নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে › বিস্তারিত পোস্টঃ

এবার পালা চাইনিজ (China) উইন্ডোজের...........

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:২১







কম্পিউটার চালনায় নিজস্ব অপারেটিং সিস্টেম [ওএস] ছাড়ার ঘোষণা দিয়েছে চীন। ওপেনসোর্স ভিত্তিক ওএস ডেভেলপ শেষ পর্যায়ে রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। উবুন্টুর যাবতীয় সুবিধা যুক্ত এই উইন্ডোজ 'কাইলিন' নামে আত্মপ্রকাশ করতে পারে। কাইলিন ডেভেলপে বেইজিং গবেষণা সংস্থাকে সহায়তা করছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যানোনিক্যাল। আপাতত ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপে কাইলিন চালানো যাবে। তবে পরবর্তী সংস্করণগুলোতে দরকারি কাজে সহায়তার জন্য বিল্টইন আকারে চাইনিজ সফটওয়্যার [যেমন- ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ওয়েব ব্রাউজার বাইদু এবং অনলাইন কেনাকাটা বিষয়ক সহকারী তাওবাও] সংযোজিত হবে। পাশাপাশি চাইনিজ ভাষায় কমান্ড দিতে পারবেন ব্যবহারকারীরা।

















বিশ্লেষকদের মতে, নিজস্ব উইন্ডোজের সহায়তায় প্রযুক্তি খাতে চীনকে আরও এক ধাপ এগিয়ে রাখবে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে উইন্ডোজ কাইলিন অবমুক্ত হবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫

মিনহাজুল হক শাওন বলেছেন: উইন্ডোজ আর অপারেটিং সিস্টেমের মাঝে পার্থক্য গুলিয়ে ফেলেছেন আপনি। কাইলিন একটি বিএসডি/লিনাক্স বেজড অপারেটিং সিস্টেম, ইহা উইন্ডোজ নহে।

২| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৮

বিশ্বজিত চক্রবত্তী বলেছেন: আপনার গুলিয়ে ফেলা কথাগুলো শাওন ভাই বলে দিয়েছেন। সাথে আরও একটু যোগ করি- আগামী মাসে যেটা রিলিজ হবে সেটা কিন্তু উইন্ডোজ কাইলিন না ওটা হচ্ছে উবুন্তুকাইলিন।

৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪

মো: আতিকুর রহমান বলেছেন: কত আসলো কত গেলো। কিন্তু গ্রাহকদের জন্য সর্বকালের সেরা ও.এস উইন্ডোজ নিজেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.