নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
।
গল্পঃ একঃ ভালুক আর শেয়াল ।
এক বনে এক ভালুক আর এক শেয়াল বাস করতো ।সেই শেয়াল আর ভালুক তারা দুজন দুজনের খুব ভাল ও কাছের বন্ধু ছিল ।
একদিন সকালে তারা দুজন ঘুরতে আছে নদীর তীরে আর তারা আস্তে আস্তে কথা বলতে বলতে এক শ্মাশানের পাশে এসে হাজির হলেন ।
সেখানে দুদিন আগের বা একদিন আগে একটি মানুষের মৃতদেহ সৎকার করতে আনলে এমন সময় অনেক জোরে ঝড়বৃষ্টি শুরু হয় । আর সে সময় ঐ মৃতদেহটি ফেলে রেখে লোক জন সকলে পালিয়ে যায় ।
শেয়াল ঐ মৃত দেহটি দেখে অনেক খুশি হলেন আর এ খুশিতে শেয়াল ভালুককে বলেন সত্যই বন্ধু আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম । দেখেছ কি মোটা ও কত বড় একটি মানব দেহ পড়ে আছে চলো ওটাকে আজ আমরা দুজনে মিলে খাই ।
ভালুক শেয়ালের মুখে এ কথা শুনে আর ক্ষুধার্ত চেহারা দেখে ভালুক হেঁসে দিয়ে বললেন বন্ধু খেলে তুমি খাও আমার মন তোমার মতো অত নিচুনা আমি মরা মানুষ
খাওয়াতো দূরের কথা ধরেও দেখি না ।
ভালুকের কথা শুনে শেয়াল কিঞ্চিত মাত্রা লজ্জা পেতে দেখা গেলো না ।
শেয়াল ভালুকে বললো বন্ধু তুমি যা বললে তা বিলকুল ঠিক কিন্তু আমার কথা হচ্ছে তুমি যদি জ্যান্ত মানুষ দেখলেই হত্যা না করতে তা হলেই বলতাম। হ্যা এটা সত্য তুমি আমার চেয়ে উচ্চমনা মহৎ।
বিদ্রঃ মানুষের মৃত্যুর পর তার দেহের প্রতি সম্মান দেখানোর চেয়ে তার প্রাণ রক্ষা করা অধিক প্রশংসনীয়।
গল্প দুইঃ নেকড়ের বদ্যিসাজা।
মাঠে ঘাস খেতে খেতে এক গাধার নজরে পড়লো এক নেকড়ে তারই দিকে এগিয়ে আসছে । তখন নেকড়েটি খোঁড়া সাজলো ।
নেকড়ে তার কাছে এসে তার অবস্থা দেখে তাকে বললো কিগো কি হলো তোমার তুমি অমন খোঁড়াচ্ছ কেন ।
আর বলো না একটা বেড়া ডিঙাতে গিয়ে লাফ দিয়েছি অমনেই পায়ে কাঁটা ফুটে গেল এই বলে গাধা একটি পা নেকড়ের দিকে এগিয়ে দিল আর বললো তুমি আমাকে খাওয়ার আগে আমার পাওয়ের কাঁটাটা বের করো তাহলে আর তোমার গলায় কাঁটা লাগবে না ।
গাধার কথা শুনে নেকড়ে গাধার পায়ের কাছে গিয়ে দেখতে চাইলো কোথায় কাঁটা লেগেছে । যেই নেকড়ে গাধার পা তুলে ধরেছে অমনি গাধা দে এক লাথি । সেই লাথির চোটে নেকড়ের দাঁত গুলি সব গেল ভেঙে । নেকড়ে তখন মনে মনে ভাবতে লাগলো ঠিক হয়েছে আমার যেমন কর্ম তেমন ফল। আমি বাবা কাছে শিখেছি শিকার করা এখানে এসে তা না করে করতেগেলাম বদ্যিগিরি তারই ফল এ।
বিদ্রঃ নিজে যা শিখোনি তা করতে যেও না।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২০
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ প্রিয় ইমতিয়াজ ভাই । আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগছে ।
অনেকে শুধু কবিতাই লেখে আমি কবিতা ও গল্প দুটোই লেখতে ইচ্ছুক। ভালো থাকবেন।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৯
ভূতের কেচ্ছা বলেছেন: ভালো.............
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২১
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকে পোষ্টে দেখে ভালোই লাগলো ।
ভালো আছেন ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৬
আহলান বলেছেন: ভালু ভালু ...
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৫
এমএম মিন্টু বলেছেন: অসম্ভব ভাল দুটি গল্প শেয়ার করায় ধন্যবাদ
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
কালের সময় বলেছেন: চমৎকার গল্প। ৩য় ভালো লাগা।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সর্বক্ষন
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭
খেলাঘর বলেছেন:
পরলাম, ভালো
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য ।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯
ব্লগার মাসুদ বলেছেন: গল্প পড়ে ভাল লাগলো । ৪র্থ ভাল লাগা ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১০
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
তুষার কাব্য বলেছেন: চমৎকার !
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১০
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার শিক্ষনীয় গল্প ।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৮
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ শিক্ষ্যার জন্যই । ভাল থাকুন শুভ কামনা থাকলো।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫২
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা, কিন্তু কবি গল্প লেখা শুরু করল কেন ?