নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে চেনার চেষ্টা করি সবসময়, কিন্তু একদমই চিনতে পারি না।

আমি মুক্তা

নিজেকে খুঁজে ফিরি অহর্নিশ, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম আর কিছুদিন পর কোথায় যাবো?

আমি মুক্তা › বিস্তারিত পোস্টঃ

ডিজুস প্রেম। পর্ব-২

১৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৪

আগের পর্ব ইচ্ছে হলে পড়তে পারেন।

পর্ব-১

ঘটনা কি মেয়েটা বারবার এমন কথা বলছে কেন? তাহলে কি আমি পরিচিত কাউকেই ফোন দিয়ে ফেললাম না কি? নম্বরটা আবার ভালো করে দেখে নিশ্চিত হই এটা আমার ফোনবুকে সেভ নাই বা পরিচিত কারও নাম্বারও নয়। যাক এবার তার কথার উত্তরে বলি:

- আমি আপনার নামটা যদি জানতাম তাহলে কেন জিজ্ঞেস করব বলুন?
- আশ্চর্য মজা করবেন না একদম, আপনারে নম্বরটা কে দিছে বলেন তো?
- দেখুন আমাকে নম্বরটা কে দিছে সেটা বড় কথা নয়, আসলে আপনার সঙ্গে কথা বলতে ভাল লাগছে তো তাই কথা বলছি, তাছাড়া আপনার কণ্ঠটাও অনেক সুন্দর!

একটু বাতাশ দিয়ে ফোলানোর চেষ্টা। মনে হচ্ছে বাতাশে কাজ দিছে।

- তাই! ধন্যবাদ। এবার দয়া করে বলেন তো আপনি কে বলছেন?
- কি আশ্চর্য! আমি এ পর্যন্ত নিজের নামটা ৩-৪বার বলে ফেলেছি, তারপরও আপনি বার বার কেন জানতে চাচ্ছেন ঠিক বুঝে উঠতে পারলাম না।
- আপনার অত বুঝে কাম নাই, নাম জিজ্ঞেস করছি নাম বলেন, নইলে আমি ফোন কেটে দেবো।
- আচ্ছা আচ্ছা বলছি আমার নাম মুক্তা!
- আবার ফাইজলামি করে।
- আশ্চর্য তো! আমি নাম বললাম, এখানে ফাইজলামির মতো কি হলো?

মনে মনে কিছুটা বিরক্ত মেয়েটার উপর। ব্যাপার কি সে বারবার আমার নাম নিয়ে কেন এমন আচরণ করছে।

- এবার সুন্দর করে আপনার নামটা আপনার সুন্দর কণ্ঠে একবার উচ্চারণ করে আমার কানটা জুড়িয়ে দেবেন প্লিজ!
- জ্বী! দেখেন আপনি কে, তা আমি জানি না, আপনাকে চিনিও না। তবে আপনার কথাবার্তাগুলো সুন্দর তাই এতক্ষণ ধরে আমি আপনার সঙ্গে কথা বলছি। এবার বলি আমি অচেনা মানুষের সঙ্গে কথা বলি না, অথবা তাদের কাছে নিজের নাম পরিচয়ও দেই না।

দেখো কাণ্ড কথা বলছি প্রায় ১৫-২০ মিনিট পার হয়ে গেলো আর উনি বলছেন উনি অচেনা কারও সঙ্গে ফোনে কথা বলেন না।

- ও, তাই! ভালো। তবে অচেনা মানুষের সঙ্গে কথা বলেই তো মানুষ পরিচিত হয়, আমারও ইচ্ছা আমি আপনার সঙ্গে কথা বলে পরিচিত হই।
- ওহ তাই তো! তাহলে এবার আপনার পুরো পরিচয়টা দেন তো! আপনি কে? কোথা থেকে বলছেন? আমার নম্বর কোথায় পেলেন?
- কী আশ্চর্য আপনি না এইমাত্র বললেন আপনি অচেনা মানুষের সঙ্গে কথা বলেন না, তাদের কাছে নিজের নাম-পরিচয়ও দেন না তাহলে অচেনা মানুষকে কেন তার পরিচয় জিজ্ঞেস করছেন?
- হিঃহিঃ! ওহ হো তাই তো! আসলে আপনার লগে এতক্ষণ ধইরা কথা কইতে কইতে আপনারে আর অচেনা বলে মনে হচ্ছে না।
- ও, তাই। তাহলে বলি নাম তো আগেই বলেছি। আমি ........ থেকে বলছি। আর আপনার নম্বরটা আমাকে কেউ দেয়নি, আমি নিজে নিজে নম্বর বানিয়ে ডায়াল করেছি।

এবার সব সত্যি কথাই বললাম মেয়েটাকে। কিন্তু সে বিশ্বাস করল না।

- শুনুন, আপনারে বলছি না আমার নাম নিয়া মজা না করতে। আর আপনি নম্বর বানাইয়া ফোন দিছেন, দিয়া আমার নাম কইতাছেন কিভাবে?
- কি বলেন? আমি আপনার নাম জানব কিভাবে? আমি তো বারবার আপনাকে জিজ্ঞেস করছি কিন্তু আপনি তো একবারও বলেন নি। তাহলে আমি কিভাবে আপনার নাম জানব।
- আপনি সত্যি আমার নাম জানেন না? আপনাকে কেউ নাম্বারটা দেয় নি?
- এক কথা কতবার বলব আপনাকে, আমার নাম আর পরিচয় যা বলছি একটাও মিথ্যে বলিনি। এবার আপনার নাম বলেন।
- আমার নাম মুক্তা!

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১২

ম্যাড ফর সামু বলেছেন: তখন সম্ভবত এরকম এ্যাড করা উচিত ছিল:
প্রেম নিয়ে ভাবনা? আর না আর না!
এসে গেছে সারারাত ফ্রী কথা বলার সুবিধা সম্বলিত
একটি কিনলে একটি ফ্রি অফার প্রযোজ্য।

তবে গল্পটা ভালোই লাগলো, এটা কি বাস্তব কাহিনী না কল্পিত গল্প ঠিক বুঝলাম না। তবে কাহিনীর বিন্যাসে বাস্তব বলেই মনে হচ্ছে।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৪২

আমি মুক্তা বলেছেন: নাহ এমন কোন বিজ্ঞাপন ছিল বলে মনে পড়ে না তবে অন্য আরেকটি বেশ মজার বিজ্ঞাপন ছিল।

গল্প ভালো লেগেছে জেনে প্রীত হলাম। গল্পটা বাস্তব না অবাস্তব সে প্রশ্ন অবান্তর, তবে বাস্তব মনে হওয়াটাই লেখার স্বার্থকতা!

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

২| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর...

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪০

আমি মুক্তা বলেছেন: ঠিক ই বলেছেন ভাই, পৃথিবী তারে একবারই পায়!

৩| ১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

নীল আকাশ বলেছেন: X(( X(( X((
নিজের নাম নিয়ে লিখেছেন কেন?

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫১

আমি মুক্তা বলেছেন: হুম! যদি আকাশ নাম দিতাম তাহলে তো আপনার নাম হতো তখন তো আবার প্রতিবাদ করতেন, যদি আক্তার দিতাম তাও তো কারও না কারও নাম হতো তখন সে যদি প্রতিবাদ করতো, তাই কাউকে প্রতিবাদ করার সুযোগ না দিয়ে নিজের নামটি ব্যবহার করলাম।

এতেও যদি রাগ করেন তাহলে নাম পরিবর্তন করে আকাশ দিয়ে দেই?

৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪১

আকতার আর হোসাইন বলেছেন: আগের পর্ব সংযোজন করার জন্য ধন্যবাদ। তবে লেখা পড়িনি এখনো। শুভ রাত্রি।

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫২

আমি মুক্তা বলেছেন: ঠিক আছে আকতার ভাই পড়ে আশা করি আবার মন্তব্য করবেন।

৫| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১:১৪

মুক্তা নীল বলেছেন: মিতা, লক্ষণতো ভালো না। গল্প বা বাস্তব কাহিনী যা-ই হোক না ভালো লেগেছে।

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫২

আমি মুক্তা বলেছেন: ধন্যবাদ মিতা! লক্ষণ তো খারাপের কিছু দেখছি না, ভালো লাগায় প্রীত হলাম।

৬| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ২:৪৭

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো।

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৩

আমি মুক্তা বলেছেন: আপনার ভালো লাগায় আমার লেখা স্বার্থক হলো। ধন্যবাদ মাহমুদুর রহমান।

৭| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫১

নীল আকাশ বলেছেন: হুম! যদি আকাশ নাম দিতাম তাহলে তো আপনার নাম হতো তখন তো আবার প্রতিবাদ করতেন, যদি আক্তার দিতাম তাও তো কারও না কারও নাম হতো তখন সে যদি প্রতিবাদ করতো, তাই কাউকে প্রতিবাদ করার সুযোগ না দিয়ে নিজের নামটি ব্যবহার করলাম। এতেও যদি রাগ করেন তাহলে নাম পরিবর্তন করে আকাশ দিয়ে দেই?
- মজা করাও বুঝলেন না?? আমাকে ইমোটিন দিয়ে মন্তব্য করতে দেখেছেন সহজে!!
আপনার নিজের নামই তো মাল্টি লিংগের হয়ে গেল। ছেলে এবং মেয়ে। তাই এটা বলেছিলাম আপনার ভালোর জন্যই। আপনি মন্তব্যের সারমর্ম ধরতে পারেন নি।
কথোপকথন মনে হয় একটু ছোট করতে পারতেন।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০০

আমি মুক্তা বলেছেন: মজা তো আমিও করেছি ভায়া। যাকগে আসলে ঘটনা যখন এমন দূর্ঘটনায় রূপ নেয় তখন আসল কাহিনী বুঝাতে আমাকে আসল নামটিই রাখতে হলো।

আসল কথোপকথন তো এখানে ৫০% ও দেইনি। এর কমও দেয়া যেতো, অবশ্য পরের পর্বে গুরুত্বপূর্ণ বা মজাদার মজাদার ডায়লগগুলো বা বিষয়গুলোই শুধু বর্ণনা করে দেবো আর অল্প কিছু ডায়ালগ দেবো। তাহলে আশা করি আপনাদের পড়তে বা ঘটনাক্রম বুঝতে অসুবিধা হবে না।

ধন্যবাদ পুনরায় ফিরে এসে সুন্দর পরামর্শের জন্য।

৮| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫৬

যায্যাবর বলেছেন: ছেলে মুক্তা আবার মেয়ে মুক্তা, দারুণ তো! পৃথিবীতে কি এমন ঘটনাও কখনও ঘটে? :P :P

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০২

আমি মুক্তা বলেছেন: হুম ঘটে! ঘটতে পারে, তবে ইচ্ছাকৃত ভাবে কখনও এমন ঘটনা ঘটানোর চেষ্টা করিনি, কিন্তু কাকতালীয়ভাবে এমন ঘটনা আমার জীবনে একবার নয় অনেকবারই ফিরে ফিরে এসেছে। যা কল্পণাকেও হার মানায়। সঙ্গে থাকুন এই ঘটনার পরবর্তী পর্বগুলোতে দেখতে পাবেন।

ধন্যবাদ বিস্মিত হওয়ার জন্য।

৯| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০৫

যায্যাবর বলেছেন: হুম, বুঝলাম! তাহলে এটা আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা!

কমেন্টে দেখি আরেক মুক্তা! চারিদিকে কেবলি মুক্তার ছড়াছড়ি দেখছি।

ভালো ভালো চালিয়ে যান। তা আপনার মিতা তো মনে হয় মেয়ে, আপনি কি?

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১০

আমি মুক্তা বলেছেন: আমি একজন পুরুষ মানুষ! আর গল্পটা যদি আমার নিজের হয় তাহলে কি আপনি খুশি হন? গল্প সত্যি হোক বা মিথ্যে তাতে কি যায় আসে। একটা লেখা লেখার চেষ্টা করছি এই আরকি। তবে যেহেতু প্রথমেই গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তাই ধরে নিচ্ছি আমি মনে হয় ভালোই লিখতে পারছি, মানে লেখার বিষয়বস্তু আপনাদের নিকট সত্যি বলে উপস্থাপন করতে পারছি।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০| ২১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ লাগল মুক্তা নামের কমেডি ও দুজনের কথোপকথন। মন্তব্য-প্রতিমন্তব্য গুলো পড়লাম, বেশ ভালো লাগলো ।

শুভকামনা জানবেন।

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১৭

আমি মুক্তা বলেছেন: শুভকামনা আপনার জন্যও প্রতিটি পর্ব পড়ে সুন্দর সুন্দর মন্তব্য রেখে আমায় প্রেরণা দেওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.