নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

সবাই কবি নয় কেউ কেউ কবি। আমি একজন দাঁড়কাক।

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০১




আমি একজন দাঁড়কাক


দিন
রাত হয়
শব্দের সঞ্চয় বাড়ে।

টানাপোড়েনের কবিসত্ত্বা
সারারাতের জমানো শব্দে জন্ম নেয় একটি কবিতা।
ছোট্ট। জমকালো কবিতা।
সাধ করে নাম রাখি দাঁড়কাক।

আজ। কাল। তারপর আবার কাল।
কবিতার ডাকে ঘুম ভাঙে।
হিংসে জন্মে। ভয়াল হিংসে।
উড়িয়ে দেই তিতকুটে মুখকরে
কবিতা উড়ছে। দলবাঁধা কাকের মতোন।

চৌমাথার রঙখসা দেওয়ালে একবিকেলে দেখা দিল সে
খয়েরি ইটসুরকির সাথে তার সেকি তীব্র প্রেম।
আমি হাত বুলিয়ে দিতেই ফোঁস করে ওঠে
গড়গড় করে বলে
সবাই কবি নয় কেউ কেউ কবি।

রক্ত ঝরে
নীল রক্ত। খুব বেশি নীল।
যেন সবুজ হয়ে যায়, তারপর কালো।
হঠাৎ করে আয়নায় নিজেকে পাই না
দেখি দাঁড়কাক।

আমি একজন দাঁড়কাক।



উৎসর্গঃ তাদের মতো আমাদের। যাদের লেখা কবিতার দেওয়াল জুড়ে হাপিত্যেশ করে। তবু কবিতা হয় না। না কবি। হয় দাঁড়কাক।

মন্তব্য ১৪৪ টি রেটিং +৩০/-০

মন্তব্য (১৪৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৬

অতঃপর শুভ্র বলেছেন: রম্য হলেও বাস্তবতা ফুটে উঠেছে

+++++

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:


রম্য। বিদ্রূপ। কিংবা মিশেল। যেকোনো কিছুই হোক।
কবিতার চেষ্টায় সবকিছুই কবিতা। নাকি অন্যকিছু। প্রশ্ন থেকেই কবিতাটা লেখা। এটাও অন্যকিছু হতে পারে।

২| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: সবাই কবি নয় কেউ কেউ কবি।
লিখতে লিখতে একদিন তারাও কবি হবে। তাদের দরকার উৎসাহ।
আমি আশাবাদীদের দলে।
দিন
রাত হয়
শব্দের সঞ্চয় বাড়ে।

ভাল লাগলো। ধন্যবাদ ভাই

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:


আপনার সাথে আমিও একমত। উৎসাহ যেমন দেওয়ার চেষ্টা করি তেমনি উৎসাহিত হই নিরন্তর।
ভালো লাগায় উৎসাহিত হলাম। :)

৩| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২২

তার আর পর নেই… বলেছেন: হাপিত্যেশও যে খুব সুন্দর কবিতা হয়েছে!
মাঝেমাঝে এমনই লাগে। +++

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:



মাঝেমাঝে!!!


একদিন কবি হবো। :)

৪| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

হাসান মাহবুব বলেছেন: নিজের প্রতি এমন কঠোর বিদ্রুপ! ট্রান্সফর্মেশনগুলো ভালো হয়েছে।

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

হামা ভাই,
এই আমিতে তো অনেকের বাস।

শূন্য থেকে শুরু করা ভালো। ভুল থেকে নয়।
দাঁড়কাক হলো লেভেল জিরো।



আয়না হোক দাঁড়কাক। সবাই কবি নয় কেউ কেউ কবি। লাইনটার প্রতি থাকুক যতো বিদ্রূপাত্মক চিন্তা।

৫| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১

কাবিল বলেছেন: আমি একজন দাঁড়কাক।

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আমি তো অন্যকিছু দেখি প্রিয় কাবিল।

৬| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই আমার একটা আফসোস ছিল, এ কারণে নামে “ন” নাই।
তাহলে নিচের গান টা শুনুন........
"ন" নিয়ে নকুল কুমার এর অসাধারন গান - নকুল কুমার বিশ্বাস

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মোবাইল থেকে আছি। তাই পরে সময় করে শুনবো।
ধন্যবাদ আপনাকে।

৭| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো। ধন্যবাদ কবি।

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ আবুহেনা।

৮| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

খায়রুল আহসান বলেছেন: আমিও তো আয়নায় এরকম দাঁড়কাকের ছবিই দেখে থাকি!
কবিতা ভালো লেগেছে।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

যে নিজের জমিনের গন্ধ জানে স্বাদ জানে সেই তো স্বার্থক। যেমন আপনি। :)
ক্ষমা করবেন খায়রুল আহসান। আপনার মতো শ্রদ্ধেয় লেখকের উদ্দেশ্যে এ লেখা নয়।

৯| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

জেন রসি বলেছেন: আপনি যদি কবি না মনে করে নিজেকে দাঁড়কাক মনে করেন তবে আমাকে কবিতা লেখাই বন্ধ করে দিতে হবে। আপনার সাথে তুলনা করলে নিজেকে একেবারে কা কা করা কাউয়াই মনে হবে! :P আসল কথা হইলো আপনি আসল কবি! :)

কবিতা ভালো হইছে। ইদানীং আপনার কবিতায় বিদ্রোহের কিংবা একটা আক্ষেপের থিম লক্ষ্য করা যাচ্ছে। এইটাও বুঝা যাচ্ছে যে আপনি সব টাইপ কবিতা লেখাতেই দক্ষ। :) এরপরও যদি বলেন কবিতা হয়না তবে আমার মত আম জনতা কিন্তু আর লেখারও সাহস পাবেনা!

শুভকামনা। :)

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

জেন রসি
আমার পছন্দের গল্পকারদের মধ্যে আপনি প্রথম সারিতে আছেন। কবিতায় আপনার বিচরণও কিন্তু সমান সাবলীল।

মন্তব্যে মাইনাস যদিও প্লাস দিছি।

ভাবছিলাম কতিপয় আমিগোত্রীয় মানুষ উৎসাহ পাবে। :(

ভালো থাকেন। আনন্দে থাকেন।

১০| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৯

তানজির খান বলেছেন: ভাই দাড় কাক আছে কিন্তু আরো, শুধু শুধু নিজেকে একা ভাববেন না! হাত বাড়ালেই পেয়ে যাবেন আমায়। হা হা হা
পোস্ট ভাল লেগেছে

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

X(
মজা নেন?

১১| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯

কাবিল বলেছেন: @শাহরিয়ার কবীর
এই টা কেমন লাগে?

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:(
আমি কিছু শুনতে পারছি না।

১২| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সিরিয়াস কবিতা। শুভ কামনা।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা আপনার জন্যেও।

১৩| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪

কালনী নদী বলেছেন:

(poem notes for love!)
I.
Your casual disregard
Salt on a wounded heart
You gave me time to see you
When you kept yourself apart
II.
There’s not a single minute
In all the hours of my day
That I’m not sorry you’re not in it
That I’m not sad you went away
III.
Upon reflection
You were never mine at all
And I’m sorry, truly sorry
You see, I never meant to fall
IV.
When my thoughts turn to you
As I find they often do
I turn them to my grocery list
And try to forget that you exist
When they lead me back again
I think my thoughts are not my friend
I take them down a different way
“If you had loved me, you would stay”
And when my thoughts escape my reign
And nothing I do can stop the pain
I’ll sit with them a little while
This ghost of you, your eyes, your smile
I’ll let the thoughts run to the last
When you placed me firmly in your past
And I will let you go again
(I wish I’d never let you in)
V.
Break my heart
It’s now old hat
But you would never
Think of that
I’ll find the pieces
Pick them up
Pretend that I
Don’t give a fuck
Burn your effigy
Delete your name
(My heart will never be the same)
The truth is this
I love you still
Rage hides hurt
(It hurts to feel)
So go away!
Don’t say goodbye!
(I’ll never let you see me cry)
And when at last
I close that door
On you,
(The one that I adore)
I’ll glue my heart
Find every shard
(Love should never be this hard)
VI.
The din of your silence is hurting my head
Your absence is crowding me out of my bed
VII.
I’d trade my pride
For one more time
To hold you close to me
I’d trade my peace
For one more night
Just to watch you sleep
VIII.
Wound tight, wrapped inside
I keep the darkness in
Then pressed against the darkness, tight,
I emerge transformed again
Author: Crystal Jackson
Editor: Nicole Cameron
Image: Samuel Zeller/Unsplash

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

I'll never trade my pride

অনেক অনেক ধন্যবাদ ছবি আর কাব্যগুলোর জন্যে।
ভালো থাকুন। সতত।

১৪| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬

শামছুল ইসলাম বলেছেন: দাঁড়কাক -- বেশ মজার কবিতা।

ভাল থাকুন। সবসময়।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ। :)

১৫| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫

গেম চেঞ্জার বলেছেন: আপনি এটা কি করলেন? :|| :||

কবি হওয়াটা তাহলে তো আরো দুরহ কাজ হয়ে যাবে। ওঃ :| :|

অবশ্য আমি যা ছাইপাস লিখি তাতে কবি হওয়ার ইচ্ছে নিয়ে লেখি না। লিখার জন্য হাত উসখুস করে বলেই লিখতে হয়। আপনি দাঁড়কাক হলে আমি তো ভাগাড়ের কাক।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আমারো নিশপিশ করে। :)

তয় লজ্জা দেন ক্যান X(


আপনি নিজে অনেক ভালো লেখেন চেঞ্জার। আপনি কাক না। সোনালী ডানার চিল।

১৬| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার কবিতা।
ভাই আমি নিজেও একজন দাঁড়কাক।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

যার কবিতায় মোহাবিষ্ট হই বারবার। সে নাকি কাক। হাসালেন কল্লোল পথিক।

১৭| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬

তাসলিমা আক্তার বলেছেন: কবিতা প্রসংগে বলি, শব্দের শরীর থেকে রক্ত ঝরে বেদনার মত নীল। সেটা ইর্ষার মত সবুজ হয়। শেষে গহন অন্ধকার। নিজের প্রতীবিম্বকে আর কবি বলে মনে হয় না।
ধরে নিচ্ছি এ আপনার কস্টের কথা নয়-হবারও কথা না। কবি হওয়া অনেক জন্মের সাধনার ফসল-আপনার মধ্যে এই ব্যাপারটা আছে তবে সহজাত। যে যতই পায় তার তত বেশী সাধ। অতৃপ্তি যদি কিছু থেকে থাকে সে থাকতেই পারে। “যত বেশী মেলে তত অতৃপ্ত জীবন”।
উৎসর্গটা কি তাদের মতো আমাদের হবে নাকি আমাদের মত তাদের?
ছবি ভালো লাগেনি। কেমন বেচারা টাইপ। আর কাকগুলোকেও খুব স্বার্থপরের মত দেখাচ্ছে।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:


শব্দের মাপে সময় গুণি। কবিতা সমৃদ্ধ হয় কিছু মন্তব্যে। তা পাঠে জাগে বিস্ময়।
গভীর ভালোলাগা বোধ ঘিরে থাকে। :)

//কবি হওয়া অনেক জন্মের সাধনার ফসল-আপনার মধ্যে এই ব্যাপারটা আছে তবে সহজাত।//
এটা যদি আপনার ধারণা হয় তবে মত অমত থাকবে। আর বিশ্বাস হলে থাকবে অনেক আনন্দ।

আমার চাওয়া কিন্তু খুব কম। একটা মাত্র একটা কবিতার বই চাই। লেখকের নাম হবে শুভ্র। ব্যক্তি জীবনে আমি অতি সাধারণ একটা ছেলে। তাই চাওয়াগুলো ছোট্ট ঘরের সিলিং এ আটকে যায়।

আমি লিখি। কবিতাই লিখি। কিন্তু সাহিত্যের রাজমুকুট বলে কথা। তাছাড়া টুকটাক ভুল এখনো করি। তাই নিজের কাছে কবি শব্দটার ভার এখনো সহনীয় পর্যায় আসে নি।


আর আমি মোটেও দাঁড়কাক নই। :)
ওটা কবিতা। কবিতার প্রথম পুরুষ যে সবসময় কবিই হবে তা তো ঠিক না।

১৮| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২

নেক্সাস বলেছেন: কবিতা বেশ ভাল লেগেছে

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ নেক্সাস। :)

১৯| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭

বিপ্লবী পাঠক বলেছেন: আজ থেকে অনেকেই লিখতে বসে নিজেকে দাঁড়কাক মনে করবে
আমার মত :`>

এই কৃতিত্ব একমাত্র আপনার

রাজপূত্র...

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:




এমন ভাবে ভাবি নি তো।
নিজ কৃতিত্বে নিজেই পুলকিত। :)

ভালো থাকেন। সবসময়।

২০| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

আরণ্যক রাখাল বলেছেন: আমি কবিতা লিখতে পারি না। তাই আমি কাক কবি একটাও না। আর আমাকে রাতও পার করতে হয় না শব্দকে খুঁজে। সামান্য পাঠক আমি।

চমৎকার হয়েছে কবিতাটা

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:


তুমি সামান্য!! লজ্জা দিয়ো না।

২১| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লেগেছে।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:


ধন্যবাদ।

২২| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০

মানসী বলেছেন: তা হলে দাঁড়কাকই ভালো।

ভালো লেগেছে।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:


তাই? তাহলে তাই।

ভালো থাকবেন মানসী।

২৩| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দাঁড়কাক না হয়ে কি কবি হওয়া যায়???

খুব ভাল।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কালজয়ী যারা।
আমরা নই।
আমরা দাঁড়কাক থাকি জীবনের বেশিরভাগ সময়।


আপনিও খুব ভালো। ;)

২৪| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

মারুফ তারেক বলেছেন: ভালোই ভাই-

শুভকামনা জানবেন।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:


ধন্যবাদ মারুফ।

২৫| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

মিজানুর রহমান মিরান বলেছেন: সবাই কি আর কবি হতে চাই! তবুও সবার মাঝেই থাকে কবি স্বত্বা।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আরো বেশি জীবন্ত হোক সে সত্ত্বা।

২৬| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

বিজন রয় বলেছেন: আমাদের দেশে কাকের চেয়ে কবি বেশি সেই জায়গায় আঘাত দিলেন নাকি রাজপুত্র?

তবে আপনি কিন্ত এ্যাঙ্গেল ঠিক রেখেছেন।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন:



আমি কাউকে ছোট করি নি। কোন এক কবিকে বিশ্লেষণ এর মাধ্যমে আজকের ইটপাথুরে সভ্যতায় কবিতার কবির কাক হওয়া বুঝিয়েছি।

২৭| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

মনিরা সুলতানা বলেছেন: নিজেকে কি নিজে মুল্যায়ন করা যায় ?
পাঠক রা জানি রাজপুত্র কি ...
শুভ কামনা :)

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:



ভালো থেকো আপু। ভালোবাসার মধ্যে থেকো।

২৮| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

মুসাফির নামা বলেছেন: কিছু মনে করবেন না দাঁড়কাক সাহেব, কিছু ভুল আছে। থিমটা ভাল লাগল।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভুল না করলে তো কবি হয়ে যেতাম।


ভুলগুলো ধরিয়ে দিলে খুশি হতেম।

২৯| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
onno rokom hoise, nice.

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালো লাগল।

৩০| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি এমনিতে কবি , আপনার কবিতার পাঠক যখন আছে তখন কবিই । সবাই কবি যে যাই লিখুক । কবিতা যখন মনের কথা বলে।এখানে ও প্লাস।

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:



অবশ্যই। কবিতাটা স্যাটায়ারধর্মী। একে কেন্দ্র করে কিছুকে সঙ্গায়িত করা অনুচিত হবে।

৩১| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৯

সুমন কর বলেছেন: চমৎকার !!

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শুভকামনা দাদা।

৩২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:০১

ভ্রমরের ডানা বলেছেন: এটা কি লেখলেন ভাই, মাথা ঘুরান্টি দিতেছে! নিজেকে কেমন যেন সাদা সাদা দাঁড়কাক মনে হচ্ছে!

বেইবি এটা কি করলেন :P


আর কোবতে লিখবাম না!

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাহলে অদ্ভুত পিরামিডহীনতায় ভুগবো তো।

৩৩| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০

রুদ্র জাহেদ বলেছেন: অ্যান্টিপোয়েম ধরে নিয়ে বেশ মজাই পেলাম কবিতাটিতে।তয় আপনি একজন প্রতিভাবান স্বার্থক কবি এটা মানতেই হবে।আপনার কবিতার পাঠক হিসেবে এটা মন থেকে বললাম।আর পাঠক হিসেবে নিজে পড়তে পড়তে হয়ত ওই দাঁড়কাকদের দলে ভিড়তে চাই :)

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:


মন্তব্যে অসংখ্য কৃতজ্ঞতা। আর যদি আপনি এদলে ভিড়লে সব এক হয়ে যাবে। যদিও দলটা ভালো। প্রতিভাবান। কবিভাবটা এসে গেছে সবার মাঝে।

৩৪| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাও ভালো আয়নাতে
তুমি দেখ দাঁড়কাক;
আমি দেখি শুধু ধোঁয়া
অলওয়েজ-ই বেডলাক। B:-/

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এতো ছন্দ কই রাখেন?

৩৫| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৩

গুলশান কিবরীয়া বলেছেন: এটা তো কবিতা হয়েছে , দারুণ কবিতা । আপনি মনে হয় ভুল দেখেছেন আয়নাতে । :)

সুন্দর হয়েছে কবিতা , ভিন্ন মাত্রায় ভিন্ন স্বাদ ।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আচ্ছা আবার দেখছি একবার। ;)

৩৬| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৬

আরিয়ান আরাফ বলেছেন: মনের কথা ।
ভাল লাগল ।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালোলাগা ভালো থাকুক।

৩৭| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:০৯

সোজোন বাদিয়া বলেছেন: কবিতার মতোই আপনার মন্তব্যগুলোও সুন্দর। আমি দাঁড়কাকের পুনর্জন্মে বিশ্বাসী, আর দাঁড়কাককে কবি হয়ে পুনর্জন্ম নিতে হলে কবিতা লিখতে হবে। সুতরাং চিন্তিত নই:)

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমিও বিশ্বাসী। আমাতে। আপনাতে।
কবিতা জন্মাক।

৩৮| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:০৯

সোজোন বাদিয়া বলেছেন: কবিতার মতোই আপনার মন্তব্যগুলোও সুন্দর। আমি দাঁড়কাকের পুনর্জন্মে বিশ্বাসী, আর দাঁড়কাককে কবি হয়ে পুনর্জন্ম নিতে হলে কবিতা লিখতে হবে। সুতরাং চিন্তিত নই:)

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:)

৩৯| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:৩২

অভ্রনীল হৃদয় বলেছেন: অন্যরকম লাগল। শুভকামনা কবি!

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অন্যরকম। তা ভালো। খারাপের চেয়ে।

৪০| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫০

তাসলিমা আক্তার বলেছেন: একটা কবিতার বইয়ের মালিকানার জন্য যদি নিজেকে প্রস্তুত মনে হয়, তাহলে যোগাযোগের কোনো একটা উপায় বলে দিন(ইফ উইশ)। আমি "শুভ্র" সার্চ দিয়ে কোনো গতি করতে পারিনি।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

না তো। আমি এখনো প্রস্তুত নই। আরো ভুলহীন হতে হবে বোধকরি।
ফেবুতে শু ভ্র আমি। বাট ইদানীং শুধু ম্যাসেঞ্জারেই আভেইলেবেল আছি। তাও কম।

৪১| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫১

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা........ সব লেখকই ব্যর্থ কবি ......

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এত্তো দীর্ঘ শব্দহীন হাসি!!!
ব্যর্থ এ কবি। সে কবি। যত কবি।

৪২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪১

অলওয়েজ ড্রিম বলেছেন: কবিতা অনেক ভাল হয়েছে। এটাকে যখন সময় নিয়ে ঘষামাজা করবেন তখন অসাধারণ সুন্দর এক কবিতা হয়ে উঠবে।

শুভেচ্ছা।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:


ওটাই সাধ্যের বাইরে আছে।
শুভেচ্ছা।

৪৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এটাই কবিতা এবং উপযুক্ত কবিতা সঙ্গে উপযুক্ত কবি আপনিই আমিই ময়ূরপুচ্ছ শোভিত কালো কাক আত্মদম্ভে আকাশে রেখেছি পা ।। নমঃস্কার শতবার কবি।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:


নিজের চোখে আকাশ দেখুন। বিশাল মনে হবে।
আকাশের চোখে আপনাকে দেখুন। ক্ষুদ্র মনে হবে।
তাহললে দৃষ্টির পরিমাপে কে বড়? আপনি।


হে হে!! আমি তো দার্শনিক বোনে গেলুম। :)

৪৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২১

মোস্তফা সোহেল বলেছেন: বেশ লাগল। শুভ কামনা রইল কবি

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শুভকামনা পাঠক। :)

৪৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫০

নীলপরি বলেছেন: যাক , রাজপুত্র আরেকবার প্রমান করলেন যে তিনি রাজপুত্র । সাধারণ পাঠিকার প্রশ্ন করা সাজে কিনা জানিনা । তবু করছি । সময় পেলে উত্তর দেবেন । এতো পাখী থাকতে নঞর্থক বোঝাতে দাঁড়কাক কেনো ?
কবি বা কবিতার ব্যকরণ জানা নেই । সে যোগ্যতাও নেই । শুধু জানি একজন কবি বলেছিলেন ' তবু মনে রেখো ' । শতাধিক বছরের পরও তাঁকে মনে রেখেছি । ভবিষ্যতের পাঠকের প্রেমই হয়ত আসল কবিরা আশা করেন ।

তাই প্রার্থনা রইলো শতাধিক বছরের পরও পাঠকের প্রেমে সিক্ত হোক রাজপুত্রের কবিতা ।
আপাতত অতি তুচ্ছ পাঠিকার তরফ থেকে রাজপুত্রের কবিতায় ভালোলাগা থাকলো । +
জানি রাজপুত্রের প্রয়োজন নেই । তবুও .................।
শুভকামনা ।
ভালো থাকুন অহর্নিশ ।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

পরি কোন কারণে ক্ষেপে আছে মনে হচ্ছে।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সাধারণ পাঠিকা!!

কেউ সাধারণ নয়। স্পেশালি তুমি তো নওই। পরি বলে কথা। ছড়ি হাতে??

কোন এক কবি কিছু বলেছিল। আমি কথিত শব্দপ্রেমি বলি কি ঘাস হও তুমি। ফুল গুঁজে নিও শতেক। নাম দেব ঘাসফুল। মনে রাখবো না। জানালার ওপাশেই অবারিত তুমি। অসংখ্য তুমি। বৃষ্টিজল কিংবা রোদের মতোন। গোণা যায় না। এবার তুমি যদি বলো তুমি আমি বলবো অনুভূতি।



আমার ধারণা মেজাজ ১৪৪ডিগ্রিতে ফুটছে। তাই আমি যাতে বেস্ট তাতেই চেষ্টা করলাম ঠান্ডা করার। আবার এদিকে বৃষ্টি হচ্ছে। :)

তবে ইদানীং মন্তব্যগুলো সুঁইমুখো হচ্ছে তোমার।

৪৬| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

রাফা বলেছেন: বাহ্ সবাই দেখছি কবিত্বের দাবি বাদ দিয়ে দাড়কাক হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত।
সবাই কবি নয়-কঊ কেউ অবশ্যই শতভাগ কবি।
ভালো হইছে দিশেহারা রাজপুত্র ,ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কাক তো খারাপ কিছু নয়।

আমি কাক হবো তোর সকালঘুম ভাঙানিয়া।
দেখলেন তো!! কি আবেগ!!!!

৪৭| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১

নীলপরি বলেছেন: কোন কথাটায় এমন হোলো ?

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সব।

৪৮| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,




বেশ খেদের কথাই বলেছেন -------
হঠাৎ করে আয়নায় নিজেকে পাই না
দেখি দাঁড়কাক।
এই যেমন আপনি খেদোক্তি করলেন নিজের সক্ষমতা –অসক্ষমতা নিয়ে, তেমনি অনেকেই খেদোক্তি করেন এই বলে যে ; ব্লগে এখন আর বিদগ্ধ কোনও লেখা চোখে পড়েনা । ব্লগের অবস্থা দেখে ( ব্লগ ক্যাচালের বিষয়টি ) ভালো ব্লগাররা নির্বাসনে গেছেন ইত্যাদি ইত্যাদি ।

সবাইকে আমি একটু ভেবে দেখতে বলি, ব্যাপারটি ।

প্রতিষ্ঠিত বা বাহাদুর লেখক যারা তারা লেখার ফাঁকে ফাঁকে খাওয়া-দাওয়া, অত্যন্ত জরূরী কিছু কিছু সাংসারিক কাজকর্ম করে থাকেন । তারা নিবেদিত লেখার কাজেই সিংহভাগ সময় ।
আর আমাদের মতো যারা সৌখিন লেখক তারা চাল-ডাল যোগানের পিছে দৌঁড়ুতে দৌঁড়ুতে কোনও এক অলস ফাঁকফোকড়ে লেখার চেষ্টা করি ব্লগের মতো সামাজিক সাইটগুলোতে । আমাদের কাছ থেকে আমাদের কতোখানি উৎকর্ষের প্রত্যাশা থাকতে পারে ? আমরা যে ব্লগে এসে লিখছি, এটাই তো অনেক । দাবী রাখে অনেক প্রশংসার ।
জীবনের পিছনে ছুটতে ছুটতে হয়রান হয়ে যাওয়া আমাদের কাছ থেকে আমরা কি রবিঠাকুর, নজরুল, শামসুর রাহমান, হুমায়ুন আহমেদ এর মতো সব্যসাচী লেখকদের মতো লেখা আশা করবো ? আমরা কি প্রতিষ্ঠিত কলাম লিখিয়েদের মতো ঋদ্ধ কলাম আশা করবো আমাদের কাছ থেকে ? এরা লেখার ফাঁকে ফাঁকে জীবনের প্রাত্যহিক কাজগুলো করে গেছেন কিন্তু আমরা যে জীবনযুদ্ধের ফাঁকে ফাঁকে কলম ধরি । সেখানে হয়তো শুদ্ধতা থাকেনা , ব্যাকরণ থাকেনা । তাই বলে কি আমরা অচ্ছুত ? আমার তা মনে হয়না ।
আপনাদের হয়তো অনেকেরই হয়না ।
মনে রাখতে হবে এখানে বিভিন্ন রুচির, মানসিকতার, যোগ্যতার, বিশ্বাসের, বোধের , শিক্ষার মানুষেরাই লিখে থাকেন তাদের মতো করে । এর সবটাই হয়তো মানোত্তীর্ণ হয়না । কি কবিতা, কি গল্প , কি অন্য বিষয়ে । তাতে কি ? আমরা লিখতে লিখতেই একদিন শুদ্ধ হয়ে উঠবো , রুচিশীলতার গন্ধ ছড়াবো ।
তবে পাশাপাশি এটা ভুলে গেলে চলবেনা যে, আমাদের অনেকেই সমালোচনাকে সহ্য করতে পারি না । তীব্র ভাবে প্রতিক্রিয়া দেখাই । কিন্তু মনে রাখতে হবে , নিন্দুকেরে বাসবো আমি সবার চেয়ে ভালো । কারন এই নিন্দুকেরাই আমার ক্রটি – বিচ্যুতি দেখিয়ে দিয়ে আমাকেই শুদ্ধ করে তোলেন ।

দিন
রাত হয়
শব্দের সঞ্চয় বাড়ে।

এভাবেই সঞ্চয় বাড়াতে বাড়াতে আমরাও একদিন লেখায় দিশেহারা করে দেবো তামাম পৃথিবীকে ।

আপনার দাঁড়কাকের মতোই এতোক্ষন বেসুরো কা …. কা…কা…..কা…. করে গেলুম । এটা অনেকের কানেই হয়তো বিতিকিচ্ছিরি সুর বলে মনে হবে । তবে যাদের শোনার কান আছে তাদের কাছে এটাই হয়তো কোকিলের সমধুর গান হয়ে উঠবে ।





১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কবিতার প্রসঙ্গে বলি
এই কবিতাটা লিখে পাঠকের চিন্তাজগতে স্থায়িত্ব দিতে চেয়েছি। তাই মন্তব্য দ্বিমত তেমন জানাই নি। যদিও কবিতার শিরোনামটাঈ বিদ্রূপ তাদের প্রতি যারা শূন্য চায়ের কাপ কাঁপিয়ে বুলি ঝারে। কটাক্ষ করে নতুন কবিদের।

আমার কাছে কিন্তু বেশ সুরেলা শুনালো। সেইসাথে আশাবাদ জানাই সে দিনের যেদিন বাংলা সাহিত্যের সুপরিচিত কেউ হবে আমাদের মধ্যেকার পরিচিত কেউ।
বিস্তারিত লেখার ইচ্ছে ছিল তবে মোবাইল থেকে ব্লগিং করায় ইচ্ছেটা মাটিচাপা দিলাম।
ভালো থাকবেন।

৪৯| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯

জুন বলেছেন: আমার কথাগুলো আহমেদ জী এস বলে দিয়েছেন। সত্যিতো হাজার রকম কাজের ফাকে আমাদের মত সৌখিন ব্লগারদের কাছে পুলিতজার বা নোবেল প্রাইজ উইনারদের মত লেখা আশা করাও তো ভুল। আমি অনেক লেখকের জীবনী পড়েছি, তাদের লেখাটাই পেশা। নিয়ম করে টেবিলে বসে কাগজ কলমে ঘন্টার পর ঘন্টা ফরমায়েশী লেখা লিখে যায়। আমাদের মত চুলোয় ভাত বসিয়ে সেই ফাকে লিখতে বসে না।
তবে যাই বলি কবিতা কিন্ত ভালো হয়েছে দিশেহারা।
+

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:


কবিতাটার পেছনে কারণ অবশ্যই আছে। তবু পাঠক যেভাবে নিয়েছে সেপথেই হেঁটেছি। আপনি যেটা বলেছেন সে দিকটা গুরুত্ব পাইনি ততোটা। যারা কটাক্ষ করে তাদের কে বুঝিয়েছি।
ধরিয়ে দিচ্ছি। আয়নায় দেখি। এই আয়না হলো আধুনিক সমালোচকশ্রেণী। তাদের শব্দে দাঁড়কাক হই। কিন্তু কবিতার থেকে কিন্তু আমার রক্ত ঝরে।

ভালো থাকবেন আপু।
চুলোয় ভাত। হয়ে গেলে বইলেন। খেয়ে আসবো।

৫০| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০০

রিপি বলেছেন: এত ভাল লেখার পরেও যদি নিজেকে দাঁড়কাক বলেন। তাহলে নিজেকে কি বলবো কে জানে। ভাল লিখেছহেন কবি। :)

রক্ত ঝরে
নীল রক্ত। খুব বেশি নীল।
যেন সবুজ হয়ে যায়, তারপর কালো।
হঠাৎ করে আয়নায় নিজেকে পাই না
দেখি দাঁড়কাক।

আমি একজন দাঁড়কাক

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
রিপি।
এইটাই বলবেন। :)

কাকভেজা কবি কাকভোরে কবিতা লিখে কাক হলেম। ;)

৫১| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

মুসাফির নামা বলেছেন: একবিকেলে,সেকি
ছোট মানুষ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কবিতা তো। কবির সন্তান। আজন্ম ছোট্ট সে। আমার কাছে। আদরের। খুব প্রিয়। :)

৫২| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩

তপোবণ বলেছেন: অনেক দাঁড়কাকের মনের খোঁজ নিয়েই হয়তো কবিতা লেখা হয়েছে। কবি নিজে যা নয় অনেকই কিন্তু তা। ধন্যবাদ কবি, অনেকদিন আপনার কবিতা পড়া হয়। ভাল লাগে, কিন্তু বলা হয় না।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তোমার পালকে সব রাত্রির জন্ম :)


অবশেষে স্বীকার করলেন তো। গুড গুড। ;)

৫৩| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪

টোকাই রাজা বলেছেন: দাঁড়কাক বলেন আর যাই বলেন, সবাই কিন্তু নিজেকে জাহির করতে ব্যস্ত। B-)

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এইভাবে তাকায় থাকেন আপনি তো দাঁত জাহির করে আছেন কবে থেইকা। ;)
গিভ দেম সাম রেস্ট ব্রো ;) ;)

৫৪| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধতা কবিতায়!

এবং কাক হইল আমার ভীষণ পছন্দের পাখি। ভীষণ আপন। গ্রীবা উঁচিয়ে দাঁড়ানোর ভঙ্গীটা বেশ রাজকীয়। আর দাঁঁড়কাককে তো ভারতীয় পৌরাণিক কাহিনীগুলো উচ্চাসনে রেখেছে। টেড হিউজের কবিতার বই-ই আছে 'কাক' শিরোনামে। কত আর কইতাম!!!

হা হা হা হা

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন রাজপুত্র।

শুধু লেখাই নয়, মন্তব্য-প্রতিমন্তব্যগুলোও মনোমুগ্ধকর।

শুভকামনা পুনরায়।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দাঁড়কাক ভালো দাদা।
সবুজ খায় না। পৃথিবী মরবে না দাঁড়কাকে।

শুভকামনা।

৫৫| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৮

তোমার আমার এইতো প্রেম ছোট গল্প বলেছেন: ভুলতে চাইলেই কি ভোলা যায়? দাড়কাক নয় রাজপুত্র, জাতের কাক। আমাকে এই কাকের দলে যদি রাখেন, আমিও ফের কাক হতে চাই... কবি নয়।

ভালো থাকুন ছোট ভাইটি সব সময়, সবে টুয়েন্টি ফাইভ।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:


সবাই কাক হলে মজা নাই। কা কা করলে বিরক্ত হবার কেউ থাকবে না। ;)

টুয়েন্টি ফাইভ?? কিভাবে জানলেন??

৫৬| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


না আপনি অবশ্যই খুব ভাল কবি।

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:``>>

৫৭| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ব্যক্তিগত ব্যস্ততায় ব্লগে এই কয়দিন আসা হয়নি। সত্যি বলতে কি অনেক দিন পর আমি এমন একটি কবিতা পড়লাম যেটা সত্যিই আমাকে নাড়া দিয়েছে।
খুব গভীর থেকে.........
খুবই গভীর ভাবে ..........

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:)
মন্তব্যটা মনে ধরলো।

কবিতা যে দাগ রেখে গেছে জেনে সত্য ভালোলাগা। :)

৫৮| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২২

শায়মা বলেছেন: আমিও উৎসাহ দিলাম রাজপু্ত্র ভাইয়া!!!!!!:)

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

পকেটস্থ করলুম।

৫৯| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২

সাহসী সন্তান বলেছেন: গতকাল নদীর ধারে ঘুরাঘুরি করার সময় একটা কাক আমার মাথায় ইয়ে কইরা দিয়েছিল! জানি না সেটা দাঁড় কাক কিনা, তয় কেমন জানি সন্দেহ লাগতাছে হেইডা আপনি আছিলেন নাকি?

আপনি হলেন জাত কবি। প্রকৃত পক্ষে যারা বড় কোন মানুষ, তার সব সময় নিজেকে ছোট ভেবে অন্যকে বড় করে তুলে ধরে। আপনার মধ্যে সেই জিনিসটা লক্ষ করে ভীষণ ভাল লাগছে!

আমি কবি না কবির জাতও না। কবিতা ভাল ভাবে বুঝিও না। ব্লগের কিছু কিছু কবিতা তো মাঝে মাঝে মাথার উপ্রে দিয়া যায়। তারপরেও নিয়মিত যে সমস্থ কবিদের কবিতা আমি পড়ে থাকি, তার মধ্যে আপনি একজন!

শুভ কামনা রাজপুত্র ভাই! ভাল থাকবেন!

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

হ্যাঁ আমি পটি করেছিলাম তবে সে তো এক শাখামৃগের মাথায়। এইবার খেয়াল কইরা সন্দেহটা করেন তো যে সেই কাক আর আমি একি কিনা? ;)

হাতে গুণা কয়েক জনার একজন হয়ে অসহ্যরকম ভালো লাগছে। :)

সাস, ভালো থাকবেন। মজাটা ধরতে পারবেন নিশ্চঈ।

৬০| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৭

রাবেয়া রব্বানি বলেছেন: একটা চিয়ার্স নেন কবিতার সাথে কবিতার।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঠুকে দিলেম কবিতায় কবিতা। :)

৬১| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৪

উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ লিখেছেন। শুভকামনা রইলো।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ দূরবীন।

৬২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:২১

জ্যোস্নার ফুল বলেছেন: আমি তো আপনারে কবিই ভাবু কবিই ডাকি। যেহেতু আমি বলছি আপনি কবি দাড়কাক না, সেহেতু আপনি নিশ্চিত কবি :)

এ্যানিওয়া, ডিয়ার...... আপনি কি জানেন ব্লগে রাজকন্যা আসছে তাও আবার সুখ রাজ্যের। আমি এই মাত্র তার পোষ্ট পড়ে আসলাম। রাজদরবারে জানায় রাখলাম। আমারে একটা মুক্তার মালা এনাম দিয়েন। :`>

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আপনার জন্যে না হয় কষ্ট করে কবিই হলাম। ক্ষতি বেশি কিছু না। ;)

এই নেন মুক্তার মালা। তবে তারে কিছুক্ষণ আগেই দেখছি। আরও দ্রুত খব্রাখব্র জানান। আপনি এত্তো লেইট ক্যান? :)

বি কুইক ব্রো। ;)

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:


আচ্ছা জ্যোস্না আপনি লজ্জা পাচ্ছেন ক্যান হু? ;)

৬৩| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০

মহা সমন্বয় বলেছেন: সবাই কবি নয় কেউ কেউ কবি।

ঠিক বলেছেন, কবি হওয়া কি আর এতই সোজা!! :)

তবে আজ হোক কাল হোক আমি একটা কাল জয়ী কবিতা লেখব। :-P

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:


আজ বা কাল না একেবারে পরশু পর্যন্ত অপেক্ষায় থাকবো সে কবিতা জন্য। বাই দ্যা ওয়ে কবিতা দেখতে ক্যামন? ;)

৬৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৪

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: একটি গণ সচেতনতামূলক পোষ্ট Click This Link
দৃষ্টিভঙ্গি পরিবর্তনে শেয়ার করুন।

১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: পড়লাম।

৬৫| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৬

বিজন রয় বলেছেন: খবর কি রাজপপুত্র? কেমন আছেন?

ওটা অনেক সময়ের কাজ। করছি তবুও। তবে......

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কতগুলো হয়েছে? আনুমানিক।

৬৬| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৬

রানার ব্লগ বলেছেন: ভালো লাগল, +++ দৃশ্যমান দিলাম

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ধন্যবাদ।

৬৭| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪০

বিজন রয় বলেছেন: ৩২টি হয়েছে। কিন্তু দেখা গেল আপনিও সেগুলো করেছেন, তাহলে?

ওগুলো একসাথে আপনাকে মেইল করবো কিভাবে?
আপনি আমাকে কিভাবে করেছিলেন বলে দিন তো?

২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কপি করে মেইলে পেষ্ট করে দিন। আমি চেক করে নেব।

৬৮| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯

আবু শাকিল বলেছেন: খুব ভাল্লাগছে লেখাটা :)

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কা কা কা কা ;)

৬৯| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৪

নিরল হৃদয় বলেছেন: সবাই দাঁড়কাক না, কেউ কেউ দাঁড়কাক। যারা দাঁড়কাক তারাই একদিন কবি হয়। যারা দাঁড়কাক হতে পারেনা তারা কখনোই কবি হতে পারে না।

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

একদম ঠিক। চেষ্টা থাকতে হয়। ভুল তো হবেই। সেই ভুলগুলো শুধরে একদিন জন্ম নেবে বিশুদ্ধ এক কবিতা।

৭০| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১২

অনিন্দ্য অবনী বলেছেন: আমি একজন দাঁড়কাক। অদ্ভূদ ভালোলাগা রইল,,,,,

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:)
তাহলে আমি আপনাকে এখন দেখছি।

৭১| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ওরে বাপ রে! এতো দেখি বিরাট দাঁড়কাক (আকা বিরাট কবি) :-B কবিতায় আমার হাত বরাবরই অপরিপক্ক, ক্ষুদ্র প্রয়াসে কিছু ছাই-পাস লিখেছিলাম কোন একটা সময়। অনেক ভালো লাগলো নতুনদের আনাগোনায়। আপনার কবিতায় ছেয়ে যাক সামুর আরো বেশ কিছু পাতা, সে প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ভালো থাকুন আর হাত খুলে লিখে যান। ভীষণ ভালো লাগলো আপনার অভিব্যক্তি। শুভ কামনা রইল।

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অতঃপর ছেলেটি হাত খুলে ফেলেছিল।
তাই আর কোনদিন কবিতা লেখা হলো না।

!:#P !:#P !:#P

অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন। সবসময়।

৭২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪০

মেহেদী রবিন বলেছেন: আমার দাঁড়কাক ভালো লাগে।

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাহলে আপনি হয়তো আমায় পছন্দ করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.