![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.
যখন ইচ্ছা তখন খুঁজি :উইন্ডোজ সেভেনে হার্ডডিস্কের তথ্য অনুসন্ধানে বিল্টইন অপশন থাকলেও তা খুব একটা কাজে আসে না। অনুসন্ধানে সময়ও অপচয় হয়। অন্যদিকে উইন্ডোজ এক্সপিতে এভাবে তথ্য খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়। প্রয়োজনে খোঁজাখুঁজির এসব গুরুদায়িত্ব দেওয়া যেতে পারে ক্ষুদে সফটওয়্যার [মাত্র ৩৩৪ কিলোবাইট] 'এভরিথিং'কে। এর জাদুকরী ছোঁয়ায় প্রয়োজনীয় তথ্য থাকবে হাতের নাগালে সব সময়। অনুসন্ধানী বাক্সে কিছু লেখার শুরুতেই লেখার সঙ্গে সম্পর্কিত ফাইলগুলো চলে আসবে তাৎক্ষণিকভাবে। এরপর ফাইলের যে কোনোটিতে ডাবল ক্লিক করে সেটি চালিয়ে পরখ করে নেওয়ার সুযোগও থাকছে। আর নাম ভুলে গেলেও আছে সমাধান। যদি ফাইলটির নামের কোনো অংশ অথবা নামের শেষ অংশ যেমন_ .mp3, .exe, .pdf, .doc ইত্যাদি ফরমেটের কথা মনে থাকে তাহলেও অনায়াসে খুঁজে পাওয়া যাবে কাঙ্ক্ষিত ফাইলটি। ডাউনলোড লিংক http://www.voidtools.com
বিদায় হোক ডুপ্লিকেট ফাইল : হার্ডডিস্কের একটি বড় অংশজুড়ে থাকে কোনো না কোনো ডুপ্লিকেট ফাইল। তবে এত হাজার হাজার ফোল্ডার আর লাখ লাখ ফাইল থেকে ডুপ্লিকেট ফাইলের মধ্যে মিল খুঁজে বের করে সেগুলো ডিলিট করা খুবই দুরূহ কাজ হতে পারে। এই কঠিন কাজটিকে সহজ করতে আছে সফটওয়্যার 'অ্যান্টি-টুইন'। প্রতিটি ড্রাইভ থেকে ডুপ্লিকেট ফাইল খোঁজা ছাড়াও অন্য কোনো ড্রাইভে রাখা ফাইলের সঙ্গে এই ড্রাইভের ফাইলের কোনো মিল আছে কি-না সেটি যাচাই করে দেখার সুযোগও পাওয়া যাবে এন্টি-টুইনে। ডাউনলোড লিংক : Click This Link
হারাবে না কোনো তথ্য : ভুল করে কাজের ফাইলটি ডিলিট করে ফেলেছেন? উইন্ডোজে একবার ডিলিট করা ফাইল ফেরত আনার আর কোনো 'আনডু' বাটন নেই। চিন্তার কিছু নেই। আপনার চিন্তা দূর করতে আছে ইউটিলিটি সফটওয়্যার 'রিকুভা'। কম্পিউটার ছাড়াও নষ্ট হয়ে যাওয়া অথবা ভুলক্রমে ফরমেট হয়ে যাওয়া মেমোরি কার্ড, ক্যামেরা কিংবা এমপিথ্রি প্লেয়ার_ সবকিছু থেকেই উদ্ধার করা যাবে প্রয়োজনীয় তথ্যটি। পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করার সময় সেভ করার আগেই কারেন্ট চলে গেলেও সমস্যা নেই। এ ধরনের সব সমস্যার সমাধান পেতে রিকুভা'র ডাউনলোড লিংক : http://www.piriform.com/recuva
দ্রুত হোক আনইনস্টল :কম্পিউটারে একবার ইনস্টল কিংবা সেটআপ করা সফটওয়্যার আনইনস্টল করার জন্য প্রতিবার যেতে হয় কন্ট্রোল প্যানেলে, যা অনেকটা ঝামেলা মনে হতে পারে। আর প্রতিটি সফটওয়্যার আনইনস্টলের জন্য প্রয়োজন হয় আলাদা কমান্ড দেওয়ার। এক কমান্ডে সব অকেজো সফটওয়্যার আনইনস্টল করতে কাজে আসবে 'পিসি ডেকরাপিফিয়ার'। তে আনইনস্টল করার পাশাপাশি সি ড্রাইভে থাকা অপ্রয়োজনীয় ফাইলও খুঁজে বের করে সেগুলো দূর করে কম্পিউটারে গতি ফিরিয়ে আনা যাবে। লিংক : http://www.pcdecrapifier.com/download
বি:দ্র: উপকারে আসলে অবশ্যই জানাবেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
কোলাহল নির্জনে বলেছেন:
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
একরামুল হায়দার বলেছেন:
ছাগুরা অনেক সফটওয়্যার দিয়ে আপনার কম্পুটার হেক করতে পারে সাবধান
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
কোলাহল নির্জনে বলেছেন: হায়রে তোরা প্রযুক্তির মধ্যেও এসব খুজোস???? তোদের মতো। ছাগু ভাদা রাজাকারদের স্বভাব কি কখনো বদলাবে না??
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
কোলাহল নির্জনে বলেছেন: তুই রাজাকার। তোর মুখে থু........
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
সেলিম মোঃ রুম্মান বলেছেন: কাজের জিনিস। থ্যাংকু
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
কোলাহল নির্জনে বলেছেন: আপনাকেও টিংকু
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
মহাজাগতিক মুসাফির বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
সব ডাউনলোড হয়ে গেছে। আপনার লেখা কপি করেছি। কাজ করব পরে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
কোলাহল নির্জনে বলেছেন:
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০
জাহিদ হাসান বলেছেন: রিকুভা ছাড়া বাকিগুলো অপরিচিত ছিল । ধন্যবাদ সফটওয়্যারগুলোর সাথে পরিচিত করে দেওয়ার জন্য ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
কোলাহল নির্জনে বলেছেন: চালান কামে দিবো
৬| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪
মুক্ত মানব আসিফ বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।
কাজে লাগল। :-)
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
কোলাহল নির্জনে বলেছেন: উকে
৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১১
পথ-হারা এক পথিক বলেছেন: প্রিয়তে তুলে নিলাম। সময়মতো ব্যবহার করবো।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
কোলাহল নির্জনে বলেছেন: অয় ঠিক আছে
৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৪
Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
কোলাহল নির্জনে বলেছেন:
৯| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫২
ক্লিকবাজ বলেছেন: ধন্যবাদ
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩
কোলাহল নির্জনে বলেছেন:
১০| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০
কিমধিকমিতি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭
কোলাহল নির্জনে বলেছেন: কারো উপকারে আসুক এটাই লেখকের কাম্য
১১| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩২
তারেক বলেছেন: ভাই কি জিনিস দিলে। এবার ইদের আপনার দাওয়াত রইল
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪
কোলাহল নির্জনে বলেছেন: কেম্নে যাইতাম ভাই??
১২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:৪৩
আসিক ইসলাম বলেছেন: ভালো লাগলো ....
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪
কোলাহল নির্জনে বলেছেন: হাছা কইলেন তো? :p
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
শরতের আকাশ বলেছেন: ভালো উপকারি জিনিষ পোস্ট করছেন ।