নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ। হ্যা আমি একজন সাধারণ মানুষ। ১৬ কোটি মানুষের এই দেশ টা আমার ও। আমার ও মন কাঁদে এ দেশের দুঃখ নিপীড়িত মানুষগুলোর জন্য ইচ্ছে করে তাদের জন্য কিছু করতে কিন্তু সাধ আছে সাধ্য নেই

আমজাদ মামা

৬৯

আমজাদ মামা › বিস্তারিত পোস্টঃ

তোমাকে খুজেছি আমি

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫

তোমাকে খুঁজেছি আমি
কীর্তনখোলার পাড়ে,
এক ঝাঁক,তরুণীর স্নিগ্ধ হাসিতে|
তোমাকে খুজেছি আমি
সাদা বলাকার ঝাঁকের পরে,
বাঁশ ঝাড়ে!
তোমাকে খুঁজেছি আমি
কাল বৈশাখী দমকা হাওয়ায়,
মেঘেদের মত এলোকেশে|
তোমাকে খুঁজেছি আমি
শেষ বিকেলের গোধূলী বেলার,
রক্তিমতা। রবিউল আউয়াল সরকার

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৩

আহমেদ জী এস বলেছেন: আমজাদ মামা ,




খুঁজে পাবেন না । সে শেষ বিকেলের গোধূলী আলো । শুধু আভা ছড়িয়ে মানুষ ভোলায় , ধরা দেয়না ।

ছোট্ট লেখার ভেতরে মোটামুটি ভালো হয়েছে ।

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

আমজাদ মামা বলেছেন: সেই দিনতো আর ফিরে আসবেনা,শেষ বিকেলের গোধূলী আলো মনে আর খুঁজে পাবো না। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ভাইয়া

২| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

কানিজ রিনা বলেছেন: তোমাকে পেয়েছিলাম কীরতনখোলা নদীর,
কাঁশবনের পার।
তোমাকে পেয়েছিলাম জোছনার আলোয়,
একটি হুতোম পেচা।
তোমাকে পেয়ে ছিলাম বাঁশ ঝোপের এক,
চতুর শিয়াল মামা।
ধন্যবাদ।

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

আমজাদ মামা বলেছেন: তোমাকে খুঁজতে গিয়ে,
তোমার বদলে পেয়েছিলাম
একটি হুতোম পেচা।
পেঁচার জ্বালায় জীবন প্রদীপ নিভো নিভো অবস্তায়
ধন্যবাদ মন্তব্য করার জন্য

৩| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগলো।

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

আমজাদ মামা বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.