![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশে টেলিভিশনের নিউজ আপাতত বন্ধ। ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম বলেছেন তিনি নিউজ বন্ধ করে দিবেন। তিনি নিউজের সবাইকে চলে যেতে বলেছেন।
নেপথ্য কারণাটা বলি।
এসব ঘটনার মূল কারণ কিন্তু একটা মেয়ে। মেয়েটি এসেছে বৈশাখি থেকে। আর ড. কামাল হোসেনের সুপারিশে ইটিভিতে তার চাকরি হয়েছে। সেই মেয়ে কারো কথা শোনে না, নিজ থেকেই ইচ্ছেমত নিউজ করে। এরকম একটি নিউজ বার্তা সম্পাদক আহমেদ জোবায়ের দিতে রাজী হননি। না দেওয়ায় মেয়েটি আহমেদ জোবায়ের ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার এবং হুমকী দেয়। আবদুস সালামও জোবায়ের ভাইকে নিউজ না দেওয়া শোকজ করে। এই কারণেই যোবায়ের ভাই চাকরি ছেড়ে দিলে বাকিরা কাজ করতে অস্বীকৃতি জানালে সমস্যা শুরু হয়।
ইটিভির একজন কর্মী বলেছিলেন যে, তারা মনে করে আবদুস সালামের মিডিয়া লাইনে আসার মূল কারণ মেয়ে। আবদুস সালামের ধারণা ছিল বেসরকারি টিভি চ্যানেল মানেই নিত্যনতুন নায়িকা আর মডেল পাওয়া যাবে। নায়িকা বা মডেল পায় কিনা জানি না, তবে এই মেয়েটির শক্তির উৎস আবদুস সালাম।
কে যেন বলেছিলেন, যে কোনো সফল মানুষের পিছনে থাকে একজন নারী।
প্রশ্ন হলো ব্যর্থতার পেছনেও তো থাকে নারী।
ইটিভির ঘটনায় মিডিয়ায় আবার কি বেকারত্ব বাড়বে?
২| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
আমিনুল ইসলাম বলেছেন: আহমেদ জোবায়ের কে আর আব্দুস সালাম কে খুলে বললে বুঝতে সহজ হত।
৩| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
আমি সাগর বলেছেন: সেটা তো লেখার মধ্যেই আছে। আবদুস সালাম এখন ইটিভির চেয়ারম্যান আর আহমেদ যোবায়ের বার্তা সম্পাদক।
৪| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
পলাশমিঞা বলেছেন: প্রশ্ন হলো ব্যর্থতার পেছনেও তো থাকে নারী।
জি নারী সাড়ে সর্বনাশও করেত পারে পলেক। অনেক প্রমাণ আছে।
৫| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
আমিনুল ইসলাম বলেছেন: হা হা, একমত পলাশমিঞা।
আমার ধারণা যদি ভুল না হয় তাহলে পলাশমিঞা নিজেই সর্বনাশের একটা জীবিত প্রমাণ!
৬| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
শতভাগ হতবাক বলেছেন: দুয়েকদিন পরই হয়ত ইন্টারনাল এই কারণটি অস্বীকার করে ইটিভি ও সমমনা মিডিয়ারা প্রচার করবে সরকারের চাপেই এই কাজটি হয়েছে। অবশ্য অনেকেই এখনও তাই মনে করছে।
সরকারের চাপ ছিল।
৭| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
রাজামশাই বলেছেন: সত্যের সহিত কি মিথ্যা মিশাইয়াছ বাছা ?
৮| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০২
সুধারাম সাধু বলেছেন: ঐ নারী কি ইটিভি'র সর্বনাশ করলো ?
আবদুস সালামের সর্বনাশ করলো?
নাকি এক ঝাঁক সংবাদকর্মীর সর্বনাশ করলো?
বাহ! ঐ নারীর চোখে তো আমি সাবেক তথ্য উপদেষ্টা মঈনুল হোসেনের চেহারা দ্যাখতে পাইতাছি!!!!!!
৯| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
আমি সাগর বলেছেন: আমি কী রাজামশাই যে সত্যের সহিত মিথ্যা মিশাইবো।?
মিথ্যা হইলে সম্পূর্ণ অর্থ ফেরত, সুদ সহ
১০| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
রাজামশাই বলেছেন: কিঞ্চিত পরিমানও নাই ?
১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১১
আমি সাগর বলেছেন: আপনার জানা থাকলে শুনি
১১| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১১
উরনচণ্ডী বলেছেন: একাই একশ পুরা টিভি বিকল
১২| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
রাজামশাই বলেছেন: কিঞ্চিত পরিমান সত্যকে কেন্দ্র করিয়া অধিক পরিমান মিথ্যার ব্যসার্ধ লইয়া যে বৃত্ত আকা হয় তারে বলে কি?
চাপা
এই কর্মখানা মিডিয়া খুব ভালভাবে সম্পাদন করিয়া থাকে।
যাই হোক সত্য মিথ্যা যাচাই করিতে হইলে আব্দুস সালামের সাথে কথা বলিতে হইবে। এক পক্ষের কথা শুনিয়া সিদ্ধান্তে আসা উচিৎ নহে বলিয়া আমার মনে হয়।
ঐ মেয়েটির সাথে ও কথা বলা দরকার
১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২০
আমি সাগর বলেছেন: তার অর্থ হচ্ছে আপনার কাছে কোনো তথ্য নাই। অপেক্ষায় রইলাম আপনার জন্য। আপনার চাপার ব্যসার্ধ কতদূর দেখি না হয়
১৩| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২২
হাবীব ইমন বলেছেন: ইটিভি সংবাদ বন্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানাই।
একুশে টিভি দেখতে চাই এ আন্দোলনের একজন সংগঠক ছিলাম আমি। সেই একুশে টিভির সংবাদ বন্ধ হওয়ায় ভীষণ দুঃখ পেলাম।
অবশ্য পূঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় ঘটনার উল্লেখ আর নতুন কী!
১৪| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
রাজামশাই বলেছেন: অপেক্ষায় থাইকা লাভ নাই ।
আমি আব্দুস সালাম আর ঐ মাইয়া কারো সাথে কথা কমু না।
আর এই ব্যাপারে সিদ্ধান্ত ও নিমু না।
এইটা পেন্ডিং ফালাইয়া রাখমু
১৫| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
অমি রহমান পিয়াল বলেছেন: ইউরোকোলার চেয়ারম্যানের নাম কি?
১৬| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
আমি সাগর বলেছেন: ভাল খবর। আপাতত ঝামেলা মিটেছে। নিউজ শুরু হয়েছে।
১৭| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
রাজামশাই বলেছেন: খেক খেক খেক
১৩ ই মে, ২০০৮ বিকাল ৫:১৩
আমি সাগর বলেছেন: আপডেট কি কয়? খেক খেক খেক
১৮| ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
আরিফুর রহমান বলেছেন: আইজকা বঙ্গদেশে হঠাৎ কৈরা ইতরামি চাগা দিয়া উঠছে!
১৯| ১২ ই মে, ২০০৮ রাত ৮:১৬
সূর্য বলেছেন: যদি তাই হয়ে থাকে তা হলে সালামের অপেশাদারী মনোভাবের নিন্দা জানাই। তবে আপনার নারীবিদ্বেষী মনোভাবটা ভাল লাগল না। লুচ্চামী করে সালাম আর দোষ মেয়েটার, এটা কোন বুদ্ধিমান কথা হলো না।
২০| ১২ ই মে, ২০০৮ রাত ৮:১৭
উন্মনা রহমান বলেছেন:
আহারে, মেয়েটা ইচ্ছেমত নিউজ করলে অসুবিধা কী?
তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার দরকারটা কী?
২১| ১২ ই মে, ২০০৮ রাত ৮:৪৩
কোপা সামছু বলেছেন: মাইয়াটা কি সুন্দরী?
তার পুন নং কি আছে?
২২| ১২ ই মে, ২০০৮ রাত ৮:৪৬
কর্মী বলেছেন: @অমি রহমান পিয়াল বলেছেন: ইউরোকোলার চেয়ারম্যানের নাম কি?
কি ব্যাপার, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেবার চেষ্টা চলছে নাকি? ইনি [ইউরোকোলার চেয়ারম্যান] তো অন্য কেইস এর নায়ক [!!!]
২৩| ১২ ই মে, ২০০৮ রাত ৮:৫১
আলী আরাফাত শান্ত বলেছেন: কি আজব কাহিনী।
২৪| ১২ ই মে, ২০০৮ রাত ৮:৫৬
প্রবাস কন্ঠ বলেছেন: যে কোনো সফল মানুষের পিছনে থাকে একজন নারী।
প্রশ্ন হলো ব্যর্থতার পেছনেও তো থাকে নারী।
কথা সত্য +
২৫| ১২ ই মে, ২০০৮ রাত ৯:০৩
এহহামিদা বলেছেন: কামাইল্যার মত মহান নীতিবান পুরুষের সুপারিশে চাকরী!!!
সালাম সাবের ব্যবসা নিয়া টানাটানি!!
২৬| ১২ ই মে, ২০০৮ রাত ৯:০৫
নীল-লোহিত বলেছেন: হ শুনলাম কামাইল্যা এ জিনিষ শিখসে তারিক ভাই আর মামুন ভাইড় থাইকা হেরা নাকি এক মাইয়ার সংসার ভাইন্গা দিসিল এ কাম কইরা
২৭| ২৭ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১০
আবদেল্লাহ ফাইসাল বলেছেন: কথা ঠিক না। মেয়েরা সফল মানুষকে বিয়ে করে। তাই সফলতার পেছনে নারী বলা হয়।
২৮| ১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৭
~টক্স~ বলেছেন: মাইয়া মানুষ মাঝে মাঝে খালি পেচগি লাগায় করার কিছু নাই ।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
আমিনুল ইসলাম বলেছেন: আপনার কোটেশনের প্রতি একেবারে একশ' ভাগ সম্মতি প্রদান করছি। সফলতার পিছনেও নারী থাকতে পারে না বরং আছেই।