নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ। হ্যা আমি একজন সাধারণ মানুষ। ১৬ কোটি মানুষের এই দেশ টা আমার ও। আমার ও মন কাঁদে এ দেশের দুঃখ নিপীড়িত মানুষগুলোর জন্য ইচ্ছে করে তাদের জন্য কিছু করতে কিন্তু সাধ আছে সাধ্য নেই

আমজাদ মামা

৬৯

আমজাদ মামা › বিস্তারিত পোস্টঃ

সংসার

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

জীবনের মোহ মায়া
পূর্ণতা পায় যেথা
শুনেছো কি নাম তার?
সংসার, সংসার তারই নাম সংসার।
সুখ আছে, দুঃখ আছে
কামনা ও ভোগ আছে,
অট্টহাসির মাঝে
রোল আছে কান্নার।
সংসার, সংসার
তারই নাম সংসার।
স্বপ্ন আর সাধ্যের
দ্বন্দ্বটা যেখানে
চলে নিরন্তর।
নেই কোন শেষ তার।
সংসার, সংসার
তারই নাম সংসার।
আশা আর হতাশা
একসাথে বাধে বাসা।
পাওয়া না পাওয়ার গানে
মুখরিত চারিধার।
সংসার, সংসার
তারই নাম সংসার।
এত ক্লেশ, এত দুঃখ
তার মাঝেই মহাসুখ।
বর্ণালী মায়া ছিঁড়ে
যার শেষ পরপার।
মায়াবিনী অধরা সে
তারই নাম সংসার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

প্রামানিক বলেছেন: আহারে! কত কত দুঃখ কষ্টের সংসার।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭

আমজাদ মামা বলেছেন: আহারে! সংসার। ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.