নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

"দুরন্ত তোমার বুকে প্রেম দেগে দিলেম"

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯



সিঁথিপাটিতে মাকে লুকিয়ে একচিমটি সিঁদুর রাঙিয়ে অদ্ভুত ভালো লাগায় মন ভরে ওঠে শেফালী নামের সেই মায়াভরা চপলমতি শ্যাম তরুণী বুনোঘাসে মুখ ডুবিয়ে শিশির স্নানে যার দিনের শুরুগুলো শেষ হয় দুপা ছড়িয়ে বুড়ো বটগাছটির গুঁড়িতে সূর্য্যিবাবুর ঘুমাতে যাওয়া দেখতে দেখতে

ভালোবাসা যার কাছে তেঁতুলের আচার চুরিতে আষ্টেপৃষ্ঠে বাঁধা ঝপ করে লাফিয়ে পড়া সেনবাবুদের দিঘীতে কিংবা বুড়ো দাদুর হুকোয় দুটানে ধোঁয়াদের জন্ম দিতেই ব্যস্ত তার কাছে শাড়ির আঁচলের বাহুল্যতা বাড়ন্ত শরীর বাঁকগুলো লুকনোর জন্য নয় বরং মাঝদুপুরে ঘেমেনেয়ে ঘরে ফেরা মাঝিপাড়ার সেই শক্তপোক্ত ছেলেটার কোমরের গামছার সাথে পাল্লা দিয়ে তার নোনাজল মুছিয়ে দেবার

আমিও তাই দিনদুপুরে চুরি করতে চাই সেই শেফালীর চোখের কাজল নাকের নথ সাথে ওই কোমরবিছে শুধু কিছু পাওয়ার আশায় কিছু সত্য প্রেম নিয়ে বাঁচার ইচ্ছায় শুধু সেই শেফালীকে চাই নরম বিছানায় নয় ঘাসেদের মাঝে ধানদূর্ব্য দিয়ে বরণ করতে

আর রোদে পোড়া বাদামী চুলগুলো আলগোছে সরিয়ে ওই অবুঝ ঠোঁটে ভালবাসা এঁকে দেব



এ ধরনের কিছুর এই প্রথম চেষ্টা। অপচেষ্টাও বলা যায়। দীপংকর চন্দ যতিচিহ্নহীন লেখাগুলো খুব প্রভাবিত করেছে আমায়। তার পরিণতিই আমার আনাড়ি হাতের এই লেখাখানা। আর সেইজন্যেই প্রথম এই কবিতাটি দীপংকরদাকে উৎসর্গ করলাম।

প্রিয় দীপংকর দা'র কিছু অদ্ভুত সুন্দর কবিতাঃ
১। হ্যালো তুমি কি আসছো আজ বিকেলে
২। এই কথাগুলোই কি লেখা থাকবে এপিটাফে
৩। সেই চুলে জড়াইয়া ছিলো রক্তজবা ফুল
৪। ধ্বনিত হইল কবিতা মন্দ্রস্বরে
৫। ছিলো অশ্রুসিক্ত চোখ এবং সুদীর্ঘ শোক


||ভালো থাকুন দাদা, শুভ কামনা||

মন্তব্য ৭৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

কল্লোল পথিক বলেছেন: বাহঃ বেশ হয়েছে।

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিসর্গযুক্ত ধন্যবাদ নেন। :)

২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

টোকাই রাজা বলেছেন: দারুন :D

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যযোগ টোকাই। ভালো থাকুন। :)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *ভালো লেখক বা কবিকে অনুসরন করলে ভালো কবি বা ভালো লেখক হবেন।*

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: একমত।

ধন্যবাদ আপনার মন্তব্যে।
ভালো থাকুন সবসময়।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

রাবার বলেছেন: কবিতা দারুন হৈছে :)

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ রাবার ভাই। ভালো থাইকেন। :)

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

ডরোথি গোমেজ বলেছেন: বিরাম চিহ্ন ছাড়া ভাল লাগেনা পড়তে। তাও টানা গদ্যের ক্ষেত্রে বোঝাটা একটু মুশকিল হয়।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার কিন্তু ভালো লাগে। শেষ নেই। ইচ্ছেমতো পড়া যায়।

তবে লিখতে গিয়ে বেশ কঠিন লেগেছে। বড় একটা লাইনে কাব্যিক স্পর্শ আনাটা ঝামেলার। ঘষামাজা বেশি লাগে। দাঁড় করাতে পেরেছি তাতেই নিজস্ব ভালো লাগা।

মতামতে ধন্যবাদ, ডরোথি গোমেজ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

মনিরা সুলতানা বলেছেন: রাজকন্যা কিন্তু অভিমান করবে :)

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: তা বটে তা বটে। :)

ওকে পু। দ্রুত কবিতা আসছে 'রাজকন্যা রিটার্নস্'। তুমি এক সপ্তাহ ওয়েট করো আমি দুই সপ্তাহের মধ্যে পোস্ট দিচ্ছি। ;)

ভালো থেকো।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

সুমন কর বলেছেন: শুরুটা ভালো লাগেনি। বাকিটা মোটামুটি......

তোমার চেষ্টায় সাধুবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: মতামতের জন্য কৃতজ্ঞতা।

এক্সপেরিমেন্টাল লেখা বলতে পারেন। তবে শেষ করবার পর বহুত মজা পাইছিলাম। বাচ্চারা নতুন খেলনা হাতে পাইলে যেমন মজা পায় তেমনি। :P

অনিঃশেষ ভালোবাসা রইল।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

ডরোথি গোমেজ বলেছেন: হ্যাঁ, ইচ্ছেমত পড়া যায়।
আর রোদে পোড়া
বাদামী চুলগুলো
আলগোছে সরিয়ে
ওই অবুঝ ঠোঁটে ভালবাসা এঁকে দেব।
আর রোদে পোড়া বাদামী চুলগুলো
আলগোছে সরিয়ে
ওই অবুঝ ঠোঁটে ভালবাসা এঁকে দেব।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: এটা অবশ্যই একটা দিক। তবে ভিন্নতা খোঁজা, স্বাদ নেওয়াটাও অনুচিত নয়। ভালো থাকুন। আবারো মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল ৷ খুব ভাল

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দেবজ্যোতিকাজল। উচ্ছ্বসিত হলাম।


ভালো থাকুন। :)

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বিষয়বস্তু সুন্দর, কিন্তু পড়তে বিরক্ত লেগেছে (যতিচিহ্ন না থাকায়)!

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিরক্তিবোধের জন্য দুঃখিত। :)

ভালো থাকুন।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: এ ধরনের মন্তব্য প্রত্যাশিত ছিল। তবে যতিচিহ্ন না থাকা বিরক্তির কারণ নয় সম্ভবত। দীপংকর দা'র এধরনেরই কিছু কবিতার লিংক দেওয়া আছে। পড়ুন। অবশ্যই ভালো লাগবে।
যদি বিরক্তিবোধ আসে তবে আমার লেখার ত্রুটির জন্য। ভালো থাকবেন।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

জুন বলেছেন: ভালো হয়েছে কোন রকম থামাথামি নাই একটানা গড়্গড় করে পড়ে গেলাম দিশেহারা হয়ে দিশেহারা রাজপুত্রের কবিতা অনেক ভালো লাগলো :)
+

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাঁ আপু, ব্রেক ছাড়া গাড়ি। :)

পড়তে ভালো লেগেছে জেনে অনেক অনেক সুখানুভব। কিন্তু সবাই যদি আমার সংস্পর্শে দিশেহারা হয় তবে তো সমস্যা। B-)

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

আরণ্যক রাখাল বলেছেন: যতিচিহ্ন ছাড়া কিছু পড়তে ভাল লাগে না| কষ্ট হয় পড়তে|
দীপংকরদার লেখাগুলোও কষ্ট করে পড়েছি| কারণ তার লেখা ভাল লাগে|
চমৎকার লিখেছো|
আমি কিন্তু যতিচিহ্ন ব্যাবহারের পক্ষে

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: দীপংকর দা'র লেখাগুলো আমারো ভালো লাগে। মনে হয় আবেগ দিয়ে মুড়ানো।

আরণ্যক আমি কিন্তু যতিচিহ্নের বিপক্ষে নই ভাই। শুধু একটা চেষ্টা। বৃত্তের বাইরে কিছু করার। ভালো থেকো। সবসময়।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

রিকি বলেছেন: রাজপুত্র দিশেহারা ভাই.......দ্বৈতশব্দের ব্যবহারে বলব...... 'ভালো লেগেছে'। :) :) :)

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিরি আপুমণি,

আমি দৈত্য দানবে না গিয়ে বলবো ভালো লাগায় উচ্ছ্বসিত।
শুভেচ্ছা সতত।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

নীলপরি বলেছেন: নির্দয়ের বেত্রাঘাত খেয়েছিলাম । তাই উড়ে আসতে একটু দেরী হলো।
কারো ভাবনা যদি পড়া যেতো , তাহলে কেমন লাগতো? আমার ঠিক সেরকম লাগলো।ভাবার সময় তো কেউ আর যতি চিহ্নের ব্যকরণ মেনে ভাবে না। ভাবনা তো হয় বিরামহীন । লেখাটাও সেরকম হয়েছে।
অপূর্ব। কারো মনপাতা থেকে কিছুটা পড়ে নিলাম। তাও আবার রাজপুত্তুরের। :)

শুভসকাল।

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: :|

অসম্ভব সুন্দর বলেছো পরিবানু। ভাবনার কোন যতিচিহ্ন থাকে না। আবার হয়তো বা থাকে। কে জানে? ভাবনাগুলো কে সামনাসামনি দেখি নি কোনদিন।
কেউ মনপাতা থেকে কিছু পড়লো তাও আবার প্রিয় পরি। ভালো লাগা জানবে।

বেত্রাঘাত কে করেছে শুনি? X((

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা রইলো।

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।


আপনার নিত্য উপস্থিতিতে উৎসাহ পাচ্ছি। ভাল থাকুন। সবসময়।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহাহ ইচ্ছে মতই পড়ে নিলুম......।মন্দ লাগে নি রাজপুত্র!


০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঈপ্সিমণি,

মন্দ না লাগাটা আমার ভালো লাগার কারণ। ইচ্ছেমতোই হোক সবকিছু।

শুভকামনা। :)

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: এভাবে লেখা কঠিন। লেখায় সেই কোহেসিভনেস রাখাটা ঝামেলা হয়ে দাঁড়ায়। এই কাজটা ভালভাবে করেছেন।

শুভেচ্ছা।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সুদীর্ঘ একটা লাইনে একঘেয়েমি দূরে রেখে কাব্যভাব ধরে রাখাটা খুব ঝামেলাপূর্ণ। অনেকের কাছে পড়তে সমস্যা হলেও আমার কিন্তু দীপংকরদা'র কবিতাগুলো পড়তে সমস্যা দূরের কথা অনেক ভালো লেগেছে। সেই জন্যেই লেখার এই প্রয়াস।
তবে অধিকাংশের অরুচির জন্য আমার কমতিকেই এগিয়ে রাখছি।

আপনার মন্তব্যটা অনেক অনেক ভালো লাগার জন্ম দিল। শুভেচ্ছা নিরন্তর।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

নীলপরি বলেছেন: হুম । রাজপুত্তর তাকে চেনে না বুঝি?

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: চিনলে এতোক্ষুনে তার শিককাবাব বানিয়ে দিতাম।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

কিরমানী লিটন বলেছেন: সুন্দর প্রচেষ্টা- চমৎকার...।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেইটাই :)


ধন্যবাদ প্রিয় কবি।

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২

প্রামানিক বলেছেন: বোঝা গেল লেখাটায় দীপংকর দার মত প্রচুর মাথা খাটিয়েছেন। খুব ভাল হয়েছে। ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: তুলনায় খুশি হলেও যোগ্য নই।

ভালো লেগেছে জেনে খুশী হলাম। :)
আন্তরিক ধন্যবাদ।

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১০

জনম দাসী বলেছেন: একটি বিশেষ ঘোষণা... একটি বিশেষ ঘোষণা, অমুক দিন হইতে তমুক দিন পর্যন্ত রাজপুত্র নামে ২৫ বছরের একটি ছেলে হারাইয়া গেছে, তার পড়নে ছিল আর্মি কালার গেঞ্জি ও চোখে মোটা চশমা ... যদি আপনারা কেহ এই বালক টির সন্ধান পাইয়া থাকেন, তা হইলে ''জনম দাসী'' এই ঠিকানায় যোগাযোগ করিতে বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।



০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছেলেটিকে পাওয়া গেছে কিন্তু ঠিকানার উল্লেখ না থাকায় সন্ধান দেওয়া সম্ভব নয়। :P

২৫ বছরের বালক। :) তাইলে সে যুবক হবে কবে?

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৮

তামান্না তাবাসসুম বলেছেন: ভাল লাগা রেখে গেলাম :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেটা পকেটস্থ করলাম। :)


শুভরাত্রি।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৩

নীলপরি বলেছেন: এসবে একটা ব্যপার জানা গেলো , যে রাজপুত্র রান্নাও করতে পারে। আর সেটা শাহি রান্না।

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম বেশ ভালোই পারে।



তবে শুধু আলুভর্তা। :P

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

নীলপরি বলেছেন: ভালো পারে কি না কি করে জানবো ? :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এখন সকাল সকাল আলুভর্তা করো। শুকনো ঝাল পেয়াজ দিয়ে তারপর গরম ভাতের সাথে খাও। ভালো কিনা বুঝতে পারবা।

আর হ্যাঁ রান্না চলাকালীন প্রতি ৩৭" অন্তর অন্তর রাজপুত্তুর বলবা এতে টেস্ট ভালো হবে। ;)

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

সোহানী বলেছেন: হায় হায় .. এটা কি গদ্য না পদ্য !!!!!!!!!!!!!! তবে পড়তে বেশ ভালো লাগছে যাই হোক..............

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু এটা মুক্তগদ্য।

কবিতার মতোই কিন্তু ছন্দরীতির অধীন নয়। লেখার স্বাধীনতাটা বেশি থাকে।

ভালো লাগায় অনেক অনেক ধন্যবাদ।

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

নীলপরি বলেছেন: সকাল বেলা ভাত? তাহলে রাজপুত্রের নাম অবশ্যই করতে হবে। অন্যকে মোটা বানানোর প্ল্যান করার জন্য।
রেসিপিটা দারুন। +
টেস্ট করবো একদিন। :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: একদিন খাইলে কিছু হয় না। রোজ রোজ তো আর খাইতে বলি নি।

ইয়েসসসসস্ রাজপুত্তুর রেসাপালু। ;)

২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

নীলপরি বলেছেন: :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: B-)

২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

গেম চেঞ্জার বলেছেন: চিপায় চিপায় রাজপুত্রের দিশেহারা অবস্থাটা কাটছে না ;) ;)

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: সে তো বুঝলাম কিন্তু চিপাডা কিসের? আসলে এত্তো এত্তো চিপায় আছি যে চেঞ্জার ভাই কনডা মেনশন করলেই বুঝতে পারলাম না।

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,



যতি চিহ্ণহীন লেখা পাঠককে কতোখানি পাঠানন্দ দিতে পারে , সন্দেহ রয়ে যায় । দীপংকর চন্দ এভাবে লেখেন মাঝেসাঝে । সেটা একবার দু'বার হয়তো মুখশুদ্ধির মতো ভালো লাগে ! বারবার নয় । মন্তব্যে অনেকেই বাহবা দিয়ে যান হয়তো , কিন্তু মনে মনে জানেন অন্যকিছু ।
এটা আপনার লেখাকে উদ্দেশ্য করে মন্তব্য নয় । মন্তব্যটি যতি চিহ্ণহীন লেখার বিরূদ্ধে ।

দিনদুপুরে শেফালীর কোমরবিছে চুরি করতে তাকে টেনে নিয়ে যাবেন ঘাসেদের মাঝে ধানদূর্বার মাঝে এটা মনে হতেই দিশেহারা হতে হলো ।
ভালো লাগা, প্রথম প্রয়াসে ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাইয়া,

অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

প্রথমে বলি যে আমি লেখাটা পোস্ট করার সাথে সাথেই কিন্তু বলে দিয়েছি এটা মূলত একটা এক্সপেরিমেন্টাল লেখা। চেষ্টা করেছি মাত্র লেখার। আর পাঠের স্বাদ পাঠকসমাজের কাছে ভিন্ন থেকে ভিন্নতর। আমার কাছে দীপংকরদা'র লেখাগুলো ভালো লেগেছিল। আমি স্বাধীনতা পাচ্ছিলাম পড়ার। আমাকে জোড় করে থামানো হচ্ছিল না।

আর এই লেখায় আমি আলোচনার থেকে সমালোচনীয় মন্তব্যই বেশি প্রত্যাশা করেছিলাম। আত্মমূল্যায়ন কিছুটা হলেও করি। প্রতিটা লেখার। তাই ভালো বললেই তরল হই না। আর আপনি আগের একটি লেখায় আমায় এ বিষয়য়ে বলেছিলেন। আমার মনে আছে। আপনার করা মন্তব্যের জন্য আমি কিন্তু মুখিয়ে থাকি।

আর শেফালীর নাকের নথ কিংবা কোমর বিছে চুরি করার মাঝে আমি তাকে পাওয়ার আকুলতা বুঝিয়েছি। নরম বিছানায় চাই নি অর্থাৎ শারীরিকভাবে নয় ঘাসেদের মাঝে বরণ করতে চেয়েছি মানে তো বুঝতেই পারছেন যে আমার মনের ঝুল বারান্দায় মেয়েটিকে নিয়ে থাকতে চেয়েছি।

ভালো থাকবেন ভাইয়া। আশাকরি এভাবেই পাশে পাবো। :)

৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

গেম চেঞ্জার বলেছেন: বুইজ্জা লন...... ;) ;)

আর লেখা নিয়া কিছু কই নাই কমুও না........(এই পোস্টে)

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বুইজ্জা নিলাম তয়.... :)

চিপাডা কিন্তু সীমিত। আর.... না কিছু কমু না। ;)

৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

দীপংকর চন্দ বলেছেন: অস্বস্তি লাগছে রাজপুত্র আমার মতো একজন নগন্য মানুষের কথা অনেকবার উঠে আসায়!!

আপনি নিজগুণেই গুণান্বিত।

আমি নিরীক্ষার চেষ্টা করি প্রায় সবসময়।

অনেকের বিরক্তি কারণ হই হয়তো! অনেকেই তাঁদের বিরক্তিটুকু উপেক্ষা করেন আন্তরিক ভালোবাসায়।

ভালোবাসা!

হ্যাঁ, শুধু লেখক কেন, জীবনে কিছুই হতে চাইনা আমি, চাইওনি কখনো! ভালোবাসা চেয়েছি শুধু। আর কিছু নয়।

অনেক অনেক ভালো লিখেছেন আপনি।

অন্তর থেকে বলছি।

আপনাদের হাত ধরে বাংলা সাহিত্যের ভুবন সমৃদ্ধ হোক।

অনিঃশেষ শুভকামনা রাজপুত্র।

ভালোবাসা এবং শ্রদ্ধা সকলের প্রতি।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু ক্ষেত্রে নিরুত্তর থাকাই শ্রেয়। তাই প্রতিউত্তরে কিছুই বলবো না।

তাছাড়া ভালোবাসা ছাড়া কিইবা প্রয়োজন।।
তাই শুধু কিছু অকৃত্রিম ভালোবাসা আর শ্রদ্ধা রইল।

৩২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৯

আবু শাকিল বলেছেন: কি ভয়ঙ্কর কথা-বার্তা
ওহে ভ্রাতা -এত সুন্দর লেখিস কি করে রে =p~
আয় ভাই বুকে আয় ।
আর রোদে পোড়া বাদামী চুলগুলো আলগোছে সরিয়ে ওই অবুঝ ঠোঁটে ভালবাসা এঁকে দেব

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্ প্রথম দেখায় (কমেন্টে) সোজা বুকে। এতো ভালোবাসা কই রাখবো। আপনেও এতো এতো ভালোবাসা নেন। বড্ড ভালোবাসি ভালোবাসাবাসি। :)

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১১

হাসান মাহবুব বলেছেন: নিরীক্ষা সফল। পড়তে গিয়ে তেমন বাধেনি। কঠিন কাজ ছিলো নিঃসন্দেহে।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ উৎসাহিত হলাম। অনেকদিন ধরে একি বৃত্তে কলম ঘুরাচ্ছি। এদিক ওদিক করতে মন করে ভীষণ।

৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

ভ্রমরের ডানা বলেছেন:
উফ! কবিতা কি যে জোশ
লাইক, কমেন্ট বেশি দিয়ে যাব রোজ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)
তা বেশ তা বেশ। তবে আমি কিন্তু হিটপ্রত্যাশী নই।

আপনার উপস্থিতি আনন্দের কারণ হবে।

৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: আমার দৃস্টিতে আপনি এমনিতেই হিট।

১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: খুশি খুশি লাগছে। :``>>

৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

রাজসোহান বলেছেন: আমি রীতিমত মুগ্ধ! আই উইল অলসো ট্রাই দিস!

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য পড়ে রীতিমত উচ্ছ্বসিত আমিও। অবশ্যই চেষ্টা করবেন রাজসোহান। :)
মুগ্ধতা থাকুক আপনার আমার সবার মাঝে।
দীপংকর'দার লেখাগুলোও আপনি পড়তে পারবে।
ভালো থাকুন সবসময়।

৩৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

তাসলিমা আক্তার বলেছেন: শুরুর দিকে মনে হলো আমার ফোনে কোনো প্রবলেম। স্ক্রিন রোটেট করে পাথাইল্লা করেও কাজ হয়না। পরে বুজলাম, এটা একটা নতুন কায়দা। খাপছাড়া সব কিছুই আমার ভালো লাগে। অসির মত, খাপ খোলা বলেই কাব্যের রক্তপাত।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ তসলিমা।

খাপছাড়া এটা সত্যি। তবে মুক্ত অসির মতোন কিনা জানি না। বোধকরি না। তবে পাঠিকা আপনার মনে হওয়াটা আমার কাছে অনেককিছু। ভালো থাকুন। সবসময়।

৩৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ বিজন।

ভালো থাকুন। সবসময়। :)

৩৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

বিজন রয় বলেছেন: আপনারা দুজনই ভাল লেখেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)


অনেক অনেক ধন্যবাদ বিজন রয়।
লেখার প্রশংসা নতুন সৃষ্টির প্রেরণা দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.