নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে › বিস্তারিত পোস্টঃ

ভার্চুয়াল শিক্ষকের গুগল জয়

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

বাংলাদেশি তরুণ রাগিব হাসান গত বছরের আগস্টে চালু করেন ভার্চুয়াল মাধ্যমে বাংলা ভাষায় পড়াশোনার সাইট শিক্ষক ডট কম View this link । সম্প্রতি ভার্চুয়াল এ সাইটটি জিতে নিয়েছে গুগল ঘোষিত রাইজিং অ্যাওয়ার্ড



বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা, কম্পিউটার বিজ্ঞান এবং গণিতশাস্ত্রকে ব্যবহার করে গড়ে ওঠা শিক্ষাবান্ধব উদ্যোগকে উৎসাহিত করতে প্রতি বছর 'গুগল রাইজ অ্যাওয়ার্ড' দিয়ে থাকে প্রযুক্তি জায়ান্ট গুগল। আজকের উদ্যোগ আগামী সুন্দর ভবিষ্যতের কারিগর_ এ মূলমন্ত্রে প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গুগলের রাইজিং অ্যাওয়ার্ড। এ বছর উদীয়মান সম্ভাবনাময় প্রকল্প হিসেবে বাংলাদেশি তরুণ রাগিব হাসানের শিক্ষক ডট কম জিতে নিয়েছে রাইজিং অ্যাওয়ার্ড।



শিক্ষক ডট কম এবং একজন রাগীব হাসান: শিক্ষক ডট কম বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের ভার্চুয়াল মাধ্যম। গত বছরের আগস্টে বাংলাদেশি উদ্যোক্তা ড. রাগিব হাসানের হাত ধরে অনলাইন দুনিয়ায় যাত্রা শুরু করে এই সাইটটি। রাগিব হাসান বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক। নিজের বিভাগেই শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু। এরপর উচ্চতর ডিগ্রি অর্জনে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। বর্তমানে বার্মিহামের ইউনিভার্সিটি অব আলাবামাতে কম্পিউটার এবং তথ্য বিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলা ভাষাকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বাংলা উইকিপিডিয়া কিংবা ওপেনসোর্স আন্দোলনকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। বাংলা ভাষায় পড়াশোনাকে সহজ করে উপস্থাপনের জন্য চমৎকার প্রয়াস শিক্ষক ডট কম। সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সাইটটি। রাগিব হাসান জানান, অনলাইন সুবিধা কাজে লাগিয়ে দূরপাঠ্য এসব কোর্সের শিক্ষা নিয়ে নিজেকে আলোকিত করতে পারবেন। পুরো সুবিধাটিই পাওয়া যাবে বিনামূল্যে। শিক্ষক ডট কম তার ভার্চুয়াল স্কুলে যোগ করেছে ২৫টি পাঠ্যবিষয়। এরই মধ্যে এই ভার্চুয়াল স্কুলে যোগ দিয়েছেন ২০ হাজার নিবন্ধিত শিক্ষার্থী। সার্চ জায়ান্ট গুগলের ভাষায়_ শিক্ষক ডট কমকে পুরস্কারে ভূষিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা মনে করি বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অনগ্রসর-দরিদ্র শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় অবদান রাখতে পারবে। এ শিক্ষা পদ্ধতি উন্নয়নশীল দেশগুলোর জন্য একদিন অনুকরণীয় হয়ে উঠবে।

শিক্ষাপদ্ধতির মতোই এখানের পাঠ্যবিষয়গুলোও চমৎকার। পাঠ্য বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত মহাজাগতিক প্রাথমিক ধারণা নিয়ে জ্যোতির্বিজ্ঞান। পদার্থ, রসায়ন, গণিত এবং জীবজ্ঞিানের সম্মিলিত জ্ঞানের আলোকে কেমিকৌশলসহ নানা বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে সাইটটিতে। পাশাপাশি শিগগির যোগ হতে যাচ্ছে আরও কয়েকটি দরকারি পাঠ্যবিষয়।



ছাত্র হবেন যেভাবে : পেশাজীবী কিংবা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন। তাতে কি! স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া অথবা পেশাজীবী যে কেউ এখানের ছাত্র হতে পারবেন। ছাত্র হবার প্রক্রিয়াও অনেক সহজ। শিক্ষক ডট কমে প্রবেশ করে ওপরের দিকে ট্যাবে থাকা কোর্স তালিকায় ঢুঁ মারতে হবে। এরপর কোর্স তালিকা ভালোলাগা যে কোনো বিষয়ে ক্লিক করলে নিবন্ধন নামক একটি অপশন আসবে। নিবন্ধনের জন্য আপনার পূর্ণ নাম, ই-মেইল ঠিকানাসহ কয়েকটি তথ্য যথাযথভাবে পূরণ করে দিয়ে সাবমিট করতে হবে। প্রতিটি কোর্সের সঙ্গে সিলেবাস এবং লেকচার লিংক দেওয়া থাকবে। লিংকগুলোতে ক্লিক করা মাত্র ভিডিও আকারে লেকচার প্রদর্শিত হবে। প্রতিটি লেকচারই সহজবোধ্য বাংলায় উপস্থাপন করা হয়েছে। চাইলে একজন শিক্ষার্থী যতগুলো ইচ্ছা বিষয়ের ওপর পড়াশোনা করতে পারবেন।



আপনিও হতে পারেন শিক্ষক : বিজ্ঞান, প্রকৌশল, কলা, বাণিজ্য, সমাজবিজ্ঞান, ইতিহাস, ভাষা শিক্ষা অথবা অন্য যে কোনো বিষয়ে পারঙ্গম হোন না কেন চাইলে আপনিও এখানে পড়াতে পারবেন- ই-মেইলে জানালেন রাগিব হাসান। পুরো প্রকল্পটিই যেহেতু মুক্ত প্রকল্প সেহতেু স্বেচ্ছাশ্রমে আগ্রহী যে কেউ ভার্চুয়াল শিক্ষকতার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারেন। এজন্য প্রথমেই আপনাকে কোর্সের নাম, সংক্ষিপ্ত বর্ণনা, কাদের জন্য কাজে আসবে, কোর্সের বর্ণনাসহ ইউটিউব ভিডিও টিউটোরিয়াল এবং কোর্স শেষ হতে কতদিন লাগবে এসব তথ্য সংবলিত একটি ই-মেইল পাঠাতে হবে [email protected] ঠিকানায়।



বি:দ্র: লেখাটি আজকের সমকালে প্রকাশিত।

লেখক: আমিনুর রহমান

সহযোগিতায়: হাসান জাকির

মন্তব্য ৫৮ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

সমানুপাতিক বলেছেন: ভাল লাগলো ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

কোলাহল নির্জনে বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

জানা বলেছেন:


দারুণ খবর। রাগিব আমাদের গৌরব। অভিনন্দন রাগিব।

সাইটটি খুব আনন্দের সাথেই নজর রাখি। চমৎকার উদ্দোগ এবং যথার্থ মূল্যায়ন। দেশে বিরাজমান এই অস্থিরতায়, অশান্তিতে একটি শান্তির খবর মন ভাল করে দিল।


পোস্টের জন্য অনেক ধন্যবাদ @ কোলাহল নির্জনে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

কোলাহল নির্জনে বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

লুব্ধক০১ বলেছেন:
প্রতিদিন অন্তত ২০০০ শিক্ষার্থী এখানে আসেন এবং অন্তত ৫০০০টি পেইজ ভিজিট করেন। এখন পর্যন্ত ২৬টি কোর্সে দেয়া হয়েছে ১৪০টি লেকচার। আর সব কোর্সে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ২৫,০০০।

সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে তৈরী করা ও ১২০০ টাকা বাজেটের এই সাইটের এখন পর্যন্ত দেয়া অমূল্য লেকচারগুলার অর্থমূল্য হবে ১০লাখ টাকার উপরে!শিক্ষকের শিক্ষকদের তাই অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ।


ই-শিক্ষার মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে পাল্টে দেয়ার যাত্রা শুভ হোক ...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

কোলাহল নির্জনে বলেছেন: অবশ্যই শুভ হবে যদি সবাই এভাবে এগিয়ে আসে

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

প্রিন্স হেক্টর বলেছেন: গতকাল প্রথম আলোতে পড়েছি। শিক্ষকেও পড়েছি।

আমি এখানে সি ও সি ++ ফলো করছি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

কোলাহল নির্জনে বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

নিয়েল ( হিমু ) বলেছেন: উত্তাল সময়ে ভাল একটা খবর ।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

নায়করাজ বলেছেন: বুঝলাম না লেখাটার সঙ্গে কেন সাইটে যাওয়ার একটা লিংক দিলেন না। লিংক দেয়াটা কি স্বাভাবিক ছিল না ?

রাগিব হাসানকে অভিনন্দন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

কোলাহল নির্জনে বলেছেন: দু:খিত ব্যাপারটি আমার নজরে আসেনি। এখন ঠিক করে দেওয়া হয়েছে।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

ফকির সাইঁ বলেছেন: আহা কি আননদ আকাশে-বাতাসে।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

শাকিল ১৭০৫ বলেছেন: আমি এখান থেকে কিছুদিন আগে আমার দরকারি একটা লেকচার নামিয়েছি।
ধন্যবাদ

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

মাহিরাহি বলেছেন: রাগিব হাসানকে প্রানঢালা অভিনন্দন।

দু:সময়ে ভাল একটি সুসংবাদ।

আমাদের নতুন প্রজন্ম এমন অনেক ভাল কাজকর্মে সাফল্য লাভ করুক, এই কামনা রইল।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

মনিরা সুলতানা বলেছেন: আলকিত এক এক সংবাদ
ভাললাগ্ল +++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

কোলাহল নির্জনে বলেছেন: ধন্যবাদ

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

নীলতিমি বলেছেন:


২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

কোলাহল নির্জনে বলেছেন: ধইন্না পাতা :)

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: রাগিব ভাইয়ের জন্য শুভ কামনা।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

অপু ওপি বলেছেন: আমি ভর্তি হয়েছি, ভালো লাগে আমার

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কংগ্রেচুলেশন রাগিব ভাই ...
আপনি করে দেখিয়েছেন ...

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

princejohn বলেছেন: এগিয়ে যাক আমাদের ই-শিক্ষা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

কোলাহল নির্জনে বলেছেন: অবশ্যই

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

শায়মা বলেছেন: আমিও কাল সকালে পত্রিকা খুলেই রাগীবভাইয়ার ছবি দেখে চিল্লিয়ে উঠেছি!!!!:)


আমাদের রাগীবভাইয়া!

অনেক অনেক শুভকামনা ভাইয়াটার জন্য আর তোমার জন্যও ভাইয়া পোস্ট টা আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।:) :) :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

কোলাহল নির্জনে বলেছেন: আপনাকেও ধইন্না :) তবে আসল ধন্যবাদ আমিনুর রহমান পাওয়ার যোগ্য।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

রাগিব বলেছেন: আপনাদের সবাইকে অনেক অনেক অনেএএক ধন্যবাদ। গতকাল ও আজকে এতো শিক্ষার্থী এসেছেন সাইটে যে, সাইট প্রায় ধ্বসে যাওয়ার অবস্থা। দুই দিনে মোট ৪০ হাজার পেইজ ভিউ হয়েছে, মোট্প্রায় ১৫ হাজার শিক্ষার্থী এসেছেন।

শিক্ষক.কম এর জন্য আসলে আমি নই, বরং অভিনন্দন ও কৃতীত্ব পাওয়ার যোগ্য হলেন এই সাইটের সুযোগ্য ও নিবেদিতপ্রাণ শিক্ষকেরা, যারা কেবল বাংলা ভাষার টানে এখানে নানা কোর্স বানিয়ে দিয়েছেন।

গুগলের এই পুরস্কারটা আমাদের খুব কাজে লাগবে। বিশ্বাস করবেন না হয়তো, শিক্ষক.কম এর মোট বাজেট মাত্র ১২০০ টাকা। ফলে এর প্রচারণা, বিজ্ঞাপণ থেকে শুরু করে সবকিছু আসলে করা হয়েছে সোশাল মিডিয়া যেমন ফেইসবুকেই। এখন আমার ইচ্ছা আছে, দেশে কিছু ভলান্টিয়ারকে সম্মানী দিয়ে কাজে লাগানো, যাতে করে স্কুল কলেজের যেসব প্রখ্যাত শিক্ষক আছেন, তাদের লেকচারকে ভিডিও করে কোর্স চালু করা যায়, তার ব্যবস্থা করা।


আর অচিরেই আমরা এই সাইটে সার্টিফিকেট (ফ্রি) এর ব্যবস্থাও করবো। শিক্ষক.কম এর সবকিছুই সব সময়ে থাকবে সম্পূর্ণ ফ্রি।

শিক্ষকের ফেইসবুক পেইজটিতে ঘুরে আসুন, আমন্ত্রণ রইলো।

http://www.facebook.com/shikkhok

আর সমকালে এই চমৎকার নিবন্ধটি লেখার জন্য অনেক ধন্যবাদ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

কোলাহল নির্জনে বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

নেকড়ে বলেছেন: কপি পেস্ট পোস্ট স্টিকি! শেইম । শেইম। আপনি আপনার মত করে লিখতে পারতেন @পোস্টদাতা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

কোলাহল নির্জনে বলেছেন: কপি পেষ্ট ভালো বলেছেন B-)) নিজের লেখা নিজেই কপি করা যায় এটা আজকে প্রথম শুনলাম। যাইহোক আগাগোড়া না জেনে কমেন্টস না করাই শ্রেয়।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

রাগিব বলেছেন: @নেকড়ে, সমকালে নিবন্ধটি সম্ভবত এই ব্লগারেরই লেখা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

কোলাহল নির্জনে বলেছেন: ধন্যবাদ। রাগিব ভাই, সমকালে প্রতিবেদনটা আমারই লেখা। এজন্য কৃতজ্ঞতা 'অনলাইন' পাতার বিভাগীয় সম্পাদক হাসান জাকির ভাইকে।

সমকালে অনলাইন পাতার ফেসবুক পেজে ঘুরে আসার জন্য সবাইকে অনুরোধ রইলো

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

মামুন,চৌ:হাট বলেছেন: রাগিব ভাইকে অনেক ধন্যবাদ এমন একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য।

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

একজন ঘূণপোকা বলেছেন: দোস্ত গ্রেট জব।


পোষ্ট স্টিকি, জানা আপার কোমেন্ট। রাগিব ভাইয়ার উপস্থিতি আর কি লাগে। !:#P !:#P !:#P


ধন্যবাদ রাগিব ভাইয়া। বাংলাকে এগিয়ে নেয়ার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

কোলাহল নির্জনে বলেছেন: :) :) :) !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন খবর!!!

কিন্তু পেইজটা আমার পিসিতে ওপেন হচ্ছে না :((

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

কোলাহল নির্জনে বলেছেন: রাগিব বলেছেন: আপনাদের সবাইকে অনেক অনেক অনেএএক ধন্যবাদ। গতকাল ও আজকে এতো শিক্ষার্থী এসেছেন সাইটে যে, সাইট প্রায় ধ্বসে যাওয়ার অবস্থা। দুই দিনে মোট ৪০ হাজার পেইজ ভিউ হয়েছে, মোট্প্রায় ১৫ হাজার শিক্ষার্থী এসেছেন।

অপেক্ষা করুন।

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ রাগীব ভাই কে ।

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

আমি ইহতিব বলেছেন: দেশে এতো রাজনৈতিক অস্থিরতার ভীড়ে এমন কিছু খবর মনে প্রশান্তি এনে দেয়। ভালো লাগলো খবরটা, পোস্টদাতাকে ধন্যবাদ এমন একটি ভালো খবর শেয়ার করার জন্য।

আমিনুর ভাইকেও ধন্যবাদ।

২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

আতিয়ার রহমান বলেছেন: good

২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

আরিল বলেছেন: অভিনন্দন রাগিব। this is very happy news, very impressed of what you have created to help people educate themselves better. i hope that you can get wide publicity for your project so that it reaches deep into your target audience. again, you have done something fantastic for bangladesh, good luck on the onwards journey.

২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মামুন রশিদ বলেছেন: অভিনন্দন রাগিব ভাই ।

২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আশীষ কুমার বলেছেন: ওহ দারুণ সাফল্য। অভিনন্দন রাগিব।

২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

ঝটিকা বলেছেন: আমি অনেকগুলো কোর্সে রেজিস্ট্রেশন করেছি। এক কথায় অসাধারন। তার উপর যদি ফ্রীতে সার্টিফিকেটও পাই সোনায় সোহাগা।

৩০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

ফার্ুক পারভেজ বলেছেন: দারুণ সাফল্য। অভিনন্দন রাগিব

৩১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রিয়তে নিলাম, পূর বিষয়টি দারুন লেগেছে। আরেকজন অসামান্যও মেধাবি বাংলাদেশি সালামান এর অনলাইন স্কুলের একটা ছোঁয়া পেয়েছি। আমি খুব এক্সাইটেড, যা শিখতে পারি তাই তো লাভ! অনেক ধন্যবাদ পোস্টের জন্যে। +++++++

৩২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

অভি৯১৭৫ বলেছেন: রাগিব ভাই এক জন অসাধারণ ভালো ব্লগার ও। উনার লিখা "গুগল" এর
উপর ব্লগ গুলো দিয়ে আমি আমার Organization behavior এর কোর্স প্রজেক্ট বানাইছিলাম :P :P

৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

অন্ধকারের রাজপুত্র বলেছেন: সাইটটা বেশ কয়েকদিন ধরেই ফলো করছি ! :)
অভিনন্দন রাগিব ভাই এবং শিক্ষক-এর সাথে জড়িত সবাইকে !:#P

৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

মাক্স বলেছেন: ++++++

৩৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

সাধারণ মুসলমান বলেছেন: ভালো লাগছে দোস্ত। তু্ই আমাদের ৯৬ ব্যাচের গর্ব। পুরো বুয়েটেরই গর্ব। বাংলার গর্ব। শিক্ষক ডট কমের কথা মাত্র ১ সপ্তাহ আগে এক ছাত্রের মুখে শুনেছিলাম। এখন সবাই শুনবে।

৩৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

আন্ধার রাত বলেছেন:
গর্বের সংবাদ, উৎসাহিত হবার সংবাদ। অভিনন্দন অনেক অনেক।

ভর্তি হতে হবে দেখছি। :D

৩৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

আজম বলেছেন: ইন্টারনেটকে সঠিক উপায়ে ব্যবহারের দারুন একটি উদাহরন "শিক্ষক"। মজার ব্যাপার হচ্ছে, সাধরনের কাছে শিক্ষা উপকরন পৌছে দেয়ার ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশীরা অনেক এগিয়ে। ইউটিউব, খান একাডেমি, শিক্ষক.কম আইডিয়াগুলোর সাথে বাংলাদেশ সংশ্লিষ্ট। কিন্তু উল্টা পিটে, বন্ধ ইউটিউভ, উচ্চ মুল্য আর ধীর গতির ইন্টারনেট কপার তারে বিশাল মাপের রেজিস্ট্যান্সের মত কাজ করছে, এবং এই রেজিসট্যান্স গুলোর ইম্প্যাক্টে সার্কিটে যুক্ত বাল্বটি সর্ব শক্তিতে আলোকিত করতে পারছে না।
আশাকরি, ইউটিউভ, ইন্টানেট মুল্য ও স্পীড এর গূরুত্ব কর্তৃপক্ষ যথাযথ ভাবে উপলব্ধি করবে। শুভ কামনা শিক্ষকের জন্য।

৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: রাগিব ভাই,

শুনে খুশি হইলাম যে কিছু সম্মানী পেতে যাচ্ছি। সম্মানটা যদিও ইতোঃমধ্যেই পেয়ে গেছি।


আপনাকে ধন্যবাদ শিক্ষক ডট কম এ একটি কোর্স পড়ানোর সুযোগ করে দেবার জন্য।

৩৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

এেলােমেলা সব বলেছেন: যার যার প্রিয় topic এ study করা এখন আরও সহজ হয়ে গেল। ধন্যবাদ রাগিব ভাই।

৪০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

তুহিন মাজহার বলেছেন: রাগিব ভাই আমি আপনার সাইটের প্রথম থেকেই ভক্ত। অভিনন্দন আপনাকে। ধন্যবাদ আমিন ভাইকে সুন্দর লিখা উপহার দেয়ার জন্য।

গুগলের এই পুরস্কারটা আমাদের খুব কাজে লাগবে।

রাগিব ভাই বা আমিনুর ভাই মনে কিছু নিয়েন না একটা প্রশ্ন করলামঃ
পুরস্কারের টাকার পরিমান কত?

৪১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

একজন ঘূণপোকা বলেছেন: ৫০০০ ডলার মনে হয় @ তুহিন মাজহার

৪২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

টেকপাগলবিডি বলেছেন: অসাধারণ।

৪৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

রাগিব বলেছেন: @তুহিন মাজহার, পুরস্কারের পরিমাণ ৫০০০ মার্কিন ডলার। তবে এই টাকাটা পুরাই শিক্ষক.কম প্রজেক্টের জন্য :) আমার নয়। এর মোটামুটি হাজার দুয়েক ডলার যাবে দেশীয় ভলান্টিয়ার টিমের মাধ্যমে দেশে ভিডিও রেকর্ডিং ও আপলোডের ব্যবস্থা করতে। আর প্রফেশনাল ডেভেলপার দিয়ে সাইটের কিছু উন্নতি করতে ও সাইটের হোস্টিং এ অনেকটা খরচ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.