নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাস্ত ব্লগ

স্বাগতম, এখানে দলমত নির্বিশেষে সকলকে বাঁশ দেয়া হয়

হারকিউলিস

বাংলাদেশের রাক্ষস রাজনীতিবিধদের মনে প্রানে ঘেন্যা করি। তাই আমি রাজনীতি বিবর্জিত একজন মুক্তচিন্তার মানুষ।

হারকিউলিস › বিস্তারিত পোস্টঃ

শাহাবাগে ভাংগন শুরু হৈল বৈলা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১





ছাগু গুলা কি তাদের মিশনে সফল হতে যাচ্ছে?



নাস্তিক আস্তিক ইস্যু তে মনে হয় আন্দোলন দুই ভাগ হয়ে যাবে।



রাজীব নিয়া যেই ক্যচাল লাগছে !!!??



মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোনো ক্যাচাল লাগে নি, উলটো আন্দোলন আরো স্ট্রং হয়েছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১১

হারকিউলিস বলেছেন: আন্দোলন আরো স্ট্রং হয়েছে।
ঠিক।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫

ফারমার বলেছেন: রাজিব জাতিকে ভালো ভাসতো, জাতির জন্য প্রাণ দিয়ে গেছে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১১

হারকিউলিস বলেছেন: রাজীব আছে সবার অন্তরে অন্তরে

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১

নাইট রিডার বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোনো ক্যাচাল লাগে নি, উলটো আন্দোলন আরো স্ট্রং হয়েছে।

সহমত

কোন কিছুই জামাতী হায়েনা গুলারে রক্ষা করতে পারবেনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬

হারকিউলিস বলেছেন: আন্দোলন আরো স্ট্রং হয়েছে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

পথিকের ডায়েরীর পাতা বলেছেন: থাবা জাতিকে নয়, তার কম্যু মতবাদকে ভালোবাসতো।
সেজন্য আন্দোলন করেছে।

শাহবাগে যে বা যারা আন্দোলন করছে রাজাকারদের ফাঁসি দাবী হলেও একেক জন একেক উদ্যেশ্যে আন্দোলন করছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭

হারকিউলিস বলেছেন: রাজাকারের ফাসি চাই

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

নাইট রিডার বলেছেন: ক্যাচাল সৃষ্টিকারী পোষ্ট , রিপোর্ট করেন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৮

হারকিউলিস বলেছেন: ওরে ধরে থাব্রান :(

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৫

মাগুর বলেছেন: কয়দিন শাহবাগে গেছেন? না জেনে কোন মন্তবৌ করবেন না। আমি রাত ১২টার সময়ও কোলের বাচ্চা নিয়ে মাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আজ আমার পাশে। ৮০ বছরের বৃদ্ধাও ছিলো, যার গলার সবটুকু শক্তি দিয়ে স্লোগান দিয়ে যাচ্ছিলো! আর আপনি বলছেন শাহবাগের আন্দোলন দুই ভাগ হয়ে গেছে!! কে দিলো আপনাকে এই তথ্য???

আপনার মতলবটা কি শুনি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫০

হারকিউলিস বলেছেন: কয়েকবার গেসি

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৫

খুব সাধারন একজন বলেছেন: ---ডিভাইড এন্ড রুল---

আমরা সত্যর পক্ষে আবেগের আন্দোলন করি অরা দেয় গুটির চাল। দাবা-পাশা খেলার কাছে আবেগ যেন না হারে।

রাজীব থাবা বাবা হওয়াতে মারা যায়নি। থাবা বাবা হওয়ায় মারা গেলে অনেক আগে যেত। সে মারা গেছে শাহবাগে যাওয়ায়। সে মারা গেছে বাংলাদেশে একাত্তর সালে যারা ৩০ লাখ খুন, ৪ লাখ নারীকে ধর্ষণ আর এখনো মুক্তিযুদ্ধাদের প্রকাশ্যে লাথি দেয় আর গৃহযুদ্ধের ঘোষণা দেয় সেই জামাতির বিচার চাইতে

রাজীব, রাজীবের জানাযার কথা ভোলেন। মূল প্রসঙ্গে আসো বাংলাদেশের মানুষ। রাজীব নাস্তিক এইজন্য খুন হয় নাই। রাজীব শাহবাগে যায় তাই খুন হয়েছে।

প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুসলমানের পাঁচটি কর্তব্য। তার মধ্যে এক কর্তব্য হল, যখন কোন লাশ যায়, তা যে ধর্ম বিশ্বাসীর লাশই হোক না কেন, সম্মান দেখিয়ে উঠে দাঁড়াবে।

ওইক্ক চাই বলে ফেনা তুললে হবে না একতার কাজ করতে হবে। বাংলার মানুষ, দেশের মুখ রক্ষা কর। তুমি না করলে টাকা দিয়ে ভাড়া করে কাউকে আনা যাবে না হবে না। দশটা কথার জবাবে একটা কথা হলেও বল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫০

হারকিউলিস বলেছেন: কুনু ডিভাইড নাই

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: বলদ কিছু বুঝস? আন্দোলন আরো স্ট্রং হয়েছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫২

হারকিউলিস বলেছেন: সিনিয়র ব্লগারদের সাথে সম্মানের সাথে কথা বল।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সবাই চ্যানেল ৭১ দেখেন, ওখানে শাহবাগের খবর লাইভ দেখানো হয়। ব্লগারদের কথাও দেখানো হয়। রাতের বেলাতেও ছোট বাচ্চারা শাহবাগে গিয়েছে মা দের সাথে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৪

হারকিউলিস বলেছেন: বিশ্বাস্য ।
একটা একটা ছাগু ধর, ধইরা ধইরা জবাই কর।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৬

ডাব্বা বলেছেন: রাজীব নাস্তিক, রাজীব মাতাল, রাজীব নোংরা, রাজীব নির্জীব, রাজীব বাংলাদেশী, রাজাকারের বিচার চাইতে শাহবাগে একতাবদ্ধ হয়েছিল - যে কোন একটা বেছে নিন আপনার রুচিমত।

আমি - রাজীব রাজাকারের বিচার চাইতে শাহবাগে একতাবদ্ধ হয়েছিল - বেছে নিয়েছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৫

হারকিউলিস বলেছেন: আমি - রাজীব রাজাকারের বিচার চাইতে শাহবাগে একতাবদ্ধ হয়েছিল - বেছে নিয়েছি

দিস ইস দ্যা স্পিরিট। কাম হৈচে।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: কিছুই হবে না । ছাগুরা বুঝল না কি ভুল করছে । এইবার আরও তীব্র আন্দোলন শুরু হবে । ওয়েট অ্যান্ড সি ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৫

হারকিউলিস বলেছেন: একটা একটা ছাগু ধর, ধইরা ধইরা জবাই কর।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৭

হাসান আব্দুল্লাহ বলেছেন: চরম সত্যকে অস্বীকার করা যায় না. ৭১ এর দালালদের পরিনতি ছিলো ১৬ই ডিসাম্বর.ওরা ও সরকারের দালালী করতো. মজার ব্যাপার হলো ২০১৩তে ও শাহবাগী দালালরা সরকারের দালাল বনে গেলো.
তেলে জলে যেমন মিশ খায়না দালাল-গুন্ডাদের আন্দোলন ও সফলতা পেতে পারে না.

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

রাসেল ভাই বলেছেন: দালালদের ক্ষমা নাই ,

গনতন্ত্রের মুক্তি চাই ।

একাত্তর ভুলি নাই ,

রাজাকারের ফাঁসি চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.