![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার মতোই একজন মানুষ আমি। আমার হাত আছে, পা, চোখ, নাক, মুখ সবই আছে আপনার মতো। ফুটপাতে নোংরা কাপড় পরিহিত টোকাইটারও(অভিজাত সম্প্রদায়ের মতে) আপনার আমার মতো হাত আছে, পা আছে। ওকে জানার ইচ্ছে তো নেই? তাহলে আমাকে জানার এতো ইচ্ছে কেনো?
২০১৫ সাল!
প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবটা এখনো কষা হয়ে ওঠেনি। স্মৃতিতে রাখার মতো ঘটনা খুব একটা নেই বললেই চলে আর যা আছে তা এখানে বলার মতো না। আমি জানি প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবে জীবন চলে না। জীবন চলে তার আপন গতিতে। তবে আমি এটুকুও জানি যে, আমার জীবনকে উন্নত থেকে উন্নততর করতে শুধু আমার একান্ত ইচ্ছা আর কঠোর পরিশ্রমই যথেষ্ট। খ্রীস্টিয় ক্যালেন্ডারের ২০১৫ পাতাটি ঘটনাবহুল। জীবনে প্রথম বারের মতো ফেইল, সিগারেটের কথা বাসায় জানা, প্রাণপ্রিয় দাদির অসুস্থতা এবং প্রথমবারের মতো ড্রপআউটের চিন্তায় পড়া।
নতুন ক্যালেন্ডারের দিনগুলোও ভালো কাটানোর ভরসা পাচ্ছিনা। ২য় দিনেই পরিক্ষা। পড়া হয়েছে মোটের উপর শুণ্য! সারাদিনে আমার তেমন কোনো কাজই নেই! পড়তে বসতেই ভার্চুয়ালের নেশায় আর পড়া হয়ে ওঠে না। ফেসবুক,টুইটার, ইনস্টাগ্রাম, আস্ক এফ এম আর ব্লগ!! আমার প্রতিটি দিনের বেশীরভাগ সময়ের সঙ্গী এগুলো। জানিনা আর সবার জীবন কেমন যাচ্ছে! কিন্তু আমি হলপ করে বলতে পারি আর দশটা ছেলের চেয়ে ভালো আছি আমি। চিন্তা নেই, নেই কোনো ভাবনা দিব্যি খাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হাসাহাসি করছি। একজন সুখী মানুষ বলতে আর কিছুর কি প্রয়োজন আছে??
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৪০
মোঃ আসাদুজ্জামান মিঠু বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জনাব প্রামানিক
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮
প্রামানিক বলেছেন: চিন্তা নেই, নেই কোনো ভাবনা দিব্যি খাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হাসাহাসি করছি। একজন সুখী মানুষ বলতে আর কিছুর কি প্রয়োজন আছে??
আপনকে সুখীই বলা চলে।