নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারিগর

আশিকুর রহমান অমিত

লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।

আশিকুর রহমান অমিত › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সামু,সময় এসেছে একটু জোরে দৌড়ানোর।

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০৬

সিস্টেম আপগ্রেডেশনের জন্য বন্ধ ছিল সামু । তারপর তো আবার তার চলা শুরু হল। প্রথমেই শুভকামনা জানায়। যাই হোক ব্লগ কি জিনিস এই বছর গুলোতে অনেকেই জেনে ফেলছেন। আজকাল মোটামুটি সবাই উঁকিঝুঁকি মারা শুরু করেছেন ব্লগে। সেই তুলনায় কি সামুতে বাড়ছে প্রত্যাশিত হিট?



বাংলাদেশের মধ্যে অ্যালেক্সা Rank এ সামু এখন ১৬ তে, যেখানে আগে ছিল ১১ তে। নিজ গুনে টেকটিউনস পিছনে ফেলে দিয়েছে সামুকে। সচলের গুনাগুণ এখন শোনা যায় সবচেয়ে বেশি। ইনোভেটিভ আইডিয়ার কিছু পোষ্ট আর গুনি ব্লগারদের নিয়মিত পোষ্ট তার একটি কারন। উপরন্তু নতুন নতুন ব্লগ খুলছে, সেখানকার কয়েকটা লিখাও থাকছে বেশ ভাল। ফেসবুকের বড় স্ট্যাটাস আর নোটের প্রচলন এখন যেকোনো সময়ের চেয়ে বেশি। কারো হয়ে গেছে পারসোনাল ব্লগ যেখানে সাধারণ পাঠক আনাগোনা করছে। মোদ্দা কথা প্রতিযোগীর সংখ্যা এখন অনেক বেশি। তাই সামুকে আরও বেশি কিছু করতে হবে হিট আনার জন্য। বলে রাখি অনৈতিক ভাবে হিটাকাঙ্খী না হয়ে যুক্তিসঙ্গত উপায়ে মান বৃদ্ধি করেও হিট আনা যায়। আর সেই কথাটা বলা এই পোষ্টের উদ্দেশ্য।



এই কিছুর মাঝে সামুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হলে অবশ্যই কিছু পদক্ষেপ নিতে হবে। এককালে রাজনৈতিক পোষ্ট গুলো হত চমৎকার। কমেন্টের পর কমেন্টে তর্ক বিতর্ক হত, ক্যাচাল লাগত সামান্য। এখন কি আর সেই ভাবে রাজনৈতিক পোষ্ট আসে? হয়ত অনেকে ক্যাচাল কিংবা কাদা ছোঁড়াছুড়ি বা ট্যাগ বাজীর জন্য এই পোষ্ট গুলো প্রয়োজনীয় মনে করেন না, কিন্তু মডারেটরদের সতর্ক দৃষ্টিভঙ্গি এই পোষ্ট গুলোকে করতে পারে উপভোগ্য।



নির্বাচিত পোষ্ট ব্যাপারটা অতীব চমৎকার, কিন্তু একটু বেশি মাত্রায় সুশীলতা দেখানো হচ্ছে যেন পোষ্ট সিলেকশনের ব্যাপারে। ব্যক্তিগত মতামত আরেকটু উদার হন। গল্প গুলো কে আসতে দিন, বা খাটাখাটি করে লিখা পোষ্ট গুলোকে জায়গা দেন। এতে নতুন কিংবা কমজোরি ব্লগাররা অনুপ্রাণিত হয়ে আরও ভাল লিখা দেবে সামু ব্লগে। আশা করি স্বাধীনতা বিরোধী ছাগু পোষ্ট ছাড়া যেকোনো রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি যুক্ত পোষ্ট আসতে পারে নির্বাচিত পাতায়। একটা ব্লগের দৃঢ় পথচলাতে ভাল লিখার বিকল্প নেই।



বিশ্লেষণীয় লিখা, ইনোভেটিভ লিখা আনতে হবে বেশি করে, এইটা অবশ্য সম্পূর্ণ ব্লগারদের দায়িত্ব। এক কালে মেইন স্ট্রিম মিডিয়ার বিপরীত হিসেবে ভাল কাজ করত সামু ব্লগ ।ইদানীং যেন এই ক্ষেত্রে একটু পিছিয়ে পড়েছে ।



ব্লগকে প্রাণবন্ত করানোর জন্য পুরনো ভাল ব্লগারকে পুনরায় অনুরোধ করা যেতে পারে ফিরে আশার। আশে পাশে ব্লগ সম্পর্কে নিত্য নতুন আইডিয়ার অভাব নেয়, একটু খোজ করলে পাবেন সেগুলো। স্পেশাল টপিকস না হলেও ভাল মানের ব্লগ হতে পারে স্টিকি। মাঝে মাঝে নোটিশ বোর্ড থেকে পোষ্ট দিয়ে খোলাখুলি শোনা যেতে পারে ব্লগ সম্পর্কে ব্লগার আর পাঠকদের অভিযোগ, আপত্তি কিংবা পরামর্শ।




এইসব ব্যাপারে আমার মত অধম ব্লগারের চেয়ে অনেক গুনে মাথা ব্যথা বেশি ব্লগ কর্তৃপক্ষের, কিন্তু তবুও সামুকে ভালবেসে কথাগুলো লিখছি আর কি। পরিশেষে বলা যায় সময় এসেছে প্রিয় সামু, একটু জোরে দৌড়ানোর। আমরা দেখতে চাই আলেক্সা Ranking এ সামু চলে এসেছে ১০ এর মধ্যে।

মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:২৪

মুশাসি বলেছেন: খুব ভালো কিছু বিষয় তুলে ধরেছো অমিত। আশা করি মডুগন এই ব্যাপারটা গুরুত্ব নিয়েই ভাববেন।

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাইয়া। মডুরা এই বিষয়গুলো জানেন সম্ভবত,তাও আরেকবার আলোকপাত করলাম আর কি

২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৩

শাওণ_পাগলা বলেছেন: সহমত দিলাম

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫৯

আমিনুর রহমান বলেছেন:

চমৎকার লিখেছেন অমিত। আশা করছি সামু এই ব্যাপরে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

০৮ ই মে, ২০১৩ দুপুর ২:২৮

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আশা করি সামু আরো এগিয়ে যাবে

৪| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪

আশিকুর রহমান অমিত বলেছেন: :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.