নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট ছাড়াই ই-মেইল!

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০







প্রযুক্তি দুনিয়ায় যোগাযোগের জন্য ই-মেইল সেবা এখন দারুণ জনপ্রিয়। ই-মেইল সেবার জন্য প্রয়োজন সার্বক্ষণিক ইন্টারনেট। তবে কৌশলে ইন্টারনেট ছাড়াই ই-মেইল আপডেট পাওয়া সম্ভব। এ জন্য আপনার থাকতে হবে জিমেইল আইডি এবং একটি সচল মোবাইল নম্বর।







প্রথম ধাপ :শুরুতেই আপনার জিমেইল আইডিতে লগইন করুন। এরপর ওপরের ডানপাশের Settings-এ গিয়ে Levels ট্যাব হয়ে create new Label-এ আসতে হবে। Please enter a new label name এর ঘরে sendsms নাম বসিয়ে Create-এ ক্লিক করতে হবে। এবার Filter ট্যাব হয়ে create new Filter-এ আসতে হবে। যদি আপনি সব ই-মেইলে এসএমএস বার্তা আকারে পেতে চান তাহলে Has the words--এর ঘরে is:inbox লিখে create filter with this search এ ক্লিক করতে হবে। Apply the label অংশে sendsms বাছাই করে create filter এ ক্লিক করতে হবে।







দ্বিতীয় ধাপ : এ ধাপের শুরুতেই আপনাকে http://goo.gl/aEH3B লিংকে যেতে হবে। এখানে ওপরের File থেকে Make a Copy এবং Ok দিতে হবে। একই উইন্ডোতে এবার tools থেকে Script Editor এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডো আসবে। এখানে Resources অপশন থেকে ঈঁ Current Project’s Triggers এ যেতে হবে। অনেক ক্ষেত্রে কোনো Trigger সেট না করাও থাকতে পারে। এ ক্ষেত্রে Trigger সেটিং করে নিতে হবে। এ জন্য Current Project’s Triggers উইন্ডোতে যে চারটি ঘর আসবে সেগুলোতে sendsms, Time-driven, Minutes timer এবং Every minute বাছাই করে Save দিতে হবে।







তৃতীয় ধাপ : শেষ ধাপে গুগল ক্যালেন্ডারের সঙ্গে সেতুবন্ধন করার জন্য আপনাকে http://goo.gl/dbv4l লিংক হয়ে গুগল ক্যালেন্ডারে প্রবেশ করতে হবে। এখানে Settings এ ক্লিক করতে হবে। general tab এ GMT+6 বাছাই করে দিন। Mobile options tab এ এ প্রথমে Bangladesh এবং পরে আপনার সচল মোবাইল নাম্বার প্রবেশ করাতে হবে। কোড আসা মাত্র সেটি Verification Code এর ঘরে বসিয়ে Finish Setup চাপতে হবে।



এ জাতীয় আরো কিছু পোষ্ট.....



* এ সময়ের প্রযুক্তি বিস্ময়: পর্ব- ১

* মাত্র ৩.৬ সেকেন্ডে রিচার্জ হবে ত্রিমাত্রিক ব্যাটারি

* কম্পিউটারে ফায়ার- ফক্স ওএস চালাবেন যেভাবে

* জেমস বন্ড কায়দায় ঝাঁকিয়ে লক-আনলক করুন আপনার সেলফোন

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

সুখী মানুষ বলেছেন: অসমাপ্ত পোষ্ট মনে হচ্ছে। মোবাইল থেকে টাকা কোন হারে কাটবে?

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯

কোলাহল নির্জনে বলেছেন: পোষ্ট সমাপ্ত। নাহ টাকা কাটবে নাহ

২| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

মানিক ভাই বলেছেন: ঠিক কচ্ছেন তো?

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬

কোলাহল নির্জনে বলেছেন: :)

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: পোস্টটি আমার প্রিয় তালিকায় যুক্ত করলাম।

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

নামহীনা বলেছেন: general tab এ GMT+6 বাছাই করে দিন। এ প্রথমে Bangladesh এবং পরে আপনার সচল মোবাইল নাম্বার প্রবেশ করাতে হবে। কোড আসা মাত্র সেটি Verification Code এর ঘরে বসিয়ে Finish Setup চাপতে হবে

সবই ঠিক ছিল... কিন্তু স্টেপ ৩ এ আমার এখানে ক্যালেন্ডার এ জেনারাল ট্যাব এ দেশ এবং মোবাইল নম্বর দেয়ার অপশন পাচ্ছি না.।

কি করবো ?

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

কোলাহল নির্জনে বলেছেন: আপনার লোকেশন কি ব্রো???

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭

পিচ্চি পোলা বলেছেন: প্রিয়তে। পড়ে পড়ে নিব

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০

কোলাহল নির্জনে বলেছেন: উকে :)

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

মো: আতিকুর রহমান বলেছেন: মোবাইল নাম্বার চাইনা তো ? কোথায় দিমু মোবাইল নাম্বার? কান্ট্রি এবং টাইম জোন +৬ সেট করেছি। এরপর কি করবো?

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

মো: আতিকুর রহমান বলেছেন: আপনার শুরুটা ঠিকই ছিল কিন্তু শেষে এসে একটু গড়মিল করেছেন। তাই সবার বুঝতে অসুবিধা হচ্ছে এবং সাক্সেস করতে পারছেনা।। দেখি আমি সময় করে এই পোস্টটা সঠিক ভাবে করে দিব।

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

নামহীনা বলেছেন: আমার লোকেশন ঢাকা ..

৬/৭ নং মন্তব্য একই টাইপ এর...

৯| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬

হাসিনুল ইসলাম বলেছেন: কোলাহলে নির্জনে ভাই, অসাধারণ একটি কাজের পোস্ট। মজার ব্যাপার হলো, আমি ইন্টারনেটে গত কয়েকদিন থেকে এমন উপায় খুঁজে ব্যর্থ হয়েছি।

আমি এখনি আপনার পুরো ৩টি ধাপ শেষ করে একটি টেস্ট মেইল নিজের মেইলে পাঠালাম, আর আমার মোবাইলে মেসেজ পেলাম। :) মেসেজে এমনকি মূল তথ্য (কার মেইল/সাবজেক্ট) -ও দেখতে পাচ্ছি। আমি শুধুমাত্র ঘন্টা ঘন্টা মেইল চেক করার টেনশন থেকে রেহাই পেলাম।

আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করার নয়। তবুও অশেষ ধন্যবাদ। :)

১০| ১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

হাসিনুল ইসলাম বলেছেন: ৩য় ধাপের কেবল একটি লেখা ছুটে গেছে। সেটি বোল্ড করে আপনার ৩ঢ ধাপটি এখানে তুলে দিলাম:

তৃতীয় ধাপ : শেষ ধাপে গুগল ক্যালেন্ডারের সঙ্গে সেতুবন্ধন করার জন্য আপনাকে http://goo.gl/dbv4l লিংক হয়ে গুগল ক্যালেন্ডারে প্রবেশ করতে হবে। এখানে Settings এ ক্লিক করতে হবে। general tab এ GMT+6 বাছাই করে দিন। Mobile options tab এ প্রথমে Bangladesh এবং পরে আপনার সচল মোবাইল নাম্বার প্রবেশ করাতে হবে। কোড আসা মাত্র সেটি Verification Code এর ঘরে বসিয়ে Finish Setup চাপতে হবে।

মোবাইল অপশনটি আসলে জেনারেল ট্যাবের ডানেই।

ইন্টারনেট বিষয়ক সমস্যায় পড়লে, আপনার সাহায্য চাইবো। আশা করি, ব্যস্ততার মাঝে হয়ত সময় দিতে পারবেন :)

আবারো অনেক ধন্যবাদ!

১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

কোলাহল নির্জনে বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১১| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

অহনাব বলেছেন: এখানে আরো বিস্তারিত করে লিখা আছে -
Click This Link

১২| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০

কসমিক- ট্রাভেলার বলেছেন:

++++++++
+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.