নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

"আমার যত কল্পনা তোমার কপোলকল্পিত আলপনা"

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫



"আমার যত কল্পনা তোমার কপোলকল্পিত আলপনা"

কিছু সময় শব্দহীন হয়ে যাই। মনে হয় মাথার মধ্যে পুরো একটা আকাশ। যার সর্বস্ব জমিয়ে রাখা আছে টেবিলে পড়ে থাকা ওই নীল খামে।

ঝুল বারান্দা, শিউলি ভরা উঠান, ভোরের কুয়াশা আর রোদেলা বিকেল আলগোছে রাখা আছে সবই। ভোরের কুয়াশা ভেজা চড়ুই পাখি আজো তোমার জন্য রোদ নিয়ে আসে।

অগোছালো বিছানায় এখনো খুঁজে পাওয়া যায় গুটি কতক ভাঙা কাঁচের চুড়ি। দলিল হয়ে আছে আমার প্রশস্ত বুকে সুখ খুঁজে নেওয়া রাতের।

ঘরকোণে জন্ম নেওয়া হাহাকার গুলো গুরুত্বহীন ইতিহাস। সন্ধ্যাপ্রদীপে আজ বড় যত্ন দেই। মনের সুরঙ্গে আজ তোমার ফিরে আসার অপেক্ষায় হেমলকের বিষ অমিয় হয়ে গেছে।

বিলাসিতা করার সামর্থ্য তোমার অপেক্ষায় থাকা সন্ধ্যামালতির ঘুমহীন দুপুরের জন্য লুকিয়ে রেখেছি। লুকিয়ে রেখেছি প্রিয় কবিতার খাতা আর সব তুমিময় মুহূর্তদের।

কবিতার মতো ভালোবাসা জমিয়েছি তেলচিটে বালিশের নিচে। রোদেজলে ভিজে পুড়ে জুবুথুবু হয়ে আছে বুকপকেটে। এরপর যেদিন দেখা হবে। ওই কাজল কালো চোখে বর্ষণ হবার আগেই তুলে দেবো সব ওই দু হাতে। জমানো শ্বাস ফেলে ওই চোখের জল মুছিয়ে আলতো করে ছুঁয়ে দেবো তোমার গাল। অবাধ্য চুলগুলো সরিয়ে চোখে চোখ রেখে বলবো।

- ভাবছি।
- কি?
- ভাবছি এখন থেকে ত্রিশ চল্লিশ বছর পর এই মুখটাতে বলি রেখা পরলেও কি এখনকার মতো ভালোবাসতে পারবো?

লাজুক রাঙা তোমার কপাল চুমে
আমার যত কল্পনা তার সব অধিকার আজ তোমায় দিলাম।

মন্তব্য ৫৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ভাল লাগল লেখা। ধন্যবাদ

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্রুত পঠনে ধন্যবাদ। :)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২

জনম দাসী বলেছেন: ত্রিস চল্লিশ বছরের কথা না ভেবে যদি মানুষের হাতে একদিন, একঘণ্টা কিংবা এক মিনিটও সময় থাকে, উচিৎ সাথে সাথে প্রিও মানুষটির কাছে যাওয়া । কারন মৃত্যু কখন দুয়ারে এসে যাবে বলা জায়না। লেখাটি চমৎকার... ভাল থাকুন কবি সব সময়।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা আপু। প্রিয় জনের সান্নিধ্য কে না চায়। সবার মতো আমিও চাই। অন্তত এক্ষেত্রে ব্যতিক্রমী হবার ইচ্ছে নেই। :)

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫

জনম দাসী বলেছেন: তাহলে দূরে কেন রাজপুত্র ! এক্ষনি চলে যান রাজকন্যার কাছে। যদি বোরাক নামক ঘোড়া না পান তবে পাখি হইয়া উড়াল দেন।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেক্ষেত্রে ডানায় যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে আপু।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো ৷৷৷

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। :)

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০

কল্লোল পথিক বলেছেন: বেশ লিখেছেন

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনিঃশেষ ধন্যবাদ কল্লোল পথিক।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কাল্পনিক লেখাটা যে কোন মানুষের মন ভাল করে দেওয়ার পক্ষে যথেষ্ট! প্রত্যেকটা মানুষই কল্পনা করতে ভালবাসে! কল্পনা গুলো আসলেই অনেক সুন্দর হয়.......!!




শুভ কামনা জানবেন!

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কল্পনা গুলো আসলেই অনেক সুন্দর হয়.......!! তাই তো! :) চমৎকার মন্তব্যে ভালো লাগা। ভালো থাকুন। সবসময়। অনেক।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:২৮

রুদ্র জাহেদ বলেছেন: লাজুক রাঙা তোমার কপাল চুমে
আমার যত কল্পনা তার সব অধিকার আজ তোমায় দিলাম।

এমন চমৎকার লেখা ভালো লাগতে বাধ্য

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। সতত। :)

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

রিকি বলেছেন: বাহ বাহ রাজপুত্র ভাইয়া। :)

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: রিকি ভাইয়াপু হাসিমুখের জন্য ধন্যযোগ। :)

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

কেউ নেই বলে নয় বলেছেন: নাইস ওয়ান। ভাল্লাগছে।

যদি দেখা হয় অনেক বছর পরে, বেলা শেষে,
ধুসর চুল আর কুঞ্চিত চামড়ার ভাঁজে।
যদি থাকে কিছু কথা, মুছে ফেলো।
এখন আমি আর আমার প্রেম একসাথে থাকি। :)

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: গুলিয়ে গুবলেট করে দিলেম। নাইচ ওয়ান তো আপনার টা। :)


ধন্যবাদ কেউ নেই বলে নয়।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার মন্তব্যে প্রীত হলেম। :)


ধন্যবাদ তনিমা।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

আলোরিকা বলেছেন: '- ভাবছি।
- কি?
- ভাবছি এখন থেকে ত্রিশ চল্লিশ বছর পর এই মুখটাতে বলি রেখা পরলেও কি এখনকার মতো ভালোবাসতে পারবো? '

কল্পনায় না হলেও বাস্তবের কবি (রাজপুত্রের ) মুখেও কিন্তু ত্রিশ চল্লিশ বছর পর বলিরেখা পড়বে :)

খুব ভাল ++

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আলোরিকা চিন্তা নেই। বলিরেখাকে মানচিত্র মন করে ব্যাগ এন্ড ব্যাগেজ কাঁধে ঝুলিয়ে রাজকন্যা সন্ধানে বের হবো। দেহে জং ধরলেও মন তো সংকর ধাতু। নো চেঞ্জ। :)

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

সুলতানা রহমান বলেছেন: খুবই ভাল লেগেছে। +

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগা প্রাপ্তির পরিসংখ্যানে একটা প্রিয় দাগ হয়ে রয়ে যাবে। লেখার অনুপ্রেরণাও। ধন্যবাদ।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

অগ্নি সারথি বলেছেন: বেশ!

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যযোগ! :)

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার কাব্যিক এক স্বাদ পেলাম। কাব্যিক স্বাদের সুন্দর এক লেখা। +++

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: রক্তিম দিগন্তকে ধন্যবাদ অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন। সবসময়।

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,



টেবিলে রাখা নীল খাম জমে জমেই তো আকাশটা নীল হয়ে ওঠে ।
তেলচিটে বালিশের নিচে নয়, তেমন ভালোবাসা লুকিয়ে রাখতে হয় বুকপকেটে আনকোরা পাঁচটাকার নোটের মতো নিভাজ ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্যে সবসময়ই নতুন কিছু শিখি। :)
ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা তেলচিটে বালিশের নিচেই থাক পাঁচটাকার নোটটা না হয় আপনার এই মন্তব্যই হোক। আর ভাবছি বোতলবন্দি জীন করবো ভালোবাসাকে। একদিন বের হয়ে বলবে 'হুকুম ক্যারো মালিক'। =p~=p~=p~

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

+।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুমনদা। শুভেচ্ছা।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

স্যু বলেছেন: অগোছালো বিছানায় এখনো খুঁজে পাওয়া যায় গুটি কতক ভাঙা কাঁচের চুড়ি। দলিল হয়ে আছে আমার প্রশস্ত বুকে সুখ খুঁজে নেওয়া রাতের
অনেক স্কেচিং টাসি এবং ইমেজ তৈরী করতে পেরেছেন
অনেক অনেক ভালোলাগল

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অনুপ্রেরণা পেলাম। শুভেচ্ছা।

১৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

নীলপরি বলেছেন: অক্ষর দিয়ে সাজানো চিত্র । খুব ভালো লাগলো । তবে রাজপুত্রের এতো চিন্তা করার কিছু নেই মনে হয় ।কারন প্রেম তো চিরন্তন । চির নতুন । সময়ের ধার ধারে না । বেঁচে থাকে কবির মননে । সেটা থাকলেই বলা যাবে । সেটা না থাকলে কি বলা আর উচিত হবে ? :)

Wishing a Merry Christmas to you .

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: চিন্তারা বশীভূত নয়। চিরন্তনতা কখনো যদি জীর্ণতায় রূপ নেয় তবে...

আমি অমরত্ব চাই না। আমার সাথে শেষ হয়ে যাক আমার অনুভূতি তাও চাই না। সবমিলিয়ে সত্যিই দিশেহারা। :(

২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: অনেক সময় যেটাকে আমরা দিশা ভেবে এগোই , পরে দেখা যায় সেটা ভুল দিশা ছিল । আর অমর যেটা হওয়ার সেটা হবেই । তাই দিশেহারা অবস্থাটাই ঠিক আছে মনে হয় ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু কথায় পরিণত পরির গন্ধ পাচ্ছি। :)

অদেখাকে দেখার ভান করা কিংবা না পাওয়াকে বৃদ্ধাঙ্গুল দেখাতে পারি না পরি। কথাটা কি বোঝাতে পেরেছি? না হলে ডিটেইলে বলবো।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

নীলপরি বলেছেন: যে ভেবে কাজ করতে পারে না তার জীবনে অভাবনীয় এমন কিছু ঘটে যায় যা তাকে অভিঙ্গ করে তোলে ।

কিন্তু এখন রাজপুত্রর কথাগুলো একটু কঠিন লাগছে । পরির ঠিক বোধগম্য হচ্ছে না । আসলে তো পরি খুব বুদ্ধু । :(

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি কখনোই ভেবে কাজ করি না পরি।


কানে কানে বলি...
আমিও বেশ উন্নত শ্রেণীর বোকা। ;)

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

নীলপরি বলেছেন: হুম , জানি রাজপুত্রেরা উন্নত শ্রেণীরই হয় ।

নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(

অগ্রিম শুভেচ্ছা পরিকেও।

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

নীলপরি বলেছেন: রাজপুত্র কি হাসতে ভুলে গেছে নাকি ?
এত বিরসবদনে শুভেচ্ছা ? ............তবু সাদরে গৃহীত হইল ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরি গ্রহণ করবে তা আমি জানতাম। ভালো লাগা পরির জন্য। সহাস্যমুখে।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

নীলপরি বলেছেন: হুম । ভালো খবর ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে এই শীতের রাতে ভালো খবরের বিনিময় ভুরিভোজের আয়োজন করো।

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: জো হুকুম । তবে ভোজন যেমনই হোক ভালো বলতে হবে কিন্তু ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সে ভোজনের পর দেখা যাবে পরি।

আমার প্রিয় কিন্তু আলু ভর্তা আর ধোঁয়া ওঠা ভাত। বাছ্।

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

নীলপরি বলেছেন: রাজপুত্রের পছন্দের কথা পরির মনে আছে । বাকিটা পরির উপর ছেড়ে দিলে খুব অপছন্দ হবে না বলে মনে হয় ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: জো হুকুম পরিবানু। :)

২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

নীলপরি বলেছেন: ইয়ুঁ তো হুকুম দেনা হামারী আদত নেহী , পর আপনে খুদই মান লী , তো খুশী হুয়ি ।:)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাবতেছি তুমার ভোজসভার পর সেইডা নিয়ে একটা পোস্ট দেবো। ;)

২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

নীলপরি বলেছেন: বাহ কি সৌভাগ্য আমার ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? আগে খাওয়াও। :) পরে কথা।

২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

ঘনায়মান মেঘ বলেছেন: মন ছুয়ে গেল।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম চিনলাম মেঘ। ভালো থাকো। সবসময়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.