নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে চেনার চেষ্টা করি সবসময়, কিন্তু একদমই চিনতে পারি না।

আমি মুক্তা

নিজেকে খুঁজে ফিরি অহর্নিশ, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম আর কিছুদিন পর কোথায় যাবো?

আমি মুক্তা › বিস্তারিত পোস্টঃ

ডিজুস প্রেম। পর্ব-৮

২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৯

পর্ব-৭

মেয়েটার বিষ্ময়ের ঘোর কাটতে কিছুটা সময় লাগল, অথবা সে প্রথমে ঠিকভাবে বুঝতে পারেনি যে, নিচে মাঠের মধ্যে যে ছেলেটাকে দেখা যাচ্ছে সে আমি না অন্য কেউ। কথাটি সে ফোন করে আমাকে জিজ্ঞেস করল-

- আচ্ছা একটু ঘরে যাই?
- কেন ?
- ছোটবোন জেগে গেছে মনে হচ্ছে, আমাকে পাশে না দেখলে আবার কান্না করতে পারে, তখন আবার আব্বুর ঘুম ভেঙ্গে গেলে আমার খবর হয়ে যাবে।
-ও আচ্ছা যাও, বোনকে ঘুম পাড়িয়ে রেখে নিচে আসো তাড়াতাড়ি, আমি চাঁদের আলোয় তোমাকে একটু দেখি, তুমি আমাকে দেখো, এই স্নিগ্ধ, কোমল, সু-নীল আলোরছটায় দেখি কেমন তোমার রূপ।
- উম, দাঁড়াও একটু।

কলটি না কেটেই সে ঘরে গিয়ে তার ছোট বোনের সঙ্গে কথা বলছে, কয়েকটি কথা আমার কানে এল। কিছুক্ষণ চুপচাপ, এরপর তার কণ্ঠ আবার শুনতে পেলাম, 'এবার লক্ষ্মী আপুর মতো ঘুমাও' 'তুমি আসো'। আপু একটু বাথরুমে যাই, তুমি ঘুমাও। এবার সে মোবাইলটা হাতে নিয়ে আবারও বেলকোনীতে এসে দাঁড়ালো।

-হুম কি বলে আমার শ্যালিকা।
- তোমার শ্যালিকা বলে আমারে ছাড়া ঘুমাবে না।
- হায় হায় তাহলে আমি এখন কই ঘুমাবো?
- কি! কই ঘুমাবা মানে? আমি কি তোমাকে আমার ঘরে ঘুমাতে দেবো নাকি?
- আরে নাহ, আমি এমন অর্থে বলিনি। কথাটা এজন্য বললাম যে, তোমাকে না বললাম নিচে আসতে, তুমি আসলেনা তাই আমি এখন আর এখানে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে চাচ্ছি না। বাকি রাতটুকু কোন হোটেলে ঘুমিয়ে, সকালে ফিরে যেতে যাই।
- ইশ্! কেনো? এভাবে যদি চলে যাবা তাহলে এলে কেনো?
- আসছিলাম তোমাকে দেখার জন্য, আর তোমার আব্দার অনুযায়ী দুজনের বার্থডে একসঙ্গে সেলিব্রেট করার জন্য।
- তো, এখন তা না করেই কেনো চলে যাবা?
- বাহ্ তোমাকে না বললাম একটু নিচে আসতে, আমি চাঁদ আর তোমায় পাশাপাশি রেখে দেখেতে চাই কে বেশি সুন্দর!
- শোন, ঢং করবা না, এতরাতে এখন আমি নিচে নামি আর কেউ দেখে আমার বাবার কাছে বললে কি হবে একবার ভাবো?
- কি আর হবে, দুজনকে একসঙ্গে ধরতে পারলে ধরে বিয়ে দিয়ে দেবে, এটাই তো তুমি বলছো, তাই না! তাহলে আসতে সমস্যা কোথায়?
- শোন, এমন পাগলামী কইরো না, এখন তুমি বাসস্ট্যান্ডে যাও, ওখানে আবাসিক হোটেল আছে, কোন একটাতে রাতটা কাটাও,আব্বু ৯টার মধ্যে অফিসে যাবে, আমি সাড়ে নটার দিকে তোমার সঙ্গে দেখা করব।
- কোথায় দেখা করবে?
- উম, সেটা তোমাকে সকালে জানাবো।
- ওহ্ কি কষ্ট, এত দূর থেকে আমি এত কষ্ট করে তোমাকে দেখার জন্য ছুটে এলাম আর তুমি আমাকে আবার সেই সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করতে হবে! নাহ্, আমি পারবো না, আমি বরং চলেই যাই!
- দেখো প্লিজ এমন কোরোনা লক্ষ্মী সোনা, সকালে তো দেখা হচ্ছেই।
- আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু নিচে আসতে পারছো না তাহলে এক কাজ করি আমিই না হয় উপরে আসি, তুমি গেটটা একটু খুলে দাও।
- ইশ্ শখ কত, গেটের চাবি আব্বুর কাছে।
- ওহ্ হো, তাহলে কি করা যায়।

হঠাৎ তাকিয়ে দেখি ও যে বেলকোনীতে দাঁড়িয়ে রয়েছে তার কাছেই একটি সুপারির গাছ। গাছটি দেখে মাথায় একটি দুষ্ট বুদ্ধি খেলে গেলো।

- আচ্ছা, আমি যদি সুপারির গাছ বেয়ে তোমার কাছে পৌছাই, তাহলে তো আর সমস্যা নাই?
- আয় হায়, বেডায় কয় কি? কেউ যদি দেখে তাহলে কি হবে একবার ভাবো তো? শোন, যা বলছি শোন, সকাল ১০ টার আগেই আমি কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হবো, তখন তো দেখা হবেই।
- আচ্ছা, কি আর করা, আমি তবে ফিরেই যাই।

কথাটি বলে আমি মোবাইলের কলটা কেটে দিয়ে, ঘুরে হাঁটা শুরু করি, একসময় মাঠ পেরিয়ে রাস্তায় উঠে বাস স্টপেজের দিকে হাঁটতে থাকি। একবারও পেছন ফিরে তাকালাম না। রাস্তার বাঁকে আমি তার দৃষ্টির আড়ালে হওয়ার পরেই মোবাইলে রিং হলো, আমি না ধরে হাঁটতে থাকি। বেশ কয়েকবার রিং হওয়ার পর এবার রিসিভ করি।

-কি ব্যাপার, ফোন দিছো কেনো?
- তুমি কি রাগ করছো, প্লিজ সোনা রাগ করো না!
- রাগ না করে করবটা কি?
- শোন কাল দেখা হলে তোমার এই কষ্টটা আমি পুষিয়ে দেবো কথা দিলাম, তোমাকে দেখে আমার খুব পছন্দ হইছে।
- কিন্তু আমি তোমাকে তো এখনও ভালো করে দেখলামই না, তুমি কালো না ফর্সা, সুন্দরী না বান্দরী, না দেখেই চলে যেতে চাচ্ছি।
- প্লিজ, সোনা, আমাকে আর কষ্ট দিওনা, রাতটুকু অপেক্ষা করো, এখন তো প্রায় ৪টা বাজে, আর মাত্র ৪-৫ ঘণ্টা হোটেলে একটু রেষ্ট নাও, এরপর তো আমি তোমার। শুধুই তোমার!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৪

হাবিব বলেছেন: রোমান্টিক প্রেমের গল্প। কিন্তু এর নাম ডিজুস প্রেম কেন?

২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২২

আমি মুক্তা বলেছেন: আসলে নামটি কোনকিছু না ভেবেই দেওয়া, তবে একটি কারণ ছিল গল্পের সূত্রপাত একটি কোম্পানীর বিশেষ অফারের একটি একটি সিমকার্ডের সূত্র ধরে। ফোন কোম্পানীর সেই বিশেষ অফারের নাম ছিল ডিজুস, একত্রে দুটো সিম বিক্রয় করত এবং এই সিরিজের সকল সিমে রাত ১২ টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মাত্র ২.৩০ বা আর সামান্য কিছু বেশি কলচার্জ ছিল। তবে শর্ত ছিল প্রতিটি কলে এই রেট প্রযোজ্য হবে। আপনি ১ম পর্ব পড়লে জানতে পারতেন।

যাহোক ধন্যবাদ পোষ্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য।

২| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: বাংলা সিনেমা।

২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৩

আমি মুক্তা বলেছেন: হিন্দি ভাষা জানিনা বলেই বাংলা সিনেমা লিখতে হলো। কিন্তু এর প্রতিটি লাইন, প্রতিটি শব্দ, প্রতিটি ঘটনা সত্য।

৩| ২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৭

হাবিব বলেছেন: এর প্রতিটি লাইন, প্রতিটি শব্দ, প্রতিটি ঘটনা সত্য। নায়িকা কি আপনি?

২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩০

আমি মুক্তা বলেছেন: তা জানাটা কি বেশি জরুরি! আমি মেয়ে হলে হয়ত নায়িকা হতাম কিন্তু আমি একজন পুরুষ মানুষ। ভাই মনে হয় গুলিয়ে ফেলছেন। যদি সময় হয়, একটু শুরু থেকে ১-২ পর্ব পড়লে মনে হয় পুরোটা জানতে পারবেন।

ধন্যবাদ।

৪| ২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৬

ভুয়া মফিজ বলেছেন: আর কয়টা পর্ব হবে?
এই গল্প শেষ হলে একসাথে পড়বো। একটা উপন্যাস উপন্যাস ফ্লেভার পাওয়া যাবে...কি বলেন? :)

অপেক্ষা করে করে পড়লে কোন মজা পাই না।

২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩০

আমি মুক্তা বলেছেন: আর ৩-৪টা পর্ব হতে পারে।

আপনার পড়ার স্টাইলটা আমারও পছন্দ, আর এভাবে পর্ব আকারে লিখতে একদম ইচ্ছে ছিল না, কিন্তু কি করা বলুন, সময় তেমন একটা না পাওয়ায় ছোট ছোট ভাগে পোষ্ট করছি।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। পুরোটা লেখা শেষ হলে আপনাকে নক করব ইনশাআল্লাহ।

৫| ২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫১

মুক্তা নীল বলেছেন:
কি মুক্তা ভাই এতো দিন পর কেন? সুপারি গাছে উঠার নিয়ম জানা আছে কি? একেই বলে ডিজুস প্রেম। লিখে যান, সাথেই আছি। পরের পর্ব পড়ার আগ্রহ রইলো।

২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৯

আমি মুক্তা বলেছেন: জ্বী মুক্তা আপু অনেকদিন পরেই আসতে হলো। আসলে কাজের অনেক চাপ তো তাই সময় বের করতে পারিনি।

আর সুপারি গাছে আমি জীবনেও উঠতে পারি নাই, ছোটবেলায় একবার চেষ্টা করে অর্ধেক ওঠার পরে আর পারি নাই।

আপনি অবশ্যই সাথে থাকবেন, থাকতে হবেই যে, নইলে গল্প লেখার স্বার্থকতা কোথায় থাকবে।

পরের পর্বটা দেখি দ্রুত দিতে পারি কি না। ধন্যবাদ সুন্দর একটি উদ্দীপণ জাগানিয়া হৃদয় কাড়ানিয়া মন্তব্যে।

৬| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০১

যায্যাবর বলেছেন: এক্কেবারে গল্পের সাসপেন্সে এসে ব্রেক কষলেন... ইশ ....

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৭

আমি মুক্তা বলেছেন: সাসপেন্সে ব্রেক না কষলে পরে পড়ার আগ্রহ কমে যেতে পারে তাই.....

৭| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে।

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৭

আমি মুক্তা বলেছেন: ভালো লাগায় প্রীত হলাম।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।++++

২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১০

আমি মুক্তা বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই এত্তগুলা প্লাস এর জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.