নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমার বিরস বিকেলের স্বপ্নঘোর"
শহরের বুকে তখন আমি উস্কোখুস্কো চুলে অহেতুক ব্যস্ততা দেখানো ছা-পোষা এক তরুণ। যার পকেট জুড়ে হাহাকার। মেধাসর্বস্ব আমার উপরের চাকচিক্যে হারিয়ে গেছে ভেতরের মুষড়ে পড়া বকুল ফুলের কষ্ট।
মাথা নিচু করে পথের ধুলো গুণে হনহনিয়ে হেঁটে যাওয়া আমার পথে যে কতবার তুমি অপেক্ষায় ছিলে তা দারিদ্রের খাতিরে ফিরে দেখা হয় নি। তোমার মলিন শাড়ির ভাঁজ আমার মনকে নাড়াতে পারে নি একটি বারের জন্যেও। প্রতিটা দিনের শুরু হতো সমাপ্তির আকাঙ্ক্ষায়।
তোমার শরীরে বাড়তে থাকা বয়সের ছাপ। কতশত যুবক হয়তো আগ্রাসী হয়েছে। হয়তো অস্পৃশ্য চিন্তায় তোমায় নগ্ন করেছে। তবু আমি আমার স্বপ্নঘোর একলা আকাশ বিলিয়ে দিয়েছি সস্তা বিড়ির টানে।
তোমার গায়ের গন্ধে আমি বেলি ফুল খুঁজি নি। কিছু অবহেলিত সন্ধ্যামালতী তুলে নিয়েছিলাম। তোমার খোঁপায় তার স্থান করে দিতে নয় বরং কোন ঘুমহীন রাতে তোমার কল্পনায় কিছু রঙ ঢেলে দিতে।
এতো কাছাকাছি তবু কতো দূরে। তোমার চৌকাঠ পেরিয়ে আমার শোবার ঘর। কতরাত যে আধপেটা খেয়ে কাটিয়েছি তার ইয়ত্তা নেই। ভাতের থালা সামনে আমার চিন্তায় তোমার কপালে যে ভাঁজ পড়তো। তা না দেখলেও আমি ঢের টের পেতাম।
আজ ঠিক করেছি। সাহস করে বলবো। ঠিক তোমার চোখের দিকে তাকিয়ে। না। আমার গলা কাঁপবে না। আমি বলবোই। বলবো...
নীলাদ্রিতার আলু ভর্তা দিয়ে দুমুঠো ভাত দেবে। গরম ভাত।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রেমপদ্ম ছিন্নভিন্ন না হোক মুষড়ে তো পড়বেই। ধন্যবাদ উৎসাহদানে। আন্তরিকতায় মুগ্ধতা। ভালো থাকুন। সতত।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫৮
তিমিরবিলাসী বলেছেন: এতটা অভাবের ছাপ কি এখন কোথাও দেখা যায়?
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: দেখা যায় না?!? আপনার গৃহপরিচারিকার দিকেই তাকিয়ে দেখুন।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
অভ্রনীল হৃদয় বলেছেন: দারুণ! দীর্ঘশ্বাস আর অনুধাবনের দূর্দান্ত প্রকাশ। মুগ্ধ হলাম আপনার লেখনি আর বিস্তৃতিতে।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। মুগ্ধতায় সুখানুভব। ভালো থাকুন। সর্বদা।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
আরণ্যক রাখাল বলেছেন: লেখাটা পড়ে বুঝতে চাইছি, আপনি কী বলতে চেয়েছেন| বুঝতে পারিনি এমন না তবে ২য় মন্তব্যের জবাবে সব এলোমেলো হয়ে গেল
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আরণ্যক লেখার সাথে ২য় মন্তব্যের মিল খুঁজবেন না। তাহলে গুলিয়ে যাবে।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: অামার সাথে মিলে গেলো যে! লেখা ভাল্লাগলো!
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ রূপক। ব্লগে স্বাগতম।
মিলে যাওয়াটা ভালো হলে ভালো লাগা বৈধ হতো।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: আর দেরি নয় বন্ধু। দয়া করে বলে ফেলুন। চোখ বন্ধ করে, হাত জোড় করে, সময়ের গালে চপেটাঘাত করে, দারিদ্রতাকে উপহাস করে অনন্ত একবারের জন্য বলে ফেলুন। তা না হলে শকুনেরা চিঁড়ে খাবে যে....
অসম্ভব ভালো লাগলো আপনার লিখনি। লেখার জাঁজ আছে। চালিয়ে যান দয়া করে। একদিন সোনার ফসল ফুটবে আপনার লেখায়।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাঁ বলাটা প্রয়োজন। তবে দারিদ্রকে উপহাস করাটাও কঠিন।
ধন্যবাদ অনুপ্রেরণার জন্য। পাশে পাবার আশা করি সতত। ভালো থাকবেন।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার +++
শুভকামনা রইলো।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাইয়া। আমার ব্লগবাড়িতে আপনায় পেয়ে ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আবারো।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে পড়তে। কিন্তু সত্যিকারের চিত্রটা ভালো লাগার নয় যদিও!!!
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিকার চিত্রটায় কষ্ট আছে। কষ্টেরও কিন্তু নিজস্ব ভালোলাগা আছে।
ধন্যবাদ। অপর্ণা।
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২
জনম দাসী বলেছেন: দু মুঠো ভাত দিবে... গরম ভাত; এমনি তো হয় জীবনের কথা। ভাল লাগা রেখে গেলাম রাজপুত্র।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপু। জীবনকে তুলে ধরার চেষ্টাই করেছি। ভালো থাকুন।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
হাসান মাহবুব বলেছেন: ভাতের মত বিশ্বস্ত প্রেমিকা আর নেই।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: এখন সব জলের মতো। যেপাত্রেই রাখা হোক তার আকার ধারন করে।
ধন্যবাদ হামা ভাই।
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা
অনেক অনেক শুভ কামনা।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা পথিক।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লিখেছেন। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা। শুভকামনা রইলো আপনার জন্যেও। ভালো থাকুন।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে লেখায় ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কথাকথিকেথিকথন
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
তুষার কাব্য বলেছেন: কি অসাধারণ বহিঃপ্রকাশ ! ইচ্ছেরা বেঁচে থাকুক ।
শুভকামনা রাজপুত্র ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: তবে তাই হোক তুষার কাব্য। বেঁচে থাকুক ইচ্ছেরা।
শুভকামনা আপনার জন্যেও।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর !!
সন্ধ্যামালতী খুব টানে
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: যাক অবশেষে সন্ধ্যামালতীর টানে আপনাকে পাশে পেলাম।
বিষয়টা মন্দ না।
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৪
প্রামানিক বলেছেন: চমৎকার কথামালা। ধন্যবাদ
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। ভালো থাকবেন।
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
পার্থ তালুকদার বলেছেন: আজ ঠিক করেছি। সাহস করে বলবো। ঠিক তোমার চোখের দিকে তাকিয়ে। না। আমার গলা কাঁপবে না। আমি বলবোই। বলবো...
চমৎকার ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনিঃশেষ ভালো লাগা জানবেন।
১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
নীলপরি বলেছেন: পড়া শুরু করতেই মনে হল যেন কোনো পূরানো দিনের উপন্যাস পড়ছি । অসাধারন লাগলো ।
আলু ভর্তায় এসে বোঝা গেল এটা একমাত্র রাজপুত্রের লেখনী । কারন অবস্থা যেমনই হোক , রাজপুত্রের চাওয়ার মধ্যেও নিজের পছন্দ বা কোথাও একটা হুকুমের সুর মিশে থাকে । বাহ্ ।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপুত্রের কিছু শূন্যতা জমা আছে। পূর্ণতা খোঁজার সামর্থ্য আজ লীন। মন্তব্যে কিছুটা সুখ খুঁজে নিলাম।
আলু ভর্তা আমার প্রিয়। সত্যিই তাই। হুকুমের সুর পরির কল্পনা। পছন্দের পায়তারা রাজপুত্রের ধারনা।
১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লেগেছে ভাই।বাস্তবটা এমন হোক প্রত্যাশিত নয়,কিন্তু এই ভুখা জীবনে হয়েও যায়!
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ রুদ্র। বাস্তবতা আমরা কখনই প্রত্যাশা করি না। এটাই বাস্তবতা।
২০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮
নীলপরি বলেছেন: বাস্তবে যা থাকে তাইতো কল্পনা করা যায়। আর হুকুম তো রাজপুত্রের সিগ্নেচার।
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিক ঠিক পরি। বাস্তবতা আর কল্পনার মিশেল-ই জীবন।
তাহলে আজ থেকে টিপ সই চালু। সিগ্নেচার বাতিল।
২১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
নীলপরি বলেছেন: শুভ সকাল। তবে রাজপুত্রের এই ফরমান মানা গেল না। সিগ্নেচার আবশ্যিক ।
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: শীতার্ত বিকেলের কিছু হিম শীতল বাতাস দিলেম।
সামুর নোটিফিকেশন ধোঁকা দেওয়ায় প্রতিউত্তরে বিলম্ব হলো। ক্ষমাপ্রার্থী।
২২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮
নীলপরি বলেছেন: হিম শীতল বাতাসের জন্য ধন্যবাদ ।
ধোঁকা সামু দিলে রাজপুত্র কেন ক্ষমা চাইবে? উফ্
বড্ড বিনয়।
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: বিনয়কে ছুড়ে দিলাম। দূরে দেওয়ালে ধাক্কা খেয়ে কুইকুই করছে।
ধন্যবাদ! বড্ড বিনয়ী পরি।
২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
নীলপরি বলেছেন: ইশস। ছুঁড়ে ফেলে আবার হাসা হচ্ছে? এতটাও পরি চায় নি।
আবার পরির বিনয় দেখেও হাসি পেল ।
রাজপুত্র আজ হাসির মেজাজে আছেন। খুবই ভালো কথা।
শুভকামনা আর শুভরাত্রি।
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিই হাসির মুডে ছিলাম পরি। বিনয় বাদ থাকুক। আন্তরিকতাই কাম্য। ভালো থাকুক প্রিয় পরি।
২৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ লাগলো পড়তে। অনেক শুভকামনা।
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ তনিমা। ভালো থাকুন। সতত।
২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
নীলপরি বলেছেন: সহমত। রাজপুত্র ও অনেক ভালো থাকুক।
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরির উপস্থিতি সবসময় ভালোলাগার কারণ।
২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
নীলপরি বলেছেন: কথাটা জেনে পরির খুবই ভালো লাগলো ।ধন্যবাদ।শুভরাত্রি ।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ফেরত। এতো নিয়ে পারা যায় না।
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ।
২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
নীলপরি বলেছেন: সকালবেলা প্রথমেই রাজপুত্রের ব্লগে এসে শাস্তির কথা শোনা গেল। পরি এরপর থেকে আর ধন্যবাদ দেবে না সে রাজপুত্র যাই বলুক। তখন বলা যাবে না যে পরি সহবত জানে না।
শুভসকাল।
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভসকাল পরিকেও। সহবত! ও নিয়ে মাথা ঘামাই না তো পরি। চাই শুধু আন্তরিকতা। ভালো থাকুক পরি।
২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
নীলপরি বলেছেন: সহমত । সত্যি , মাঝে মাঝে সহবত দেখানোটাও বোরিং লাগে ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরি,
কিছু না বলাটাও অনেক কিছু।
২৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
এই বিরস বিকেলে ব্লগ খুলে এই চমৎকার লেখাটি পড়লুম ।
দারিদ্রতার যোজন যোজন দুরত্ব ডিঙিয়ে কাছে আসা হয়ে ওঠেনা , এরকম থীম নিয়ে বেশ আগে লেখা আমার একটি কবিতা ছিলো । মনে পড়ে গেলো সেই কবিতাটির কথা । সময় আর ইচ্ছে হলে একদিন হয়তো ব্লগ দেয়ালে ঝুলিয়ে দিতেও পারি !
শুভেচ্ছান্তে ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাইয়া আপনার মন্তব্য যে কোন পোস্টকে পূর্ণতা দেয়। তাই আমিও কিছুটা মুখিয়ে থাকি আপনার মন্তব্য পাবার জন্য।
আপনার কবিতাটির অপেক্ষায় থাকছি।
ভালো থাকুন। সবসময়।
৩০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
নেক্সাস বলেছেন: চমৎকার লিখা মন ভরে গেল ভাই।
শহরের বুকে তখন আমি উস্কোখুস্কো চুলে অহেতুক ব্যস্ততা দেখানো ছা-পোষা এক তরুণ। যার পকেট জুড়ে হাহাকার। মেধাসর্বস্ব আমার উপরের চাকচিক্যে হারিয়ে গেছে ভেতরের মুষড়ে পড়া বকুল ফুলের কষ্ট।
আমার এমন কষ্ট এখন বা তখন নয় চিরন্তন। মেধা কাজে লাগেনি। তাই চির হতাশায় বেঁচে আছি। আপনার এমন সুন্দর লেখায় মনের হতাশা চাড়া দিয়ে উঠায় অকপটে স্বীকার করে গেলাম।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আমার এমন কষ্ট এখন বা তখন নয় চিরন্তন। মেধা কাজে লাগেনি। তাই চির হতাশায় বেঁচে আছি। আপনার এমন সুন্দর লেখায় মনের হতাশা চাড়া দিয়ে উঠায় অকপটে স্বীকার করে গেলাম।
আপনার হতাশা চাড়া দিয়ে উঠলো লেখাটা পড়ে আর আমি লিখেছি হতাশা চাড়া দেওয়ার কারণে। মিলটা যেখানে অমিলটাও সেখানে।
৩১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
রাজসোহান বলেছেন: তবু আমি আমার স্বপ্নঘোর একলা আকাশ বিলিয়ে দিয়েছি সস্তা বিড়ির টানে।
আহ, পিনিক ভালো লাগলো।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
উপস্থিতিতে ভালো লাগা রাজসোহান।
অনেকেই বিলিয়ে দেয়। সস্তা বিড়ির ছাইরঙা ধোঁয়ায়।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আঃ যন্ত্রনার জঙ্গলে ফুঁটে উঠা প্রেমপদ্ম কি অভাবের করালগ্রাসে ছিন্নভিন্ন হবে ? চমৎকার ! অভাবের মাথায় পা দিয়ে এগিয়ে যাও ভাই ।একদিন তোমার লেখায় সোনা ফলবে । আমার প্রাণঢালা আর্শীবাদ রইল ।