নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

"ভেঙে পড়া কিছু কথার কবিতা হয়ে ওঠার গল্প"

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭

এক।

একদিন কোন এক ঘোর অমানিশায় তোমার উঠোনে এসে দাঁড়াব। তোমার ঝাড়ুপোছা করা উঠোন জুড়ে থাকবে বেলী ফুলের ঘ্রাণ।
অদূরে দাঁড়ানো কালো বিড়ালের জ্বলে জ্বলে চোখে আমি ষোড়শী তোমার আগুন দেখছি। খড়ের গাদার পাশে ঘুম কাতুরে কুকুরটিও আমায় দেখে নেয় একবার তাচ্ছিল্য ভরে।
আমি আবার মন দেই পিদিম জ্বালা ঘরের চৌকাঠে। অস্পষ্ট এক অবয়ব। নিভু নিভু পিদিমের আলোয় স্পষ্ট হও তুমি। তেল চপচপে বীণুনিতে এক জীবন গড়ার ইচ্ছে। কপালের লাল টিপে নষ্ট হবার অভিপ্রায়। আমি আরো একটু এগিয়ে গেলাম প্রিয় মৃত্যুর কাছে, নীলাদ্রীতা।

দুই।


তোমার হাতে হাত রেখে কাটানো মুহূর্তেরা খোলা জানালার গা বেয়ে পাশের দোলনচাঁপা গাছে লুকিয়ে থাকে নীলাদ্রীতা। তোমার কবিতা হয়ে ওঠার সময়টাতে ঐ যে দেওয়াল ঘড়ি থমকে গেছে তা আজো চলে নি।
প্রিয় ওই কৃষ্ণচূড়া গাছটার হলদেটে পাতায় তোমার সফেদ আঙুলের স্পর্শ কিংবা ঝরে পড়া শিউলিকে মুঠো ভরে নেওয়া তোমার অদ্ভুত সুন্দর সেই হাসিটা আজো রাতের শেষে আমাকে ভাবায়।
গল্পটা আজো শেষ হয় নি। তাই কোন একদিন ঝোঁলা কাঁধে তোমার উঠোনে দাঁড়াবো নীলাদ্রীতা। তোমার অংশকে কবিতা শোনাব আর অগোচরে ওর হাতে গুঁজে দেব গল্পের বাকিটা।
*** অংশ - সন্তান।

বেশ অনেকদিন পর লিখলাম। ব্লগে পড়া হলেও লেখা হচ্ছে না কেন জানি। খাতা কলমের অভাবও হতে পারে।


মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: চমৎকার চমৎকার। অনেক দিন পরে দেখা হলো। ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ প্রামানিক। চমৎকার মন্তব্যে ভালো লাগা। ভালো থাকবেন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫

সুমন কর বলেছেন: তাই কোন একদিন ঝোঁলা কাঁধে তোমার উঠোনে দাঁড়াবো নীলাদ্রীতা। তোমার অংশকে কবিতা শোনাব আর অগোচরে ওর হাতে গুঁজে দেব গল্পের বাকিটা।

চমৎকার হয়েছে। প্লাস।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুমনদা। ভালো থাকবেন।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লেখা । ভাল লাগা রইলো ।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

জেন রসি বলেছেন: চমৎকার হইছে ভাই।

আপনি কই ডুব দিলেন!!!

আবার খাতা কলম নিয়া বসেন!!!

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্য+ রসি।
ডুব দেই না। ইদানিং কিছু লিখতে পারি না। তাই পড়ি। তোমাদের লেখা গুলান। অফ লাইনে অন লাইনে।

ভালো থাকা হোক সবসময়।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ হামা ভাই। ভালো থাকবেন।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন পর পর ব্লগে এসে লেখাটা দেখলাম । সবসময়ের মতোই ভালো লাগলো ।শুভেচ্ছা রইল । কেমন আছেন ?

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক গুলো দিন পর আপনার সাথে কথা। ভালো আছি। পরিময় হোক আপনার চারপাশ। ভালো থাকুন সতত।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

সাহসী সন্তান বলেছেন: লেখাটা তো ভালই লাগছে!! আশা করি আরো সুন্দর সুন্দর লেখা লিখবেন!

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

ব্লগে স্বাগতম।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: কবিতার মত লাগলো।।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার মতো শুভ কামনা।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ কামনা। ভালো থাকবেন।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: রাজপুত্রকে আজ ব্লগে দেখা যাচ্ছে| তিনি ফিরলেন নাকি? ফেরা উচিৎ

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। আবার লিখবো ভাবছি।

১১| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

কাবিল বলেছেন: নতুন পোস্টু কই?

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: হয়তো আসছে।

১২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ছোট কিন্তু সুন্দর ভাষার বিন্যাস। আরো লিখুন। এটা তো সেপ্টেম্বরের ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ তনিমা।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট, কিন্তু অনেক ভালোলাগার রেশ রেখে গেল।
বেশ কিছু সুন্দর অনুভূতির কথা উঠে এসেছে গল্পেঃ
তেল চপচপে বীণুনিতে এক জীবন গড়ার ইচ্ছে। কপালের লাল টিপে নষ্ট হবার অভিপ্রায়।
তোমার কবিতা হয়ে ওঠার সময়টাতে ঐ যে দেওয়াল ঘড়ি থমকে গেছে তা আজো চলে নি।
কিংবা ঝরে পড়া শিউলিকে মুঠো ভরে নেওয়া তোমার অদ্ভুত সুন্দর সেই হাসিটা আজো রাতের শেষে আমাকে ভাবায়।
তোমার অংশকে কবিতা শোনাব আর অগোচরে ওর হাতে গুঁজে দেব গল্পের বাকিটা। --
গল্পের এইটুকূ শরীরে এত্তগুলো অলংকার!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ বলেছেন তো। নিজেই আবার নিজের লেখাটা পড়লাম। পাঠক হয়তো এখানেই লেখককে ছাড়িয়ে যায়।

সুন্দর মন্তব্যে অনিঃশেষ ভালোলাগা। ভালো থাকবেন। অহর্নিশ।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বেশ বেশ।

প্লাস!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

চন্দ্রাবেশ।

থ্যাংকস। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.