![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার মতোই একজন মানুষ আমি। আমার হাত আছে, পা, চোখ, নাক, মুখ সবই আছে আপনার মতো। ফুটপাতে নোংরা কাপড় পরিহিত টোকাইটারও(অভিজাত সম্প্রদায়ের মতে) আপনার আমার মতো হাত আছে, পা আছে। ওকে জানার ইচ্ছে তো নেই? তাহলে আমাকে জানার এতো ইচ্ছে কেনো?
চমক হাসান বরাবরই আমার প্রিয় একজন মানুষ। তার গাওয়া মেঘবালিকা গানটি আজ আপনাদের সামনে তুলে ধরছি
মেঘবালিকা, কেমন আছো ?
রোদ পোহাতে আসবে কাল ?
মেঘবালিকা, তোমার নাকি
দু'চোখ জুড়ে বর্ষাকাল ?
আকাশ তোমায় দেয়নি চিঠি
তাই ভেবে কি মনটা ভার ?
বৃষ্টি-কাজল মাখামাখি,
ঠুনকো অভিমান হাজার...
আমায় যদি বন্ধু ভাবো,
হাত বাড়িয়ে মন ছোঁবো
ওই দু'চোখে ঠাঁই যদি দাও
তোমার চোখের জল হবো...
৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
মোঃ আসাদুজ্জামান মিঠু বলেছেন: পাঠে অশেষ ধন্যবাদ জনাব
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
মামুন পাটোয়ারি বলেছেন: খুব সুন্দর একটি গান ৷