নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে চেনার চেষ্টা করি সবসময়, কিন্তু একদমই চিনতে পারি না।

আমি মুক্তা

নিজেকে খুঁজে ফিরি অহর্নিশ, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম আর কিছুদিন পর কোথায় যাবো?

আমি মুক্তা › বিস্তারিত পোস্টঃ

ডিজুস প্রেম। পর্ব-৩

১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪৭

ঘটনার শুরু যেভাবে:

ডিজুস প্রেম। পর্ব-১
ডিজুস প্রেম। পর্ব-২

ওপাশ থেকে মেয়টা যখন তার নাম বলল, আমি পুরো বিস্মিত হয়ে পড়ি। বলে কি মেয়েটা, না কি সে শুধু মজা করছে আমার সঙ্গে।

- কি হলো, কথা বলেন না কেনো?
- কি বলব? আপনাকে সেই কখন থেকে নাম জিজ্ঞেস করছি, কিন্তু আপনি নিজের নামটা না বলে শুধু শুধু এটা ওটা বলে পার হয়ে যাচ্ছেন। যদি কথা বলতে ইচ্ছে না করে তাহলে সোজাসুজি বলে দিন, আমি আর কোনদিন আপনাকে বিরক্ত করব না।
- আরে কি আশ্চর্য! আমি বললাম না আমার নাম মুক্তা।

নাহ সে তো মনে হয় মজা করছে না, সত্যি সত্যি বলছে। তাহলে কি এটা একটা কাকতালীয় ঘটনা, নম্বর বানিয়ে ফোন করলাম আর তা রিসিভ করল মুক্তা নামেরই একটা মেয়ে! সত্যিই আমার বিস্ময়ের ঘোর তখনও কাটছিল না। আমি বার বার তাকে তার নামের ব্যাপারটি জিজ্ঞেস করতে থাকি কিন্তু সে বার বারই একই কথা বলে।

- আমি একটা মেয়ে আমার নাম মুক্তা হওয়া ঠিক আছে, কিন্তু আপনি ছেলে, তাহলে কিভাবে আপনার নাম মুক্তা হয়। মুক্তা নাম কি কোনো ছেলের হয় ?
- হতে পারে, আমাদের এদিকে আরও ২/৩ জন ছেলে আছে যাদের নাম মুক্তা বা মুক্তার। আরে এটা আমার ডাক নাম, ভালো নাম .....................।
- ও, তা এত সুন্দর একটা ভালো নাম থাকতে মেয়েদের নাম দিয়ে পরিচয় দেন কেনো?
- কি করব বলেন, আসলে আমার বাবা-মা যখন আমার নামটা রাখে, তখন আমি খুবই ছোট ছিলাম তো তাই জানতাম না এটা ছেলেদের নাম না মেয়েদের। তাই কিছু বলতে পারিনি।
- খিল খিল করে হেসে ওঠে ফোনের ওপ্রান্ত থেকে।
- কি হলো হাসছেন কেনো? আমি হাসার মতো কি এমন বললাম?
- না বললেন না আপনি ছোট ছিলেন বলে নামের মানে জানতেন না। আরে ভাই সবার নামই তো ছোট অবস্থাতেই রাখে তাই না।
- হুম তাই যদি হয়, তাহলে বার বার আপনি আমার নাম নিয়ে প্রশ্ন করে বিব্রত করছেন কেনো?
- ও আপনি বিব্রত হচ্ছেন বুঝি?
-নাহ্ আমার খুব ভালো লাগছে!

এভাবে কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা! না তার চোখে ঘুম, না আমার চোখে। যখন ফযরের আযান দিল মসজিদে।
- এবার ফোনটা রাখেন আমি ঘুমাতে যাবো আমার ক্লাস আছে সকালে।
- আমারও তো অফিস আছে সকাল ৯.০০টায়। তো অপরিচিত মেয়ে মুক্তা আপু আমি যদি এরপর আপনাকে ফোন করি তাহলে কি কথা বলা যাবে?
- কেনো? আমি বলেছি না আমি অপরিচিত কারো সঙ্গে কথা বলি না।
- না, এখন তো আমরা আর অপরিচিত রইলাম না, এখন আমরা দু'জন দু'জনের নাম জানি, কে কোথায় থাকি, কি করি সেসব জানি, তাহলে কি অপরিচিত থাকলাম বলেন?
-হুম আপনার কথা ঠিক আছে। দেখি চিন্তা-ভাবনা করে। এখন ফোন রাখেন, ঘুমাতে হবে।
- ওকে বাই বাই।

ফোন রেখে আমি ঘুমাতে যাই। এভাবে বেশ কিছুদিন এ কথা, ও কথা, এটা ওটা সেটা নিয়ে পার হয়ে গেলো কয়েকটি রাত। এখন আমরা দুজনে আর অপরিচিত নই এখন দুজন দুজনের ভালো বন্ধু। রাতের পাশাপাশি দিনেও মাঝে মাঝে কথা হতো আমাদের মাঝে। এভাবে গভীর হতে হতে অনেকটা আকর্ষণ তৈরি হলো দুজনের মাঝে। আর কখন যে এই আকর্ষণটা তৈরি হলো তা দু'জনের কেউই বুঝতে পারিনি। বুঝতে পারলাম হঠাৎ দু'দিন আমার ফোন বন্ধ থাকার পর একদিন ফোনটা চালু করার পর। ফোনটা চালু হয়ে যেইমাত্র নেটওয়ার্ক কানেক্ট হলো মুহুর্তেই ওপ্রান্ত থেকে মেয়েটার ফোনের কলিং টোন বেজে উঠল আমার মোবাইলে। রিসিভ না করে কেটে দিয়ে এ পাশ থেকে ফোন করি। ও রিসিভ করে কিন্তু আমি কোন কথা শুনতে পাই না। বার বার হ্যালো হ্যালো করেই যাচ্ছি আমি কিন্তু ওপাশে তবুও কোন সাড়া নেই। শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ পাচ্ছি আমি।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২৪

আকতার আর হোসাইন বলেছেন:
আর কয় পর্ব আছে?

১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৫

আমি মুক্তা বলেছেন: কেনো ভাই? ভালো লাগছে না নিশ্চই। আমি নিজেও তো জানিনা আর কয় পর্ব হবে বা হতে পারে।

২| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখতে চেষ্টা করুন।

১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৬

আমি মুক্তা বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য। আসলে তেমন একটা সময় হয়ে ওঠে না তাই গোছানো লেখার অভ্যেস নেই। নতুন চেষ্টা করছি লেখার একটু আগোছালো তো হবেই।

৩| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: কান্না কেনো?

নিশ্চয় মায়ের কাছে মার খেয়েছে! :P

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৮

আমি মুক্তা বলেছেন: কি সৌভাগ্য! আমার ব্লগবাড়িতে অপ্সরার আগমণে ধন্য হয়ে উঠল যে, হাজার গোলাপের সৌরভ পাচ্ছি যেন!

=p~ =p~ =p~

আমি তো নিজেই জানি না কেন কাঁদছে! মায়ের কাছে মার খেতেও পারে। :P

৪| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:১০

মাহমুদুর রহমান বলেছেন: দেখি পরবর্তী পর্বে কি হয় ...............

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৮

আমি মুক্তা বলেছেন: ধন্যবাদ ভাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন চমকের পর চমক রয়েছে নিশ্চয়!

৫| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

আকতার আর হোসাইন বলেছেন: নাহ। মোটামুটি ভালো লেগেছে। ভেঙ্গে ভেঙ্গে গল্প পড়তে আমার ভাল লাগে না। এক সাথে পড়তেই ভাল লাগে। তাই জানতে চাইলাম কয় পর্ব বাকি আছে। আর ভেবেছিলাম, পুরো গল্পটা লেখা শেষ।

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩০

আমি মুক্তা বলেছেন: আকতার ভাই! ধন্যবাদ পুনরায় ফিরে এসে আগের করা মন্তব্যের ব্যাখ্যা দেওয়ায়! ভেঙ্গে ভেঙ্গে গল্প পড়তে তো আমারও ভালো লাগে না, আবার অতিরিক্ত লম্বা করে মানে পুরো গল্প একবারে লিখতেও যে সময় পাই না। তাই এই কষ্টটুকু আপনাদের দিতে হচ্ছে। দেখি পরের পর্বে চেষ্টা করব পুরোটা না হলেও আরো একটু বেশি লেখার।

৬| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৬

আমি মুক্তা বলেছেন: ধন্যবাদ ভালো লাগায়। পরের পর্ব আগামী বুধবারে দিতে পারি ইনশাআল্লাহ।

৭| ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০২

পদাতিক চৌধুরি বলেছেন: মুক্ত নাম নিয়ে বিব্রত হওয়ার পর কেটে যায় ঘন্টার পর ঘন্টা এই জায়গাটা ঠিক সুবিধার লাগলো না। বাকি মাসগুলোতে ঠিক আছে পরবর্তী পর্ব তো গতকাল পড়লাম।
বেশ তারও পরের পর্বের অপেক্ষায় রইলাম।

শুভকামনা জানবেন।

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১৫

আমি মুক্তা বলেছেন: আসলে এর আগে কখনও গল্প লিখিনি তো তাই কিছু অসঙ্গতি রয়ে গেছে। পরের পর্ব তো পোষ্ট হয়ে গেছে, অপেক্ষায় থাকার দরকার কি? পর্ব ৪ ও ৫ এখন সামুতে আপনার অপেক্ষায় বিরহী নয়নে চেয়ে আছে পথপানে।

ধন্যবাদ সুন্দর মন্তব্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.