![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ন, আমি ছায়া; প্রানহীন, নিঃশব্দ মায়া।
টাইটেল দেখেই যারা ঝাপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের প্রতি অনুরোধ, একটু ধীরে ... ... জনাব/জনাবা! আগেই মুন্ডুপাত কইরেন না, জামাত শিবির বা ছাগু ট্যাগ লাগায়েন না। আমারে ট্যাগ লাগাইয়া, গালাগালি কইরা নিজে হয়ত তথাকথিত প্রগতিশীলদের দলে নাম লেখাইতে পারবেন বা বিশিষ্ট উদারমনা ব্লগার হিসাবে খ্যাতি লাভ করতে পারবেন কিন্তু তাতে কামের কাম কিছু হইবে না। তারচেয়ে আমার কিছু সরল প্রশ্ন নিজেকে করুন এবং নিজে নিজে উত্তর বের করার চেষ্টা করুন। তাহলে হয়ত কিছু উপকার হতেও পারে ...
যে সকল বোনেরা আবেদনময়ী পোষাক পরেন, তারা একটু নিজেকে জিজ্ঞাসা করেন তো, কেন সেটা পরেন??
উত্তর কি??
- এটা ফ্যাশন!
- তো ফ্যাশনে সবসময় কাপড় ছোট হ্যে যায় কেন? কাপড় বড় রেখেও তো অনেক ফ্যাশন আছে, সেগুলো ফলো করেন না কেন?
- কাপড় ছোট হইছে তা কি হয়েছে, দুষ্টু লোকেরা না দেখলেই হয় !
- তাহলে তুমি যে কাপড় খানা ছোট করে শরীর বের করে দিলে সেটা কি জন্য দিলে দুষ্টু ছেলেদের দেখার জন্য-ই তো, নাকি?
- না না, কি সব বাজে কথা বলছেন! তা হবে কেন !!
- তাহলে কি জন্য শরীর বের করে রাখ সেটা একটু বলোতো শুনি ...
- এই গরম ... এত কাপড় চোপড় পরলে কি স্মারটলি সব কাজ করা যায়!!
- ও এত গরম তোমার! তা যে টুকু কাপড় পরেছ সেটুকু এত আটসাট কেন, আবার বিশেষ বিশেষ জায়গায় এত চাপাইছ যে শরীরের সব ভাজ দেখা যাচ্ছে; এটা কেন করেছ?
- ইয়ে মানে ... ... হ্যাঁ, আমার কাপড় আমি পরছি তাতে তোর কি ... অসভ্য, ক্ষ্যাত, ইতর, মেয়ে মানুষ দেখলে মুখে লালা পড়ে, না!!
- হ্যাঁ, এতক্ষনে আসল কথায় এসেছ; আসলে তোমার এই সেক্সি পোষাক পরেছ ওই সব অসভ্য, ক্ষ্যাত, ইতর দের লালা ঝরাতেই!!!
কি মেয়েদের পচানো দেখে হাসছেন?? এবার আপনাকে একটা প্রশ্ন করি ঃ
যে সকল ভাইয়েরা তাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের বা বোনেদের বা স্ত্রীদের আধুনিক ফ্যাসানের নামে আবেদনময়ী কাপড় পরতে দেখেন কিন্তু তাদের নিষেধ করেন না, কেন করেন না?
- আমার মেয়েতো ছোট মানূষ মাত্র বয়স ১৫/১৬ ..., তাছাড়া আমার চোখে তো খারাপ কিছু দেখি না!
- ও আচ্ছা তাই না? তা এই বয়সের অন্য মেয়ে কে সেক্সি পোষাকে দেখলে আপনার দৃষ্টি কি বিশেষ বিশেষ জায়গায় নিবদ্ধ হয় না? আপনার ঘরের মেয়ের দিকে আপনার খারাপ দৃষ্টি পড়বে না এটাই স্বাভাবিক, কিন্তু অনবাভাবিক,পড়তেই পারে যেমন আপনি তাকান অন্যদের দিকে!!
- কি বললেন, আপনি খারাপ দৃষ্টিতে তাকান না?? হ্যাঁ, আপনার মত ধরা খাওয়ার আগে সবাই সাধু সাজে, কিন্তু আসলে সেটা কতটুকু সত্যি? এই দেখেন না হুজুকে বাঙ্গালী এক এক সময় এক একটা নিয়ে মাতে; একবার মেতে ছিল ইভটিজিং নিয়ে এখন যাচ্ছে ধর্ষণ নিয়ে গরম হওয়ার মৌসুম। সবাই কত কত বক্তৃতা মেরে যাচ্ছে, কেও তো এগুলোর পক্ষে বলে না, তাহলে এত ধর্ষন এত ইভটিজিং করে কারা??
- দেখেন, মুখ সামলায়ে কথা বলবেন!
- আচ্ছা ভাই ধরে নিলাম, আপনি নিতান্ত সাধু পুরুষ (দুষ্টু লোকেরা বলে নংপুরুষ), কিন্তু সমাজের সব মানুষ তো আর সাধু নয়, তারা তো আপনার ঘরের মেয়েদের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকাবে! এবং সুযোগ পেলে .........
- ছি! আপনার মন মানসিকতা এত নীচু! আগে জানতাম না!
- হু, ঠিক বলেছেন! ধরাপড়ার আগে বুঝা যায় না কার মন মানসিকতা কেমন! তাই সাবধান! সকলের থেকে; হ্যাঁ আপনার পাশের মানুষটি থেকেও যিনি সুশীল ভান ধরে আছেন! আর আজ থেকে খেয়াল রাখবেন আপনার ঘরের সন্তান, বোন বা স্ত্রী কি সাজে বাইরে যাচ্ছেন। সে শরীর ঢাকার উদ্দেশে কাপড় পরেছে নাকি প্রদশনের উদ্দেশ্যে কাপড় পরেছে!
যা হোক অনেক কথা হলো, তথাকথিত প্রগতিবাদীরা নিশ্চয় শান দিচ্ছেন, কি গালি দেওয়া যায়!! যতই গালি দিন, আর চোখ বুজে থাকুন, প্রকৃত সত্য হচ্ছেঃ আপনি আধুনিক ফ্যাশানের নামে ছোট কাপড় বা টাইট কাপড় পরেন লোকজনকে আপনার শরীর দেখিয়ে উত্তেজিত করার জন্য; এর বাইয়ে আর কোন যুক্তি নেই! আপনি চান যে আপনার শরীরের সৌন্দর্য দেখে অন্যে আপনার প্রতি আকৃষ্ট হোক, লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকুক। এর ভিতর কাওকে কাওকে আপনার ভাল লাগলে আপনি আপনার সব উজাড় করে দিবেন, তার নাম দিবেন প্রেম/ ভালবাসা /লাভ! আর যাকে আপনি পছন্দ করবেন না তার প্রস্তাব কে বলবে ইভটিজিং বা কোন নরাধম তার পশুত্ব সংবরন না করতে পেরে আপনার উপর হামলে পড়লে তাঁকে বলবেন ধর্ষণ! বলবেন সমাজ টা নষ্ট হয়ে গেছে, সরকার দেশটাকে ধ্বংস কওরে দিল ইত্যাদি ইত্যাদি! কি সুন্দর যুক্তি!! আপনার কোন দোষ নেই!! ... এভাবে কোনদিন সমস্যার সমাধান হবে না!! তোমার শরীর, তোমার মন তোমার অমুল্য সম্পদ; আগে তাঁকে তুমু সাম্লিয়ে রাখ, তারপর চোরের বিচার চাও!
পুরুষদের প্রতি অনুরোধ, উট পাখির মত চোখবুঝে থাকবেন না, আপনার পরিবারের লোকজনের দিকে খেয়াল রাখুন! ইন্ডিয়ান নায়িকাদের ফ্যাশনের কাপড় চোপড় পরা থেকে বিরত রাখুন, আর পরকিয়া-আশ্লিলতা পূর্ণ হিন্দি সিরিয়াল দেখা থেকে ফিরিয়ে আনুন। ইন্ডিয়ায় পচন ধরে গেছে পূর্ণ মাত্রায়, আমাদের দেশেও শুরু হয়েছে ... এই পচন থেকে আপনার পরিবার কে রক্ষা করুন! আর অন্য নারীর প্রতি খারাপ দৃষ্টি দেওয়ার সময় খেয়াল রাখুন আপনার সন্তান/বোনের দিকে এমন ভাবে কেও দৃষ্টি দিয়ে আছে!
পুনশ্চঃ যাদের পর্দা বা বোরখা নামে এলার্জি আছে তাদের কে বলছি, আমি এখানে বোরখা পরার কথা কোথাও বলিনি, বলেছি শালীন পোষাক পরার কথা। আর একটা কথা আমি এখানে কোন ভাবেই ইভটিজার বা ধর্ষকদের পক্ষে কিছু বলিনি। অবশ্য তাদের কে বিপক্ষেও কিছু বলিনি, কারণ ওরা তো নর্দমার কীট, ওরা নষ্ট হয়ে গেছে, ওদের কিছু বলে লাভ নেই। আমাদের নিজেদের সাবধান হতে হবে আগে!
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
স্বপ্ন চারিণী বলেছেন:
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
আদম_ বলেছেন: চলুক....।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
স্বপ্ন চারিণী বলেছেন:
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
বেবিফেস বলেছেন: ভাল লাগল আপনার উপস্থাপন। ঠিকই বলেছেন, আমাদের সকলকে সচেতন হতে হবে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
স্বপ্ন চারিণী বলেছেন:
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
সান্তনু অাহেমদ বলেছেন: তোমার এই সেক্সি পোষাক পরেছ ওই সব অসভ্য, ক্ষ্যাত, ইতর দের লালা ঝরাতেই - সরল যুক্তি। সহমত।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
স্বপ্ন চারিণী বলেছেন:
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
নিয়েল ( হিমু ) বলেছেন: পক্ষে বিপক্ষে বলেন নি বুঝলাম bt সেই তালগাছ নিয়েই তো আছেন মনে হৈল
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
স্বপ্ন চারিণী বলেছেন: কারন তাল গাছটা প্রকৃতি সৃষ্টির শুরু থেকেই এক পাশে দিয়ে রেখেছেন, যতই যুক্তি দেন ওটা অন্য পাশে নেওয়া সম্ভব নয় !
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
নিয়েল ( হিমু ) বলেছেন: ফাইজলামি খেয়াল কৈরা
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১
স্বপ্ন চারিণী বলেছেন: থেরেড দিলেন নাকি ভাইজান!! বড়ই বনোদিত হইলাম!
আপনার জন্য বিনি পয়সায় ছোট্ট এক খান ছবকঃ আজাইরা হিমু ঢং ছাড়ুন, বাস্তব জগতের মানুষ হোন; নইলে তালগাছের তাল ঝইরা পড়বে রসও শুকিয়ে যাবে, ওইডা দিয়া কোন কাজ হইবেক লা!
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
লক্ষ্যহীন বলেছেন: তার মানে আপনি শুধু পুরুষদেরই সতর্ক হতে বলছেন তাদের মা, বোন বা মেয়েদের পোশাকের ব্যাপারে সতর্ক হতে ???
নিয়েল হিমু ভাই ঠিকই বলেছেনঃ পক্ষে বিপক্ষে বলেন নি বুঝলাম bt সেই তালগাছ নিয়েই তো আছেন মনে হৈল
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
স্বপ্ন চারিণী বলেছেন: পুরুষদের প্রতি অনুরোধ,--------- আর অন্য নারীর প্রতি খারাপ দৃষ্টি দেওয়ার সময় খেয়াল রাখুন আপনার সন্তান/বোনের দিকে এমন ভাবে কেও দৃষ্টি দিয়ে আছে!
এই লাইন গুলি কি আপনার চোখে পড়ে নাই?
নাকি পোষ্ট না পইড়াই আপ্নের হিমু ভায়ের কমেন্ট দেখে কমেন্ট ঝেড়েহেন??
তাইলে, হিমুর মোসাহেবের জন্যও একই ছবক প্রযোজ্য!!
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
এন এফ এস বলেছেন: তালগাছ এর বিচি বা নারিকেল গাছের ডাব বিষয়ে ক্যাচাল মারতে পারব না তবে কেন জানি পোস্ট টা ভাল লেগেছে এবং প্লাস দিলাম।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
স্বপ্ন চারিণী বলেছেন:
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কঠর শাস্তি দাবি করলে মনে হয় পোষ্টা পূর্নতা পাইতোওওওওও
যাই হোক পোশাক শ্লালীন হওয়াই কাম্য - পুরুষ নারী বলে কথা নাই উভয়ের জন্য প্রযোজ্য
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
স্বপ্ন চারিণী বলেছেন: কঠর শাস্তি অবশ্যই এক্ষেত্রে কাজে দিবে, কিন্তু এটা সরকারের কাজ। এক পোষ্টে সব কাভার করা কঠিন। আমার পোষ্ট টা ছিল মূলত আমাদের মত সাধারন মানুষের সচেতনতা বিষয়ক!
ধন্যবাদ!
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
নিশাচর নাইম বলেছেন: দারুন লিখেছেন।অশ্লীলতা ঘরে ঘরে ঢুকে যাওয়ার বড় কারণ হিন্দি সিরিয়াল গুলো...
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
স্বপ্ন চারিণী বলেছেন: জী, ঘর সাম্লাইতে পারলে, সমাজ ও একদিন ঠিক হবে।
চোর চুরি করে পেটের খিদায়, আর পশু গুলো ধর্ষণ করে যন্ত্রের খুদায়!
চোর ঠেকাতে আমরা যেমন সম্পদ আগলে রাখি তেমনি ইজ্জত ঠেকাতে শরীর আগলে রাখতে হবে।
চোর যদি ঘরে ঠুকে চুরি করে তার যেমন শাস্তির ব্যাবস্থা আছে তেমনি শালীন ভাবে থাকার পরো কেও কুদৃষ্টি দিলে বিচারের ব্যাবস্থা আছে।
রাস্তা ঘাটের শরীর প্রদর্শন করে বেড়াবেন আর কেও ছুলে জাত গেল জাত গেল বলে চিল্লাবেন সেটা তো হবে না!
কোন সুস্থ শালিন পরিবার পরকিয়া নির্ভর হিন্দি সিরিয়ালের ভক্ত হতে পারে না!
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
চারশবিশ বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক - এর সাথে এক মত
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫
স্বপ্ন চারিণী বলেছেন: আমি ও
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
অরুনোদয় বলেছেন: +++
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫
স্বপ্ন চারিণী বলেছেন:
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
বিজয় বেষ্ট বলেছেন: ঠিক কথা বলছেন তো
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫
স্বপ্ন চারিণী বলেছেন:
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
সানড্যান্স বলেছেন: ইদানীং লেগিংস নামের একটা পাজামা পরেন আপনারা,এত নোংরা লাগে দেখতে কল্পনাতীত।
এই পোশাক কোন অবস্থাতেই সমর্থনযোগ্য নয়।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১
স্বপ্ন চারিণী বলেছেন: বাংলাদেশে মেয়েদের কাপড়ের অধিকংশ ফ্যাশন আসে ইন্ডিয়ান নায়িকাদের কাছ থেকে; আর আমরাও মেয়েদের চাহিদা মত সেই সব কাপড় কিনে দিচ্ছি;
এক বারো চিন্তা করি না, আরে নায়িকাদের পেশায় তো হচ্ছে শরীর দেখানো; তাদের পোষাক কিভাবে ঘরের মেয়েদের হতে পারে!!!
আবার কিছু সুশীল আসে আদুনিকতা শিখাতে; উনাদের মেয়েরা খুলে রাখবেন আর কেও সেটা দেখলে জাত যায়; আসল কথা এইগুলা লুচ্চার হাড্ডী; মেয়েরা খুলে না রাখলে উনারা দেখবেন কি; আর ফ্যান্টাসী করবেন কি দেখে ---------- এই গুলারে আগে চাবকানো দরকার!!
১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২
সময়ের কন্ঠস্বর বলেছেন: লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট থিং টু হাইড
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
স্বপ্ন চারিণী বলেছেন: এত কষ্ট কওরে লেঞ্জা খুজতেছ কেন, পুরা পশ্চাতদেশ খুইলা দিছি যত খুশু সুবাস নাও, একদম ফ্রি!!
তই বাড়ীর বৈ-ঝি রে ন্যাংটা কইরা বাইরে পাঠাও না, বদ পুলাপান ল্যাঞ্জা লইয়া টানাটানি করব!!
১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২
নিষ্পাপ কয়েদি বলেছেন: ভাই পাকিস্তান, সৌদিতে ধর্ষন হয় কেন?
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
স্বপ্ন চারিণী বলেছেন: পাকিস্তান, সৌদি টানলেন কেন সেইটা আগে কন!
আমার ফ্যামিলিকে আমি শালীন পোষাকে রাখব, সেটা শিখতে পাকিস্থান, সৌদির মত বর্বর জাতির কাছে যেতে হবে? আমাদের কোন শিক্ষা নেই??
১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
৮ই ফাল্গুন বলেছেন: ইভটিজিং নিয়ে আমারও একই মত।
গুঁতা মারেন।
ভালো লিখসেন। :!>
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
স্বপ্ন চারিণী বলেছেন: ধন্যবাদ জানাইলাম!
১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
যাহারা আফ্রিকার ঘন জঙ্গলে কিছু না পরিধান করিয়া কেবল লতা পাতা জড়াইয়া বসবাস করে তাহারা কি অশ্লীল? আসলে আমরা অশ্লীলতার সংজ্ঞা কি সেইটাই ঠিক মতন জানিনা ।
একটি ছেলে যখন হাফপ্যান্ট পরে ঘুরে বেড়ায় সেইটাকে আপনি কি বলবেন ?
একটি মেয়ে যখন ওড়নার ব্যাবহার সঠিক ভাবে করেনা তখন বলি অশ্লীল কিন্তু যখন শাড়ি পরছে পিঠ এবং কোমর দেখা যাচ্ছে কিংবা তখনত আর ওড়না পরছেনা সেটা কেউত দেখি অশ্লীল বলেনা । তাহলে শাড়ি আর ওড়না ছাড়া কামিজের মাঝে ব্যাবধান কোথায় ?
আসলে কি জানেন ভাই অশ্লীলতা আমাদের মনে , তাই লেবু বেশী কচলাইয়েন না তাইলে তিতা হইয়া জাইব ।
নিয়েল হিমু ভাই ঠিকই বলেছেনঃ পক্ষে বিপক্ষে বলেন নি বুঝলাম bt সেই তালগাছ নিয়েই তো আছেন মনে হৈল
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
স্বপ্ন চারিণী বলেছেন: যে সোমাজে যে পোশাক পরলে ঐ সমাজের অধিকংশ মানুষের কাছে দৃষ্টি লাগে সেটাই অশ্লীল পোশাক। সুতারাং আফ্রিকার জঙ্গলে লতাপাতা পরা আর হাওয়াই বিচে বিকিনি পরা অশ্লীল পোশাক নয়।
আমি যেটা বলেছি সেটা বুঝার চেষ্টা করুন নইলে লেবু কচলাইলে নিয়েল হিমু র কমেন্ট আপনার জন্য প্রযোজ্য!
১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
গ্রামের মানুষ বলেছেন:
লিচ্চু পুরুষগুলার চোখ তো যেন চোখ নয় যেন এক্স রে মেশিন। ভেতরের আগা-মাথা সব মাইপ্পা ফালায়। মেয়ে দেখলেই চিন্তা করে এই মেয়ে সঙ্গমকালে কেমন এক্সপ্রেশন দিবে, কতটুকু পাকা খেলোযাড় হবে ইত্যাদি। আর বাজারে এইসব লিচ্চু বাইজানদের সংখ্যা মাশাআল্লাহ কম না।
ফলে, ওড়না বুকের উপর থেকে সরিয়ে গলায় প্রতিস্থাপণ করার আগে চিন্তা করা উচিৎ যে উদ্ভাসিত স্তনযুগল রাস্তায় কার কার চোখে পড়বে। আর সে চিন্তা যদি মাথায় না আসে তাতেও কোন অসুবিধা নাই, বুঝা গেছে আপনে কোন ক্যাটাগরীর মেয়ে। আপনের কাছ থেকে পুরুষগো সাবধানে থাকতে হইবো ইজ্জত হারানোর ভয়ে….
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
স্বপ্ন চারিণী বলেছেন: গ্রামের মানুষ বর্ণনা টা দিলেন একদম রগরগে!! অভিজ্ঞতা ভালই আছে মনে হচ্ছে!!
কি ব্লগার মেয়ে হলে মজায় হয় না???
আমি মেয়েও, না ছেলেও না, হিজড়াও না ----- আমি মানুষ!
২০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: Talgas apnar... Ok?
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
স্বপ্ন চারিণী বলেছেন: আমার তালগাছ লাগবে না; আমার যা আছে তা নিয়েই আমি সন্তষ্ট; নিজের তালগাছ সামলান!!
২১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
গ্রামের মানুষ বলেছেন:
যেই কথা গুলান কইলাম সেগুলা যে বাস্তব সেটা আপনেও জানেন আমিও জানি। আর কে না জানে বাস্তব সবসমুই একটু রগরগ্গাই হইয়া থাকে। কিন্তু বাস্তব কথা কইতে গেলে কেউ একটু নাটক করে আর কেউ নাটক করে না।
আমরা গ্রাম গঞ্জের মুখ্যু-সুখ্যু মানুষ এই জইন্য নাটক কইরা কইতে পালাম না দেইখ্যা দুষ্কিত। তবে আমার ব্যাক্তিগত মনোভাব আপনের পুষ্টের মূল সুরের সাথে ম্যাচ খায়। তাই আমার বক্তব্য আপনের পুষ্টের ফেবারে গেছে।
সুহৃদ ব্লগার ভাইজান, এইখানে কুনু কথা আপনেরে বলা হয় নাই। ভুল বুঝছেন। এইখানে আপনে বলা হইছে যেসব মানুষ উল্লেখিত (আ)কামগুলান করে তাগোরে বিশেষ (!) সম্মানার্থে।
শ্লেষ বইলা বাংলা ভাষায় যে শব্দডা আছে সেইটার অর্থ পরিষ্কার না হইলে বাংলা একাডেমী কিংবা সাংসদ উল্টাইয়া দেখতে পারেন।
বি.দ্র. বছরের পর বছর, ঘন্টা পর ঘন্টা ব্লগের পিছনে দেয়ার ফলে একটা কাম হইছে। সেইটা হইলো কুনু পুষ্টের দুই লাইন পইরা লেখক ছাগু না ভাদা, হিজবুত না বাগী, তবলীগ না আমোলীগ, হনু না মনু, পুরুষ না মাইয়া না ছাইয়া - এই গুলা অটমেটিক এন্টিনাতে ধরা খাইয়া যায়।
এমতাবস্থায় আমি আপনের কমেন্ট এবং জবাব দেওনের ধরণ দেইখ্যা আপনেরে শেষোক্ত গ্রুপের ধইরা জবাব দিছিলাম। ব্লগে নারী ব্লগার দেকলে লোল ঝরানোর বয়স আর নাই, বুইরা হইছি।
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১
স্বপ্ন চারিণী বলেছেন: সরি, তারাহুরা করে কমেন্ট করতে গিয়ে ফট করে মিস্টেক হয়ে গেছে (বাচালের মত কথা বলতে গিয়ে ফট করে যেমনে মিস্টেক করে আর কি )।
আপনার আগের কমেণ্টের মূল সুর ধরতে পারিনি!
ব্লগে নারী ব্লগার দেকলে লোল ঝরানোর বয়স আর নাই, বুইরা হইছি।
বুইরা গুলা নিয়াই কিন্তু টেনশন বেশী মামু !!
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
মাথানষ্ট০০৭ বলেছেন: লেখক বলেছেন: গ্রামের মানুষ বর্ণনা টা দিলেন একদম রগরগে!! অভিজ্ঞতা ভালই আছে মনে হচ্ছে!!
কি ব্লগার মেয়ে হলে মজায় হয় না???
আমি মেয়েও, না ছেলেও না, হিজড়াও না ----- আমি মানুষ!
আমার এন্টেনায় ধরতাছে আপনি হিজরা! ঠিক কইছি না ভাইজান?
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪
স্বপ্ন চারিণী বলেছেন: আপনার এন্টিনা দেখি খালি হিজড়া খুঁজে!! ক'য়বার ধরা খাইছেন ভাইজান ???
রাস্তা থেকে ভাড়া করলে তো রিক্স থাকবই, কি আর করা!!
আপনের এটিনা সামলান নইলে রুচিটা অন্তত একটু বাড়ান ভাই!
২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
মূসা আলকাজেম বলেছেন:
+++++++++++++++++++++++++++
যা হোক অনেক কথা হলো, তথাকথিত প্রগতিবাদীরা নিশ্চয় শান দিচ্ছেন, কি গালি দেওয়া যায়!! যতই গালি দিন, আর চোখ বুজে থাকুন, প্রকৃত সত্য হচ্ছেঃ আপনি আধুনিক ফ্যাশানের নামে ছোট কাপড় বা টাইট কাপড় পরেন লোকজনকে আপনার শরীর দেখিয়ে উত্তেজিত করার জন্য; এর বাইয়ে আর কোন যুক্তি নেই! আপনি চান যে আপনার শরীরের সৌন্দর্য দেখে অন্যে আপনার প্রতি আকৃষ্ট হোক, লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকুক। এর ভিতর কাওকে কাওকে আপনার ভাল লাগলে আপনি আপনার সব উজাড় করে দিবেন, তার নাম দিবেন প্রেম/ ভালবাসা /লাভ! আর যাকে আপনি পছন্দ করবেন না তার প্রস্তাব কে বলবে ইভটিজিং বা কোন নরাধম তার পশুত্ব সংবরন না করতে পেরে আপনার উপর হামলে পড়লে তাঁকে বলবেন ধর্ষণ! বলবেন সমাজ টা নষ্ট হয়ে গেছে, সরকার দেশটাকে ধ্বংস কওরে দিল ইত্যাদি ইত্যাদি! কি সুন্দর যুক্তি!! আপনার কোন দোষ নেই!! ... এভাবে কোনদিন সমস্যার সমাধান হবে না!! তোমার শরীর, তোমার মন তোমার অমুল্য সম্পদ; আগে তাঁকে তুমু সাম্লিয়ে রাখ, তারপর চোরের বিচার চাও!
নারী অধিকার নিয়ে যারা কুম্ভীরাশ্রু বর্ষণ করে, তাদের অন্তরের আসল উদ্দেশ্য।
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
স্বপ্ন চারিণী বলেছেন:
২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
wrongbaaz বলেছেন: + দিলাম, উপরে নারীব্যবসায়ী নারীজীবি নারীবাদিদের চিতকুর দেখলাম মনে অইল, নোংরা জানোয়ার যেন ঢুকতে না পারে, খিয়াল কইর্যা।
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
স্বপ্ন চারিণী বলেছেন:
২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
কায়েস বলেছেন: ভালো (+)
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
স্বপ্ন চারিণী বলেছেন:
২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
হিতৈষী বলেছেন: চরম হইছে। এই নেন +++++++++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
স্বপ্ন চারিণী বলেছেন: লইলাম
২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
নাঈম_নাজিউর বলেছেন: আগেই বইলা নেই ভাই আমি সুশীল না প্রগতিবাদীও না তবে কোন মাইয়া বুকে ওড়না দিল না কোন মাইয়া কি পড়ল কার বক্ষ ক্যামনে দেখায় এইসব নিয়া কারা নাচে জানেন? ঢাকায়া পড়ালেখা করতে আসা নয়া পোলাপাইন আর নাইলে এক্কেরে গন্জে পড়ালেখা করে এইসব পোলাপাইন। ঠান্ডা পড়ছে আবার ঠান্ডা হন শুধু গরম থাকলেই কি চলব !
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
স্বপ্ন চারিণী বলেছেন: উত্তেজিত তো আপ্নেরেই একটু বেশী মনে হচ্ছে !!
তা ভাইজান আপ্নে কোন দলে তা তো ক্লিয়ার করলেন না !!
২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৬
শাকিল ১৭০৫ বলেছেন: +++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
স্বপ্ন চারিণী বলেছেন: ধন্যবাদ
২৯| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৪
অর্থনীতিবিদ বলেছেন: প্রতিটি মানুষের জন্য দারুন কার্যকরী একটি সচেতনতামূলক পোস্ট। লেখক প্রশ্ন-উত্তর ও সংলাপ ব্যবহার করে যেভাবে লেখাটি উপস্থাপন করেছেন তা তার অন্তর্গত একজন বড় মাপের লেখককেই শুধু নির্দেশ করে। মেয়েদের শালীন পোশাক পড়ার যে আহবান লেখক পেশ করেছেন তাকে সাধুবাদ জানাই। মেয়েরা শালীন পোশাক পড়ে চলাফেরা করলে তা যে তাদের জন্য মঙ্গলজনক হয় তা প্রমানিত সত্য। তবে শালীন পোশাক পড়লেও যে তাদের উপর লালসার কালো থাবা বিস্তৃত হবে না তা নয়। পোশাকে শালীন হওয়ার সাথে সাথে মেয়েদের প্রতিবাদীও হতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে এবং সমাজের প্রতিটি মানুষকে ইভ টিজিং প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তবেই সমাজের পরিবর্তন সম্ভব হবে। পরিশেষে লেখক পোস্টে যে আবেদন রেখেছেন তা সকলের বোধগম্য হয় এই কামনা করছি।
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
স্বপ্ন চারিণী বলেছেন: অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য!
৩০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:২১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুব গুছিয়ে যে কথাগুলো বলেছেন, সেগুলো আসলে আমরা সবাই জানি, বুঝিও। এর আগেও বহুবার বলা হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। কেন, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি??
যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে ভয় করা শুরু করব, অর্থাৎ তাক্বওয়া অবলম্বন করব, আল্লাহর হুকুম মত চলব এবং রাসূল(সঃ) এর সুন্নাহ মোতাবেক চলব, ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলোর কোন সমাধান হবে না।
শয়তানতো সর্বদাই আমাদের ধোকা দিচ্ছে। সেটা থেকে বাচতে তাক্বওয়া অবলম্বন না করলে লুচ্চা পুরুষ আর নারীরা আপনার পোস্টের বক্তব্যের প্রতিবাদ করেই যাবে। আল্লাহ আমদের সবাইকে সহীহ বুঝ দান করুন, আমিন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
রিওমারে বলেছেন: সুন্দর সাবলীল যুক্তি পুর্ন উপস্থাপন।। এই পোষ্টে যারাই গালাগালিফালাফালি করবে তারাই ইভটিজারধর্ষক।। আগাম গদাম সব আবালদের।। পোষ্টে ++++++++++