নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারিগর

আশিকুর রহমান অমিত

লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।

আশিকুর রহমান অমিত › বিস্তারিত পোস্টঃ

চিড়িয়াখানায় একদিন

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

মানুষের কপটতা, ভন্ডামী দেখে ইদানিং কিছুটা বিরক্ত, ভাবলাম যায় পশুপাখির সানিধ্যে কেটে আসি কিছুক্ষন। লোকে যায় সুন্দরবন আমি গেলাম রাজশাহী চিড়িয়াখানায়, সাথে অ্যাসিস্ট্যান্ট ক্লাস টেন পড়ুয়া পরশ মিয়া।

প্রথমেই দেখি মেইন গেট বন্ধ, ভিতরে ব্যাপক উন্নয়ন কাজ চলছে, পাশের গেটি দিয়ে ঢুকা হল। প্রথমেই চোখে পড়ল উন্নয়ন কর্মকান্ডের জন্য পার্কের ছ্যাড়াব্যাড়া অবস্থা, তবে কিছু জায়গা আসলেই সুন্দর করেছে আর কিছু জায়গা হয়ত সুন্দর হবে।



যাই হোক এস ইউজুয়াল প্রথমে বান্দরের খাঁচা। ওরে খাইছে সব গুলান দেখছি সেই সেয়ানা, আগেই খাচার ফাক দিয়ে হাত পেতে আছে সুন্দর ভাবে, জানে এই মনুষ্যজাতি তাদের বাদাম খাওয়াতে ব্যস্ত। লোকেই খাওয়াচ্ছে সমান তালে। যাই হোক ভাবলাম কিসের কি , মামা আই মিন বাঘের সাথে দেখা করমু।



খাইছে আমারে, বাঘের খাঁচা গায়েব সেখানে আছে পায়রার খাঁচা। বাঘ হিংস্রতার প্রতীক আর পায়রা শান্তির মডেল এই জন্য এই সিদ্ধান্ত কিনা তা আর ঠাউর করতে পারলাম নাহ। যাই হোক শুনলাম গোটা চিড়িয়াখানায় বাঘ গায়েব। একজন রে বলতে শুনলাম, “আরে বাঘ তো সুন্দরবনে আছে, ঐ খানে দেখতে যান এইখানে রেখে জায়গা নষ্ট করে কি লাভ” । নিঃসন্দেহে খাঁটি কথা



ফট করে মনে পড়ল আরে মহারাজার সাথেই তো দেখা হল নাহ, যেয়ে দেখি সিংহ মামার জন্য আলাদা খাঁচা , মামীর জন্য আলাদা খাঁচা, ভালুকদার জন্য আলাদা নতুন খাঁচা।



ভালুকদা জিগালাম দাদা খেয়ে এসেছেন নাহ যেয়ে খাবেন, হটাত শোয়া অবস্থায় বলে উঠল যাতো বাজে বকিস নাহ, তোদের রাজশাহীতে বেজায় শীত। বলে উল্টো দিকে শুয়ে কু কু করতে থাকল।



সিংহী কে দেখলাম চুপ চাপ বসে আছে, কি মনে করে গর্জন শুরু করল, এইখানে বলে রাখি জীবনে প্রথম শুনলাম এই গর্জন, তা শুনে সিংহ চেচালো । আমি ভাবলাম আমাকে দেখে নাকি, পাশ থেকে অ্যাসিস্ট্যান্ট বলল নাহ কাক ওর মাংস খাচ্ছে দেখে।







যাই হোক মহারাজ কে জিগালাম একা পেয়ে







-হুজুর কি অবস্থা

-আবার জিগস, দেখছোই তো কি হাল আমার। একা আসছো নাকি?

- আপনি যেই সেন্সে জিগাইছেন সেই সেন্সে একাই আসছি, ভাগ্যের শিকা এখনো ছিড়ে যায় নি।তা আপনাকে আর মামীরে আলাদা রাখার কারন?

-আহ বয়স হইছে এক সাথে থাকলেই সাংসারিক গন্ডোগোল লাগে, তা তুমি কে হে বাপু?

-ও আমি অমিত, লোকাল ছোকরা, আপনাকে ভারত থেকে যেদিন আনল পরেরদিন দেখতে আসলাম নাহ

-ও তা ভারত বলে তোমাদের বর্ডারে গুলি মারে তো তোমরা জবাব দিতে পারো নাহ?

- মহারাজ আজকে যায় আরেকদিন আসব


বাপরে এরাও খবর রাখে।



মেয়র মহোদয়ের সাথে দেখা

রাস্তায় হাটতে দেখলাম আমাদের মেয়র সাহেব ও এসেছেন ,যাই হোক সালামা দিলাম, জবাবে সালামের উত্তর দিয়ে বললেন ভাল আছেন? আহ মেয়র জিজ্ঞেস করলেন কেমন আছি, তাতেই আমার ১০ টাকার টিকিট উসুল!





ঘড়িয়াল>গরিলা>শুশুক






অনেকখোঁজার পর পেলাম এই ঘড়িয়াল কে। আমাদের বাংলাদেশে এই একটাই বলে মিঠা পানির ঘড়িয়াল আছে। বেশ কিছুক্ষন তাকিয়া থাকলাম এই বিলুপ্ত জীবটার দিকে। পাশে এসে একজন বলল এইটা কিরে, সাথে আরেকজন মহিলা বলল আরে এইটা কে কয় গরিলা!!!

এর পরের এক কাপল আসল। এসে মেয়েটা বলল আরে এইটা কি কুমির?? ছেলেটা বলল নাহ কুমির হবে ক্যান শুশুক মনে হয়।

এইখানে বেশিক্ষন থাকলে হয়ত পুকুরে ঝাপ মারতে হবে তার চেয়ে কেটে পরি।



এবং কাপল কাহিনীঃ

রাজশাহীর চিড়িয়াখানার চিরায়ত দৃশ্য, তাও ভাল অপ্রীতিকর কিছু চোখে পড়ল নাহ। খালি দেখলাম পুরোনো গরুর খাচাটা খুলে দেওয়া হয়েছে ঐ খানে দুজন গায়ের সাথে গা ঠেকিয়ে “ল্যাপি” তে কি যেন দেখছে? ল্যাপটপ ইউজ করার চিড়িয়াখানাতে আসার কি যৌক্তিকতা তা বুঝলাম নাহ, প্রানীবিদ নাকি, ইনফোর সাথে মিলিয়ে দেখছে?



আরেকটা ব্যাপার, ৪ জনের বিশাল বেঞ্চ গুলাতে দুজন দুজন করে এমন ভাবে বসছে যে কেউ এসে বসতে পারবে নাহ, বসতে চেষ্টা করলে নির্ঘাত ছোটলোক কথাটা শুনতে হবে।



যাইহোক শেষ পর্যন্ত বের হয় আসলাম।ভাবলাম কপটতা মুক্ত সময় কাটাবো, পশুপাখির সাথে তো এইখানে কপটতা হয় আরো বেশি!



পুরোনো পোষ্টঃ

লাস্ট ম্যাচে পাকিস্তান ক্রিকেট টিমঃ কেন পরাজিত?

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ:
প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: আমি বহুদিন গিয়েছি
দৃষ্টি নন্দন হয়নি
অপরিচ্ছন্নতার জন্য
দায়ি কর্ত্রী পক্ষ এজন্য

চাই আরও সুন্দর পরিবেশ
বিশ্ব তীর্থ হোক এ চিড়িয়া খানা
আরও সমৃদ্ধ হোক বেশ ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

আশিকুর রহমান অমিত বলেছেন: পশু পাখিদের জন্য আর মানুষের বিনোদনের জন্য সত্যিই চাই আরো সুন্দর পরিবেশ

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

খোলাচোখে বলেছেন: পশু পাখিদের জন্য আর মানুষের বিনোদনের জন্য সত্যিই চাই আরো সুন্দর পরিবেশ

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

আশিকুর রহমান অমিত বলেছেন: :)
পরিবেশ সুন্দর করার উদ্যোগ গুলো দেখলাম বেশ ভাল কিন্তু পশু পাখি গুলোর অবস্থা বেশ খারাপ

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন। এরা ধর্ষিতাদের প্রত্যক্ষভাবে অপমান করে। বিশেষ করে উক্ত পোস্টে

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

আশিকুর রহমান অমিত বলেছেন: ভাই একবার তো দিলেন, রিপোর্ট করা হইছে,আবার দেওয়ার কি দরকার ছিল!

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

সর্দার বলেছেন: খোলাচোখে বলেছেন: পশু পাখিদের জন্য আর মানুষের বিনোদনের জন্য সত্যিই চাই আরো সুন্দর পরিবেশ

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

আশিকুর রহমান অমিত বলেছেন: সহমত

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছবি দেখেই বোঝা যাইতাছে চিড়িয়াখানার অবস্হা কাহিল

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

আশিকুর রহমান অমিত বলেছেন: যা বলেছেন, সিংহের খাচাটা তো নতুন তাও, ঘড়িয়াল টার জন্য মায়া লাগে। একটাই আছে গোটা বাংলাদেশে

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

হাসান মাহবুব বলেছেন: আমার খুব ভালো লাগে চড়িয়াখানায় গেলে। লাস্ট গেসিলাম ২০১১ এর ৩০শে ডিসেম্বর। অনেক মজা হৈসিলো। আপনার বর্ণনা ভালো লাগলো।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই। চিড়িয়াখানায় গেলে আসলেই মজা লাগে কিন্তু কতৃপক্ষের উদাসীনতা অনেক সময় মজাটা নষ্ট করে দেয়।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

মিনহাজুল হক শাওন বলেছেন: বলেছিলামনা আপনার লেখার ইশটাইল জোশ। সিম্পল কথা, কিন্তু অপূর্ব শিল্পপ্রতিভা ও মহিমায় প্রতীয়মান হয়ে উঠেছে।

ইয়ে পশুপাখির চেয়ে ওখানে দেখা যায় মানুষের মাঝে পশুত্ব বেশী। দশ টাকায় ফ্রি হোটেল আরকি! (যদিও কথাটা খারাপ শোনায়!)

ভাল্লাগছে। পিলাচ!

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

আশিকুর রহমান অমিত বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ :)
তবে যে প্রশংসা টা করলে ব্লগার পেলে আমাকে তোমাকে একসাথে বেঁধে পিটাবে :P

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

আখাউরা পূলা বলেছেন: বিলুপ্তপ্রায় শুইনা আমার এক্ষুনি যাইতে ইচ্ছা হচ্ছে! ব্যাপারটা জানতামনা!

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

আশিকুর রহমান অমিত বলেছেন: চইলা আসেন :)
এই ঘড়িয়াল আরেকটা ছিল সেটা আমারা গেছে নাকি অন্য কোথাও নিয়ে গেছে জানা নেই। শুনেছি ৭৪ এর দিকে পদ্মায় এইটা ধরা পরেছিল।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

শাহেদ চট্রগ্রাম বলেছেন: আখাউরা পূলা বলেছেন: বিলুপ্তপ্রায় শুইনা আমার এক্ষুনি যাইতে ইচ্ছা হচ্ছে! ব্যাপারটা জানতামনা!

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

আশিকুর রহমান অমিত বলেছেন: চলে আসেন :)
আপনাদের চট্টগ্রামের চিড়িয়াখানায় তো শুনেছি বেশ সমৃদ্ধ।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

সুবর্ণা রহমান বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: ছবি দেখেই বোঝা যাইতাছে চিড়িয়াখানার অবস্হা কাহিল

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

আশিকুর রহমান অমিত বলেছেন: আসলেই অবস্থা কাহিল :(

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

গিটার বলেছেন: সর্দার বলেছেন: খোলাচোখে বলেছেন: পশু পাখিদের জন্য আর মানুষের বিনোদনের জন্য সত্যিই চাই আরো সুন্দর পরিবেশ

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আশিকুর রহমান অমিত বলেছেন: হুম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.