নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাদ্রিতা
বসন্তের একখন্ড বিকেল চুরির গল্প বলি
তুমি, ত্রিকোণা নীল চোখ মেঘধুলো এলোচুলে হারিয়ে বসো।
হঠাৎ দেখা অদ্ভুতদর্শিনী কোন কৃষ্ণাভ বালিকার কথা
কপালের লাল টিপে যার আটপৌরে সূর্য লজ্জায় ডুবে যায়।
আকাশ রঙা শাড়ির কুঁচিতে দেখি গাঢ় নীল প্রজাপতির মেলা
গল্পেরা খেই হারায় কালো পাড়ের আঁকিবুঁকিতে,
কিছু অনুভূতি কবিতার দুঃসাধ্য প্রকাশ।
নীলাদ্রিতা
সময়কে শতভাগ করো; কুচিকুচি করো।
তার একটুকরো দিয়ে আয়না বানাই, কালো কৃষ্ণাভ আয়না।
বালিকা এসে কোন বিকেলে অন্ধকার ডাকবে
কালো জামদানি কপালে কালো টিপ
আয়না চাঁদ হবে মরা জ্যোৎস্নার।
আমি একখন্ড বিকেল লেপ্টে দেব শরীর জুড়ে
ঘ্রাণ নেব বেলী ফুলের ঘোর লাগা বুকে
সুতো ছিড়ে দেব।
নগ্নতায় যদি পবিত্রতা হারায় তবে চাই না সে পবিত্র হোক
কালো মাটিতে আমি আমাকে জন্ম দেব।
নীলাদ্রিতা
বিকেল চুরি হয়েছিল সেই কৃষ্ণাঙ্গিনীর বুকে
অদ্ভুত! সুন্দর!
কোন এক কবিতার মতো।
তুমি
হয়তো তুমিই ছিলে
নীলাদ্রিতা। কিংবা তুমি।
তোমার আঁধারে সব এক হয়ে যায়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রথম মন্তব্যেই প্লাস সহ কান্ডারিকে পাওয়া বেজায় আনন্দের।
ভালো থাকুন।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬
ঋজুক বলেছেন: তোমার আঁধারে সব এক হয়ে যায় .......
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ একটা লাইন তুলে ধরেছেন। এক লাইনের পেছনে অনেক লাইন। চামড়ার রঙের তফাৎ করা আমাদের সমাজের প্রতি ধিক।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
কল্লোল পথিক বলেছেন: নীলাদ্রিতা
বিকেল চুরি হয়েছিল সেই কৃষ্ণাঙ্গিনীর বুকে
অদ্ভুত! সুন্দর!
কোন এক কবিতার মতো।
দূর্দান্ত কবিতা।
খুব খুব ভালো লেগেছ।
কবিতায়++++++++++++++++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রিয় কবির কাছ থেকে দুর্দান্ত শুনতে কার না ভালো লাগে!
ভালো থাকুন। অনিঃশেষ।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪
আরণ্যক রাখাল বলেছেন: অদ্ভুত। সুন্দর।
কৃষ্ণকলির কথা মনে পড়ে গেল। আমিও যেন দেখেছিলাম এক সন্ধ্যায়
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আরণ্যক,
সন্ধ্যায় কৃষ্ণাঙ্গিনীর দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। সেখানেও প্রকৃতি হারাবে তার টোল পড়া গালে। তুমিও হারাও।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম রাজপুত্র।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জানলাম। ধন্যবাদ সাথে কৃতজ্ঞতা।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
জুন বলেছেন: বিকেল চুরি হয়েছিল সেই কৃষ্ণাঙ্গিনীর বুকে
অদ্ভুত! সুন্দর!
কোন এক কবিতার মতো।
ইদানীং দিশেহারা আর দিশেহারা নেই । অসাধারন এক কবিতায় যেন নীলাদ্রি হয়ে উঠছে
+
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জুনাপু নীলাদ্রি কৃষ্ণাভা কিনা জানি না? তবে কবিতা তো লিখে ফেললাম। ক্ষেপে না যায়।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
অগ্নি সারথি বলেছেন: নীলাদ্রিতা
সময়কে শতভাগ করো; কুচিকুচি করো।
তার একটুকরো দিয়ে আয়না বানাই, কালো কৃষ্ণাভ আয়না।
বালিকা এসে কোন বিকেলে অন্ধকার ডাকবে
কালো জামদানি কপালে কালো টিপ
আয়না চাঁদ হবে মরা জ্যোৎস্নার।
আমি একখন্ড বিকেল লেপ্টে দেব শরীর জুড়ে
ঘ্রাণ নেব বেলী ফুলের ঘোর লাগা বুকে
সুতো ছিড়ে দেব।
নগ্নতায় যদি পবিত্রতা হারায় তবে চাই না সে পবিত্র হোক
কালো মাটিতে আমি আমাকে জন্ম দেব। - অসাধারন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কালো মাটিতে আমি আমাকে জন্ম দেব
বড় সাধের লাইন।
অগ্নি জ্বলুক সারথির হাতে।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
সায়েল বলেছেন: ভাল হয়েছে রাজপুত্র!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগা চিরন্তনী হোক সায়েল।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬
রয়েল বেঙ্গল ছাগল বলেছেন: ভালো
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনিও ভালো।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
জ্যোস্নার ফুল বলেছেন: বেশির ভাগ কবিতাই বুঝিনা, এইটা বুঝছি। ভাল্লাগছে কৃষ্ণকলির রুপরেখা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রিয় জ্যোস্নার ফুল,
এতো সুন্দর লেখেন। আর বোঝেন না। এ কেমনতর কথা।
কৃষ্ণাঙ্গিনী কিন্তু অনেক রূপবতী।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: নীলাদ্রিতা,
তুমিকি শুনতে পাচ্ছো রাজপুত্রের এই ডাক,
যে তোমার ফিরে আসার পথ চেয়ে বসে আছে নির্বাক!
চমৎকার কবিতায় ভাল লাগা রইলো!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতায় কবিতা আমার ভালো লাগে। ডাকের প্রতিউত্তরে সে নির্বাকই থাকে। অদ্ভুত কৃষ্ণাভা যে সে।
ধন্যবাদ দরবেট।
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
নীলপরি বলেছেন: কিছু অনুভূতি কবিতার দুঃসাধ্য প্রকাশ।
সহমত নই । রাজপুত্রের কবিতায় সবকিছুই প্রকাশিত হয় ।
প্রোমো শুনে যেরকম ভেবেছিলাম , তার থেকে বহুগুণ ভালো হেয়েছে ।কি বলি ? মনে হচ্ছে , স্নিগ্ধ বসন্তের মতো । +++++++++++++++++++
( বিষয়ের বাইরে - আচ্ছা শব্দ কি বদলেছে ? কি যেনো একটা ......।নাকি আমিই ভুল ? )
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
লাইনটা কিন্তু তোমার মন্তব্যের প্রতিউত্তরেই উঠে এসেছে।
সব প্রকাশ হলে তো কিছুই বাকি থাকে না।
উচ্ছ্বাস ভালো লাগল। প্রতিটি কবিতায় তোমার ভালো লাগা অনেক অনুপ্রেরণা জোগায়। শুভকামনা।
বিষয়ের বাইরে - বুঝি না।
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫
বিপ্লবী পাঠক বলেছেন: বষন্তের বিকেলে হঠাত দেখা বালিকার বর্ননা টা খুব ভালো লাগলো।
নীলাদ্রিতা ভালো থাকুক.
আপনিও ভালো থাকবেন.
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নীলাদ্রিতা কবিতায় আত্মমুখর। সুখ তার দাসত্ব নিয়েছে।
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১
হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর। নিটোল, মেদহীন প্রেমের কবিতা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রিয় গল্পকারের কাছ থেকে এমনতর মন্তব্য পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার ক্লান্তিদের মুক্তি দেয়।
শুভকামনা সতত।
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: ঝরঝরে কোমল লেখা প্রেমের কাব্য । ভাল লেগেছে খুব ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রিয় দুর্বোধ্যপ্রায় কথাকথিকেথিকথন,
ভালো লেগেছে জেনে ভালো লাগা অনেক।
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
তাসলিমা আক্তার বলেছেন: নীলাদ্রিতার জন্য রাজপুত্রের লেখাগুলো অন্যরকম হয়। ঋদ্ধ। যে কবিতা পড়তে গেলে গুজবাম্পস হয়-এটা সেই কবিতা। একজন নীলাদ্রিতা সবসময় প্রতীক্ষায় থাকে কিংবা জন্মই নেয় এরকম ভালোবাসা পাবার জন্য। কন্যার সাজ সজ্জা লাজ লজ্জা সব নিয়েই মুগ্ধ প্রেমিক পুরুষ। “আমি একখন্ড বিকেল লেপ্টে দেব শরীর জুড়ে/ঘ্রাণ নেব বেলী ফুলের ঘোর লাগা বুকে”। নীলাদ্রিতা কি তিন জন্ম ধরে এরই অপেক্ষায় ছিলোনা?
অসম্ভব ভালোলাগা রইল কবিতায়। আর লাইক না দিয়ে যাই কিভাবে???
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একজন নীলাদ্রিতা সবসময় প্রতীক্ষায় থাকে কিংবা জন্মই নেয় এরকম ভালোবাসা পাবার জন্য।
ঐ একজন নীলাদ্রিতার কাছে ঋণ অনেক। তার জন্ম অনেক কবিতার জন্ম। আমার জন্ম। তবুও নিজের অস্তিত্বে অসচেতন সে প্রতিক্ষায় থাকে। নিষ্প্রয়োজন। আমিই পৌঁছে যাবো। আমার প্রয়োজনে।
নীলাদ্রিতা কি তিন জন্ম ধরে এরই অপেক্ষায় ছিলোনা?
অজানা যে।
মন্তব্যে মুগ্ধতা। ধন্যবাদ।
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাব্যখানি চমৎকার ভাই কবি। আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শ্রদ্ধা আপনার প্রতিও।
ধন্যবাদ। ভালো থাকুন। সতত।
১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১০
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কবিতা পইড়া মাথা আউলাইয়া গেছে!!
কবিতা এতো সুন্দর হয় ক্যামনে.....???
পোস্টে +++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতা এতো সুন্দর হয় ক্যামনে.....???
হা হা। ভালো লাগছে ভেবে কারো সুন্দরের মানদন্ডে বেশ উঁচুতে পৌঁছেছে কবিতাটা।
অনেক ভালো থাকবেন।
১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
তবে নতুন নাম চাই.....
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা।
নতুন নাম বলতে কি নীলাদ্রিতা নামটা বুঝিয়েছে??
তবে নীলাদ্রিতা নামের পেছনে একটা কারণ আছে।
আসলে আমি ইচ্ছে করেই আটকে আছি। কিছু নাম পরিচিত হোক। কিছু নামে পরিচিত হই। তবে যদি ভিন্নতা চান নামে। একজন আলোচক সমালোচক পাঠক হিসেবে। তবে চেষ্টা করবো। অন্ন স্বাদের কবিতায় সম্বোধন পরিবর্তনে।
২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
উল্টা দূরবীন বলেছেন: বিকেল চুরি হয়েছিল সেই কৃষ্ণাঙ্গিনীর বুকে
অদ্ভুত! সুন্দর!
কোন এক কবিতার মতো।
ঝাক্কাস লিখছেন। কবিতার প্রতি ভাঁজে ভাঁজে মুগ্ধতা লুকিয়ে আছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মুগ্ধতা খুঁজে নেওয়াও তো দরকার। লুকানো যে। তাই ধন্যবাদ আপনাকে উল্টা দূরবীন।
শুভকামনা।
২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
শাহাদাত হোসেন বলেছেন: ছন্দহীন হয়ে হ্নদয়ে ঝংকার তোলা কবিতা।ভালো লাগলো
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ বলেছেন। ভালো লাগা থাকুক। সতত।
২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
তার আর পর নেই… বলেছেন: এই কৃষ্ণ সুন্দরী নীলাদ্রীতা কে?
শুধুই কি রাজপুত্রের বুকে সে?
নাকি আছে তার অবয়ব?
নাকি সে সবসময়ই নীরব?
সে কি চোখ তুলে চায়?
না চাইতে যে ভালবাসা পায় …
+ +
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জানি না।
সম্ভবত।
নেই।
না।
হ্যাঁ।
না।
ব্যাখা থাকুক ব্যাখাতীত। না হয় ফিকে হয়ে যাবে কবিতা।
২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
অলওয়েজ ড্রিম বলেছেন: একটা পুরো বিকেল কৃষ্ণাঙ্গিনীর বুকে মুখ ডুবিয়ে কাটিয়ে দিলেন! কেউ টের পেল না!
কবিতা ভাল লাগছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনার মন্তব্য পড়ে হাসলাম কিছুক্ষণ।
কে টের পাবে? বিকেল শেষেই তো কবিতায় জানালাম। তার আগে তো কেউ জানতোই না।
শুধুই কৃষ্ণাঙ্গিনী।
২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১
জেন রসি বলেছেন: নীলাদ্রিতাকে নিয়ে বেশ কিছুদিনপর লিখলেন মনে হয়। সাজসজ্জার সাথে প্রকৃতির মিশেলটা অসাধারন হয়েছে।
চমৎকার কবিতা।
++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কাউকে ছেড়েই তো কেউ সম্পূর্ণ নয়। প্রকৃতির পরে তাই অপরূপ শব্দটা এসে যায়। অসাধারণ যদি হয় তবে তা পাঠক গুণে। সাধারণে যারা পাশে ছিল উৎসাহ দিয়েছে অসাধারণত্ব তাদের প্রাপ্য।
২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
নীলপরি বলেছেন:
লাইনটা কিন্তু তোমার মন্তব্যের প্রতিউত্তরেই উঠে এসেছে।
হুম , জানি । আমার সব মনে থাকে । দেখেই চিনতে পেরেছিলাম । ঠিক আছে ?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
উরিব্বাবা পরির সব মনে থাকে!
২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
নেক্সাস বলেছেন: হঠাৎ দেখা অদ্ভুতদর্শিনী কোন কৃষ্ণাভ বালিকার কথা
কপালের লাল টিপে যার আটপৌরে সূর্য লজ্জায় ডুবে যায়।
আকাশ রঙা শাড়ির কুঁচিতে দেখি গাঢ় নীল প্রজাপতির মেলা
গল্পেরা খেই হারায় কালো পাড়ের আঁকিবুঁকিতে,
কিছু অনুভূতি কবিতার দুঃসাধ্য প্রকাশ।
ভাই আসেন বুক মিলাই। এই হল আমার চোখে কবিতার স্বগীয় রূপ। এমন একটা কবিতা পড়ার জন্যই এদিকে সেদিকে ঘুরি। লাভ ইউ ম্যান।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভাই আসেন বুক মিলাই। এই হল আমার চোখে কবিতার স্বগীয় রূপ। এমন একটা কবিতা পড়ার জন্যই এদিকে সেদিকে ঘুরি।
এর প্রতিউত্তরে কি লিখতে হয় জানা নেই। আমি নিজেই আপনার লেখার কবিতার মুগ্ধপাঠক। তাই আপনার কথাগুলো অনেক কিছু। আপনার খুঁজতে থাকা কিছু যে আমার কবিতায় উঠে এসেছে এ বড় সৌভাগ্যের।
লাভ ইউ ম্যান
কি বলবো। ভালোবাসায় সিক্ত।
২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২
নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: হালোম হালোম বুঝেছি বুঝেছি
তুমি নীলাদ্রীর পাগলপারা,
এসেছি এসেছি নীলাদ্রিমার বাডীতে,
খাচ্ছি দাচ্ছি দিচ্ছে ঝাডি তুমার কতা বলাতে।
রাগ করোনা রাগ করোনা বলছি তুমায় শুনঝে,
এখন রাখি পরে বলি, নীলাদ্রিমা পাসে যে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মন্তব্যে মজা পেলাম। আনন্দও। ভালো থাকুন সতত।
২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
বিজন রয় বলেছেন: এ রকম লেখা পড়তেই ব্লগে আসি মাঝে মাঝে।
+++++
তবে.... যেহেতু কৃষ্ণাভ শব্দটি দিয়েছেন সেক্ষেত্রে নীলাদ্রিতা শব্দটি না দিলেই পারতেন। কবিতা এখানেই নিদিষ্ট হয়েে গিয়েছে। যার কোন দরকার ছিল না।
শুভকামনা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
স্বার্থকবোধ করছি বিজন রয়।
আমার কিছু কবিতা নির্দিষ্ট। একেবারে সুনির্দিষ্ট। আপনি হয়তো আমার প্রথম দিকের কবিতা পড়েন নি। কিছু ব্লগার আছে যারা শতবার বলে বলেই আমার আজকের ভিন্ন ভিন্ন ধরনার কবিতা সৃষ্টিতে উৎসাহিত করেছে। একটা সময় আমি শুধু রাজকন্যা কে নিয়ে কবিতা লিখতাম। শুধুই রাজকন্যা। অন্য কিছু না।
নীলাদ্রিতা তো অনেক পরের সৃষ্টি।
আমার কিছু কবিতা এই রাজকন্যা কিংবা নীলাদ্রিতাকে নিয়েই ঘুরতে থাকে। বাড়তে থাকে।
ভালো থাকুন।
২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪
প্রামানিক বলেছেন: অসাধারণ কবিতার ভাব বিন্যাস এবং কাব্য কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ প্রামানিক ভাই। ভালো থাকুন। সবসময়।
৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
তুমি
হয়তো তুমিই ছিলে
নীলাদ্রিতা। কিংবা তুমি।
তোমার আঁধারে সব এক হয়ে যায়।
খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়ে যাবেন! দেইখেন, আমার কথা বাসি হয় না!
হিট ইট!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাসি হোক। তাহলে যেন বকুল ফুল হয়।
কষ্ট থাকবে না।
আনন্দানন্দানুভব।
ইটরে মারুম না। ব্যথা পামু। আপনারে দ্বিতীয় মাইনাস।
৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫
অপর্ণা মম্ময় বলেছেন: গল্প ভেবে পড়তে এসেছিলাম। পেলাম কবিতা। খুব ভালো লাগলো পড়তে।
কিছু অনুভূতি কবিতার দুঃসাধ্য প্রকাশ। < কবিতায়
তার একটুকরো দিয়ে আয়না বানাই, কালো কৃষ্ণাভ আয়না। < কৃষ্ণ শব্দ দিয়েই তো বোঝা যাচ্ছে এটা কালো। দুইবার ব্যবহারের বদলে "তার একটুকরো দিয়ে আয়না বানাই, কোনো কৃষ্ণাভ আয়না।" এভাবে দিলে মনে হয় পড়তে আমার কাছে ভালো লাগতো।
শুভকামনা রইল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগায় সুখানুভব আপু।
আমি এখানে কবিতাকে জীবন্ত ভেবে নিয়েছি। তাই তার দুর্বোধ্য প্রকাশ।
কালো
কাজল কালো
কালো কৃষ্ণাভ তেমনি ব্যাপকতা বোঝাতে।
এমন বিশ্লেষণী মন্তব্যগুলো ভাবায়। কবিতাকে আবারো উল্টেপাল্টে দেখার সুযোগ দেয়। আপনাকে ধন্যবাদ।
৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭
অন্তঃপুরবাসিনী বলেছেন: দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: নীলাদ্রিতা,
তুমিকি শুনতে পাচ্ছো রাজপুত্রের এই ডাক,
যে তোমার ফিরে আসার পথ চেয়ে বসে আছে নির্বাক!
সুন্দর কবিতা
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এসে গেলেই তো কবিতা ফুড়ুৎ করে উড়ে যাবে। তার চেয়ে থাকুক। নির্বাক।
৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
আবু শাকিল বলেছেন: কুমারি শব্দে, এক কবির দারুন প্রেম। কবিতার সাথে।
দারুন। ভিন্ন ভাল লাগা
নীলাদ্রীতা
বিকেল চুরি হয়েছিল সেই কৃষ্ণাঙ্গিনীর বুকে
অদ্ভুত! সুন্দর!
কোন এক কবিতার মতো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কুমারি শব্দে, এক কবির দারুন প্রেম। কবিতার সাথে।
ভালো লাগা দিতে পেরেছি। তাও ভিন্ন। একঘেয়েমি ছাড়াতে পেরেছি। এটা ভেবেই ভালো লাগছে।
ভালো থাকবেন ভাইয়া।
৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: "নগ্নতায় যদি পবিত্রতা হারায় তবে চাই না সে পবিত্র হোক
কালো মাটিতে আমি আমাকে জন্ম দেব।" কথাগুলো ভাল্লাগসে, রাজপুত্তুর!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সাধু,
ভালো লাগা কথাগুলো সার্থকতা দিল। ভালো থাকুন। সবসময়।
৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
মিজানুর রহমান মিরান বলেছেন: নগ্নতায় যদি পবিত্রতা হারায় তবে চাই না সে পবিত্র হোক কালো মাটিতে আমি আমাকে জন্ম দেব।
বাহ! রাজপুত্র রাজপুত্রের মত বলেছেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
রঙের প্রতি প্রেম ভালো। তবে তা যেন মানুষে না ছড়ায়।
ধন্যবাদ মিরান।
৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
গেম চেঞ্জার বলেছেন: ভাল না লেগে উপায় আছে? আমি যা কিছু বলতে চাই তা কবিগুরুর কন্ঠেই আগে বলা হয়ে গেছে-
কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের ‘পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নাহ্। কোন উপায় নেই।
ভালো লাগা তো অজুহাত। কিছু কথা কবিতার মধ্যে রেখে যাওয়াই সবকিছু।।
কৃষ্ণকলির জন্য ধন্যবাদ রইল আপনারে।
৩৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
নীলসাধু বলেছেন: চমৎকার কবিতা। কবির আবেগ ছুঁয়ে গেছে।
ভালো লাগা রইল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছুঁয়ে যাওয়া আবেগ দাগ কেটে যাক নীলমনে।
কবিতায় আপনায় পেয়ে ভালো লাগছে।
৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
ইমরাজ কবির মুন বলেছেন:
nice one.
pochondo hoise.
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কি?
কবিতা?
৩৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: কৃষ্ণাভ বিকেল ? বেশ তো ! খুব সুন্দর ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মেঘকালো আকাশ।
সুন্দর হোক সময়।
৪০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: জানলাম, কবিতাও লাল-নীল-বেগুনী এবং অবশ্যই কালো রঙে আঁকা খুব সুন্দর একটা ছবির মত হতে পারে।
অনেক শুভেচ্ছা এবং প্লাস।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম। পারে।
আবার রঙহীনও হয়। বেরঙীন।
তবে রঙ চিনে নেওয়াটা পাঠক পাঠিকার নিজস্বতা।
৪১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
সুন্দর এক কৃষ্ণাভ মুখের সফেদ ঘোমটার আড়ালে , একটি বিকেল চুরির কাব্য । কৃষ্ণাভা ছড়িয়ে গেলো মনের কৃষ্ণগহ্বরে ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর এক কৃষ্ণাভ মুখের সফেদ ঘোমটার আড়ালে , একটি বিকেল চুরির কাব্য । কৃষ্ণাভা ছড়িয়ে গেলো মনের কৃষ্ণগহ্বরে ।
রাজপুত্র কথা হারিয়ে ফেলেছে।
৪২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৪
খোলা মনের কথা বলেছেন: নীলাদ্রিতা
বিকেল চুরি হয়েছিল সেই কৃষ্ণাঙ্গিনীর বুকে
অদ্ভুত! সুন্দর!
কোন এক কবিতার মতো।
তুমি
হয়তো তুমিই ছিলে
নীলাদ্রিতা। কিংবা তুমি।
তোমার আঁধারে সব এক হয়ে যায়।
সত্যিই অসাধারণ ভাই। শুভ কামনা রইল
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
খোলা মনের ভালোবাসা নেন।
শুভকামনা।
৪৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২৬
ফেরদৌসা রুহী বলেছেন: শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লেগেছে
নীলাদ্রিতা
সময়কে শতভাগ করো; কুচিকুচি করো।
তার একটুকরো দিয়ে আয়না বানাই, কালো কৃষ্ণাভ আয়না।
বালিকা এসে কোন বিকেলে অন্ধকার ডাকবে
কালো জামদানি কপালে কালো টিপ
আয়না চাঁদ হবে মরা জ্যোৎস্নার।
আমি একখন্ড বিকেল লেপ্টে দেব শরীর জুড়ে
ঘ্রাণ নেব বেলী ফুলের ঘোর লাগা বুকে
সুতো ছিড়ে দেব।
নগ্নতায় যদি পবিত্রতা হারায় তবে চাই না সে পবিত্র হোক
কালো মাটিতে আমি আমাকে জন্ম দেব।
এই অংশটা বেশি ভালো লেগেছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপু,
ভালো লাগায় সিক্ত হলাম। আপনার উপস্থিতি আনন্দের কারণ।
ভালো থাকুন। সবসময়।
৪৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৬
জনৈক অচম ভুত বলেছেন: নীলাদ্রিতা
বিকেল চুরি হয়েছিল সেই কৃষ্ণাঙ্গিনীর বুকে
অদ্ভুত! সুন্দর!
কোন এক কবিতার মতো।
কৃষ্ণাভ বিকেল চুরির কবিতায় মুগ্ধ হলাম।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জনৈক অচম ভুত,
যাই হোক রাত্রে আচমকা হানা দিয়েন না।
৪৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিও দেখেছিলেম এক কৃষ্ণ বরণ কৃষ্ণাঙ্গির চোখে আমার সর্বনাশ....
এক ভিন্নরকম অনুভব -
কালোতে এত আলো বুঝীনি ঐ চোখে চোখ পড়ার আগে
+++++++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভৃগু ভাই,
আমিও মাঝনদি ঢেউএ
একবার ভাসি একবার ডুবি।
তবু তারে না দেখি।
৪৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
সোজোন বাদিয়া বলেছেন: পড়তে ভালও লাগে আবার কঠিনও লাগে। রহস্যটা কী?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কৃষ্ণাভ নীলাদ্রিতার মাঝে আর একটা কথা বোঝাতে চেয়েছি। কৃষ্ণাঙ্গিনীর সৌন্দর্য। যেটা আমরা এড়িয়ে যাই।।শুধু কালো রঙটা দেখি।
ভালো লাগাটা পাঠিকার। কঠিন লাগাটা আমার।
৪৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অদ্ভুদ সুন্দর তো রাজপুত্র.........! নীলাদ্রিতা কই?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অদ্ভুদ সুন্দর তো রাজপুত্র.........!
তাই তো সে কই? খুঁজিতেছি।
৪৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪
অভ্রনীল হৃদয় বলেছেন: অপরুপ শব্দের গাথুনি। চমৎকার!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নীল,
ধন্যবাদ। তোমার একটা গল্প পড়া হয় নি?
৪৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০
মনিরা সুলতানা বলেছেন: আহা
চরনে চরনে মুগ্ধতা
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পু,
মুগ্ধতা পুষে রেখো কিন্তু।
৫০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
তানজির খান বলেছেন: দারুণ লিখেছেন রাজপুত্র। শুভকামনা রইলো কবি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ এক রাতঘুমের শুভকামনা রইল।
৫১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
আমি মিন্টু বলেছেন: ভালো লেগেছে কবি ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ আমি।
৫২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭
অভ্রনীল হৃদয় বলেছেন: কোন গল্প? :O ঠিক বুঝিনি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
৫৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: নীলাদ্রিতা- কেমন ঘোর লাগানো একটি নাম। কবিতার কথা তো বাদই দিলাম। সুন্দর, সুন্দর (বার বার বললেও কম হয়ে যাবে)
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মোটা ফ্রেমের চশমা,
নামটাই তো একটা কবিতা।
অনুপ্রাণিত হলাম। অনেক।
৫৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
মৃদুল শ্রাবন বলেছেন: আমি একখন্ড বিকেল লেপ্টে দেব শরীর জুড়ে
ঘ্রাণ নেব বেলী ফুলের ঘোর লাগা বুকে
সুতো ছিড়ে দেব।।
অদ্ভুত সুন্দর।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অদ্ভুত ভালোলাগা মৃদুল।
৫৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনি বাড়াবাড়ি রকমের সুন্দর লেখেন। অসম্ভব ভালো লাগলো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এর উত্তরে কি লিখি (একটা হাসির ইমো হবে)
ভালো থাকবেন তনিমা।
৫৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
আরাফআহনাফ বলেছেন: "তুমি
হয়তো তুমিই ছিলে
নীলাদ্রিতা। কিংবা তুমি।
তোমার আঁধারে সব এক হয়ে যায়। "
মন্তব্য নিষ্প্রয়োজন কিংবা মন্তব্যেরও উর্দ্ধে।
শুধু ভালো লাগা নিরবে।
অনেক ভালো থাকুন কবি।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নীরবে ভালো লাগা থাকুক। তীব্র হোক।
ভালো থাকুন। সতত।
৫৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩
কাবিল বলেছেন: চমৎকার কবিতা।
খুউউব ভাল লাগল।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আহা। কাবিল যে। ভালোবাসা নিন।
৫৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত চমৎকার করে কবিতা কিভাবে লিখলেন !!!!!!!! একটু শিখিয়ে দেবেন !!!!!!!! আমি পড়ছি আর মুগ্ধ হচ্ছি ------- কোটি কোটি শুভকামনা রেখে গেলাম প্রিয় কবির জন্য
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপু,
কল্পনার বাইরে এই মন্তব্য। প্রতিউত্তর জানা নেই। শুধু মুগ্ধতা তুলে রাখলাম। ভালো থাকুন। অনেক। সবসময়।
৫৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
শেষ বেলা বলেছেন: কবিতায় কল্পনার আনাগোনা বেশি, বাস্তবতায় আসুন, আরো ভাল লিখবেন। আশা করি দিশেহারা রাজপুত্র দিশা ফিরে পাক, বাস্তবতায় ফিরে বাস্তবতার আলোকে লিখুন। এই প্রেমের কবিতা বড্ড একাঘেয়ামি লাগে। ভাল কিছু লিখুন। ভাল থাকবেন, ধন্যবাদ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শেষ বেলা,
এটা শুধুই প্রেম নির্ভর কবিতা নয়। আমাদের সমাজে কালো মেয়েদের যে ভিন্নদৃষ্টিতে দেখা হয়। অসুন্দর ভাবা হয়। তার বিরুদ্ধে লেখা। একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝবেন। খুব স্পষ্টভাবেই বলেছি। ভালো না লাগা অন্য কথা। কিন্তু একঘেয়েমি প্রেমের কবিতা কথাটা ভুল।
ভালো থাকুন। কবিতা পড়ুন। কবিতা বুঝুন।
৬০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
আরাফআহনাফ বলেছেন: @শেষ বেলা:
কবির দায়বদ্ধতা তার নিজের ও কবিতার কাছে - আর কারো কাছে নয়।
প্রেম ছাড়া কবে কবিতা হয়েছে - মানব, প্রকৃতি, স্রষ্টা - ক্ষেত্র যাই হোক না কেন।
ভালো কিছু লিখতে হলে "প্রেম" ধারন করেই লিখা উচিত।
@রাজপুত্র কবি:
কারো একঘেঁয়েমি লাগতে পারে, তাতে যেন আপনার কিচ্ছু যায় - না আসে।
লিখুন অবিরত - সাথেই আছি।
অনন্য,অসাধারন কিছু পংক্তিমালা উপহারের জন্য আবারো ধন্যবাদ, কবি আপনাকে।
সতত শুভ কামনা।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রতিটি শব্দবাক্যের সাথে একমত।
পাঠকের কথার মূল্যায়ন করি তবে অবশ্যই আমার নিজস্বতা বিকিয়ে নয়। তাই শেষ বেলার মন্তব্য আমায় প্রভাবিত করবে না।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকের মতো রৌদ্রময় হোক আপনার জীবন।
৬১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ !! ভীষণভাবে মুগ্ধ আপনার দক্ষ শব্দবিনুনিতে । একেবারে অনুভূতি গুলো শব্দের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে । অসাধারণ উপমা , অনেক ভালো লাগলো । প্রিয়তে রেখে দিলাম ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু মুগ্ধতা অনেক বেশি উৎসাহ জোগায়।
আপনার ভালো লাগায় নিজের অনেক ভালো লাগার জন্ম হল।
প্রিয়তে নেওয়ায় অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকুন। সতত।
৬২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩
রাজসোহান বলেছেন: "আমি একখন্ড বিকেল লেপ্টে দেব শরীর জুড়ে"
এই লাইনটা সবচেয়ে সুন্দর, কিছুটা আমার মতো হইছে আরকি
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার জন্যে যথেষ্ট ওটুকু।
যাই হোক, নাইস চয়েজ।
৬৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১১
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সুন্দর হয়েছে,,,,,,
২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
৬৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৯
নীলপরি বলেছেন: সকালবেলা আবারো পড়লাম কবিতাটা ।
২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পুরনো পাতা। পুরনো তুমি।
নতুন অনুভূতি।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতার ভাব বিন্যাস খুব সুন্দর। +++