নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারিগর

আশিকুর রহমান অমিত

লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।

আশিকুর রহমান অমিত › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয় ফেসবুকারের বৈশিষ্ট্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

ফেসবুক যে ইউজ করে সে ফেসবুকার। কিন্তু ফেসবুকার হলেই জনপ্রিয় হওয়া যায় নাহ। কিছু বৈশিষ্ট থাকে জনপ্রিয় হওয়ার জন্য ;)



স্ট্যাটাসে লাইকের ছড়াছড়িঃ



টাকার গায়ে যেমন লিখা থাকে চাহিবার মাত্র দিতে বাধ্য থাকিবেন, তেমনি ইনাদের স্ট্যাটাস গুলোতে যেন লিখা থাকে দেওয়া মাত্র লাইক দিতে বাধ্য থাকিবেন। লাইকের বন্যায় ভেসে যায় তাদের মজার অথবা সিরিয়াস স্ট্যাটাসগুলো। বুঝে বা না বুঝে লাইক দিয়ে যাচ্ছে আমজনতা। কোন কোন জনপ্রিয় ফেসবুকারের এক স্ট্যাটাসের লাইকের সংখ্যা দেখা যাবে আপনার সারা ফেসবুক জীবনে পাওয়া লাইকের সমান।





কমেন্টে ভর্তি ফটোঃ




ফেসবুকে অনেকেই লাইক দিয়ে কার্যক্রম সীমাবদ্ধ রাখেন, কমেন্ট দিতে চান নাহ। কিন্তু জনপ্রিয় ফেসবুকারের ফটোর ক্ষেত্রে এই নীতি চলে নাহ। তাদের আপলোড কৃত ছবি সুন্দর হোক বা না হোক তাতে লাইকের পাশাপাশি কমেন্ট করে চলবে সাধারণ ফেসবুক ব্যবহারকারী। অনেকে হয়ত কমেন্টে লিখে ফেলবেন দু চার লাইনের কাব্য। কেউ হয়ত ফটো দেখে কমেন্টে করবেন স্মৃতি রোমন্থন।





ঈর্ষনীয় ফলোয়ার সংখ্যাঃ




এক কালে কতজন ফ্রেন্ড এই দিয়ে জনপ্রিয়তা পরিমাপ করা হত, কিন্তু সেদিন আর নাই। এখন বিবেচনা করা হয় সাবস্ক্রাইবার তথা ফলোয়ার সংখ্যা দিয়ে। ফলোয়ার সংখ্যা অন্তত ৪ অংকের হতেই হবে। আর যাদের ফলোয়ার সংখ্যা ৫ অঙ্কের তাদের কে মোটামুটি সুপারস্টারের পর্যায়ে ফেলা যায়। অনেক জনপ্রিয় হতে ইচ্ছুক ব্যক্তি তাদের ফলোয়ার সংখ্যা দেখে ঈর্ষার নিঃশ্বাস ফেলেন প্রতিনিয়ত।



অহেতুক ট্যাগের শিকারঃ



একজন জনপ্রিয় ফেসবুকার অহেতুক ট্যাগের শিকার হন সবচেয়ে বেশি। দেখা যাবে তাদের ফ্রেন্ডলিস্টের কেউ কেউ বিশাল ভাব মার্কা একটা স্ট্যাটাস দিয়ে তাদের ট্যাগ করেছে যাতে লাইক একটু বেশি পড়ে। বিনা প্রয়োজনে অপ্রাসঙ্গিক কমেন্টে তাদের ট্যাগ করে কেউ কেউ নিজের মহত্ব প্রকাশ করেছেন। আর অনেক ব্যক্তি আর ফেসবুক পেজ পারলে তাদের প্রতিটি ছবিতে জনপ্রিয় ফেসবুকার কে ট্যাগ করে। এইভাবে ট্যাগের জ্বালায় বেঁচে থাকেন একজন জনপ্রিয় ফেসবুকার।



সামাজিক আন্দোলনে নেতৃত্বদানঃ



একজন জনপ্রিয় ফেসবুকার কে অবশ্যই কোন নাহ কোন সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। এই আন্দোলনের শুরু হবে ফেসবুক থেকে। ফেসবুকার একটা ইভেন্ট খুলবেন এবং সে অনুযায়ী আন্দোলন চলতে থাকবে। আন্দোলন পূর্ণ রূপ পেতে পারে মানব বন্ধনের মাধ্যমে অথবা ভিন্ন ভাবে স্ট্যাটাস বা ছবি আপলোড করে। সামাজিক আন্দোলন ছাড়া একজন ফেসবুকার কখনই জনপ্রিয় হয়ে উঠবেন নাহ।



সমালোচনার খোঁচাঃ



সম্ভবত এটাই ফেসবুকের কমন দৃশ্য, একদল লোক সর্বদায় একজন জনপ্রিয় ফেসবুকারের সমালোচনায় ব্যস্ত। জনপ্রিয় ব্যক্তি যদি ডানে যান তাহলে ইনারা বলবেন বামে যাওয়ায় সবচেয়ে ঠিক। এমন কি জনপ্রিয় ফেসবুকার যদি স্ট্যাটাস দেন সূর্য পূর্ব দিকে উঠেছে, সঙ্গে সঙ্গে তারা পাল্টা স্ট্যাটাসে করবেন বিরোধিতা। এইভাবের সমালোচনার খোঁচা খেয়ে যান একজন জনপ্রিয় ফেসবুকার।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

হাঁসি মুখ বলেছেন: আপনার ফেবু লিংক টা দেন দেখি আপনি কোন স্টাইলের মধ্যে ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

আশিকুর রহমান অমিত বলেছেন: ব্লগ নেমের নিচেই দেওয়া আছে ভাই, চেক করে দেখতে পারেন ;)

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

স্যান্ডোক্যান বলেছেন: আমরোও দেখতে মুঞ্চায়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

আশিকুর রহমান অমিত বলেছেন: দেইখা লন ভাই :)

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

এম এম কামাল ৭৭ বলেছেন: হায় রে ফেসবুক! আমার সুখ-শান্তি সব কেড়ে নিলি তুই!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

আশিকুর রহমান অমিত বলেছেন: কি কাহিনী ভাইজান?

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

মিনহাজুল হক শাওন বলেছেন: অচাম বস। লাইক দিলাম। :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

আশিকুর রহমান অমিত বলেছেন: লাইক পাওয়া বড়ই দুষ্কর।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

মুশাসি বলেছেন: চ্রম ডেলিভারি অমিত =p~ =p~ =p~
রসালোতেও দিতে পারো এইটা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯

আশিকুর রহমান অমিত বলেছেন: ধব্যবাদ ভাইয়া। রস আলো নেয়নি এইটা :P :P

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

মাক্স বলেছেন: বিয়াফুক গবেষণা =p~ =p~ =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩০

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ;)

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আরো আছে, কিন্তু ভাল লেগেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১০

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ আর হ্যা বৈশিষ্ট্য তো আরো অবশ্যই আছে :)

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

প্রিন্স হেক্টর বলেছেন: জনপ্রিয় কেমনে হবো? :|

টিপস দেন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

আশিকুর রহমান অমিত বলেছেন: জানলে তো নিজেই হতাম ভাই রে ;)

একদিন পোষ্ট দিমু না হয় জনপ্রিয় হওয়ার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.