![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।
আমি বলছি না ভাল ছাত্র হতে হবে, আমি চাই
আমার সিজিপিএ টা একটু বাড়ুক
সিজিপিএ তিন না হলে কি কি হবে
এই শুনতে শুনতে আমি এখন ক্লান্ত
আমি বলছি না ভাল ছাত্র হতে হবে, আমি চাই
কেউ আমাকে অনেকক্ষণ ধরে পড়ার বুদ্ধি দিক
কাউকে আমার কাছে এসে
পড়া বুঝিয়ে দিতে বলছি না
আমি জানি, এই ইলেকট্রিকের যুগে
মুখস্থ ছাড়া সিজিপিএ বাড়ানোর কোন উপায় নেই।
আমি চাই কেউ একজন এসে বলুক
কম সিজিপিএ তেও চাকরি হয়
ইঞ্জিনিয়ারিং এ ব্যাসিকটাই আসল
থিউরি আর ল্যাবের বিষয়গুলো বুঝতে পারলেই
ভাল ইঞ্জিনিয়ার সহজেই হয়ে যাওয়া যায়
চাকরি তো আমি একটা নিজেই জোগাড় করে নিবো।
আমি বলছি না ভাল ছাত্র হতে হবে, আমি চাই
কেউ আমার ট্যালেন্টগুলো কে মর্যাদা দিক
আমার ইঞ্জিনিয়ারিং গুনাগুণের প্রশংসা করুক
পরীক্ষার খাতায় ফ্রি নাম্বার তো চাচ্ছি না
কেউ অন্তত আমাকে এসে বলুক, “তুমিও ভাল ইঞ্জিনিয়ার হবে”।
নির্মলেন্দু গুনের তোমার চোখ এতো লাল কেন অবলম্বনে। তাঁর কাছে ক্ষমাপ্রার্থী ।
১৭ ই মে, ২০১৩ সকাল ৮:২৫
আশিকুর রহমান অমিত বলেছেন: মন থেকে জানায় ধন্যবাদ
২| ১৭ ই মে, ২০১৩ রাত ১:১৬
হাসান মাহবুব বলেছেন: ++
১৭ ই মে, ২০১৩ সকাল ৮:২৫
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১:২০
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: বাংলা কবিতার ইতিহাসে সম্ভবত নির্মলেন্দু গুনের 'তোমার চোখ এতো লাল কেন' নিয়েই সবচেয়ে বেশি প্যারোডি লেখা হয়েছে।
আপনার সিজিপিএ প্যারোডি ভালো লাগলো।
+++++
১৭ ই মে, ২০১৩ সকাল ৮:২৬
আশিকুর রহমান অমিত বলেছেন: একই কবিতার আরেকটি প্যরোডি মাথায় ঘুরছে
ধন্যবাদ আপনাকে
৪| ১৭ ই মে, ২০১৩ রাত ১:২৩
ফারজুল আরেফিন বলেছেন: ++++++
১৭ ই মে, ২০১৩ সকাল ৮:২৬
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৫| ১৭ ই মে, ২০১৩ সকাল ৮:০৮
হিংস্র ঈগল বলেছেন: দুর্দান্ত।++++
১৭ ই মে, ২০১৩ সকাল ৮:২৬
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ
৬| ১৭ ই মে, ২০১৩ সকাল ৯:১২
আমিভূত বলেছেন: ফেসবুকে পড়েছিলাম এখানে প্লাস দিয়ে গেলাম ভ্রাতা
১৭ ই মে, ২০১৩ দুপুর ২:০২
আশিকুর রহমান অমিত বলেছেন: ডাবল ধন্যবাদ
৭| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৩
আমিনুর রহমান বলেছেন:
আমি মনে হয় ফেবুতে পড়েছিলাম ভালো প্যারোডি হইছে +++
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৫
আশিকুর রহমান অমিত বলেছেন: ফেসবুকে দিছিলাম ভাবলাম ব্লগেও এক কপি রেখে দেয়
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ রাত ১:০৪
সপ্নাতুর আহসান বলেছেন: ১ নং ভাল লাগা।