নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারিগর

আশিকুর রহমান অমিত

লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।

আশিকুর রহমান অমিত › বিস্তারিত পোস্টঃ

অভিনেতা থেকে মার্কিন প্রেসিডেন্ট…

১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭



ছিলেন অভিনেতা, উপহার দিয়েছিলেন চমৎকার কিছু মুভি। সেই তিনি হয়ে গেলেন ইউ এস এর প্রেসিডেন্ট,রাজত্ব করলেন টানা দুইবার। তিনি রোনাল্ড রিগ্যান। আমেরিকার ৪০ তম প্রেসিডেন্ট।তাঁরই জীবনী সংক্ষিপ্ত আকারেঃ



পারিবারিক জীবনঃ

৬ই ফ্রেবুয়ারী ১৯১১ সালে ইলিয়ন রাজ্যে জন্মগ্রহন করেন তিনি। পিতা জ্যাক রিগ্যান, মাতা নেলি রিগ্যান। পড়াশোনা করেছেন ইউরেকা কলেজে, অর্থনীতি আর সমাজবিজ্ঞান ছিল তার মেজর বিষয়। রক রিভারের লাইফ গার্ড হিসেবে কিছুদিন ছিলেন রোন্যাল্ড রিগ্যান, এই সময় ৭৭ জন মানুষের জীবন বাঁচাতে তিনি ভূমিকা রাখেন সেখানে

১৯৩৮ সালে তিনি জেন ওয়েম্যান কে বিয়ে করেন যাদের সন্তান ছিল দুটি ( তার মধ্যে একজন দত্তক নেওয়া)। রাজনীতি করার জন্য শেষ পর্যন্ত জেন রিগ্যান তাঁকে ছেড়ে দেন। পরে তিনি বিয়ে করেন ন্যান্সি রিগ্যান কে যিনি পরবর্তীতে ফাস্ট লেডি হন। ন্যান্সি রিগ্যানের ঘরে রন রিগ্যান আর প্যাট্টি ডেভিস নামে আরো দুটি সন্তান ছিল তাঁর।



অভিনয় জীবনঃ

ক্যারিয়ার শুরু হয় রেডিও তে, রেডিওতে মূলত জকি হিসেবে অনুষ্ঠানে কাজ করতেন। ১৯৩৭ সালে স্ক্রিন টেস্ট দেওয়ার মাধ্যমে ৭ বছরের কন্ট্রাক্ট হয় ওয়ার্নার ব্রাদারস স্টুডিও এর সাথে। শুরু হয় তার অভিনয় জীবন। তার কিছু বিখ্যাত মুভি হচ্ছে Kings Row , কমেডি মুভি Bedtime for Bonzo ,Knute Rockne All American ,Law and Order ,The Winning Team । তাঁর অভিনয় জীবন সমন্ধে বিস্তারিত পাওয়া যাবে এই খানে



রাজনৈতিক জীবনঃ

রোনাল্ড রিগ্যান রিপাবলিক্যান প্রেসিডেন্ট হলেও প্রথম জীবনে তিনি ছিলেন একজন ডেমোক্র্যাট। ১৯৬২ সালে তিনি রিপাবলিক্যানদের সাথে যুক্ত হন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ছিলেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর। ১৯৬৮ আর ১৯৭৬ সালে রিপাবলিকানের প্রেসিডেন্ট নমিনেশন পাওয়াতে হেরে গেলেও তিনি ১৯৮০ সালে জিমি কার্টার কে হারিয়ে নমিনেশন পান আর যথারীতি প্রেসিডেন্ট হন সে বছর। প্রেসিডেন্ট হওয়ার ৬৯ দিনের মাথায় তিনি আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন। প্রচুর রক্তক্ষরন স্বত্তেও দ্রুত চিকিৎসার কারনে বেঁচে যান সে যাত্রায়।



মোটামুটি ভাবে সফল প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগ্যান। আমেরিকার অর্থনৈতিক উন্নয়নে বেশ ভূমিকা রাখেন তিনি। তাঁর নাম উচ্চারিত হবে স্নায়ু যুদ্ধ বন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য। এছাড়াও ডাগ্রসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছিলেন তিনি। ১.৭ বিলিয়ন ডলারের ড্রাগস এনফোর্সমেন্ট বিল পাশ করান তিনি



বার্লিনে ইউএসএ মিলিটারীর উপরে বোমা বিস্ফোরনের প্রতিশোধ নিতে রিগ্যানের সময় লিবিয়ার উপর এয়ার অ্যাটাক চালায় আমেরিকা। এছাড়া ইমিগ্রেসন রিফর্ম অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট এ সই করেন রিগ্যান, এর ফলে জেনে শুনে অবৈধ অভিবাসীকে চাকরী দেওয়াটা হয়ে উঠে অবৈধ। রিগ্যান সেই ব্যক্তি যিনি আমেরিকার সুপ্রীম কোর্টে প্রথম মহিলা বিচারপতি কে নিয়োগ দেন।



রাজনীতি শুরুর আগে রিগ্যান আমেরিকান আর্মির ক্যাপ্টেন পদে ছিলেন, এছাড়াও জেনারেল ইলেক্ট্রিক কোম্পানীর মুখপাত্র হিসেবেও কাজ করেছিলেন তিনি। ১৯৪৭ সালে হলিউডের Screen Actors Guild এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন।



আলঝেইমারে আক্রান্ত হয়েছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। ৫ই জুন ২০০৪ সালে মারা যান বর্ননাময় জীবনের অধিকারী এই মার্কিন প্রেসিডেন্ট



রোনাল্ড রিগ্যানের কিছু উক্তিঃ

(উক্তিগুলো অনুবাদ করে দিলে ভাবার্থ ঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারব নাহ বলে ইংরেজীতেই দিলাম)



-If we ever forget that we are One nation under God, then will be a nation gone under.



-We should measure welfare's success by how many people leave welfare, not by how many are added



তথ্যসূত্র ও বিস্তারিত জানতেঃ

# উক্তি সমূহ এইখানে

# রিগ্যানের কিছু ফানি ফ্যাক্টস এইখানে

# ছবি এবং বিস্তারিত উইকিপিডিয়া থেকে





সম্পুর্ন অফটপিকঃ রস+আলোতে প্রকাশিত আমার লেটেস্ট আইডিয়া ব্রেকআপ পরবর্তী পরামর্শ

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মিনহাজুল হক শাওন বলেছেন: ভালো লাগলো পড়ে। গুণের কদর না করলে কি আর গুণী তৈরী হয়!

অবশ্য আমাদের রাজনীতিবিদেরা কম বড় অভিনেতা নয়। ;)

পিলাচ দিতে পারছিনা, পেজ লোড হয়না ঠিকমত। :(

তয় সুপার হইছে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আশিকুর রহমান অমিত বলেছেন: পড়ছো এই মেলা :) প্লাস দিয়ে আর কি হইব এই দুদিনের দুনিয়ায় :D

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

রীতিমত লিয়া বলেছেন: খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে লিখেছেন। ভীষণ ভাল লেগেছে। এরকম আরো লেখা চাই।
আর হ্যা অফটপিকটা পড়ে অনেক হেসেছিলাম। :D

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব লিখার :)
আর অফটপিক টা পড়ে হাসি এসেছে জেনে ভাল লাগলো :)

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

মিনহাজুল হক শাওন বলেছেন: আম নিয়া ব্লগ গরম। জীবনি পড়ার টাইম মানুষের নাইক্কা। /:) /:)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

আশিকুর রহমান অমিত বলেছেন: জানতাম গরম হবে। কিন্তু একজনের পড়েও যদি ভাল লাগে সেই মেলা :)

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

বিষণ্ণ বালক বলেছেন: খুব ভাল লিখেছেন। ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম যে রোনাল্ড রিগ্যান অভিনেতা ছিলেন। আজ বিস্তারিত জানলাম।

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

কাউসার রুশো বলেছেন:
আজকে আমেরিকান প্রেসিডেন্টদেরকে নিয়ে পরপর দুইটা পোস্ট পড়লামভ দুটোই দারুন লাগলো
+++ :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ রুশো ভাই। back to the future মুভি রিগ্যান কে নিয়ে একটা ডায়ালোগ আছে সেইটা শুনার পর থেকে এইটা লিখার ইচ্ছা হয় :)

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

আমি তুমি আমরা বলেছেন: ভালো লাগলো পড়ে।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.