কথা তারা শুনতে পারেন না।

তাই আমিও কিছু নাইবা বল্লাম।
ভালো থাকবেন।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯

দ্বৈত দহন বলেছেন: "ভালোবাসা আর আবেগ তাই; মিউজিয়ামের রুদ্ধদ্বার"।-এইটা খুবই ভালো ছিল।আপনার চিন্তাগুলো ভালো লেগেছে।কিন্তু
"মেয়ে তুমি - অপূর্ণতার অহমিকা" র মত হৃদয়ে ধাক্কা লাগলো না।এটা আমার একার ভাবনা।সমালোচনা করার সাহস আমার নেই।কিন্তু পাঠক হিসেবে আপনার কাছে অনেক বেশি আশা করছি।জানি সেটা অমুলক নয়।ভালো থাকবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্যটা ভালো লাগাকে ছাড়িয়ে গেল।
আর পাঠক সমালোচনা করলে আমি বরং খুশিই হবো।
নিরন্তর লিখে যাওয়ার রসদটা মনে হয় এমন কিছু মন্তব্য থেকেই পাওয়া যায়।
ভালো লেগেছে জেনে নিজের অনেক ভালো লাগল।
আপনার চাওয়া অমূলক কিনা জানি না তবে আমি চেষ্টা করবো আপনাদের আশাগুলোকে পূরণ করতে।

ভালো থাকবেন। অনিঃশেষ শুভ কামনা।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬

জাফরুল মবীন বলেছেন: সময়োপযোগী চমৎকার অর্থপূর্ণ কবিতা!

অভিনন্দন ও ধন্যবাদ কবিকে।

শুভকামনা রইলো অনিঃশেষ।

ভাল থাকবেন। :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ মবীন ভাই।
সুন্দর মন্তব্যে ভালো লাগা।

আপনার জন্যও রইল অনিঃশেষ শুভ কামনা।।
ভালো থাকবেন। :)

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৪

সেলিম আনোয়ার বলেছেন: একুশে নিয়ে মাতামাতি খুব ভাল লাগে । খুব আনন্দ পাই। গর্ব করার মত দুটি বিষয়ের একটি হলো ৫২ আরেকটি মহান একাত্তর ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: যথার্থই বলেছেন।
অহংকার করার মতোই।
একুশ বুঝি বর্তমানের কলুষতার স্পর্শের মাঝেও উজ্জ্বল।
তাইতো প্রাণের মাঝেই উপলব্ধি করি এই দিনটি।

কারন -
একুশ গর্বএর নাম। অহংকারের নাম।
ভালো থাকবেন।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

সুমন কর বলেছেন: একুশ সে তো সময়ের বুকে বাস্তবতার হাসফাস
হাজারো মায়ের পুত্রশোক আজ হয়ে গেছে ইতিহাস।


ভাল লাগল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছেলেহারা মায়ের চিৎকার আজ রাজনীতির বুকে মাথা ঠুকে মরে।
আজ সেই অশ্রু মূল্যহীন।

নিরন্তর শুভ কামনা সুমন ভাই।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রাজনীতি আর দলাদলি স্বার্থ নিয়েই ভাবছি আজ
ভাষাশহীদের বুকের পাজরে
জন্মেছে ধীক্কার; আমরা সুশীল সমাজ। +++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: একুশ, মুক্তিযুদ্ধ আজ রাজনীতির চার দেওয়ালে বন্দী।
আর কথিত সুশীল সমাজ সেই দেয়ালগুলোতে পরম যতনে একটির পর একটি ইট জুড়ে দিচ্ছেন। :(

আপনার জন্য রইল নিরন্তর শুভ কামনা।
ভালো থাকবেন।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন একটা লেখা।

শুভকামনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে আপনাকে দেখে ভালো লাগছে অনেক।

//দারুন একটা লেখা//
অনুপ্রেরণা পেলাম।
ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬

মনিরা সুলতানা বলেছেন: "এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় "
তরুনরাই পারবে ঘুনে ধরা সময় কে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিন্তু যৌবনেই যদি ঘুন ধরে??

ভালো থাকবেন।
নিরন্তর শুভ কামনা।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:

একুশে আমাদের স্মরণ করায় যে, সমস্যার মাঝে ছিলাম আমরা, এখনো আছি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিকই বলেছেন।
তবে একুশ আমাদের সমস্যার মাঝে বেঁচে থাকতে শেখায়।

শুভ কামনা।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: বেশ দ্রোহ ঢেলে দিয়েছেন
পড়তেও বেশ লেগেছে--
শুভ কামনা জানবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ রইল।

নিরন্তর শুভ কামনা। ভালো থাকবেন।

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫

সুফিয়া বলেছেন: কবিতায় ++++++।

ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ রইল।
মহান একুশের শুভচ্ছা।
নিরন্তর শুভ কামনা। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.