![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"স্মৃতির ডিঙি নৌকায় আমার বৃষ্টিবিলাস"
আকাশের কান্নায় সিক্ত এ শহরতলী মুছে ফেলে অতীত সব পিছুটান। গাছের পাতায় জমা জলকণা বলে ফেরে, হারিয়ে যাবার আনন্দ কথা।
ভেজা ঘাসের মাঝে শুয়ে থাকা জবা ফুলের বুকে কান পেতে শুনি। শুনি ঝরে পড়ার ব্যথা।
জানালার গল্পেরা মেঘেদের সাথে কথা কয়। প্রতিটি রাতের হাহাকারগুলো নির্লজ্জের মতো তুলে দেয় হাওয়াদের হাতে।
মেঘলা আকাশের বুকে জন্ম হয় গল্পকথকের। আমার হার মানা মুহূর্তরা প্রাধান্য পায় বৃষ্টিভেজা শালিকের অবসরে।
আমি যে মুহূর্তদের অবহেলায় কাগজের ডিঙি বানিয়েছিলাম। ভাসিয়েছিলাম স্রোতহীন বৃষ্টিজলে। আজ তারা আকাশ কান্নার সঙ্গী।
একলা ঘরে সেই আমি আজ দেখি মেঘেদের আয়োজন। বৃষ্টির প্রতিটি জলবিন্দু ছুঁয়ে যায় আমার ভেতর ঘাপটি মেরে বসা কিছু ঘুনে ধরা স্মৃতিদের।
হারিয়ে ফেলি সময় যন্ত্রের দানবীয়তা। স্মৃতির স্তুপে জমা দীর্ঘশ্বাসগুলো হাপিয়ে উঠেছে। ভিজতে চায় তারা। বৃষ্টির পবিত্রতায় পেতে চায় লৌকিক পূর্ণতা।
কখন যে তারা আমায় নিয়ে আসে বাড়ির পেছনের ঝুল বারান্দায়। যেখানে পুরনো পলেস্তারা খসে পড়া মেঝে একতা জানায় স্মৃতিদের সাথে। কাঁঠালচাঁপা ফুলের গন্ধে প্রমোদ গুনি। কার্নিশে বসা ভেজা শালিকের চোখে মিথ্যে প্রেম খুঁজে আবার নাম লেখাই হেরে যাওয়া মানুষের দলে।
বৃষ্টিরা ক্ষান্ত যায়। মেঘেদের বুকভেদে ঠিকরে ছড়িয়ে পড়ে মিষ্টি রোদেলা দুপুর। আমি আবার চেয়ে দেখি সূর্যালোকে। খুঁজে পাই হারিয়ে ফিরে পাওয়া প্রেম। ক্রমশ দূরত্ব বেড়ে চলেছে। জ্যামিতিক মাপা জোকা নেই। সম্পর্কের কম্পাসে একবুক দূরত্বে তার অবস্থান।
অপেক্ষায় থাকি কোন এক ঝুম বৃষ্টি দিনের। যেদিন সেই প্রেম ফিরে আসবে কোন এক শ্যাম বালিকার কোমড়বিছে হয়ে। আমি উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেব সেই বৃষ্টিকে। সে অবধি বৃষ্টিবিলাস তোমার অধিকার।
----------------------------- কবিতারা আজ বড্ড বেশি ক্লান্ত। তাই বৃষ্টিস্নানে অনুভূতি কবিতা হয়ে ওঠে নি।
অনুভবের অনুভূতি
আমার আকাশ আজও মেঘাচ্ছন্ন। শুধু তুমি বৃষ্টি হবে বলে।
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: শৌভিক শুদ্ধচারক,
আমার ব্লগে স্বাগতম।
প্রথম মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকুন। সবসময়।
২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫১
শায়মা বলেছেন: কাল রাতে এই পোস্টে যে কতবার কমেন্ট দিলাম!
একটাও পাবলিশ হয়নি।
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: এতো সহজে কি রাজপুত্রের কাছে পৌঁছানো যায়।
রাজার পুত্র বলে কথা।
টেকনিকাল ফল্ট। সামুর না আমার।
তোমার চেষ্টা বৃথা যাবার সকল দায়ভার আমার।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫২
শায়মা বলেছেন: কি হয়েছিলো তোমার পোস্টে রাজকুমার? কমেন্ট বন করে রাখছিলে নাকি?
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: যদি আমার ইঁদুর টা আমার কথা না শোনে কি করবো বলো।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
স্মৃতিকাতরতায় ভরা কবিতা।
দারুণ লাগল ।+++
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন মন্তব্যে ভালো লাগা। ভালো থাকবেন। সবসময়।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৮
শায়মা বলেছেন: ইঁদুর!!!!!!!!!!!!
ইয়াক থু থু থু!!!
তুমি ইঁদুর পালো !!!!!! ছি ছি ছি!!!!!!!!!!!!
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: মাউস!!!!!!!!
মাউস!!!!!!! থু থু থু!!!!!!!!!!
তুমি মাউস পালো!!!!!!!!!!! ছি ছি ছি!!!!!!!!!!!!!!
ইঁদুর ছাড়া গতি নাই।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২
শায়মা বলেছেন: কে বলছে আমি মাউস পালি!!!!!!!!!!!!
থু থু থু!!!!!!!!
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছি ছি থু থু বলছো কেন?
ইঁদুর খায় বিড়াল
বিড়াল খায় দুধ
মানুষও দুধ খায়।।।
ছি ছি থু থু করো কেন?
৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩১
ফ্রস্ট বাইট বলেছেন:
হুম. ++
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম!
ধন্যবাদ ফ্রস্ট বাইট। ভালো থাকুন। অহর্নিশি।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪২
শতদ্রু একটি নদী... বলেছেন: আমারো ২ টা কমেন্ট ছিলো।
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: বড়ই অনৈতিক কথা। রাজপুত্রের শাস্তি প্রাপ্য।
আবারো এসে পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৭
শায়মা বলেছেন: শতদ্রুভাইয়া রাজকুমারের একটা ইঁদুর রাজকুমারী আছে কাল রাতে সে সব কমেন্ট খেয়ে ফেলছিলো জানো???
০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: বিজি আছি। তোমার পরে হচ্ছে!
১০| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮
শায়মা বলেছেন: ইঁন্দুর কন্যার জ্বালাতেই রাজপুত্র আজ দিশাহারা। নিকের পিছের গোপন কাহিনী নিয়ে একটা রুপকথা লিখতে হবে।
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: গোপন কাহিনী উদ্ধার আর রূপকথা লেখার জন্য অভিনন্দন।
১১| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ হামা ভাই। আপনার নিয়মিত উপস্থিতি উৎসাহের কারন। ভালো থাকবেন।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৮
আলম দীপ্র বলেছেন: ওয়াও ! সুন্দর !
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক দিন পর। কেমন আছেন? ব্লগে অনিয়মিত যে?
কবিতা পাঠে ধন্যবাদ প্রিয় আলম দীপ্র। ভালো থাকবেন। সবসময়।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২১
শায়মা বলেছেন: এক ছিলো ইন্দুর কন্যা। তাকে একদিন ছোঁ মেরে এক ঈগল পাখি উড়িয়ে নিয়ে গেলো। তারপর অনেক উঁচুতে উড়বার সময় সেই ইন্দুরকন্যা ঈগলের ঠোঁট থেকে হঠাৎ নীচে পড়ে গেলো।
তাকে কুড়িয়ে পেলো এক সন্যাসী । তার খুব মায়া হলো। ইন্দুরকন্যাটিকে একটা ফুটফুটে সুন্দর রাজকন্যা বানিয়ে রাজবাড়ীতে নিয়ে গেলো। রাজা তাকে বড় করলেন । একসময় বিয়ে দিতে চাইলেন। কন্যাকে বললেন কন্যা তুমি রাজপু্ত্রকে বিয়ে করো। কন্যা বললো ধ্যাৎ এ তো একটুও শক্তিশালী না !!!!!!!!!! রাজ বললেন তাহলে তুমি সূর্য্যের দেবতাকে বিয়ে করো। কন্যা বললো .... উহু সূর্য্য মোটেও সবচেয়ে শক্তিশালী না, মেঘ সূর্য্যকে উড়িয়ে নিয়ে যায়। তখন রাজা বললেন তাহলে মেঘের দেবতাকেই করো। কন্যা রাজী হলো না বললো মেঘ কে বাতাস উড়িয়ে নিয়ে যায়। রাজা বললেন তাহলে পবনদেবকেই করো। কন্যা বললেন সেটাও হবেনা বাতাস পাহাড়ে আটকে যায়। রাজা বললেন তাহলে পাহাড়কেই বিয়ে করো। কন্যা বললো কখনও না পাহাড়কে তো ইন্দুর মহারাজ কেটে ফেলে। তখন রাজা সবই বুঝিলেন বললেন এতক্ষনে যোগ্য পাত্র পাওয়া গেলো তুমি ইন্দুররাজকেই বিয়ে করো।
মানে যে জা্তের যা ..... এই কান্ড দেখে রাজপু্ত্র এমন রেগে গেলো !!!!! একেবারে দিশেহারা হয়ে গেলো!!!!!!!! রাগে ইন্দুরকন্যাকে খাঁচায় আটকে রাখলো। ইন্দুরকন্যাও কম না!!!! সে কি করলো!!!!!!!! রাজপুত্র যেই কাব্য লিখে অমনি কুচি কুচি করে কেটে ফেলে আর যারা সেই কাব্যে কমেন্ট দেয় সেসব গপ গপ করে খেয়ে ফেলে।
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: এক স্নিগ্ধ বিকেলে আকাশের পূর্বকোণ দিয়ে উড়ে যাচ্ছিল এক পরী। অদ্ভুত সুন্দর সে পরী। কি তার রূপের ছটা। মায়াময় মুখে লেপ্টে থাকা এক চিলতে হাসি। যে হাসির মুগ্ধতায় প্রতিটি মানুষ সুখনিদ্রা যায়। দেখে সুখ স্বপ্ন।
উড়তে উড়তে পরীর চোখে পড়লো এক ইঁদুর। যেটা তার কুতকুতে চোখ দিয়ে পরীর দিকে তাকিয়ে ছিল আর কিচির মিচির করে বল্লোঃ
তুমি পরী লক্ষী পরী
দেখতে কত সুন্দরী
আমি হলেম ইঁদুর রানী
কিন্তু হতে চায় এ মন পরী।
এ কথা শুনে পরী বল্লো আচ্ছা ঠিক আছে ইঁদুর রানী।
আজ থেকে পরী হলে তুমি আমি না হয় হলেম ইঁদুর রানী। এই বলে জাদুর লাঠি দিয়ে ছুঁয়ে দিল পরী ইঁদুরকে। দেখতে দেখতে সে হয়ে গেল এক অদ্ভুত সুন্দরি গুণবতী পরী। আর সেই ভালো মনের পরী হলো ইঁদুরানী।
এই ঘটনা দেখলো এক সন্ন্যাসী। সে ইঁদুর রূপ পরীকে এক রাজকন্যা বানিয়ে দিল। আর অচিনপুরের রাজার কাছে নিয়ে গেল। রাজা তো সেই রাজকন্যা রূপ পরীকে দেখে মহাখুশি। ঠিক করলো রাজপুত্রের সাথে তার বিয়ে দেবে। দিশেহারা রাজপুত্র ফিরে পাবে তার দিশে।
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনুভবের অনুভূতি
আমার আকাশ আজও মেঘাচ্ছন্ন। শুধু তুমি বৃষ্টি হবে বলে। +++
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: বোকা মানুষকে দেখে খুশি হলাম।
কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
ভালো থাকবেন। সবসময়।
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৯
মিঠু জাকীর বলেছেন: বাহ! চমৎকার !
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর প্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকা হোক।
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০১
দীপংকর চন্দ বলেছেন: কবিতারা আজ বড্ড বেশি ক্লান্ত। তাই বৃষ্টিস্নানে অনুভূতি কবিতা হয়ে ওঠে নি।
মুগ্ধতা!!
অনিঃশেষ শুভকামনা ভাই।
ভালো থাকবেন। অনেক।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার কোন লেখা যখন প্রিয় কোন ব্লগারকে মুগ্ধ করে তখন লেখার আনন্দ টা পাই। ভালো থাকবেন। আপনার জন্যও শুভ কামনা।
১৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৫
শতদ্রু একটি নদী... বলেছেন:
সাইমা মহিলার লো কোয়ালিটির শব্দের ব্যবহার খেয়াল করছেন রাজপুত্র ভায়া??
ইদুঁর কি সুন্দর একটা শব্দ, ওইটাকে বলতেছে ইন্দুর। এইসবই ইচ্ছাকৃত। বর্নবাদী আচরন।
হত্যা করা হোক। ইঁদুর রাজের তলোয়ার দিয়ে এক কোপে কল্লা ফালায় দেয়া হোক।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি বাঙালী।
১৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২২
শায়মা বলেছেন: এই ঘটনা দেখলো এক সন্ন্যাসী। সে ইঁদুর রূপ পরীকে এক রাজকন্যা বানিয়ে দিল। আর অচিনপুরের রাজার কাছে নিয়ে গেল। রাজা তো সেই রাজকন্যা রূপ পরীকে দেখে মহাখুশি। ঠিক করলো রাজপুত্রের সাথে তার বিয়ে দেবে। দিশেহারা রাজপুত্র ফিরে পাবে তার দিশে।
আহারে তবুও রাজপুত্র দিশেহারা। ইন্দুরপু্ত্রী কি আর চেহারা পালটালেই রাজপু্ত্রী হয় বলো!!!!!
আর শতদ্রুভাইয়া কার কল্লা ফালাইতে চাও!!!!!!!!!
ইন্দুরের বোইন বান্দর কন্যার সাথে তোমাকে ....... হি হি হি
থাক আর বললাম না।
একটা ছবি আনছি পাত্রীর একটু ওয়েট কলো!
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৯
শতদ্রু একটি নদী... বলেছেন: মোটা মস্তিস্ক, ইয়া মোটা মস্তিস্ক!!
ইদুরের বোন বাদর কিভাবে হয়?!! দুইটা সম্পুর্ন ভিন্ন প্রজাতি।
এই বক্তব্যের মাধ্যমে জ্ঞানের সীমাবদ্ধতাও প্রকাশ পাইলো।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা!!!
২০| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৮
শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: মোটা মস্তিস্ক, ইয়া মোটা মস্তিস্ক!!
ইদুরের বোন বাদর কিভাবে হয়?!! দুইটা সম্পুর্ন ভিন্ন প্রজাতি।
এই বক্তব্যের মাধ্যমে জ্ঞানের সীমাবদ্ধতাও প্রকাশ পাইলো।
হায়রে বোকা গাধা পাগল ছাগল গরু...........
ইঁদুরের বোইন বাঁদর হয় কেমনে জানোনা!!!!!!!!!!!!
সত্যি তোমাকে এত মুরুক্ষ ভাবি নাই আমার পিত্তি ভাইয়া!!!!!!!
তোমাকে প্রাইভেট টিউটর দিতে হবে!!!!!!!!!
ইঁদুরের বোন বাঁদর হয় কেমনে জানোনা!!!!!!!!!
শতদ্রু একটি নদী..কেবলই একটি নদী.
মানুষ যেমনে নদী হয় ইঁন্দুরের বোইনও তেমনেই বান্দর হয়।
এইবার জেনে নিলে তো!!!!!!!!!!
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একমত।
২১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৩
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
আপনার আকাশ যদি আজও মেঘাচ্ছন্ন হয় তবে বৃষ্টিরা ক্ষান্ত যায় করে রোদেলা দুপুর আনলেন কেন ? কেনই বা আবার চেয়ে দেখেন সূর্যালোক ?
ও হো ...বুঝেছি - কবিতারা আজ বড্ড বেশি ক্লান্ত। তাই বৃষ্টিস্নানে অনুভূতি কবিতা হয়ে ওঠে নি।
শুভেচ্ছান্তে ।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিক এই প্রশ্নটার অপেক্ষায় ছিলাম।
ভাইয়া, প্রেমময় দক্ষিণা হাওয়ায় মেঘ উড়ে যায়। হেসে ওঠে রোদেলা দুপুর। অনুভব করি সূর্যালোক। কিন্তু প্রেয়সী নিজেই বৃষ্টি হয়ে ঝরবে তাই মেঘেদের আনাগোনা।
আবার অপেক্ষার প্রহর গুনে ক্লান্ত আমি। শ্রান্ত আমার মেঘেরা। তাই অনুভূতি কবিতা হয়ে ওঠে নি।
ধন্যবাদ ভাইয়া। পাশে পাব আগামীতে ঠিক এমনটি করে। আশা রাখি।
২২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬
সুমন কর বলেছেন: ক্রমশ দূরত্ব বেড়ে চলেছে। জ্যামিতিক মাপা জোকা নেই। সম্পর্কের কম্পাসে একবুক দূরত্বে তার অবস্থান।
ভাল লাগল। ৫+।
০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে অসংখ্য ধন্যবাদ দাদা। প্লাচের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন। সবসময়।
২৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৬
সানজিদা আয়েশা সিফা বলেছেন: অসাধারণ !সরল ভাষায় মন ছুঁয়ে যাওয়া বৃষ্টি বন্দনা
০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার ব্লগ বাড়িতে স্বাগতম। মন ছুঁয়ে যেতে পারা অনেক বড় কিছু। ভালো থাকবেন। সতত।
২৪| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮
মনিরা সুলতানা বলেছেন: আমি যে মুহূর্তদের অবহেলায় কাগজের ডিঙি বানিয়েছিলাম। ভাসিয়েছিলাম স্রোতহীন বৃষ্টিজলে। আজ তারা আকাশ কান্নার সঙ্গী।
তারপর
অপেক্ষায় থাকি কোন এক ঝুম বৃষ্টি দিনের। যেদিন সেই প্রেম ফিরে আসবে কোন এক শ্যাম বালিকার কোমড়বিছে হয়ে। আমি উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেব সেই বৃষ্টিকে। সে অবধি বৃষ্টিবিলাস তোমার অধিকার
এমনি মারাত্মক কিছু লাইন আছে ভাই
খুব মন ছোয়া লেখা
০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখার আগ্রহ বেড়ে যায় যখন খুব প্রিয় কেউ সেটার মূল্যায়ন করে।
ভালো থাকা হোক উইথ মাস্টার ভাইয়া।
২৫| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার অনুভূতির লেখা । ++
০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা। ভালো থাকবেন। সবসময়।
২৬| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৯
সাইলেন্ট পেইন বলেছেন: বৃষ্টি সিক্ত আবেগ আর অনুভুতির বহিঃপ্রকাশ। খুব খুব ভালো লেগেছে।
০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ সাইলেন্ট পেইন। ভালো থাকবেন। অনেক। সবসময়।
২৭| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৪
মনিরা সুলতানা বলেছেন: ইটস প্লেজার ব্রো
খুব ভালো লাগে ছোটদের বেড়ে উঠতে দেখা
আফটার অল স্নেহ নিম্নগামী।
০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: সৌভাগ্যক্রমে আমি ছোট।
বড় হইলে সর্বনাশ হইছিল।
২৮| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৩
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগল।
বসন্ত এখনো শেষ হয়নি। তার আগেই বৃষ্টির গান শুরু করে দিলেন।
আপনার ধারাবাহিক গল্পটা কি শেষ করেছেন?
করবেন না?
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: যেদিন মুক্তগদ্যটা লিখেছিলাম সেদিন বৃষ্টি হচ্ছিল। তাই লিখে ফেল্লাম।
গল্প যখন লিখেছি শেষ তো করতেই হবে। তবে আগ্রহটা পাচ্ছি না। তাছাড়া এক্সামের প্রেশার ও আংশিক দায়ি।
ভালো থাকবেন।
২৯| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০
জেন রসি বলেছেন: বৃষ্টিরা ক্ষান্ত যায়। মেঘেদের বুকভেদে ঠিকরে ছড়িয়ে পড়ে মিষ্টি রোদেলা দুপুর। আমি আবার চেয়ে দেখি সূর্যালোকে। খুঁজে পাই হারিয়ে ফিরে পাওয়া প্রেম। ক্রমশ দূরত্ব বেড়ে চলেছে। জ্যামিতিক মাপা জোকা নেই। সম্পর্কের কম্পাসে একবুক দূরত্বে তার অবস্থান।
চমৎকার।
বিষাদ এবং বৃষ্টিিবিলাস।
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: বৃষ্টিবিলাসে বিষাদের বসত। চমৎকার মন্তব্যে ভালো লাগা। ভালো থাকবেন। সবসময়।
৩০| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৭
জুন বলেছেন: কবিতারা আজ বড্ড বেশি ক্লান্ত। তাই বৃষ্টিস্নানে অনুভূতি কবিতা হয়ে ওঠে নি। সত্যি অসাধারন দিশেহারা
+
১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসাধারণ মন্তব্যে ধন্যবাদ আপু। ভালো থাকবেন। সবসময়।
৩১| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন। সবসময়।
৩২| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
লেখায় কিছু ছিল?
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্যটা সুস্পষ্ট না।
যদি লেখাটা খারাপ লাগে তবে সেক্ষেত্রে আমি দুঃখিত যে আপনাকে এমন অপাঠ্য পড়তে হলো।
৩৩| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩১
তাহসান আহমেদ বলেছেন: মিষ্টি অনুভূতির কবিতা। +
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন। সবসময়।
৩৪| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৬
অর্বাচীন পথিক বলেছেন: চমৎকার লেখেন আপনি
দেরিতে পোস্ট পড়ার আলাদা সুবিধা হল যে পোস্টের সাথে মন্তব্য গুলো আর ও বেশি মজাদার হয়।
জনাদের (দিশেহারা রাজপুত্র) নামের পিছনের কাহিনী ও জানলাম আবার নতুন করে রূপকথার গল্প ও পড়লাম শায়মা আপুর। যদি ও রূপকথার ধরণটা রাশিয়ান পৌনাণিক কাহিনীর ছায়া রুপ।
বেশ উপভোগ করলাম।
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকারভাবে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
আমিও কোন পোস্টে গেলে তার মন্তব্যের মজা নিতে ভুলি না।
শায়মাপুর রূপকথা!
উহার সত্যতা কল্পনাতীত।
ভালো থাকবেন। সবসময়।
৩৫| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৪
রোদেলা বলেছেন: বৃষ্টিরা ক্ষান্ত যায়। মেঘেদের বুকভেদে ঠিকরে ছড়িয়ে পড়ে মিষ্টি রোদেলা দুপুর। আমি আবার চেয়ে দেখি সূর্যালোকে। খুঁজে পাই হারিয়ে ফিরে পাওয়া প্রেম। ক্রমশ দূরত্ব বেড়ে চলেছে। জ্যামিতিক মাপা জোকা নেই। সম্পর্কের কম্পাসে একবুক দূরত্বে তার অবস্থান।
-------------------------------------------
কিযে ভালো লাগা রাজপুত্তুর।
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: রোদেলাপুর ভালো লাগায় রাজপুত্র বিগলিত।
ভালো থাকা হোক আপু। আর সুন্দর সুন্দর কবিতা লেখা হোক।
৩৬| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: ভাবলাম নতুন লেখা আসছে...
অসুবিধা নাই এইটা আমার ওয়ান অফ ফ্যাব
১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: নতুন লেখা। তা যা বলেছ আপু।
আকাশ পুরো কালো হয়ে গেছে। শ্যাম বরুণা। এক মগ ধোঁয়া ওঠা কফি আর দুটি অগ্নি শলাকা। নির্ঘাত জন্ম দিত শুদ্ধ এক কবিতার। কিন্তু আমি যে ব্যস্ততার কাছে মাথা নুইয়ে ট্রেনে বাদুর ঝুলা ঝুলতে ব্যস্ত। তাই শুদ্ধ কবিতা লেখা আর হয়ে ওঠে না। অ- কবিতাতেই প্রাপ্তি খুঁজে বেড়াই।
বৃষ্টি সন্নিকটে। মন ভেজা স্বপ্নের বুনো আস্ফালননে চৌচির ভেজা মৃদু মন্দ হাওয়া। ঘুরে ফিরে তাই মাটির বুকে মেঘেদের পরাজয়ের চিহ্ন এঁকে যায় বৃষ্টির প্রথম স্পর্শ।
ভালো থেকো আপু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তোমার কাছে হয়তো পৌঁছাবে না তবু কল্পনার ডানায় বৃষ্টি হার মানাক উষ্ণতাকে। হোক তা ৪০/৫০ ডিগ্রি।
৩৭| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০০
ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: অনুভূতির মিষ্টি প্রকাশ ।
২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ তিথি। সুন্দর মন্তব্যে ভালো লাগা।
ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৫
শৌভিক শুদ্ধচারক বলেছেন: সুন্দর