![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।
শুনেছি সাহিত্য সমালোচনা করতে নাকি ‘যোগ্যতা’ লাগে। সেরকম কোন যোগ্যতা আমার মাঝে নেই। তবে সাধারণ পাঠক হিসেবে কোন গল্পের কিংবা লেখকের সমালোচনা করাটা দোষের কিছু না। দৈনিক প্রথম আলোর সাহিত্য সাময়িকী তে দেখলাম মৌলি আজাদের লিখা গল্প “ধূসর মুগ্ধতা” ।
আমার মতে একটা গল্প কিন্তু একটা সমাজের প্রতিচ্ছবি। সমাজের চাল চলন গুলো তুলে ধরে। ধূসর মুগ্ধতা গল্প হিসেবে ভালই বলা চলে। এ নিয়ে আমার কোন দ্বিমত নেই। কিন্তু গল্পের মূলভাব নিয়ে রয়েছে। গল্পের চরিত্র মফস্বলের এক কলেজের অধ্যাপক অবিবাহিত রফিক আর কলেজের তারই বিভাগে যোগ দেওয়া শিক্ষিকা মুগ্ধতা। মুগ্ধতা স্বামী কন্যা কে ঢাকায় রেখে এসে কর্মক্ষেত্রে যোগ দিয়েছে।
যাই হোক গল্পের শেষ যেটা মুগ্ধতা রফিক পরস্পরের কাছে আসে। এক সময় সম্পর্কের গভীরে প্রবেশ করে। ট্যাক্সি ক্যাব চেপে লং ড্রাইভে যাবার সময়, "ছুটে চলা গাড়ির ভেতর মুগ্ধতা রফিকের কোলে মাথা গুঁজে ফিসফিস করে বলেন: ধন্যবাদ রফিক, নপুংসক স্বামীপ্রবরের সঙ্গে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম যেন, সেখান থেকে সাময়িকভাবে হলেও মুক্তি দিলে যেন তুমি".। গল্পের শেষ লাইন “সুখের আবেশে আবেশিত রফিকের মুগ্ধতার কোনো কথাই কানে যায় না, শুধু মুগ্ধতার ঠোঁট দুটি নিজের মুখে পুরে নেন রফিক।”
কথা হচ্ছে লেখিকা মুগ্ধতার স্বামী কে নপুংসক হিসেবে আখ্যায়িত করেছেন কি মানসিক অর্থে নাকি শারীরিক অর্থে? তিনি যদি বিবাহিত নারীর সংসার রেখে এই অবাধ প্রেম কে “নারী স্বাধীনতার প্রতীক” হিসেবে মানতে চান তাহলে তিনি ভুল করেছেন। আমাদের দেশে “পরকীয়া” ব্যাপার টা বেশ ভাল ভাবেই আছে। প্রচলিত বাঙ্গালী সমাজ কিন্তু সেটা কে নেগেটিভ হিসেবেই বেছে নেন। অনেক নারী আছেন হয়ত জীবনের একটা সময়ে তারা মানসিক তৃপ্তি থেকে বঞ্চিত হন। কিন্তু তার মানে এই নয় যে তারা অন্য কোন পুরুষের হাতে নিজেকে সপে দেন। এই ক্ষেত্রে বাঙ্গালী নারীর নিজের ব্যক্তিত্ববোধ, নিজের প্রজ্ঞা, নিজের সমাজ হতে প্রাপ্ত শিক্ষার বদৌলতেই এমন কাজ করতে বিরত হন। অনেকেই সংসার ছেড়ে অন্য জায়গায় কর্মক্ষেত্রে যান। তারা এধরনের পথে ভুলেও পা বাড়ান না।
কিন্তু শ্রদ্ধেয় লেখিকা এই বিষয় টি কে টেনে এনেছেন। এক ক্ষেত্রে বলা চলে গল্প ‘হিট’ করতে চাইলে এই ধরনের প্লট চমৎকার । কিন্তু এই গল্প সমাজ কে ভুল মেসেজ দেয়। হয়ত গল্পের গভীর মর্মার্থ আছে, কিন্তু অধিকাংশ পাঠক এই মর্মার্থ বুঝতে পারে না।
সুন্দর গল্প লিখার জন্য সমাজের নানা টানাপড়েন, সম্পর্কের নানা গভীরতা, জীবনের বহু জটিলতা রয়েছে। যা চিরায়ত বাঙ্গালী সমাজের মূল্যবোধ কে শ্রদ্ধা করে লিখা যায়। ভিন্ন প্লটে ফেলে আকর্ষণীয় করা যায়। সেরকম কিছু লিখার প্রত্যাশায়...
২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
আশিকুর রহমান অমিত বলেছেন: এডিটরের চেয়ে দোষ বেশি লেখিকার। আজ প্রথম আলো জায়গা না দিলেও এই টাইপের লিখা তিনি আরো জায়গাও লিখবেন। কমেন্টের জন্য ধন্যবাদ ।
২| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
আবুযর গিফারী বলেছেন: আমার মতামত-
এভাবেই চটি গল্প গুলোর সূচনা হয়।
২১ শে জুন, ২০১৩ রাত ৮:১২
আশিকুর রহমান অমিত বলেছেন:
৩| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চটি গল্প
পোস্টে প্লাস
২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৭
আশিকুর রহমান অমিত বলেছেন: আসলেই!
ধন্যবাদ আপনাকে
৪| ২২ শে জুন, ২০১৩ ভোর ৪:০৮
মুশাসি বলেছেন: আমি ইহতিব বলেছেন: এডিটিং এর দায়িত্বে মনে হয় এখন মতি মিয়ার বাসার কাজের লোকজন আছে।
২২ শে জুন, ২০১৩ সকাল ৭:৫৫
আশিকুর রহমান অমিত বলেছেন:
৫| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:৩৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: মৌলি আজাদ সাধারণত ভাল লিখেন। কিন্তু ধূসর মুগ্ধতা স্রেফ একটা চটি গল্প হয়েছে! যে মহিলা এমন একটা গল্প লিখতে পারে তার নিজের মন মানসিকতা কেমন- ভাবতেই আমার আতঙ্ক হচ্ছে!
আর প্রথম আলু পত্রিকা তো এখন আবাল সমাজের পত্রিকা বলে স্বীকৃতি পেয়েই গেছে! এই পত্রিকায় যেকোনো গল্প স্থান পেতে পারে- বিষয় না কোনও!
২৪ শে জুন, ২০১৩ সকাল ৭:৫২
আশিকুর রহমান অমিত বলেছেন: একজন লেখিকা যদি এই ধরনের লেখা শুরু করেন তাহলে অবস্থা বলতে হবে ভয়াবহ। ধন্যবাদ নাজিম ভাই কমেন্টের জন্য।
৬| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: আর একজন তসলিমা নাসরিন পেতে চলেছি আমরা।
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:১৫
আশিকুর রহমান অমিত বলেছেন: লেখিকা একজন সুশীল পরিবার থেকে আসছেন
৭| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৪১
ইউক্লিড রনি বলেছেন: এইডা চটি নামের কলঙ্ক।
এর থেকে ভালো তো আমিই লেখতে পারি।
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:১৬
আশিকুর রহমান অমিত বলেছেন: রনি,আমরা লিখলে তো মানুষ জন হই চই কইরা শেষ কইরা দিত
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৭
আমি ইহতিব বলেছেন: এডিটিং এর দায়িত্বে মনে হয় এখন মতি মিয়ার বাসার কাজের লোকজন আছে। তাই আজকাল প্রথম আলোতে এমন সব গল্প জায়গা করে নিতে পারে।