![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।
রাজাকার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীর যে জোয়ার ফেসবুক ব্লগ থেকে মহাসমুদ্র সৃষ্টি করেছে শাহবাগে, সেই শাহবাগের প্রজন্ম চত্ত্বর থেকে জোয়ার এসে পড়েছে রাজশাহী শহরে। সেই তারুন্যের জোয়ার লেগেছে রুয়েটিয়ানদের মাঝেও।মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাই নাই রুয়েটিয়ায়নদের কন্ঠে এই স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে তালাইমারী থেকে সাহেববাজার।
ফাঁসির দাবীতে এগিয়ে চলা
রাজাকারের ফাঁসির দাবীতে আলুপট্টি মোড়ে অবস্থানরতদের সাথে একাত্মতা ঘোষণা ও রুয়েট শহীদ মিনারের সামনে অবস্থান এই উদ্দেশ্য শুরু হয় মিছিল। ব্যানার নিয়ে এগিয়ে চলা। অল্পক্ষণের মধ্যে কয়েকশত রুয়েটিয়ান এসে যোগ দেয় মিছিলে। “ হই হই রই কাদের তুই গেলি কই” “কাদের মোল্লার দু গালে জুতা মারো তালে তালে” “একাত্তরের বাংলায় রাজাকারের ঠাই নাই” "৭১ এর হাতিয়ার, গর্জে ওঠবে আরেকবার" “ফাঁসি ফাঁসি ফাঁসি” এই স্লোগান গুলোতে এগিয়ে চলি আমরা। ব্লগার মুশাসি বলে উঠেন , “বাংলা মা তোর ভয় নাই” আমরা বলি, “রাজপথ ছাড়ি নাই”।
চার পাশের মানুষের যোগায় অনুপ্রেরনা
বিকেল ৪ টার কিছু পড়ে। এগিয়ে চলছি আমরা। চার পাশ থেকে এগিয়ে আসে সাধারন জনগন। দুই হাতে তালি মেরে চেচিয়ে তারাও জানান দেয় রাজাকারদের ফাঁসি ছাড়া কোন উপায় নেই। পাশ সিয়ে যাওয়া মোটর সাইকেল, রিক্সার আরোহীরা বলে উঠে "এ বাংলায় রাজাকারের ঠাই নাই"। ৪/৫ বছরের বাচ্চারা যেমন চেচিয়ে উঠে ফাঁসির দাবীতে তেমনি ৬০-৭০ বছরের বৃদ্ধ তারাও যোগ দেয় মিছিলে। একজন নিজেই দিতে শুরু করেন, “তোমার আমার ঠিকানা” আমরা বলে উঠি , “পদ্মা মেঘনা যমুনা”। মাঝে মাঝে স্লোগান না দিয়ে কখন চার পাশে বা কখন নিজের বড়-ছোট ভাইদের দিকে তাকিয়ে থাকি। অবাক নয়নে দেখি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে কত সোচ্চার তারা। একেকটা স্লোগান তারা দিচ্ছে মনের ভিতর থেকে।আলুপট্টি মোড়ে এসে রুয়েটিয়ানদের দাবী এবং সারাদেশের নবজাগরনের সাথে থাকার ঘোষনা দেয় ফেসবুক অ্যাকটিভিস্ট এ এন ফয়সাল আহমেদ ।
রুয়েটের ভেতরে
সারা দেশের সেই একই দাবীতে রুয়েটের ভিতর নেওয়া হয় অবস্থান, শহীদ মিনারের সামনে গান গেয়ে স্লোগান দিয়ে জানিয়ে দেওয়া হয় অন্য কোন দাবী নাই রাজাকারের ফাঁসি চাই। সেই সাথে রুয়েটের ভিতরে রাস্তায় আঁকা হয় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে নানান চিত্র।
এবং রাজশাহীর “প্রজন্ম চত্বর” আলুপট্টি মোড়
বিকেল থেকে প্রাণের দাবীতে ভিড় করে সবাই। শুরু হয় গান, কবিতা পাঠ ও স্লোগান। গুণীজনের দেন তাদের বক্তব্য। জানান ৬৯, ৭১ এ তাঁরা যে জোয়ার দেখেছেন তারুণ্যের তা যেন ফিরে এসেছে ২০১৩ তে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে যোগ দেয়। গানে স্লোগানে মুখরিত করে তুলে তাঁরা গোটা চত্বর কে। জানিয়ে দেয় “এ বাংলায় রাজাকারের ঠাই নাই””রাজাকারের ফাঁসি ছাড়া কোন কথা নাই”। সন্ধ্যায় মোমবাতি জ্বালানো , রাজাকারের কুশপুত্তলিকা পোড়ানো হয়। পতাকা নিয়ে ফাঁসির দাবীতে মুখরিত তরুণেরা। এক পাশে দাঁড়িয়ে কণ্ঠ মেলান প্রবীণেরা। পদ্মার বাতাসের সাথে মাইকের ভেসে আসে , “তীর হারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দিব রে”
চলতে থাকবে এ আন্দোলন যতদিন না আমাদের প্রাণের দাবী বাস্তবায়িত হয়।
এবং আলোচিত একটা ছবি
ছবি কৃতজ্ঞতা বন্ধু আবুযর গিফারী ও বন্ধু হোসেন আল ওয়াসি । এই লিঙ্ক থেকে তাদের তোলা রাজশাহীর ও রুয়েটের ছবিগুলো দেখতে পাবেন
#ওয়াসি
# গিফারী ১ম দিন
গিফারী ২য় দিন
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
আশিকুর রহমান অমিত বলেছেন: অবশ্যই
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
নগরের ধনেষ বলেছেন: সাবাস!! রুয়েটিয়ান।এগিয়ে যাও।তবে আলুপট্টি মোড়ের চেয়ে আমাদের শহীদ মিনারেই আন্দোলন শুরু কর।এটাই ভাল হবে।
আমরা সবাই আছি তোমাদের পাশে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
আশিকুর রহমান অমিত বলেছেন: আজকে শহীদ মিনার থেকে আলুপট্টি মোড়ে সমাবেত হওয়ার কথা।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: গফফার স্যার , সিরাজুল স্যার কি এই আন্দোলনের সাথে আছে?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
আশিকুর রহমান অমিত বলেছেন: কোন স্যার আপাতত নেই। সবচেয়ে জুনিয়র সিরিজের প্রধান উদ্যোগে করা হয় কালকের আন্দোলন।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
জগা বলেছেন: তবে ডীন স্যারের মেয়ে গিয়েছিলেন তাঁর বান্ধবীদের (বিশ্ববিদ্যালয় স্কুলেরসহপাঠী) সাথে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
আশিকুর রহমান অমিত বলেছেন: তা হতে পারে।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
ইউক্লিড রনি বলেছেন: মিস করলাম.
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
আশিকুর রহমান অমিত বলেছেন: আসলেই মিস করলা।সবাই তাকিয়ে ছিল আমাদের দিকে!
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link