নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

স্ক্রিপ্ট লেখার সহজ ৭টি ধাপ

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৮

একেবারে নতুনদের বলছি। কয়েকটা ধাপ অনুসরণ করলে স্ক্রিপ্ট লেখাটা খুব সোজা হবে। যেমন :



০১... প্রথমে গল্পের পরিণতি ভেবে নিন। গন্তব্য কোথায় জানা না থাকলে যাত্রা শুভ হয় না।



০২... এবার শুরুটা নির্ধারণ করেন।



০৩... এবার পুরো গল্পটা খুব সংক্ষেপে ১৫০ শব্দের মধ্যে লিখে ফেলেন। এটাকে বলা হয় সিনোপসিস। সিনোপসিস না লিখলে পুরো গল্পটা বুঝতে পারবেন না। তাই এই অভ্যাসটা খুব জরুরী।



০৪... এবার গল্পটাকে স্থান অনুসারে ভাগ করেন। যতবার স্থান বদলাবে, ততগুলো দৃশ্য হবে।



০৫... দৃশ্যের মধ্যে ৪টি বিষয় থাকতেই হবে। ক) স্থান, খ) সময় গ) চরিত্র এবং ঘ) ঘটনা



যেমন :

দৃশ্য -০১

স্থান : নাদিরার ঘর

সময় : সকাল

চরিত্র : নাদিরা, তার বাবা ও ছোট ভাই

ঘটনা : নাদিরাকে বাবা বকছে। খুব মজা পাচ্ছে ছোট ভাই।





০৬...শুধু এই চারটি বিষয় লিখে পুরো চিত্রনাট্য শেষ করুন। এটাকে বলা হয় ওয়ান লাইনার। অনেক স্ক্রিপ্ট রাইটার শুধু ঘটনা লিখেও ওয়ান লাইনার কমপ্লিট করে।



০৭...পুরো চিত্রনাট্য তৈরি হওয়ার পর প্রতি দৃশ্যের সংলাপ ও বর্ণনা লিখুন।



আপনার চিত্রনাট্য শেষ।



বিস্তারিত জানতে হলে আমার এই লেখাটা পড়তে পারেন।

Click This Link





মূল লেখাটি সিনেমা পিপলস এ প্রকাশিত :

http://cinemapeoples.com/shajahanshamim/715







শাহজাহান শামীম

(চিত্রনাট্যকার ও পরিচালক)

০১৬৮২৩০৩৩১৯, ০১৯১২৫৭৭১৮৭

মন্তব্য ২২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৯

ভেজা আকাশ বলেছেন: ভালো লাগল।
উপকারী এবং চমৎকার লেখার জন্য অনেক ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮

লেখাজোকা শামীম বলেছেন: বিস্তারিত জানার জন্য লিংকে যেতে পারেন। ধন্যবাদ।

২| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা :)


কাজে দিবে পোস্টটা +++++

কিন্তু সমস্যা হল ১ ২ ৩ এগুলার পরে ( । ) দাড়ি দেবার কারনে লেখাগুলা বক্স করে দেখাচ্ছে :( দাড়ির বদলে ব্রাকেট ) দিলে এই সমস্যা হবে না । আমি দেখেছি , তবে সিলেক্ট করে রাইট ক্লিক করে ।


শুভকামনা :)

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫১

লেখাজোকা শামীম বলেছেন: ঠিক করে দিয়েছি। জানানোর জন্য ধন্যবাদ

৩| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫০

আমিনুর রহমান বলেছেন: যদিও আমি লেখাজোকা করি না। কিন্তু জেনে ভালো লাগল।

ভালো লাগা রইল।

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫২

লেখাজোকা শামীম বলেছেন: আপনার মন্তব্যকে স্বাগত জানাই।

৪| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৫

গন্ধহীন দুর্গন্ধ বলেছেন: অনেক ভাল লাগল। ইচ্ছে হয় লিখতে কিন্তু সাহস পাই না। আপনার মত কাউকে পেলে হয়ত লিখতে সাহস হত।
০১৬১১৩০৩৯৮৫

১০ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৩

লেখাজোকা শামীম বলেছেন: পাশে আছি। চালিয়ে যান।

৫| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৭

তন্ময়০১৩ বলেছেন: ++++++++++

১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৪

লেখাজোকা শামীম বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

শিপু ভাই বলেছেন:
++++++++++++

ধন্যবাদ শামিম ভাই। কাজে লাগবে!!!

১০ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০

লেখাজোকা শামীম বলেছেন: কাজে লাগান আর স্ক্রিপ্ট রাইটার হয়ে যান।

৭| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৮

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: +++

১০ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫১

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।

৮| ০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৫

আমার প্রতিকৃতি বলেছেন: যদি বাণিজ্যিক ভাবে চলচ্চিত্র তৈরি করতে চাই তা হলে কি করে শুরু করতে হবে? কি করে হল গুলোতে প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে? কোথায় কোথায় দৈাড়াতে হবে...? কি কি কাগজ পত্র থাকতে হবে....??? ইত্যাদি জানালে উপকৃত হব।

১১ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:২৩

লেখাজোকা শামীম বলেছেন: এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটা পোস্ট দেব। আগ্রহের জন্য ধন্যবাদ।

৯| ০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪১

ঢাকাবাসী বলেছেন: কাজের পোস্ট। ধন্যবাদ।

১০| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১২

সুদীপ্ত কর বলেছেন: অনেক ধন্যবাদ। কাজে লাগবে :)

১১| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার খুবই কাজে লাগবে। অনেক ধন্যবাদ ভাই।

১২| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ২:২৩

আমি তুমি আমরা বলেছেন: ১১ তম ভাললাগা :)

১৩| ১০ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:৫৮

মামুন রশিদ বলেছেন: পোস্টে ভাললাগা এবং প্রিয়তে ।

১৪| ১০ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: উপদেশে ওস্তাদ অন্য কে দেখায়ে
নিজে কি শিখিলাম জ্ঞান টা বিকিয়ে ।
এখানেই সফলতা নহে জ্ঞান নিঃশেষ
জ্ঞানীরা ভেঙ্গে দেয় অন্যায় বিদ্বেষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.