![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.
স্যামসাংয়ের ৫জি নেটওয়ার্ক উদ্ভাবন
পঞ্চম প্রজন্মের [৫জি] তারবিহীন ইন্টারনেট নেটওয়ার্ক উদ্ভাবন করেছে কোরিয়ার সবচেয়ে বড় ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন মতে, নতুন প্রজন্মের এ ইন্টারনেট সফলভাবে পরীক্ষা চালিয়েছে প্রতিষ্ঠানটি। ৫জি ইন্টারনেট গতির দিক থেকে নতুন রেকর্ড গড়বে। বর্তমানে প্রচলিত ৪জি নেটওয়ার্কের তুলনায় ৫জির গতি হবে কয়েকশ' গুণ বেশি।
স্যামসাং জানায়, দুই কিলোমিটার দূর থেকে নতুন উদ্ভাবিত পদ্ধতিতে প্রতি সেকেন্ডে এক গিগাবাইটের বেশি গতিতে তথ্য পাঠানো সম্ভব হবে। ৫জি প্রযুক্তি ব্যবহারে বড় মাপের ফাইলে আদান-প্রদান আরও সহজ হবে। গতিময় এ নেটওয়ার্কে উচ্চমানের একটি ছবি ডাউনলোড হতে প্রয়োজন হবে মাত্র এক সেকেন্ড। অনলাইন থেকে সরসরি ত্রিমাত্রিক চলচ্চিত্র এবং ভিডিও গেমস উপভোগ করা যাবে। পাশাপাশি সেকেন্ডের মধ্যেই বিনিময় করা যাবে অতি উচ্চ ক্ষমতার ভিডিও ফাইল। বিশেষজ্ঞদের মতে, এ প্রযুক্তি দূরবর্তী চিকিৎসা সেবা বাস্তবায়নের সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নেবে। পঞ্চম প্রজন্মের এ ইন্টারনেট উদ্ভাবন ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা বিস্তারিত প্রকাশ করেনি স্যামসাং। তবে এটি নিশ্চিত নতুন উদ্ভাবিত এই প্রযুক্তি ২০২০ সালের আগে আসার সম্ভাবনা নেই বললেই চলে।
পরিশেষে: অলটাইম আমরা দুই জেনারেশন পিছিয়ে থাকি। কই আমাদের ৩জি। আর এখন অন্যরা চালাবে ৫জি।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:২৩
বিভ্রান্ত মানুষ বলেছেন: 2020