নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
এখন খন্ড খন্ড মেঘ আকাশে আছে
কখন এ পাশে কখন ও পাশে ।
সে দূরন্ত গতিতে ছুটে বেড়াচ্ছে
মাঝে মাঝে দু এক টুকরো মেঘ ছুটে পড়ছে ।।
যেখানে সুন্দরী তুমি মধু পূর্ণিমা
সেখানে তুমি আমায় বলছো প্রিয়তমা ।
চারুলতা হে
তুমি কি স্বপ্নে দেখা সে ।
ওহে তোমার পদধুলি পড়েছে
আমার এ ছোট হৃদয় তা জেনেছে ।
সন্ধায় সূর্য ডুবেছে
চন্দ্রের পদধুলি মাটিতে নেমেছে ।
একে বেকে চলছে একটি হৃদয়
মুখে তার একটি ধ্বনি
হবে হবে তার জয় ।
অবাধ মন যেখানে কাঁদে
কি করে আর সে
অন্য গাছে বাসা বাঁধে ।
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১০
বাড্ডা ঢাকা বলেছেন: আমি ধন্য হোলাম ব্রাদার আপনার পিলাচ পাইয়া ।
ভাল থাকুন
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৭
তুষার কাব্য বলেছেন: অবাধ মন যেখানে কাঁদে
কি করে আর সে
অন্য গাছে বাসা বাঁধে ।
২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫২
বাড্ডা ঢাকা বলেছেন: ভালো থাকুন
৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৬
আলম দীপ্র বলেছেন: বেশ বেশ ! বাহ ! +++++++++++++++++++
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ দীপ্র ভাই ভালো থাকবেন
৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬
আলম দীপ্র বলেছেন: সংকলনে নিয়া গেলাম ।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩
বাড্ডা ঢাকা বলেছেন: অসংখ ধন্যবাদ দীপ্র ভাই । সংকলনে নিয়ে আমার মত ক্ষুদে লেখকের লেখা সম্মান করায় আন্তরীক কৃতজ্ঞতা জানিবেন ।
মহান সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৩
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++
ভালো থাকবেন