নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যস্ততার পাহাড়টা পিঠে ঝুলিয়ে সময়কে নিয়ে পকেটে
হাইওয়ে ধরে ছুটে চলা দানবীয় গতীতে
কাঁকুরে পথের শেষমেশ ক্লান্তিভাব অবসাদ চোখ জুড়ে
লনে একা মৃদু হাওয়া হলে হতো বেশ নিভৃতে।
কল্পনাবিলাসে যতিচিহ্ন এঁকে তুমি এলে মুখজুড়ে মায়া
মলিনবেশ উপবাসী দুচোখে কাতরতা মেঘমালা।
যন্ত্রদানব পাশে অতি শীর্ণকায় তুমি এসে দাঁড়ায়ে একা
ক্ষীণ স্বরে জানালে আর্তি ক্রন্দিত তোমার ভীষণ ব্যথা।
জনসমুদ্রে ক্ষুধাতুর তুমি হাত বাড়িয়ে হঠাৎ
তুলে দিলে গুচ্ছ ফুল সামনে আমার আকুতি হাজার।
দুরুদুরু মনে দৃশ্যপট বুকে আনে আঘাত সপাট
পকেট হাতড়িয়ে বিবেককে ছুঁড়ে করি রুদ্ধ কপাট।
ভীষণ ঐ দৃষ্টিমাঝে অনুকংপা পাই খুঁজে
ভেঙেপড়া মন নিয়ে তুলে দেই দেওয়াল কাঁচের
হুশ করে বেড়িয়ে পড়ি অজুহাত যাত্রা হাজার আছে পড়ে
মনুষ্যত্ব যেন ককিয়ে ওঠে হয়ে পিষ্ট জুতো তলে।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: রিকি,
অনুকম্পা এবং অনুকংপা দুটি সমার্থক শব্দ। আমি sympathy বোঝাতে ব্যবহার করেছি।
ভালো লাগায় অনেক অনেক উচ্ছ্বসিত। ভালো থাকবেন। সবসময়। শুভকামনা রইল।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
আমি মিন্টু বলেছেন: দারুন অসাধারন কাব্য
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন+অসাধারণ।
এতো খুশি আমি কই রাখি। অনেক অনেক ভালোবাসা জানবেন প্রিয় আমি মিন্টু।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
লেখোয়াড়. বলেছেন:
হা হা............
মানুষের মনুষ্যত্ব!!
মনুষ্যত্ব যেন ককিয়ে ওঠে হয়ে পিষ্ট জুতো তলে................. দারুন!!
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন ভালোলাগা জানবেন লেখোয়াড়. ভাই।
মনুষ্যত্ব যেন ককিয়ে ওঠে হয়ে পিষ্ট জুতো তলে/ আমিতো শব্দ শুনতে পাই। আপনিও বোধহয় পান। অবশ্যই পান। তবে কি জানেন বিবেক বেঘোরে ঘুমাচ্ছে। ঘুম মোটে ভাঙে না। লাঠি দিয়ে পিটাইলেও উঠে না। বজ্জাত।
ভালো থাকবেন অগ্রজ।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
কাবিল বলেছেন: চমৎকার।
ভাল লাগা রইল।
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন কাবিল। ভালো লাগায় প্রেরণা পেলাম।
ভালো থাকুন। সবসময়।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১০
হাসান মাহবুব বলেছেন: শুরুটা ভালো ছিলো। কিন্তু শেষ আট লাইনে বারবার হোঁচট খেতে হয়েছে শব্দের জটিল বিন্যাসে। যেমন,
তুলে দিলে গুচ্ছ ফুল সামনে আমার আকুতি হাজার
হুশ করে বেড়িয়ে পড়ি অজুহাত যাত্রা হাজার আছে পড়ে
শুভদুপুর।
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: তুলে দিলে গুচ্ছ ফুল সামনে আমার আকুতি হাজার
ফুল বিক্রিরত এক পথশিশুকে তুলে ধরেছি যে আমার সামনে ফুল তুলে ধরে তার হাজারো আকুতি নিয়ে এসেছে।
হুশ করে বেড়িয়ে পড়ি অজুহাত যাত্রা হাজার আছে পড়ে
ব্যস্ততার অজুহাত দিয়ে আমরা যে এমন শিশুদের দৃষ্টির বাইরে রাখি এখানে সেটাই বোঝাতে চেয়েছি। পোস্টের ছবিটাও এই লাইনটা ভেবেই দিয়েছি।
ধন্যবাদ হামা ভাই। মন্তব্যে সমৃদ্ধ হলাম। ভালো থাকুন। সতত।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র।
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ। প্রামাণিক ভাইয়া।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
সুমন কর বলেছেন: মনুষ্যত্ব যেন ককিয়ে ওঠে হয়ে পিষ্ট জুতো তলে।
ভালো লাগল।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যে ভালো লাগা।
ধন্যবাদ দাদা। ভালো থাকুন। সবসময়।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২
নীলপরি বলেছেন: ভীষণ ঐ দৃষ্টিমাঝে অনুকংপা পাই খুঁজে
ভেঙেপড়া মন নিয়ে তুলে দেই দেওয়াল কাঁচের
হুশ করে বেড়িয়ে পড়ি অজুহাত যাত্রা হাজার আছে পড়ে
মনুষ্যত্ব যেন ককিয়ে ওঠে হয়ে পিষ্ট জুতো তলে।
বছরের শুরুতেই এরকম অসাধারণ একটা লেখা পড়ে খুব ভালো লাগলো ।বিশেষ করে অনুকংপা শব্দটা । এটারই তো অভাব এখন ।
শুভকামনা রইল ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: অভাব আজ অনেক কিছুর।
পরির কাছে অসাধারণ শুনিয়া অতি সাধারণ রাজপুত্তুরের মনপায়রা বাকবাকম করছে।
কিন্তু পরিবানু হাজার বছর ধরে খাবার চাইতেছি। খাওন দাও না ক্যান?
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কাব্য ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল আপানাকে আমার ব্লগবাড়িতে পেয়ে।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
অভ্রনীল হৃদয় বলেছেন: পাঠে মুগ্ধতা রইল ভাই। ভালো থাকবেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাদের মুগ্ধতাকে পুঁজি করেই তো আছি।
অনেক অনেক ধন্যবাদ মিতে/মিতা। আসলে একুরেট জানি না কি বলে। আমার নামও হৃদয়। তবে শুভ্র নামটা বেশি প্রিফার করি।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:১২
অভ্রনীল হৃদয় বলেছেন: আমার জানামতে এটা মিতা ই হবে। শুভ্র নামটাও সুন্দর। আমার নিক নেইম অভ্রের সাথেও কিন্তু বেশ মিলে। শুভেচ্ছা রইলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা বেশ তো। শুধু মিল আর মিল।
ভালো থাকুন।
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৭
মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভিন্নতা আসছে
দারুন
শুভ কামনা
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তোমার মন্তব্য সবসময়ই ভালো লাগার সৃষ্টিকরে পু। ভিন্নতায় স্বাগতম। ভালো থাকো সবসময়।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫০
রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: মুগ্ধতা রইল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ রইল।
ভালো থাকুন পাপ্পু ভাই।
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:০৯
রুদ্র জাহেদ বলেছেন:
মনুষ্যত্ব যেন ককিয়ে ওঠে হয়ে পিষ্ট জুতো তলে।শেষ লাইনটা আরো বেশি নাড়িয়ে দেয়!
কবিতা দারুণ ভালো লাগল ভাই
+++
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: মনুষ্যত্ব আজ অপরিচিতার মতো। দূর থেকে দেখি। কথা বলার ইচ্ছে হয় কিন্তু হয়ে ওঠে না। ঐ সাধ আছে কিন্তু সাধ্য নেই।
অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন রুদ্র জাহেদ।
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৮
ডরোথি গোমেজ বলেছেন: যেটা লিখতে চেয়েছিলাম সেটা দেখি রিকি বলে গেছে।
কবিতার ভেতরে ঢুকতে পারিনি। বাস্তবতার দেয়াল যেমন আপনি তুলে দিয়েছেন তেমনি আমিও বাস্তবে আরেকটু সহজতার অভাব বোধ করেছি।
শুভকামনা রাজপুত্র।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: উত্তরটা একই থাকছে।
সহজিয়া কবিতাই লিখি। মাঝে মাঝে বেলাইনে যায়। হাত পা গজায় আর কি!! কবিতারও তো প্রাণ আছে।
তবে এক্ষেত্রে আপনার অনুপ্রবেশে বাঁধার কারণ কাঠিন্য নাকি আমার অপরিপক্বতা। তা নিয়ে আমার সন্দেহ আছে। শিখছি। আর সেই শেখার পথে আপনাদের মতামত বিশ্লেষণ খুব দরকার। হয়তো আপনাদের মতামতের উপর দাঁড়িয়েই একদিন সত্যিকার অর্থে একটা কবিতা লিখতে পারবো।
ধন্যবাদ।
আমি নিজে প্রশংসার চেয়ে গঠনমূলক সমালোচনাকেই এগিয়ে রাখি।
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৪
নীলপরি বলেছেন: পরির যেমন লেগেছে তেমন বলেছে। ব্যস। পরি, রাজপুত্তুরের মতো অতো কথার মারপ্যাঁচ জানে না।
পরির কাছেই চাইছিলেন কি? মনে পড়ত্যাছে না ক্যান ? ( ভাষাটা কি ঠিক হলো ? বুঝতে পারি। বলতে পারি না ঠিক)
শুভসকাল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরির খোঁচা রাজপুত্তুরের সবসময় ভালোই লাগে।
খাওয়োন বাকী আছে ভুইলা গেছো নি। ফাঁকিবাজ।
শুভ সকাল পরিবানু। সকাল সকাল মন্তব্যের জন্য এক্সট্রা খুশি।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
আমি স্বর্নলতা বলেছেন: জনসমুদ্রে ক্ষুধাতুর তুমি হাত বাড়িয়ে হঠাৎ
তুলে দিলে গুচ্ছ ফুল সামনে আমার আকুতি হাজার।
দুরুদুরু মনে দৃশ্যপট বুকে আনে আঘাত সপাট
পকেট হাতড়িয়ে বিবেককে ছুঁড়ে করি রুদ্ধ কপাট।
খুব সুন্দর লিখেছেন। একরাশ ভালোলাগা রইল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি স্বর্ণলতা,
আমার ব্লগবাড়িতে স্বাগতম।
ভালোলাগায় অনেক অনেক কৃতজ্ঞতা। মন্তব্যে উৎসাহিত হলাম।
ভালো থাকুন। সবসময়।
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: কথামালায় কেমন যেন ঘোর লাগা কাজ করলো । বেশ লেগেছে রাজপুত্তুর!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সাধু ভাই,
ভূমিকম্পে কোন ক্ষতি হয় ন তো?
ধন্যবাদ এমন মুহূর্তেও আমার কবিতা পড়ার জন্য। মতামত দেবার জন্য। অনিঃশেষ ভালোলাগা।
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
নিমগ্ন বলেছেন: ও ভাই,
দিশে পাইয়া এক্কেরে দেখাই দিলেন নাকি? ওয়াও...... অসাম।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা নিমগ্ন ভাই দিশে পাই নি। নেট স্লো!!!!!!
মন্তব্যে অনেক জোশ পাইলাম। থ্যাংকু।
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
ধমনী বলেছেন: ভালো।
আপনি সংলাপধর্মী কবিতা লিখতে পারবেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: জী ধমনী, আমি ভালো পুলা।
আপনি সংলাপধর্মী কবিতা লিখতে পারবেন।
যদিও '?' নেই তবুও মনে হচ্ছে এটা প্রশ্ন। সে যাই হোক মতামত কিংবা প্রশ্ন উভয়ক্ষেত্রেই উত্তর 'কখনো ট্রাই করি নি। দেখি। চেষ্টা করবো।'
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আরও প্রাঞ্জল হতে পারতো লেখাটা।
শুভকামনা রইলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: হতে পারতো আরো অনেক কিছু। নিঃসংকোচে স্বীকার করি সত্যটা ভাইয়া।
চেষ্টা করছি প্রতিনিয়ত ভালো করার। আপনাদের উৎসাহ মতামত সম্বল করে। ভালো থাকুন। সতত।
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
রাবার বলেছেন: কাঁকুরে পথের শেষমেশ ক্লান্তিভাব অবসাদ চোখ জুড়ে
লনে একা মৃদু হাওয়া হলে হতো বেশ নিভৃতে।
চমৎকার লাগলো কবিতা +++++্
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার লাগায় অনিঃশেষ ভালোলাগা।
অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
ডরোথি গোমেজ বলেছেন: না না, আপনার ভাবনাকে একটু কঠিন করে উপস্থাপন, আর সাথে সাথে আমার চিন্তার প্রসারতা কম থাকায় হতে পারে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আবারো মন্তব্য করায় অসংখ্য ধন্যবাদ।
আপনার মতামতের জন্য ধন্যবাদ তবে শুরুটা যার এমন ঘুমহীন চোখের পাতায় এ কোন দৃশ্য ঘুরে বেড়ায়! সুন্দর হয় তার চিন্তার প্রসারতা কম হতে পারে না।
২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
কিরমানী লিটন বলেছেন: দুরুদুরু মনে দৃশ্যপট বুকে আনে আঘাত সপাট
পকেট হাতড়িয়ে বিবেককে ছুঁড়ে করি রুদ্ধ কপাট।
নান্দনিক... মুগ্ধ ভালোলাগায় অতল ছুঁয়ে গেলো- চমৎকার+++
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিরমানী লিটন,
উপস্থিতিতে ভালোলাগা জানবেন। প্রিয় কবির মুগ্ধতা এই নতুন রাজপুত্রের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকুন। সবসময়।
২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: জনসমুদ্রে ক্ষুধাতুর তুমি হাত বাড়িয়ে হঠাৎ
তুলে দিলে গুচ্ছ ফুল সামনে আমার আকুতি হাজার।
দুরুদুরু মনে দৃশ্যপট বুকে আনে আঘাত সপাট
পকেট হাতড়িয়ে বিবেককে ছুঁড়ে করি রুদ্ধ কপাট।
ভালো লাগছে এই লাইনগুলো খুব ++++++্
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার।
শুভেচ্ছা সতত।
২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
নীলপরি বলেছেন: পরি খোঁচা দিতে পারে না । রাজপুত্তুরের অসী আর মসী দুটোরই ধার খুব । তাই খোঁচা দেওয়াতে একমাত্র উনিই সিদ্ধহস্ত ।
আর পরির সব মনে থাকে । কিন্তু রাজপুত্তুর যে কবিতা থেকে হঠাৎ এই কথায় লাফ দিয়েছে তা বুঝতে পারে নি ।পরির আই ।কিউ মাইনাসে রান করে যে ! তারপর রাজপুত্র যা ব্যস্ত , সাধারণ পরির মন্তব্যটাই পুরোটা পরে না বোধহয় । ( ভাষাটা কি ঠিক হলো ? ? ) তা আবার ------------তবু যেটুকু উত্তর পায় , তাতেই সে খুশি ।
শুভসন্ধ্যা আর শুভকামনা ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: খোঁচা!!!!! সেটা আবার কি???
পরি আবার বিনয় কেন? মাঝে মাঝে রাজপুত্তুর লাফঝাঁপ দেয়।
কিন্তু পরি কষ্ট পাইলাম।
তবু যেটুকু উত্তর পায় , তাতেই সে খুশি ।
এটা ক্যামন কথা। তোমার কমেন্ট পেলেই কিন্তু আমি খুব খুশী হই আর খুব আন্তরিকতার সাথে উত্তর দেবার চেষ্টা করি।
ভাষাটা ওরকম হয়নি। চাই নি পরি বিষন্ন হোক। আর পরিবানু চা দিয়ে ভুচুং ভাচুং দিয়ে লাভ নাই। আমার প্রিয় খাবার চাই।
অনেক অনেক শুভকামনা পরির জন্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কফি....
খেতে খেতে ভাষাটা শিখো
২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক।
অনিঃশেষ শুভকামনায় সিক্ত হলাম। ভালো থাকুন। সবসময়।
২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
নীলপরি বলেছেন: এতো রাতে কফি ? রাজাদেশ যখন তখন মানতে হবে । এখন রাতই জাগি তাহলে ।ভাষাটা তো শেখা চাই ।
তবে পরি কিন্তু কাউকে কষ্ট দেয় না। তবু স্যরি।
শুভরাত্রি স্যর ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজাদেশ না পরিবানু। এটা বন্ধুপ্রীতি।
হা হা আমি সারাদিন ইরেজার নিয়ে ঘুরে বেড়াই। মুছে দিয়েছি কষ্টদের নির্দয়ের মতো। স্বৈরাচারীর মতো। এখন শুধু চায়ের স্বাদটা মুখে লেপ্টে আছে। আর মিনিমিনিয়ে বলতে ইচ্ছে করছে পরিবানু আর এক কাপ কি হবে? চা যত না প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন চায়ের অজুহাতে কিছু প্রিয় মুহূর্ত ক্রয় করা।
পরির জন্য ভালোত্ব তোলা আছে। যখনি আসবে ঝুড়ি নামিয়ে হাতেমতাই এর মতো দিয়ে দেব।
২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১
নীলপরি বলেছেন: Sorry again .
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩
তাহসান আহমেদ বলেছেন: বাস্তবতা ফুটে উঠেছে দারুনভাবে।
শুভেচ্ছা কবি।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ তাহসান। শুভেচ্ছা সতত।
৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
জেন রসি বলেছেন: কিছুটা জটিল......কিছুটা বুঝেছি......কিছুটা নাহয় অধরাই থাক!!
চমৎকার মেটাফিজিক্যাল কবিতা।
শুভকামনা রইলো।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: অবশেষে জেন রসি কে পেলাম। কেমন আছেন?
'অধরা'টা আমার সংকীর্ণতা মেনে নিলাম আর 'চমৎকার' শব্দটা স্বার্থকতা।
শুভকামনা রইল আপনার জন্যেও।
৩২| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের মাধ্যমে কবিতাটির পেছনে শিশু ফুল বিক্রেতার করুণ আর্তির কথা জানতে পারায় কবিতাটি বুঝতে সুবিধে হয়েছে। এবং তার পরে ভালো লেগেছে।
রিকি'র মত আমিও অনুকম্পা মনে করে তার জায়গায় অনুকংপা দেখে হোঁচট খেয়েছিলাম। অন লাইন অভিধানে অবশ্য অনুকংপা শব্দটা পেলাম না, তবে অন্য কোন অভিধানে থাকতে পারে হয়তো বা।
দানবীয় গতীতে -- এখানে শব্দটা 'গতিতে' হবে বোধ হয়।
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বিশদ মন্তব্যে ধন্যবাদ জানবেন।
অনুকম্পা শব্দের সমার্থক শব্দ হলো অনুকংপা।
http://www.wordhippo.com/what-is/the-meaning-of/bengali-word-7f66215adb0394ad12d743a219afca4b436bfe56.html
গতি - ভুল ধরিয়ে দেওয়ায় ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩৩| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
খায়রুল আহসান বলেছেন: বাংলায় অনুকংপা লেখা হলেও ইংরেজীতে ঠিকই অনুকম্পাই (Anukampā) লেখা হয়েছে। আমার মনে হয় শব্দটি অনুকম্পাই হবে, শব্দের অর্থও তাই বলে। অনুকংপা শব্দটি জীবনে এর আগে কখনো শুনিনি। অবশ্য সব বাংলা শব্দ আমাকে বা অন্য কাউকে শুনতেই হবে, এমন কোন কথাও নেই।
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমারো ভুল হতে পারে।
তবে
৩৪| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
খায়রুল আহসান বলেছেন: ভুল বুঝবেন না প্লীজ। আপনার ভুল হয়েছে এ কথা বলছিনা। দুটো শব্দের মানে যেহেতু একই, সেহেতু প্রচলিত শব্দটা ব্যবহার করলেই পাঠকদের বোঝার সুবিধে হয়, এই আর কি। বাকীটা অবশ্যই আপনার ইচ্ছের উপর নির্ভর করে।
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভুল বুঝবো কেনো! আমি তো এখনো শেখার মধ্যে আছি। আর থাকবো।
কথাটি মনে থাকবে।
তবে মাঝেমধ্যে উল্টোপাল্টা শব্দ দিতে ভালো লাগে। অন্যেরা কিন্তু জানতে পারে তাতে করে।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
রিকি বলেছেন: অনুকংপা কি ভাই??? অনুকম্পা নামের একটা শব্দ আছে জানতাম !!! কবিতায় ভালো লাগা রইল