নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই এড়াতে চাও, আমি তোমার সাথে সাথেই থাকব!

আমি তোমার ছায়া, তোমার স্বপ্ন, আমাকে অস্বীকার করার উপায় নেই

স্বপ্ন চারিণী

আমি স্বপ্ন, আমি ছায়া; প্রানহীন, নিঃশব্দ মায়া।

স্বপ্ন চারিণী › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক ভাইয়েরা! দয়া করে মৃত্যুর আগে বলে যাবেন আপনার জানাজা হবে, কি হবে না!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

একটা সময় ছিল যখন দেখতাম দেশের কিছু নাম করা ব্যক্তি, যারা ব্যক্তিগত জীবনে নাস্তিক ছিলেন তারা মৃত্যুর পূর্বে বলে যেতেন তাঁর লাশের কোন জানাজা হবে না, তাঁর লাশ যেন কোন হাসপাতালে দান করে দেওয়া হয়। তাদের মৃত্যুর পর তাই কোন ঝামেলা হতো না; সুন্দর সর্বসাধারণের শদ্ধা জ্ঞ্যপনের পর লাশটা তাদের ইচ্ছা মত কোন হাসপাতালে দান করে দেওয়া হতো। মৃত্যুর পরও প্রচলিত রীতির বাইরে যাওয়ার এই সাহস তাদের ছিল, কারণ নিজ বিশ্বাসের উপর তাদের সেই আস্থা ছিল। তারা আজীবন যেমন নিজের যুক্তি-বুদ্ধির উপর ভরসা করতেন মৃত্যুর পরও যেন তার ব্যত্যয় না ঘটে সে ব্যাপারে তারা ব্যাবস্থা করে যেতেন। উনারা ছিলেন বেশি বুদ্ধি থাকার কারনে নাস্তিক!



ইদানিং কিছু নাস্তিক দেখা যায় যার অধিকংশ কম বুদ্ধির কারনে নাস্তিক। যারা নাস্তিকতাকে আধুনিক যুগের স্মারটনেস বা ফ্যাশন হিসাবে চিন্তা করে। এদের নিজস্ব কোন আদর্শ ধারন করার মত জ্ঞ্যন বুদ্ধি নেই, এরা নাস্তিকতা মানে বুঝে অন্য ধর্ম নিয়ে ঠাট্টা মস্করা করা গালীগালাজ করা বা বিদ্রুপ করা। উজান রক্তের গরমে বা হাল ফ্যাশনের সাথে তাল মিলিয়ে নাস্তিক সাজে কিন্তু অনেকেরই মনের মধ্যে বাপ-দাদার ধর্ম নিয়ে একটা দুরু দুরু ভাব থেকে যায়; যার ফলে অনেকেই দেখা যায় বয়স ভাটির দিকে যাওয়ার সাথে সাথে দাড়ি রেখে টুপি পরে বিরাট হুজুর হয়ে যায়।



সমস্যা হলো এই প্রজাতির নাস্তিকদের নিয়ে! এরা হঠাত করে মারা গেলে লাশ নিয়ে শুরু হয় টানাটানি- ধর্ম মতে তাদের জানাজা হবে, নাকি তাদের বিশ্বাসের উপর সম্মান দেখানো হবে।

আস্তিক হোন আর নাস্তিক হোন এটা নিশ্চয় সবাই স্বীকার করেন যে মৃত্যুর কোন টাইম টেবিল নাই! যে কোন মুহূর্তে তা আসতে পারে। আর আমাদের মত দেশে তো সেটা আরো অনিশ্চিত! স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি নাই। যে কোন মুহূর্তে ঠুস হয়ে যেতে পারে যে কেও! সব লাফালাফি শেষ! আস্তিকদের লাশ নিয়ে সমস্যা হওয়ার কথা নয়, কারণ যে যত বড় আস্তিকই হোক না কেন বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে তার বিশ্বাসের মর্যাদা পূর্ণ মাত্রায় দিতে পেরেছে। তাই সে মৃত্যুর পরও আশা করে যেন তার পক্ষ হয়ে তার স্বজনেরা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়।



কিন্তু সমস্যা হলো এই নব্য নাস্তিকদের নিয়ে। সমস্যাটা যে কতটা ভয়াবহ তা সম্প্রতি রাজীব এর ঘটনা থেকে বুঝা গেছে। বেচারা মরে গিয়েও শান্তি পেল না! একদল বিরাট আয়োজন করে তার জানাজা করতে চায়, আরেক দল কয় মুনাফিকের জানাজা হবে না। দুই দলের কারো যুক্তি-ই ফেলনা নয়! প্রথম পক্ষের মতে, ধর্ম নিয়ে সে যত বাজে কথায় বলুক না কেন সে যেহেতু মুসলিম ঘরে জন্ম নিয়েছে তাই সামাজিক কারনে তার জানাজা হবে। তাছাড়া এখানে একটা শোডাউনের ব্যাপারও নিহিত আছে, তাই ব্যাপক লোক সমাগমের জন্য তারা তাদাজল খেয়ে লাগলেন। আরেক পক্ষের মতে, সে ছিল চুড়ান্ত ধরনের নাস্তিক। সে শুধু তার ধর্মকে অবিশ্বাসই করেনি; সেই ধর্মের প্রচারক, মোহাম্মদ (সঃ) কে নিয়ে অসংখ্য আজে বাজে কথা বলে গেছেন; মূলত এটাই ছিল তার ব্লগ লেখার মূল বিষয়! তাই তার জানাজা রসূলের নির্দেশিত পথে হতে পারে না। অনেকে বলছেন এটা করলে তার আদর্শের প্রতি অসম্মান করা হবে। (এর বাইরে আর কিছু মানুষ অবশ্য আছে, যারা বিভিন্ন ভাবে প্রমান করার চেষ্টা করছেন যে রাজিবের নামে যে সব লেখা প্রচার করা হচ্ছে তা আসলে রাজীবের না; তারা রাজীবের লেখা গুলো বিভিন্ন ভাবে মুছে ফেলার চেষ্টা করছেন। তাদের আসলে আমি কোন গুরুপে ফেলতে চাই না, তারা হিপোক্রেট! তাদের এই হিপোক্রেসী দেখে রাজীব বেচে থাকলেও নিশ্চয় বিরক্ত হতো!)



একবার মৃত রাজিবের কথা চিন্তা করে দেখেন! যদি মৃত্যুর পর সে বুঝতে পারে যে, সে যেটা বিশ্বাস করত সেটা মিথ্যা আসলেই মৃত্যুর পরে আরেক জীবন আছে, সেখানে তার বিচার হবে। তখন সে নিশ্চয় অনুতপ্ত হয়েছে এবং সারাজীবন যাদের নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে তাদের কে অনুরোধ করে বলছে, ভাই তোরা আমার পক্ষে একটু আল্লাহর কাছে মোনাজাত কর! আমি না বুঝে তার রসূলের সাথে যে বেয়াদবী করেছি সেটা যেন তিনি মাফ করে দেন! আর মৃত্যুর পরে সে যদি দেখে যে, জীবনে যেটা সে বুঝত আসলে সেটাই ঠিক! দোজখ বেহেস্ত বলে কিছু নেই, সব হুজুরদের ভোগাস! মৃত্যুর পরে সেই আসলে বেশী সম্মানিত যার মৃত্যু যত বেশী বিতর্কিত; সেই বড় নেতা যার লাশ নিয়ে বিশাল মিছিল হয়; তার সম্মান বেশী যার কাফিনে যত বেশী ফুল পড়ে বা শহীদ বলে যার নামে রাস্তার নামকরন হয় বা প্রধানমন্ত্রী শদ্ধা জানাতে বাড়ীতে যায় বা যার লাশ ছুঁয়ে কমরেডরা শফত করে বদলা নেওয়ার ইত্যাদি! তাহলে রাজীবের আত্মা নিশ্চয় চিৎকার করে বলছে, ওরে তোরা থাম! আমার জানাজা পড়াস না! আমার সারাজীবনের আদর্শ কে তোরা অসম্মান করিস না! ওসব জানাজা টানাজার কোন দরকার নেই। তার চেয়ে আমার লাশ নিয়ে যত দিন পারিস শহীদমিনারে রাইখ্যা দে, আমার কাফিনে ফুল দিয়ে ঢাইকা দে, আমার লাশ নিয়ে মিছিল কর ইত্যাদি ইত্যাদি ...!



প্রকৃতপক্ষে রাজিব কি বলছে আমরা কেও তার কিছুই শুনতে পাচ্ছি না।



একজন মৃত মানুষের জানাজা হবে কি হবে না এই বিব্রতকর বিতর্কে আর যেতে চায় না। ধর্মে যা-ই থাকুক, আমাদের একটা সুন্দর সামাজিক কালচার হচ্ছে, জীবিত অবস্থায় যত শত্রুই হোক না কেন মৃত্যুর পরে সব ভুলে গিয়ে তার আত্মার শান্তি কামনা করা। আমরা আমাদের এই সুন্দর কালচারটাকে ধরে রাখতে চাই।



তাই নাস্তিক ভাইদের কাছে আমার অনুরোধ, দয়া করে এখনি ডিক্লিয়ার করে যান আপনার মৃত্যুর পরে আপনার জানাজা হবে, কি হবে না!


মন্তব্য ৪২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

মোঃ ইমাম হোসেন বলেছেন: ডোচুমেনটস রেখে জাবে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

স্বপ্ন চারিণী বলেছেন: ডুকুমেন্টস??

হা, কোথাও না কোথাও লিখে গেলেই হবে। কাওকে বলে গিয়ে লাভ নেই --- সেখানেও দলাদলি শুরু হবে!

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

বিডি আমিনুর বলেছেন: দেখি কোন নাস্তিক ভাই এ ব্যাপারে কোন কমেন্ট করেন কিনা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

স্বপ্ন চারিণী বলেছেন: আমিও সেটার অপেক্ষা করছি --- !
এখন বুঝা যাবে নাস্তিকদের কলিজার জোর!!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

ফেরদাউস দেশী বলেছেন: ডিকলারেশান কোথায় দিবে? জামাতের হরতালে মরলে জামাত বলবে তাদের কর্মী। তখনকি হবে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

স্বপ্ন চারিণী বলেছেন: জামাতের হরতালে মরলে শুধু জামাত নয় সব দল ই টানা টানি করবে তাদের কর্মী হিসাবে।

বিশ্বজিৎ কোন দলের কর্মী ছিল???

বি এন পি দাবী করে বসল সে তাদের কর্মী; আওয়ামীলীগ খুঁজে পেল ছাত্রলীগের নামে যারা খুন করেছে তারা আসলে শিবির !!!

এই জন্য ই তো বলছি ডুকুমেন্ট রেখে যেতে, যাতে টানাটানি না হয়!
অন্য কে কোথায় রাখবে সেটা তাঁর ব্যাপার কিন্তু ব্লগের নাস্তিক রা তো ব্লগে বলে গেলেই ভাল; কি বলেন ??

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

অনির্বান বলেছেন: আপনার ব্লগে আমি আগে এসেছি কিনা জানিনা।

এইমাত্র যোহর পরে এলাম। আমার আবার নামাজে দিল বসাতে নানান ঝামেলা, খুবই কম মনোযোগ দিতে পারি, তবে মনোযোগ বাড়ানোর প্রার্থনা করি। ঠিক এমন একটা লেখা লেখার প্লান আসছিল যোহরের ফরজ নামাজের মধ্যে!

যেই বিশ্বাসের জোরে আপনি নিজেকে নাস্তিক (নাস্তিক বলতে ইসলামের বিরোধী শুধু, অন্য ধর্ম নিয়ে উল্টাপাল্টা মস্তব্য খুব একটা দেখিনা নব্য নাস্তিকদের) বলছেন ঠিক সেই জোরেই বলুন, মৃতু্র পরে আমাকে যেন ইসলামের কোন ছায়ায় না টানা হয়, গন্ধ না ছড়াক বলে যেমনি পারেন একভাবে ঢেকে দিয়েন''।

বাকী দায়িত্ব আমাদের। আপনার ফ্যামিলির ধর্মীয় বিশ্বাসের বোকা মানুষ গুলোকো আমরা ম্যানেজ করেই ফেলবো যেন জানাযা বা এই টাইপের কিছুর আশে-পাশেও না ভেড়ে।


ধন্যবাদ লেখাটি লেখার জন্য।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

স্বপ্ন চারিণী বলেছেন: সরি আপনার ধারনা টাকে লিখে ফেললাম!

আমি আস্তিক, কারণ আমি বিশ্বাস করি আমি যা বুঝি তার বাইরেও অনেক কিছু থাকতে পারে; এই বিশ্বব্রমান্ডের কত টুকুই বা আমি জানি! আমার যুক্তি বুদ্ধির সীমাবদ্ধতা আছে তাই আমি যুক্তির চেয়ে ধর্মের ব্যাপারে বিশ্বাস (ইমান) কে বেশী প্রাধান্য দিই।

কিন্তু নাস্তিকদের চিন্তা ভাবনা ভিন্ন, তাদের নিজেদের বুদ্ধি-যুক্তির উপর তাদের আস্থা আছে, তারা বিশ্বাস করে তারা যা বুঝে তাঁর বাইরে আর কিছু নেই!

তাই নাস্তিকদের কাছে আহবান, হিপোক্রেসী করবেন না, একটা রাস্তায় থাকুন! জীবিত অবস্থায় এবং মরনের পরে!

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

আমি নি (?) বলেছেন: আসলে মারা যাবার পরে মৃত ব্যাক্তির মরদেহের মালিক হয় তার পরিবারের লোকজন। তারাই সিদ্ধাত্ন নেয়। অনেক ক্ষেত্রেই মৃত ব্যক্তির ইচ্ছে পুরন হয় না। মিশুক মুনীররের ইচ্ছে থাকার পরেও তার পরিবার তাকে দাফন করেছে।
দেশে এমন কন আইন নেই যে মৃত ব্যাক্তির মরদেহের মালিক তার পরিবারও হতে পারবে না।
হ্যা, আমিও ব্যক্তিগত ভাবে চাই পোকা মাকড়ের খাবার না করে আমার মরদেহ কোন ভাল কাজে লাগুক। এই মরবে আমি যে কোন লিখিত দিতেও প্রস্তুত।
কিন্তু আমার প্রয়ানের পর আমার পরিবার যদি বাধা দেয় তো কী করার আছে।
তবে একটা সময় নিশ্চয়ই আসবে যখন মানুষ মানুসের জন্যে উপকারী হতে কোন ভুতের ভয় পাবে না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

স্বপ্ন চারিণী বলেছেন: আপনি যে ব্যাপার টা বলেছেন সেটা ঠিক আছে। কিন্তু পোষ্টের বিষয় সেটা নয়।
সহজ ভাষায় কথা হচ্ছে আপনি যদি আপনি যদি নাস্তিক হোন তাহলে আপনি মৃত্যুর পরে আপনার
সৎকার কোন পদ্ধতিতে হবে সেটা সমাজের কাছে বা পরিবারের কাছে ক্লিয়ার করে যান, যাতে মৃত্যুর পরে আপনার লাশ নিয়ে বিব্রতকর পরিশ্তিতিতে পড়তে না হয় আপনার পরিবার বা সমাজের লোককে!

আপনার মরদেহ দান করে যাওয়ার ইচ্ছাকে আমি সম্মান করি, তবে পোষ্টের বিষয়ে সোজা উত্তর আশা করি।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

নবকবি বলেছেন: ভাল লাগল। সহমত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

স্বপ্ন চারিণী বলেছেন: আপনের ভাল লাগার জন্য ভাল লাগল, কিন্তু মূলত যাদের উদ্দেশ্যে পোষ্ট দিলাম, তাদের টিকিটি তো দেখি না ;)

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

ব্ল্যাক স্পাইডার বলেছেন: আপু,শুধু নাস্তিক ভাইয়েরা ডিক্লারেশন দিলেই হবে না,নাস্তিক বোনদেরও দিতে হবে :P :P :P ।কারণ উনারাও তো মারা যাবেন,তাইনা?? ;) ;) ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

স্বপ্ন চারিণী বলেছেন: আসলে এখানে ভাইয়ের বলতে সবাই কে বুঝানো হয়েছে!

নাস্তিকতা ভায়েরা বোনেদের তুলনায় অনেক বেশী এগিয়ে --- তাই ;)

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

অনির্বান বলেছেন: আমি নি ভাই, আপনি কেমন লোক যে আপনার ফ্যামিলিকে আপনি ম্যানেজ করার ক্ষমতা রাখেন না! আপনি যদি আপনার ফ্যামিলিকেই না বোঝাতে পারেন যে, ‌‌পোকা মাকড়তো ভালো জিনিস না মা, এত শখের শরীর টাকে পোকায় খাইয়ে লাভ কি?'' তো কিভাবে আপনি আপনার এই জানা বিশ্বাসকে আর দশটা মানুষের মধ্যে ছড়াবেন?

এটা ঠিক না ভাই, আপনি আজকে থেকে চেস্টা করুন, আপনি আদরে সন্তান, আপনার যুক্তিগুলো দিয়ে উনাদের বোঝাতে চেস্টা করুন, হয়ে যাবে ইনশাআল্লাহ!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

স্বপ্ন চারিণী বলেছেন: আমি নি, ভাই নিশ্চয় উত্তর দিবেন !

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

অনির্বান বলেছেন: রাজাকারদের বিরুদ্ধে র্ঘৃণা কিন্তু আমার অনেক আগে থেকেই! ওদেরকে কুত্তার মতো মারা হলেই খুশি আমি!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

স্বপ্ন চারিণী বলেছেন: আমি একটু যোগ করব; তবে সেটা সব দলের রাজাকার হতে হবে !

যারা সরাসরি মানুষ হত্যার সাথে জড়িত তাদের ফাঁসী হওয়া উচিৎ; সেটা ১৯৭১ এ হোক আর ২০১৩ তে হোক !

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

টাইলুং বলেছেন: আমার আজকের পোষ্ট পড়লে বুঝতে পারবেন, রাজীবের লেখাগুলো কার ছিল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

স্বপ্ন চারিণী বলেছেন: আপনাদের কেই আমি কোন গুরুপে ফেলতে চাইনি; আপনাদের সম্পর্কে আমার কমেন্ট পোষ্টে আছে; এখানে আবার বলে অসম্মান করতে চাই না!

কানার কাছে হাতি কে কখনও কুলার মতো, কখনও খাম্বার মত , কখনও দড়ির মত ই মনে হয়; আসলে হাতি কিন্তু ওগুলোর কোন টার মতই নয়।

উনার সম্পর্কে আরো জানুন !
উনার ফেস বুক, উনার দুই তিনটা ব্লগে লেখা, সামুতে কুরবানি নিয়ে লেখা (যেটা ডিলিট করা হয়ে ছে) --- তাহলেই বুঝতে পারবেন কেন আপনাদের সম্পর্কে ঐ কমেন্ট করেছি !

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

Sohelhossen বলেছেন: এই রকম একটা পোস্ট এর দরকার ছিল , এখন দেখা যাবে ব্লগের নাস্তিকরা মৃত্যুর পর জানাজা চায় কিনা ?

পোস্টে প্লাস ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

স্বপ্ন চারিণী বলেছেন: এত সহজ নয় ভ্রাতা !
এখন পর্যন্ত কোন নাস্তিক এই পোষ্টে কমেন্ট করার সাহস করেনি।

কেন সেই সত সাহস নেই সেটা পোষ্টেই বিস্তারিত বলেছি, আর কি বলব!

ধন্যবাদ আপনাকে !

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

কায়েস বলেছেন: হুদাই ভেজাল করে, ভোটার আইডি বা ঐসব ফরমাল ডকুমেন্টে ডিক্লেয়ার করলেইতো ক্যাচালটা হয়না। এরা আসলে দুই দিকেরটাই খাইতে চায়। সুবিধা যেইপাশে সাধুও সেই পাশে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

স্বপ্ন চারিণী বলেছেন: এরা আসলে দুই দিকেরটাই খাইতে চায়। সুবিধা যেইপাশে সাধুও সেই পাশে। ;)

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সহমত... ++++++++++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

স্বপ্ন চারিণী বলেছেন: ধন্যবাদ

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মুসলমানদের জ্ঞাতার্থেঃ
প্রসংগঃ নাস্তিক ব্যক্তির জানাযা...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

স্বপ্ন চারিণী বলেছেন: ধন্যবাদ লিঙ্কের জন্য

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

জোহার হুল বলেছেন: পোস্টে প্লাস ।

দেখি কোন নাস্তিক ভাই এ ব্যাপারে কোন কমেন্ট করেন কিনা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

স্বপ্ন চারিণী বলেছেন: সে সম্ভাবনা খুবই ক্ষীন ব্রাদার !

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

তামীম বলছি বলেছেন: রাজীবের ধর্মকারীর পোষ্টের লিঙ্ক দেওয়ার জন্য ইতিমধ্যে মডারেটরের শাসনির আন্ডারে আছি। তাই নিজের মত প্রকাশ করলাম না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

স্বপ্ন চারিণী বলেছেন: আমার দুঃখ শুনের তাতে নিজের দুঃখ কিছুটা লাঘব হবে।


আমি সাধারণ মানুষের কিছু প্রতিক্রিয়া উদ্ধৃত করে পোষ্ট দেওয়াতে জেনারেল হয়েছি :(( :((

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

পথিকের ডায়েরীর পাতা বলেছেন: যারা প্রকৃত নাস্তিক তারা ধর্ম নিয়ে এত কটাক্ষ করে না।
এরা নাস্তিক না সুবিধাবাদী।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

স্বপ্ন চারিণী বলেছেন: ভাল বলেছেন,
এগুলো ছুপা নাস্তিক!

দেখেন না এই পোষ্ট তাদের কারো চোখে পড়ল না =p~

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

করাত বলেছেন: এরা আসলে দুই দিকেরটাই খাইতে চায়। সুবিধা যেইপাশে সাধুও সেই পাশে। ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

স্বপ্ন চারিণী বলেছেন: ;)

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

আমি নি (?) বলেছেন: লেখক বলেছেন: আমি নি, ভাই নিশ্চয় উত্তর দিবেন
কাল শাহবাগে চলে যাবার পরে আর বিষয়টার উত্তর দেয়া হয়নি। আজ দিচ্ছি।
আসলে নাস্তিকের এটাও এক্তা প্রবলেম। সে কাউকেই বাধ্য করে না। আমার স্ত্রী নামাজ পড়ে। তাতে আমার কোন আসুবিধা নেই। আমি যদি নামাজী হতাম, আর আমার স্ত্রী যদি নাস্তিক হত, তহলে হয়ত প্রহার করার তরিকা জানা থাকত।
আমার মেইয়ে আস্তিক ছিল। ইদানিং তার খুব বই পরার নেশা হায়েছে।
পাশাপাশি বিশ্বাসটাও ঝুলে গেছে।
ব্যাপারটা যার যার বিশ্বাস তার কাছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

স্বপ্ন চারিণী বলেছেন: কাওকে বাধ্য না করার ব্যাপার টির জন্য আপনাকে সম্মান জানাচ্ছি!

এবার ভাই সরাসরি একটু যদি বলতেন; আপনি কি চান? আপনার মৃত্যুর পরে আপনার জানাজা হবে, কি হবে না।
ভাই দয়া করে আর পিছলায়েন না; একজন মাত্র নাস্তিক পেল্লাম তাও প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে এদিক ওদিক কথা বলছেন!

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

সিদ্ধার্থ. বলেছেন: লেখিকা ....মৃত্যর পর কি হবে তাই নিয়ে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ভাবে না ।তাই নাস্তিকেরাও ভাবে না ।স্বর্গ কিম্বা নরকের লোভ ধর্ম ব্যবসায়ী রা দেখায় ।

আমি আমার মারনেত্তর দেহ দান করে দিয়েছি ।যদিও আমি নাস্তিক নই ।কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় পরিবার ধর্মীয় প্রথা তেই শেষ কৃত্য করে ।সেখানে কোনো নাস্তিকের বা ধর্ম হীনের হাত থাকে না ।আর সরকার বা পুলিশ প্রশাসন ও তখন জোর করতে পারে না ।বোঝা গেল ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

স্বপ্ন চারিণী বলেছেন: মৃত্যর পর কি হবে তাই নিয়ে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ভাবে না ...
যদিও আমি নাস্তিক নই

আপনার কথা যদি মানতে হয় তাহলে আপনাকে সুস্থ স্বাভাবিক মানুষ বলি কেমনে?? ;)

আমি আমার মারনেত্তর দেহ দান করে দিয়েছি । কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় পরিবার ধর্মীয় প্রথা তেই শেষ কৃত্য করে ।সেখানে কোনো নাস্তিকের বা ধর্ম হীনের হাত থাকে না ।আর সরকার বা পুলিশ প্রশাসন ও তখন জোর করতে পারে না ।বোঝা গেল ?

না, কেমনে বুঝা যায়??? এতটুকু কমেন্টে দুইটা স্ব বিরোধী কথা বললেন। মাথায় প্যাঁচ না লেগে যায়?? এমনিতেই আমি আস্তিক মানুষ, কম বুঝি !

অন্যদের তুলনায় আপনাকে অবশ্যই সাহসী নাস্তিক বলে ধরে নিতাম, যদি শেষে পরিবারের দোহায় টা না দিতেন!

পরিপূর্ণ নাস্তিক হতে আরো বুকে জোর লাগবে সিদ্ধার্থ. !
এত দুরু দুরু বুকে নাস্তিক হলে সেটা বয়স ভাটিতে গেলে যে টিকবে না।

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

সিদ্ধার্থ. বলেছেন: ভাই আপনি কি ক্যাচাল করতে এসেছেন ।আমি মরে গেলে আমার লাশ নিয়ে কে কি করবে তাতে আমি কি করে বাধা দেব ?
মৃত্যর পরের চিন্তা মানে স্বর্গ নরকের চিন্তার কথা বলা হয়েছে ।সেটা কোনো সুস্থ মানুষ করে না ।বোঝা গেল ?
আমাদের এখানে অনেকই মরনেত্তর দেহ দান করে ।কিন্তু সবসময় পরিবার মানতে চায় না ।তখন সেই নাস্তিক তো আর বাধা দিতে পারবে না ।আপনার কি মনে হয় পারবে ?
আর আমাকে সাহসী নাস্তিক ভেবে লাভ নেই ।কারণ আমি নাস্তিকই না ।ধর্মহীন আস্তিক ।আশা করি বুঝতে পেরেছি ।

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

স্বপ্ন চারিণী বলেছেন: সামু বাক স্বাধীনতার কথা বলে চিল্লায়ে গলা ফাটায় !!!

আমি কাওকে গালি দিয়েছি বা অশ্লীল কথা বলেছি এটা যদি প্রমান করতে পারে আমি যে শাস্তি হোক মাথা পেতে নিব।
কিন্তু উচিৎ কথা বলার কারনে আমাকে প্রথমে জেনারেল, এখন ওয়াচে নেওয়া হলো!!

যে মডু আমাকে চুপি চুপি শাস্তি দিল সে একবার হলেও এই ব্লগে ঠুকবে !

তার উদ্দেশ্যে ---
রাজীব কে যারা পিছন থেকে ছুরি মেরেছে তাদের আর আপনার মধ্যে কোন পার্থক্য নেই।
তারা অসভ্য বর্বর; আর আপনি একটা হিপোক্রেট!
আমাকে ওয়াচে নিয়ে কি নিজের চেহারা ঠাকতে পারবেন?? আমাকে ব্যান করুন নইলে যতক্ষন পারি যতভাবে পারি আমি বলে যাব
আপনি একটা হিপোক্রেট!
আয়নার সামনে যখন দাড়াবেন নিজের চেহারাটা ভাল করে দেখবেন ---
আপনি একটা হিপোক্রেট --- হিপোক্রেট, হিপোক্রেট!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.