![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ন, আমি ছায়া; প্রানহীন, নিঃশব্দ মায়া।
পরকীয়া; শব্দ টা শুনলেই মনের মধ্যে অন্য রকম একটা ফিলিংস! কখনও ঘৃণার, কখনও মধুর, আবার কখনও আফসোসের! পরকীয়া সম্পর্কে বাজারে অনেক গুলো কথা প্রচলিত আছে। “ফোনের সেরা নোকিয়া আর প্রেমের সেরা পরকীয়া”; “খাইবেন আপ্নে আর বিল হইব আরেকজনের নামে”
... ... (আর না বলি, ব্যান খাইতে পারি!)
পরকীয়া কেন মানুষ করে বা কেনইবা এই জিনিষ এত মধুর লাগে সেই গিয়ানী বিশ্লেষণে আমি যাব না, সেটা বিশ্লেষণ করার মত এত গ্যান আমার নেই। তবে আমার মনে হয় পরকীয়ার মধ্যে সত্যই কোন যাদু আছে নইলে মানুষ এত রিক্স নিয়ে এক ঝামেলা করে তা করতে যাবে কেন! পরর্কীয়ার জন্য সংসার ভাঙ্গা তো মামুলী ব্যাপার, খুন খারাবীর মত ঘটনাও অনেক ঘটছে। তারপরও মানুষ কেন পরকীয়ার দিকে ঝুকছে?? যারা পরকীয়া করে তাদের কে খুব খারাপ প্রজাতীর ভাবার কোন কারণ নেই, তারা সবাই লুচ্চা ক্যাটাগরীর এমন ভাবারও কোন কারন নেই। পরকিয়া যারা করে তারা আমার আপনার মত সাধারন মানুষ; পরকীয়া শব্দ শুনলে যারা নাক সিটকায় বা এর বিরুদ্ধে বিশাল বক্তৃতা দেয় তারাও অনেক সময় এধরনের রিলেশনে জড়িয়ে পড়ে গোপনে। বিয়ের আগে অনেকেই এই ধরনের রিলেশনকে চরম ঘৃণা করে কিন্তু নিজের বিয়ের ২/৩ বছর পরে সঙ্গীর প্রতি বিতৃষ্ণ হয়ে অন্য নারী/পূরুষ এর দিকে ঝুকে পড়ে। পরকীয়া করছে অথচ সংসার - সন্তানের প্রতি দায়িক্ত পালন করে যাচ্ছে খুব ভাল ভাবে এমন লোকের সংখ্যাও কিন্তু কম নয়। স্রেফ মজা করার জন্য মানুষ এত বড় রিক্স নিতে যেত না। মানূষ তার মনের প্রয়োজনে শরীরের প্রয়োজনে পরকীয়ার দিকে ঝুকছে। নৈতিকতা বা সামাজিক বিচারে পরকীয়া অবশ্যই খুব খারাপ জিনিষ। তবে এক সময় আমাদের দেশে প্রেম করাও তো এক মহা অন্যায়ের ব্যাপার ছিল; প্রেমের কথা অভিভাবকদের কাছে বলার তো প্রশ্নই উঠেনা, অনেক ক্ষেত্রে বন্ধুদের কাছে ও লুকিয়ে রাখতে হতো। লুকিয়ে লুকিয়ে করতে হতো বলে হয়ত তখন প্রেমের গভীরতাও ছিল। এখন প্রেমের গভীরতা মাপার আগের শরীরের গভিরতা মাপা হয়ে যায় তাই প্রেম আর গভীরে যেতে পারে না, শিকড় সহ উঠিয়ে আরেক জায়গা লাগানো হয়। এখন তো পোলাপানে কয়টা প্রেম করছে তা তার স্মারটনেসের মাপকাঠি। যাদের ভাগ্যে প্রেম জুটেনা তারা ক্ষ্যাত শ্রেনী ভুক্ত। তাহলে কি পরকীয়াও এক সময় এখনকার প্রেমের মত এমন সহজ লভ্য হয়ে যাবে?
যারা পরকীয়া করেন তারা প্রত্যেকে তাদের নিজেদের মত করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে নিয়েছেন। অনেকেই এটা তাদের শরীর বা মনের পোয়োজনে একটা সম্পর্কের কথা বলেন।পরকীয়া এখনও আমাদের দেশে লুকিয়ে লুকিয়ে করতে হয়। (খুব কম লোকের এমন হিম্মত আছে যারা প্রকাশ্যে পরকীয়া করার সাহস রাখে ) তাই তারা এটাকে কিভাবে দেখে সেটা জানা কঠিন। পরকীয়া কে অনেকেই তাদের প্রেমের মর্যাদা দিতে চান।
আসলেই কি পরকীয়া প্রেম??
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
স্বপ্ন চারিণী বলেছেন:
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
দ্যা ডেডলক বলেছেন: আপনার কয়টা ?
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
স্বপ্ন চারিণী বলেছেন: আমি যদি বলি একটাও না, সেটা আপনার মনপুত হবে না।
তাই কিছু বললাম না!
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
কলম.বিডি বলেছেন: View this link এইতো সেদিন এটা নিয়ে লেখা দিলাম। আপনার দাওয়াত আমার ব্লগে।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
স্বপ্ন চারিণী বলেছেন: আগে পড়েছিলাম, আবার দাওয়াত রক্ষার জন্য পড়ে এলাম!
প্রেমহীন ভালোবাসা !!
ভাল বলেছেন
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
সপ্নাতুর আহসান বলেছেন: বেশ জোড়ালো লজিক দাড় করিয়েছেন, তারপরও বলছি পরকীয়া প্রেম আসলে ভালবাসা নয়। ক্ষণিকের ভাললাগা, ভুল।
Click This Link
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
স্বপ্ন চারিণী বলেছেন: ক্ষণিকের ভাললাগা, ভুল
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
ভেজাল* বলেছেন: পরকীয়া’র ব্যপারে ‘জিসম’ ছবির একটা ডায়ালগই যথেষ্ট। যার ভাবার্থ হলো নায়ক , নায়িকাকে বলছে “ যে শরীর পাওয়ার জন্য আমরা খুন করেছি, সে শরীরই তো পাচ্ছি না। পালিয়ে বেড়াতে হচ্ছে।” তাই পরকীয়া কখনোই সুখের হয় না।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
স্বপ্ন চারিণী বলেছেন: দৌড়ের উপর আছে সম্ভবত খুন করার কারনে, শুধু পরকীয়ার কারনে নয়!
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
মাক্স বলেছেন: পরকিয়া করতে মুন্চায়
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
স্বপ্ন চারিণী বলেছেন: শুধু আপনার একার না, অনেকের ই মুঞ্চায় !
কেও কইতে পারে আর কেও কইতে পারে না!
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
আরজু পনি বলেছেন:
পরকীয়া হলো আপনকীয়ার সাথে বিশ্বাসভঙ্গ করা।
মানুষের সম্পর্ক অনেক সময় বিশ্বাসের উপরই টিকে থাকে। সেখানে পরকীয়া হলো বিশ্বাসঘাতকতার এক নিকৃষ্ট উদাহরণ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
স্বপ্ন চারিণী বলেছেন: অনেক গিয়ানী কথা হয়ে গেল!
পরকীয়া প্রেম কি প্রেম না, সেটা প্রশ্ন ছিল! যে দুজন পরকীয়া করছে তাদের মধ্যের রিলেশন, বাইরের কারো সাপেক্ষে নয়!
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
বাংলার হাসান বলেছেন: মাক্স বলেছেন: পরকিয়া করতে মুন্চায়
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
স্বপ্ন চারিণী বলেছেন: আরেকজন পাওয়া গেল
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
ভেজাল* বলেছেন: খুন তো পরকীয়ারই কারণে স্বপ্নচারিনী
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
স্বপ্ন চারিণী বলেছেন: সেটা ঠিক, তবে দৌড়টা দিতে হয়েছে খুনের কারনে, পরকিয়ার কারনে নয়; অন্য অনেক কারনেও তো মানুষ খুন করে।
ধরুন ওরা যদি খুন টা না করে গোপনে পরকীয়া চালিয়ে যেত তাহলে সেটা কে আপনি কি বলতেন, প্রেম??
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
আরজু পনি বলেছেন:
রাধা-কৃষ্ঞের প্রেম তো পরকীয়াই ছিল ....তাহলে পরকীয়াতো অবশ্যই প্রেম
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
স্বপ্ন চারিণী বলেছেন: রাধা-কৃষ্ঞে করলে লীলা আর আমজনতা করলে ---;
১১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
দেবদাস. বলেছেন:
:!> :!> :!> :!>
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
স্বপ্ন চারিণী বলেছেন: ছি ছি বললেন, নাকি লজ্জা পাইলেন??
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: পরকীয়া প্রেম নয়! কাম। লাভ নয় সেক্স!
প্রেম আর কামের পার্থক্য করে না বলেই বেশিরভাগই প্রেমে-কামে লন্ডভন্ড বাঁধিয়ে বসে।
প্রেমের যে গভিরতা, শেয়ারিং, কেয়ারিং, সততা, নিষ্ঠা, বিশ্বাস........ বিশাল!!! অতুলণীয়।
কিন্তু কামের ক্ষেত্রে তা স্রেফ উভয়োপযোগী হলেই হল। হোক না তা আপাত- কদিনের জন্য! স্বার্থ তা যৌন মিলনের হোক বা ব্যাক্তিক বা প্রাতিষ্ঠানিক যতক্ষন বোঝাপড়া ঠিক আছে চলবে- নয়তো আর কি ব্রেকআপ!!!
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
স্বপ্ন চারিণী বলেছেন: নিচের কোমেন্টটি পড়ুন!
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
জীবনকেসি বলেছেন: প্রেমই। কখনো ১০০ ভাগ প্রেম। কোন আশা নেই তবু ভালবাসা। কপালে দুর্গতি আছে জেনেও ভালবাসা। কারো কারো কছে শারিরীক প্রয়োজন মুখ্য হলেও কারো কারো কাছে এটা ভয়ানক মানসিক ক্ষুধা। শুধু একটু দেখা কিংবা কথা বলাতেই অনেক কিছু মনে করেন। বেশিরভাগ ক্ষেত্রেই পারস্পরিক সময় ভাগাভাগির কারণে হয়। স্বামী ৫-৮ বছর বিদেশ থাকলে স্ত্রী অন্য মনস্ক হতেই পারেন। একজন আরেকজনকে অকারণে সন্দেহ করলে পরকীয়ার সম্ভাবনা থাকতেই পারে। লোভে পড়েও কেউ পরকীয়া করেন।
তবে যাই বলেন দু'জনেই ফাদে পড়েন।
আমি কিছু কিছু পরকীয়াকে প্রেম বলতে রাজি আছি।
ধন্যবাদ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
স্বপ্ন চারিণী বলেছেন: উপরের কমেন্ট টি পড়ুন!
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
ইলেভেন্থ আওয়ার বলেছেন: বিদ্রোহী ভৃগু দারুন বললেন। সহমত জানাচ্ছি।
তাহলে বিয়ের পরে যদি কাম ছাড়া এমন শেয়ারিং, কেয়ারিং এর সম্পর্ক গড়ে উঠে দু'জন নারী আর পুরুষের ক্ষেত্রে সেটাকে কোন সম্পর্কের ক্ষেত্রে ফেলা যায়?
প্রেম, কাম এর বাইরেও বন্ধুত্ব বলে একটা সম্পর্ক থাকে....কি বলেন?
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০
স্বপ্ন চারিণী বলেছেন: সঙ্গত কারনেই সকলে পরকীয়া শুধু কামের মধ্যে সিমাবদ্ধ করে ফেলছেন, আসলেই কি তাই??
কাম ছাড়াও শেয়ারিং কেয়ারিং এর কারনেই কিন্তু প্রথমে অনেক পরকিয়ার শুরু হয়।
একটা পর্যায়ে যেয়ে হয়ত মনের শেয়ারিং এর পাশাপাশি শরীরের শেয়ারিং চলে আসে।
শুধু কি শরীরের প্রয়োজনে পরকীয়া হচ্ছে, মনের ব্যাপার সেখানে কি একটু ও নেই??
উভয় দিকেই হয়ত যুক্তি আছে ---
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: মোবাইল কিনলে নোকিয়া
প্রেম করলে পরকিয়া
..আমি কিছু কিছু পরকীয়াকে প্রেম বলতে রাজি আছি।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০
স্বপ্ন চারিণী বলেছেন: কিছু কিছু পরকীয়াক!!!
যেমন নিজের টা ???
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: “ফোনের সেরা নোকিয়া আর প্রেমের সেরা পরকীয়া”;
হাহাহহাহাহা মজা পাইছি লু রে লু
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০
স্বপ্ন চারিণী বলেছেন:
১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫
রেইন ম্যান বলেছেন: আসলে প্রত্যেকটি পরকীয়ার ক্ষেত্র আলাদা । রকম আলাদা । কেউ বা সংসার জীবন সুখের নয় বলে পরকীয়া করছে । কেউবা শুধু মাত্র মজা করার জন্য ।তাই পরকীয়া শুনেই কারন না জেনেই দোষী সাব্বাস্ত করা ঠিক নয় ।
পোস্ট ভাল লেগেছে ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
স্বপ্ন চারিণী বলেছেন: আপনার কথায় যুক্তি আছে
১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
খুব সাধারন একজন বলেছেন: অনুগ্রহ পূর্বক যাই করেন নাই করেন,
'সত্য'র বড়াই দেখাবেন না।
সত্য বড় তিতা হয়ে থাকে।
আমি নিজে সত্যবাদী। তাই গত আটদিনে জামাত শিবিরের যারাই 'সত্য'র বড়াই দেখিয়েছে তাদের সবাইকে কোণা পর্যন্ত নিয়ে গেছি।
পারলে সত্য'র একটা ট্রায়াল দেন।
এই প্রোফাইল পিকচারটা সম্পর্কে কিছু বলুন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩
স্বপ্ন চারিণী বলেছেন: আপনার আবেগ কে আমি শদ্ধা করি!
তবে এই আবেগকে কেও যেন তার নিজের ধান্দায় কাজে না লাগায়!
প্রোফাইল পিকচারটা সম্পর্কে কি বলব, আমি ৭১ রাজাকার দের ঘ্রিনা করি; সেই সাথে ঘ্রিনা করি ৭১ এর পরের হিপোক্রেট দের!!
১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: এখন প্রেমের গভীরতা মাপার আগের শরীরের গভিরতা মাপা হয়ে যায় তাই প্রেম আর গভীরে যেতে পারে না, শিকড় সহ উঠিয়ে আরেক জায়গা লাগানো হয়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪
স্বপ্ন চারিণী বলেছেন:
২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৮
অন্ধ দাঁড়কাক বলেছেন: 'পরকীয়া এখনও আমাদের দেশে লুকিয়ে লুকিয়ে করতে হয়।' - কাইন্ডলী ২/১ টা দেশের নাম বলেন যেখানে ওপেনলি পরকীয়া করা যায়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২
স্বপ্ন চারিণী বলেছেন: অনেক দেশেই করা যায়, তবে সেটা কে ওপেন না বলে ওপেন সিক্রেট বলাটা ঠিক হবে
২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
রিফাত হোসেন বলেছেন: আপ্নার ধারনা ভুল মনের কারনেও হয়। কাছের এক মানুষ বিবাহীত চেলের প্রেমে পর্ল দেখলাম
মেয়েকে বুঝাতে পার্ছে না কেউ!
এরা দুরে থাকে তাই শারীরিক সম্পর্ক এর কোন চান্স নাই। তবে তারা নতুন বিয়ের চিন্তা কর্ছে। মেয়ে তরুনী। ছেলে ১ বাচ্চার বাপ! ১ম বউ জীবিত . তালাক হয় নাই। এক বাসায় থাকে। তারপরেও প র কি ইয়া
বউ নাকি চাক রিতে বসের সাথে কিছু করেছিল এর পর থেকে মন আলাদা। ছেলের কাছে যখন ধরা পরে।
তাদের প্রেম এর বিয়ে ছিল।
এখন কয়টা জীবন নিয়ে ঝামেলা হবে!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩
স্বপ্ন চারিণী বলেছেন: আমার ধারনা প্রেম হয় একটা কারনে, পরকিয়া হয় হাজার কারনে !
২২| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো টপিক!!!
২৩| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ৭:৩৬
মহি উদ্দিন বাবু বলেছেন: একাকিত্ব পরকীয়ার অন্যতম কারন।
তবে ভাই বিয়ের আগে পরকীয়া থেকে অনেক কিছু শেখার আছে।
২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪
নাহিদ০৯ বলেছেন: আপনার লিখার একটা লাইন থেকেই বলি, যারা পরকীয়া করেন তারা প্রত্যেকে তাদের নিজেদের মত করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে নিবেন ই।
ব্যক্তিগত ভাবে নিবেন না, আসলে ততক্ষন পর্যন্ত এটার সঠিক মন্তব্য বা মর্তবা বুঝে উঠতে পারবেন না যতক্ষন পর্যন্ত আপনার সঙ্গি কে এরকম একটা বাজে সম্পর্কে জড়াতে দেখবেন। তখন পরকীয়ার সঠিক সঙ্গা, ভালো না খারাপ, সঠিক নাকি ভুল, প্রেম নাকি নোংরামো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এক নিমিষেই।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
ধুম্রজ্বাল বলেছেন: প্রেমময় আজকের দিন।