নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

অনুপমা এ কাব্য শুধু তোমার জন্য

২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

হয়ত বা হোতো নয়ত বা শুরু হওয়ার আগেই ইতি টানা লাগতো বা শেষ হয়ে যেত । সেখানে না হয় হয়ে গেল । শোন একটি মানুষের চুল যেমন সারা জীবন কালো থাকেনা তেমন একটা মানুষের মনে প্রেমর রঙ্গীন রং সারা জীবন থাকেনা ।

যা হওয়ার তা হঠাৎ করেই হয় তাই তোমর আমার প্রেম হঠাৎ করেই হয়েছে । তাই তুমি চাইলেও আমি চাইব না বা আমি চাইলেও চাইবে না যে প্রেম হয়েছে তা ভেঙে দিতে ।

আর একান্ত তুমি চাও ভেঙে দিতে তাহলে চেষ্টা করে দেখতে পারো তাতে আমি কোন বাঁধা দেবনা তোমায় ।

আজ তোমায় একটি সত্য কথা বলি অনুপমা এই পৃথিবীতে যবে থেকে মানবকে সৃষ্টির সেরা জীব করে সৃষ্টি কর্তা বানিয়েছে সে দিন
থেকে প্রেমকে মানবের সঙ্গী বা বন্ধন হিসেবে মিলিয়েছেন ।
এখানে না আছে তোমার হাত না আছে আমার হাত ।

তুমি এভাবে বলছকেন আবিদ আমি তোমাকে কি কখন বলেছি আমাদের মধ্যে যে প্রেম হয়েছে তা ভেঙে দিতে ।
আমি শুধু তোমায় বলেছি যখন তখন আমায় ফোন দিওনা ।

আজ কাল বেশির সময় মা এবং বাবা আমকে ফলো করছে ।
যাই হোক অনুপমা তোমায় একটি কথা বলি মনে রেখ একজন আরেকজনের দিকে শুধু চেয়ে থাকলেই প্রেম হয়ে যায় না বরং দুজন দুজানার পাশে থেকে একে অপরের হাতে হাত রেখে সমান
ভাবে প্রেমের আগ্রহে থাকতে হয় তবেই প্রেমের সৃষ্টি হয় ।

মনে রেখ অনুপমা আমরা যেদিন থেকে মানব হয়ে জম্ম নিয়েছি
সেদিন থেকেই প্রেমের ফাঁদে পা রেখেছি ।

জম্ম মোর প্রম মিত্যুও যেন হয় মোর প্রেম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.