নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ। হ্যা আমি একজন সাধারণ মানুষ। ১৬ কোটি মানুষের এই দেশ টা আমার ও। আমার ও মন কাঁদে এ দেশের দুঃখ নিপীড়িত মানুষগুলোর জন্য ইচ্ছে করে তাদের জন্য কিছু করতে কিন্তু সাধ আছে সাধ্য নেই

আমজাদ মামা

৬৯

আমজাদ মামা › বিস্তারিত পোস্টঃ

মুক্তবাক হতে চাই

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬

বাংলা মা তোর আকাশ বাতাস
ক্যানো এতো ভারি হয়ে আসছে !
একদিকে মানবতার পরাজয় আর অন্যদিকে
শকুনের উল্লাস, পেঁচার ভয়ংকর ডাক !
পরিচিত নির্ভিক হায়েনাদের
অশুভ সম্পদ হরণের হর্ষোধ্বনি !
বাংলা মা তোর জন্য লক্ষজনের আত্মাহুতি
কতো মা বোনের সম্ভ্রম খুইয়ে তোর স্বাধীনতা !
তোর স্বাধীন বুকে আজ আমরা স্বাধীন ?
বাকহীন মুখে কুলুপ এটে ভীরুতা নিয়ে
বসে থাকার নাম কি তবে স্বাধীনতা ?
উঁচু উঁচু দালান উঠছে পাহাড় সমান ,
আর সেই দালানের ফাঁকে ফাঁকে ধর্ষিতার চিৎকার!
পেট টাকে শান্তিতে রেখে মনকে বেঁধে রাখবো ?
না, পাঁচ বেলা খেয়ে উঁচু দালানের
এসি রুমে শুয়ে নাক ডাকিয়ে ঘুমাতে চাই না !
৪৭. ৫২. ৭১. ৯০. তোরা কই ?
কলম গুটিয়ে নেবো ?
না, এবার কলম দিয়েই যুদ্ধ করে
মা গো তোর স্বাধীন দেশে মুক্তবাক হবো !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

আমজাদ মামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.