![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মজার মানুষ ছড়া-কবিতা,গান,গল্প ও নাটক লিখি গান গাই , অভিনয় করি এক জীবনে যতটুকু সম্ভব.......... ভালো থাকার চেষ্টা করি।
(১৩ জুন ভোর ৫টা ৩০ মিনিটে আমার এক বড় ভাই চির বিদায় নিলেন...ইনা.....রাজিউন)
১.
বিদায়
অবশেষে অভিমানে তোমার বিদায়, আমিও অভিমানী বিদায় তোমায়।
২.
মৃত্যু
কিছু কিছু মৃত্যু থমকে দেয় অল্পতে, আবার স্বস্তিও কিছু কম নয় মুত্যুতে।
৩.
স্খবির
আজ কবির কলম স্থির , একটি মৃত্যু কবিকে করেছে স্থবির।
৪.
স্বপ্নের পায়রা
একবার বলে যাও তোমার ঠিকানা, তোমার স্বপ্নের পায়রাগুলো ঝাঁপটায় ডানা।
৫.
বারতা
আমারও বুকের বাম দিকে চিন চিন ব্যথা, এই কি মুত্যুর বারতা??
১৩/০৬/২০১০
প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর
সকাল ১১ টা ২০ মিনিট
১৩ ই জুন, ২০১০ সকাল ১১:২৮
সেবু মোস্তাফিজ বলেছেন: শোক শক্তিতে পরিণত হোক
২| ১৩ ই জুন, ২০১০ সকাল ১১:৩১
দুরন্ত ইসলাম বলেছেন: আপনার জন্য সমবেদনা। তিনি জান্নাতবাসী হোন। আমিন।
১৩ ই জুন, ২০১০ সকাল ১১:৩৪
সেবু মোস্তাফিজ বলেছেন: শোক শক্তিতে পরিণত হোক
৩| ১৩ ই জুন, ২০১০ দুপুর ১২:০৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ওনার আত্মার মাগফিরাত কামনা করছি।
১৩ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৬
সেবু মোস্তাফিজ বলেছেন: শোক শক্তিতে পরিণত হোক
৪| ১৩ ই জুন, ২০১০ দুপুর ১২:৩০
িময়াজী বলেছেন: আত্মার মাগফিরাত কামনা করছি।
১৩ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৬
সেবু মোস্তাফিজ বলেছেন: শোক শক্তিতে পরিণত হোক
৫| ১৩ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৯
হতাশার স্বপ্ন বলেছেন: পিলাচ.............
১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
সেবু মোস্তাফিজ বলেছেন: শোক শক্তিতে পরিণত হোক
১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
সেবু মোস্তাফিজ বলেছেন: শোক শক্তিতে পরিণত হোক
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১০ সকাল ১১:২৭
শূণ্য উপত্যকা বলেছেন: সমবেদনা রইল। শোক শক্তিতে পরিণত হোক, কবি