|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আশিকুর রহমান অমিত
আশিকুর রহমান অমিত
	লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।
যারা ব্লগে আসেন, মোটামুটি ফেসবুকের সব ইভেন্টের কথায় জানেন। তবুও কেউ যদি জেনে না থাকে সে উদ্দেশ্য এইটা লিখা। মার্চ মাসেই তিনটা চমৎকার ইভেন্ট রয়েছে ফেসবুকে, যা একদিকে চমৎকার আরেকদিকে অতীব দরকারি! সবচেয়ে বড় কথা ঘরে বসে থেকে আপনি এই ইভেন্টে ভূমিকা রাখতে পারবেন।
২৩ শে মার্চ রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত পালিত হবে হরতালের প্রতিবাদে ফেসবুকে হরতাল!  রাজনৈতিক দল গুলো নিজের ইচ্ছা মত হরতাল দেয়, হরতালে ভাঙচুর করে। বিপদে পড়ে সাধারন পাবলিক মানে আমরা। তাদের এই কর্মকান্ডের বিরুদ্ধে ছোট্ট একটা প্রতিবাদ জানাতে ফেসবুকে হরতাল। ২৩ মার্চ রাত ৯ টা থেকে ১০ টা, এক ঘণ্টার ফেসবুক হরতাল! এই সময় আমরা ফেসবুকে কোনো পোস্ট করব না। তবে পিকেটিং চলবে। কেউ কোনো পোস্ট দিলে আমরা শুধু নিচে কমেন্টে লিখে অনুরোধ করব পোস্টটা সরিয়ে নিতে। এই ইভেন্টের দুজন হোস্ট হলেন, Rajib Hasan   এবং পাভেল মহিতুল আলম   
২৫শে মার্চের ইভেন্ট আরো তাৎপর্য পূর্ন। ইভেন্টের নাম গোয়িং ব্লাক আউট: বার্থ থ্রু জেনোসাইড (অন্ধকারে নিমজ্জন অত:পর একটি রক্তস্নাত জন্ম)    ১৯৭১ সালের ২৫শে মার্চের কালো রাত্রিতে নিহতদের স্মরনে এই ইভেন্ট টি খোলা হয়েছে। তাদের স্মরনে ফেসবুকে ব্ল্যাক আউট করা হবে। অর্থাৎ ২৫ শে মার্চ আমরা ৫মিনিট (রাত ১১ টা ৫৫ থেকে ১২ টা পর্যন্ত) ব্লাকআউট করবো। ঘরের সকল আলো নিভিয়ে দেব। নিজেদের প্রোফাইল পিকচার কালো করে দেব। সামনে থাকা কম্পিউটার/ল্যাপটপ বন্ধ করে দেব। ১৫ টি মিনিট কাটাবো আমরা অন্ধকারে, নিহতের প্রতি সম্মানার্থে
 ইভেন্টের কর্মসূচী গুলো হল 
-বাসার/অফিসের যেকোনো বাতি নিভিয়ে দিন ১৫ মিনিটের জন্য।
-বন্ধ রাখুন কম্পিউটারের মনিটরও ।
-বন্ধ রাখুন ফেসবুকিং সহ সকল ব্রাউজিং ।
-কালো করে দিন আপনার প্রোফাইলে ব্যবহৃত ছবি ।
ইভেন্টের হোস্ট হচ্ছেন আমাদের পরিচিত ব্লগার দূর্যোধন এবং সিডাটিভ হিপ্নোটিক্স  
৩য় ইভেন্ট টি বর্তমান সময়ের জন্য আসলেই দরকার। আমরা জানি আমাদের রাজনীতিতে দুই নেত্রীর প্রভাব এবং অবদান। তারা দুজনে যদি সংলাপে বসেন তাহলে  হয়ত সব সমস্যার সমাধান না হলেও বেশ কিছু সমস্যার সমাধান আসবে। তারই জন্য এই ইভেন্ট "দুই নেত্রীর সংলাপের দাবিতে ৭১ ঘন্টা অনশন"   ২৭ শে মার্চ সকাল ৭ টায় জাতীয় সংসদ ভবনের সামনে ৭ জন আমজনতা বসবেন ৭১ ঘন্টার অনশনে। তাদের একমাত্র দাবি সংঘাত নয় বরং দুই নেত্রীর সংলাপ, অন্তত একবার মুখ দেখাদেখি হোক । এই ইভেন্টে অনশগ্রহনের জন্য আপনাকে অনশন করতে হবে নাহ, জাস্ট গোয়িং ক্লিক করে সেই সাতজন কে উৎসাহ দিবেন, তাদের দাবীর প্রতি জানাবেন আপনার সমর্থন। ইভেন্টের আয়োজক "আমজনতা" গ্রুপ  
ইভেন্ট গুলোতে অনেকেই যোগ দিয়েছেন, যারা যোগ দেননি আশা করি যোগ দিবেন। ইভেন্ট সম্পর্কে যেকোন প্রশ্ন ইভেন্ট লিংকে যেয়ে জিজ্ঞেস্ক অরতে পারবেন। বিস্তারিত সেখানেই পাবেন। একটা কথা বলে রাখি এই ইভেন্ট গুলো কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হচ্ছে নাহ। 
 ২২ টি
    	২২ টি    	 +১/-০
    	+১/-০  ১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:২৩
১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:২৩
আশিকুর রহমান অমিত বলেছেন: ফেসবুক সেলিব্রেটির সংজ্ঞা যদি দিতে পারেন তবেই আমি আপনার প্রশ্নের উত্তর দিব। আর ইভেন্টের বিস্তারিত ইভেন্ট এ যেয়ে পড়তে পারবেন।
২|  ১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:০৯
১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:০৯
আজিব শিমু বলেছেন: সাত জনের অনশনটি আমার পছন্দ হয়েছে। আমিও সেখানে সরাসরি থাকতে চাই। এটা কি সম্ভব?
  ১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:২৫
১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:২৫
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ। আপনি ইভেন্টের ফেসবুল লিঙ্ক যেয়ে জানতে পারবেন বা জিজ্ঞাসা করতে পারবেন। কিংবা ডিরেক্ট চলে যেতে পারেন সকাল ৭ টার সময় জাতীয় সংসদ ভবনের সামনে।
৩|  ১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:১০
১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:১০
ভয় বলেছেন: khali atlami r bikkhato hobar dhandha! jottosob!
  ১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:২৬
১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:২৬
আশিকুর রহমান অমিত বলেছেন: যারা আয়োজক তারা বেশি না হলে কম সম বিখ্যাত। আপনার মনে যদি সত্যি কোন যৌক্তিক প্রশ্ন থাকে তাহলে করতে পারেন।
৪|  ১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:২৭
১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:২৭
ভুমি_রাজস্ব্_কর বলেছেন: জনাব, আমি এখানে বাল্যশিক্ষা গ্রহণ করতে আসি নাই যে, আপনি পরীক্ষা নিবেন আর আমি প্রশ্নের উত্তর দিবো।
যান ফেসবুকে াল ফেলান আর শেয়ার করেন।
  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৮
১৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৮
আশিকুর রহমান অমিত বলেছেন: আমি কোথায় কি ফেলাবো সেটা আপনি বলার কে হে? প্রশ্নের উত্তর জানা থাকলে তো দিবেন। শুনেন ইভেন্ট গুলান কে যৌক্তিক মনে হইছে তাই দিছি , নাহ হল দিতাম নাহ। আর আপনারা তো কোন কাজ করেন নাহ ঐ খালি সমালোচনাটাই ক্রতে পারেন।
৫|  ১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
ভুমি_রাজস্ব্_কর বলেছেন: ফেসবুক যে ইউজ করে সে ফেসবুকার। কিন্তু ফেসবুকার হলেই জনপ্রিয় হওয়া যায় নাহ। কিছু বৈশিষ্ট থাকে জনপ্রিয় হওয়ার জন্য 
স্ট্যাটাসে লাইকের ছড়াছড়িঃ
টাকার গায়ে যেমন লিখা থাকে চাহিবার মাত্র দিতে বাধ্য থাকিবেন, তেমনি ইনাদের স্ট্যাটাস গুলোতে যেন লিখা থাকে দেওয়া মাত্র লাইক দিতে বাধ্য থাকিবেন। লাইকের বন্যায় ভেসে যায় তাদের মজার অথবা সিরিয়াস স্ট্যাটাসগুলো। বুঝে বা না বুঝে লাইক দিয়ে যাচ্ছে আমজনতা। কোন কোন জনপ্রিয় ফেসবুকারের এক স্ট্যাটাসের লাইকের সংখ্যা দেখা যাবে আপনার সারা ফেসবুক জীবনে পাওয়া লাইকের সমান।
কমেন্টে ভর্তি ফটোঃ
ফেসবুকে অনেকেই লাইক দিয়ে কার্যক্রম সীমাবদ্ধ রাখেন, কমেন্ট দিতে চান নাহ। কিন্তু জনপ্রিয় ফেসবুকারের ফটোর ক্ষেত্রে এই নীতি চলে নাহ। তাদের আপলোড কৃত ছবি সুন্দর হোক বা না হোক তাতে লাইকের পাশাপাশি কমেন্ট করে চলবে সাধারণ ফেসবুক ব্যবহারকারী। অনেকে হয়ত কমেন্টে লিখে ফেলবেন দু চার লাইনের কাব্য। কেউ হয়ত ফটো দেখে কমেন্টে করবেন স্মৃতি রোমন্থন। 
ঈর্ষনীয় ফলোয়ার সংখ্যাঃ
এক কালে কতজন ফ্রেন্ড এই দিয়ে জনপ্রিয়তা পরিমাপ করা হত, কিন্তু সেদিন আর নাই। এখন বিবেচনা করা হয় সাবস্ক্রাইবার তথা ফলোয়ার সংখ্যা দিয়ে। ফলোয়ার সংখ্যা অন্তত ৪ অংকের হতেই হবে। আর যাদের ফলোয়ার সংখ্যা ৫ অঙ্কের তাদের কে মোটামুটি সুপারস্টারের পর্যায়ে ফেলা যায়। অনেক জনপ্রিয় হতে ইচ্ছুক ব্যক্তি তাদের ফলোয়ার সংখ্যা দেখে ঈর্ষার নিঃশ্বাস ফেলেন প্রতিনিয়ত। 
অহেতুক ট্যাগের শিকারঃ
একজন জনপ্রিয় ফেসবুকার অহেতুক ট্যাগের শিকার হন সবচেয়ে বেশি। দেখা যাবে তাদের ফ্রেন্ডলিস্টের কেউ কেউ বিশাল ভাব মার্কা একটা স্ট্যাটাস দিয়ে তাদের ট্যাগ করেছে যাতে লাইক একটু বেশি পড়ে। বিনা প্রয়োজনে অপ্রাসঙ্গিক কমেন্টে তাদের ট্যাগ করে কেউ কেউ নিজের মহত্ব প্রকাশ করেছেন। আর অনেক ব্যক্তি আর ফেসবুক পেজ পারলে তাদের প্রতিটি ছবিতে জনপ্রিয় ফেসবুকার কে ট্যাগ করে। এইভাবে ট্যাগের জ্বালায় বেঁচে থাকেন একজন জনপ্রিয় ফেসবুকার।
সামাজিক আন্দোলনে নেতৃত্বদানঃ
একজন জনপ্রিয় ফেসবুকার কে অবশ্যই কোন নাহ কোন সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। এই আন্দোলনের শুরু হবে ফেসবুক থেকে। ফেসবুকার একটা ইভেন্ট খুলবেন এবং সে অনুযায়ী আন্দোলন চলতে থাকবে। আন্দোলন পূর্ণ রূপ পেতে পারে মানব বন্ধনের মাধ্যমে অথবা ভিন্ন ভাবে স্ট্যাটাস বা ছবি আপলোড করে। সামাজিক আন্দোলন ছাড়া একজন ফেসবুকার কখনই জনপ্রিয় হয়ে উঠবেন নাহ।
সমালোচনার খোঁচাঃ
সম্ভবত এটাই ফেসবুকের কমন দৃশ্য, একদল লোক সর্বদায় একজন জনপ্রিয় ফেসবুকারের সমালোচনায় ব্যস্ত। জনপ্রিয় ব্যক্তি যদি ডানে যান তাহলে ইনারা বলবেন বামে যাওয়ায় সবচেয়ে ঠিক। এমন কি জনপ্রিয় ফেসবুকার যদি স্ট্যাটাস দেন সূর্য পূর্ব দিকে উঠেছে, সঙ্গে সঙ্গে তারা পাল্টা স্ট্যাটাসে করবেন বিরোধিতা। এইভাবের সমালোচনার খোঁচা খেয়ে যান একজন জনপ্রিয় ফেসবুকার।
  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৯
১৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৯
আশিকুর রহমান অমিত বলেছেন: ইহা ফান পোষ্ট, যদি গুরুত্বের সাথে নেন তাহলে শেষ পয়েন্টা টাও দেখেন।
৬|  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৩
১৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৩
তথই বলেছেন: আর কোন ফেবু রাজনীতি চাইনা .... ধন্যবাদ
  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৬
১৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:২৬
আশিকুর রহমান অমিত বলেছেন: ভাই ইহা কোন ফেবু রাজনীতি নাহ, পছন্দ হলে থাকবেন না হলে নাহ।
৭|  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:৩৬
১৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:৩৬
লিন্কিন পার্ক বলেছেন: 
 ফলাফল কতটুকু হয় সেটাই দেখার বিষয় ! 
  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:৫১
১৯ শে মার্চ, ২০১৩  রাত ৮:৫১
আশিকুর রহমান অমিত বলেছেন: ২য় ইভেন্ট টা তো সম্মান জানানোর জন্য। ১ম ইভেন্ট টা জাস্ট আমাদের প্রতিবাদ। আর লাস্টের টার একটু পজিটিভ ফিডব্যাক আসলেও মেলাক ইছু কিন্তু
৮|  ২০ শে মার্চ, ২০১৩  রাত ১:৩২
২০ শে মার্চ, ২০১৩  রাত ১:৩২
আমিনুর রহমান বলেছেন: প্রথম দুই ইভেন্টেই যোগ দিয়েছি তবে তৃতীয়টায় যোগ দেয়ার কারন হিসেবে আমার যা মনে হয়েছে তা হল হয়ত ২ নেত্রী বসলে সাময়িক সংঘাত থেকে মুক্তি পাবো কিন্তু আবারো এই ২ জনের একজন ক্ষমতায় গেলে পূর্বের মতো জনগণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের আখের ঘুছাবে। তাই এদের ব্যাপারে আমি বিন্দু পরিমান আমার বিশ্বাস নেই। একটা রেভুলেশন ছাড়া আমাদের দেশে শান্তি ফিরে আসার আশা করতে পারি না।
  ২০ শে মার্চ, ২০১৩  দুপুর ২:৫৪
২০ শে মার্চ, ২০১৩  দুপুর ২:৫৪
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাই। ৩য় ইভেন্টের ফলাফলের ব্যাপারে আসলে কিছু বলা মুশকিল। তবে যারা উদ্যোগ নিয়েছে তাদের কে স্বাগত জানানোর জন্যই গোইয়িং ক্লিক করা করা
৯|  ২২ শে মার্চ, ২০১৩  রাত ৩:২৫
২২ শে মার্চ, ২০১৩  রাত ৩:২৫
আরজু পনি  বলেছেন: 
তবুও চলুক। শেয়ার করার জন্যে ধন্যবাদ।।
  ২২ শে মার্চ, ২০১৩  সকাল ৮:৫৪
২২ শে মার্চ, ২০১৩  সকাল ৮:৫৪
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে ও
১০|  ২৫ শে মার্চ, ২০১৩  রাত ১০:২৯
২৫ শে মার্চ, ২০১৩  রাত ১০:২৯
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ অমিত !
  ২৬ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৯
২৬ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৯
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১১|  ২৫ শে মার্চ, ২০১৩  রাত ১০:৪৭
২৫ শে মার্চ, ২০১৩  রাত ১০:৪৭
ক্যাপটেন বলেছেন: প্রথম দুইটা তে আছি। তৃতীয়টাতে নাই। ধন্যবাদ শেয়ার করার জন্য 
  ২৬ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৯
২৬ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৯
আশিকুর রহমান অমিত বলেছেন: প্রথম দুটোতে থাকার জন্য ধন্যবাদ ক্যাপ্টেন 
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:০৩
১৯ শে মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:০৩
ভুমি_রাজস্ব্_কর বলেছেন: খামাকা।
যাদের জন্য এই ইভেন্ট ক্রিয়েট করছেন, আপনার ইভেন্টের মাধ্যমে তাদের কারো একটা গুপ্তক্যাশেরও কিছু হবে না।
আজাইরা।
মাঝখানে কেউ কেউ ফেসবুক সেলিব্রেটি হতে চাওয়ার ধান্ধা।
ফেসবুক ইভেন্টের মাধ্যমে যদি হরতাল বন্ধ হয়, তবে প্রতিদিন ফেসবুকে হরতাল ডাকেন। ইন্টারনেটের কেবল কেটে ফেলে দেন, তারপরও কিছু হবে না।
আদালত পারছে না হরতাল বন্ধ করতে, আর আপনারা আসছেন ফেসবুক নিয়া। যত্তোসব।