নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারিগর

আশিকুর রহমান অমিত

লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।

আশিকুর রহমান অমিত › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ অভিমানী

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

- হিমেল ভাই কে আজকে দেখছিলা?

- হুম দেখলাম তো

- কথা বলতে যাওনি যে?

- তুমি কথা বলেছো এতেই তো হবে

- ভদ্রতা টুকু দেখাতে পারতা?

- ও, উনি এখন মস্ত বড় কেউকেট বলে আমাকে দেখা করতেই হবে?

- এইভাবে কথা বলছো কেন সাব্বির?

- একটা দাওয়াতে কারো সাথে দেখা না করার জন্য এত সিরিয়াস হচ্ছো কেন তিশা?

- তুমি কি আমার ব্যাপারটার জন্য তাকে অ্যাভোয়েড করো?

-পুরনো কথা মনে আছে দেখছি? ভালো তো ভালো না?

- সাব্বির, কি বলতে চাও তুমি?

- তুমি যে এক কালে তোমার হিমেল ভাইয়ের প্রতি দুর্বল ছিলা সেটাই...

- তুমি সেটা জেনেই তো আমাকে বলেছিলা ভালোবাসি তাই না?

- ভুল করেছিলাম কোনো?

- আমিও জানতাম তুমি এক কালে সিলভিয়ার সাথে

- জাস্ট সাট আপ তিশা!!!!



সাব্বিরের মেজাজ টা খারাপ হয়ে গেল। সামান্য এক বিয়ে বাড়ির ঘটনা নিয়ে এইভাবে কথা কাটাকাটি কি ঠিক হল? আর বিয়ের দেড় বছরের মাথায় পুরনো প্রসঙ্গটাও উঠে ফেলার দরকার বা কি ছিল। রাত একটার আগে ঘুমানো হয় না সাব্বিরের। আমার কি দোষ এই ভাবতে ভাবতে ১১ টায় শুয়ে গেল বিছানায়, একটাও কথা হয়নি তিশার সাথে।



হুট করে ঘুম ভেঙ্গে গেল সাব্বিরের। পাশে তিশা নাই, গেল কোথায়? মোবাইলের ঘড়িতে রাত দুটা বাজে। উঠে বসল সাব্বির। ঘরে পাশে লাগানো বারান্দায় কার যেন ছায়া। যেয়ে দেখল গ্রিলের সাথে মুখ লাগিয়ে আছে অভিমানী মেয়েটি। কাঁদছে নাকি? চাদের সামান্য আলো ওর মুখে এসে পড়ছে।



অভিমানে ভরে আছে তিশার মনটা। সাব্বির এইরকম করল কেন? সে কি আমাকে সন্দেহ করে? আমি তো কিছুই বললাম না তাকে। এইভাবে ব্যাপার টা তুলে আনার কি দরকার ছিল। চোখের পানি গড়িয়ে পরছে তিশার গালে।



চমকে উঠল তিশা, পিছন থেকে ওর কোমর এসে জড়িয়ে ধরেছে সাব্বির। সাব্বিরের মুখ টা নেমে আসল তিশার ঘাড়ে। ফিস ফিস করে বলে উঠল , “ ভুল হয়ে গেছে তিশা, বড্ড ভালোবাসি তোমাকে, সারাজীবন ভালোবেসে যাবো”। দুই বছর আগেকার সেই পরিচিত মমতা মাখানো কণ্ঠ। এক নিমিষেই তিশার সব অভিমান দূর হয়ে গেল। রাতের স্নিগ্ধ চাঁদের আলো দুজনার উপর এসে পরছে এখন।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ ! ছোট্ট প্যাকেজে দারুণ মিষ্টি একটা গল্প !! :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

মাক্স বলেছেন: ফ্ল্যাশ স্টোরি!
নাইস!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ, বড় গল্প তো মানুষ পড়তে চাই না তাই ফ্ল্যাশ স্টোরি :)

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

আমার মন বলেছেন: ++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো !!!

সুইট রোমান্টিক গল্প ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

মিনহাজুল হক শাওন বলেছেন: অস্থির রোমান্স। দি গড অফ রেমান্স আশিকুর রহমান :D

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

আশিকুর রহমান অমিত বলেছেন: কারে কি বলতেছো শাওন মিয়া !!!

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

খাটাস বলেছেন: কমন রোমান্স, আপনার উপস্থাপন ভাল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাই।
বাস্তব জীবনে কমন রোমান্সের ও অভাব :(

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

নাসিম বিন জসিম বলেছেন: সুন্দর গল্প আরও বিস্তৃত করবেন ভবিষ্যতে এই আশা রাখি ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০

আশিকুর রহমান অমিত বলেছেন: ওকে ভাইয়া :)

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

উড়ুউড়ু বলেছেন: এই লাইনে আসার আগে একটা প্রেম করতে হবে.... অন্তত প্রেমে পড়তে হবে..... হাহাহাহা....

ভাল হয়েছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০

আশিকুর রহমান অমিত বলেছেন: কে বলেছে আপনাকে প্রেমে পড়িনি? ;) :) :D

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

আমিনুর রহমান বলেছেন:



কিউট গল্প +++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ :)

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাই :)

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: ছোট কিন্তু সুন্দর..।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ :)

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: ++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

আশিকুর রহমান অমিত বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম :)

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১০

শান্তির দেবদূত বলেছেন: টুনিটেক গল্প, চমৎকার লেগেছে। এই গল্প নির্ঘাত ৫/৬ পাতা হয়ে যেত গতানুগতিকভাবে লিখলে, আর আপনি কি সুন্দর করে ১/২ পাতায় পুরোটা আটিয়ে নিয়েছেন!! এটাই আপনার লেখার ক্ষমতা বুঝিয়ে দিচ্ছে।
শুভেচ্ছা ও শুভকামনা রইল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

আশিকুর রহমান অমিত বলেছেন: আপনার প্রশংসা পেয়ে কৃতজ্ঞ। চেষ্টা করি যাতে ছোট্ট করে ঘটনা তুলে ধরতে পারি। গল্প বড় হলে অনেক সময় ধৈর্য থাকে না পড়ার।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০১

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে। +++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.