নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ। হ্যা আমি একজন সাধারণ মানুষ। ১৬ কোটি মানুষের এই দেশ টা আমার ও। আমার ও মন কাঁদে এ দেশের দুঃখ নিপীড়িত মানুষগুলোর জন্য ইচ্ছে করে তাদের জন্য কিছু করতে কিন্তু সাধ আছে সাধ্য নেই

আমজাদ মামা

৬৯

আমজাদ মামা › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪০

আমার একলা-পথ, পথ হারাল তোমার একলা ঘরে
ফিরে নাহি যাব, গোধূলি কুড়াব সন্ধ্যা আকাশ পরে।
আমার যৌবনে যে সত্য তোমাকে দিয়েছি সঁপে,
সন্ধ্যা হলে, সন্ধ্যা এলে, একলা আকাশ জপে।
আমি জানিনা বিশালতা কি, শুধু বুঝি বিশাল তুমি,
তবে কাছে এসো,উর্বর করো, আমার নীরব ভুমি।
রাত্রি নেমেছে, জানলার ওপাশে, এখনো আমি নিখোঁজ,
যুদ্ধ নিরর্থক, তবুও আমি হারতে চাই রোজ রোজ।
সূর্য নিভিয়ে তোমার জন্যে খুলে রেখেছি বিশ্ব-আকাশ,
কোন এক কালে, তুমি-আমি হব, এই শতাব্দীর সেরা ইতিহাস

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

মাকড়সাঁ বলেছেন: কসম দিলাম ভালবাসার আমার একটা আকাশ চাই

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

আমজাদ মামা বলেছেন: আমি চাই একটা চাঁদ উঠুক আমার আকাশে আমার কষ্টে সে নিজেকে উজাড় করে কাঁদুক। তার তিলের মতো কলঙ্ক থাকুক, আলোর মতো রূপ থাকুক। তবুও আমার একটা ভাল্বাসার আকাশ চাই ।ধন্যবাদ

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

কবি আকাশ বলেছেন: বাহ্

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

আমজাদ মামা বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: আমজাদ মামা ভাল লিখেছেন বাহ বাহ

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

আমজাদ মামা বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

হাতুড়ে লেখক বলেছেন: কোন এক কালে, তুমি-আমি হব, এই শতাব্দীর সেরা ইতিহাস :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.