নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে › বিস্তারিত পোস্টঃ

অনুসরণ করে ফেসবুক :-/ !!!!!!!!!!!!!!!!!!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

ইন্টারনেটের কল্যানে ফেসবুকের জোয়ার সর্বত্র। তবে এ সামাজিক যোগাযোগ সাইটে মানুষের আগমন বাড়ার সাথে সাথে বাড়ছে অনলাইনে বিব্রত হওয়া ঘটনা। তবে কিছু আগাম ব্যবস্থা নিয়ে রাখলে এ ধরণের সমস্যাকে সহজেই পাশ কাটানো যায়।



অনুসরণ করে ফেসবুক: গত বছর এক খবর দারুনভাবে মর্মাহত করেছিলো ফেসবুক ব্যবহারকারিদের। লগ-আউট করে দেওয়ার পরও ফেসবুক তার ব্যবহারকারিদের অনুসরণ করতে থাকবে। এতে করে আপনি ফেসবুকের বাইরে কি করছেন না করছেন সবকিছুই জেনে যাচ্ছে ফেসবুক। আর কিছুদিন আগে ফেসবুক তার ব্যবহারকারিদের তথ্য বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানের কাছে টাকার বিনিময়ে বিক্রির ঘোষণা দিয়েছে। যা সবচেয়ে উদ্বেগের কারন হয়ে দেখা দিতে পারে। কেননা আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেমন- ইমেইল আইডির পাসওয়ার্ড কিংবা ক্রেডিট কার্ডেও নাম্বারের মতো স্পর্শকাতর তথ্যগুলো চলে যেতে পারে কোনো দুষ্কৃতিকারির হাতে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ব্রাউজার এক্সটেনশন। গুগলক্রোম ব্যবহারকারিরা গুগলক্রোম অথবা গুগলক্রোম২ ঠিকানা থেকে যে কোনো একটি এক্সটেনশনটি যোগ করে নিতে পারেন। অন্যদিকে মজিলা ফায়ারফক্স ব্যবহারকারিরা মজিলা ফায়ার-ফক্স এড-অনটি সচল করে নিয়ে ফেসবুকের ট্রাকিং থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারবেন।



বিরক্তিকর ট্যাগ এড়িয়ে চলা: বর্তমান সময়ে ফেসবুকের সবচেয়ে বিরক্তির ট্যাগ অপশন। নেতিবাচক অথবা ভালো কোনো ছবিতে হরহামেশা ট্যাগিং এড়ানোর জন্য আপনাকে যেতে হবে Privacy Settings অপশনে। এরপর Timeline and Tagging এ ক্লিক করতে হবে। ডানপাশের ঘরে How can I manage tags people add and tagging suggestions? অপশনে তিনটি সাব-অপশন দেখো যাবে। এগুলোর প্রতিটি পাশের Edit অপশন থেকে আপনার মতো করে ট্যাগ অপশনটি নিয়ন্ত্রণ করতে পারবেন।



অ্যাপস ধাঁধায় না পড়া: ফেসবুক হোমপেইজে বিজ্ঞাপন প্রদর্শন অনেকটা চেইন অব কমান্ডের মতো কাজ করে। যখনই আপনি কোনো একটি পেইজে লাইক করবেন অথবা কোনো গোপনীয় অ্যাপ্লিকেশন চালু করবেন সেগুলো আপনার বন্ধু তালিকার সবার হোমপেইজে প্রদর্শিত হবে। যা অনেক সময় আপনার জন্য বিব্রতকর পরিস্থিতির কারণ হয়ে দাড়াতে পারে। সমাধান খুজতে আপনাকে যেতে হবে Privacy Settings অপশনে। বামপাশের Adverts অপশনে ক্লিক করলে Third Party Sites এবং Ads & Friends এ দুটো অপশন প্রদর্শিত হবে। প্রতিটির ডানপাশেই Edit অপশন পাওয়া যাবে। Edit এ ক্লিক করে Only my friends এবং No one অপশন থেকে No one চিহ্নিত করে Save Changes এ ক্লিক করতে হবে।



বি:দ্র: ভালো লাগলে অবশ্যই জানাবেন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

ফারহুম বলেছেন: অন্য কারো পোষ্টে লাইক, কমেন্ট করলে তা ফ্রেন্ডদের ওয়ালে শেয়ার হয়ে যায়। বিষয়টা যেমন বিব্রতকর, তেমন বিরক্তিকরও বটে। কারন আমার বড়-ছোট ভাই বোন সহ আত্মীয় স্বজন আনেকেই ফ্রেন্ডলিস্টে আছেন। আর এজন্য সবসময়ই আমাকে একটু বেশী সচেতন থাকতে হয়। মনে খুলে কমেন্ট করতে পারিনা :(
আপনার লাস্ট পন্থা এপ্লাই করে আসলাম। দেখি কি হয়।

ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.